নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগে আমার অভিজ্ঞতা

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩


সামহোয়্যার ইন ব্লগে আমার অভিজ্ঞতা
ফেস বুকে আস্তিকতা ও নাস্তিকতা বিষয়ের বিতর্কে মেহেদী হাসান ইমরানের (যে ‘মহাসমম্বয়’ নিকে ব্লগ লিখে) লিংক থেকে আমি সামহোয়্যার ইন ব্লগের খোঁজ পাই। এরপর ব্লগের নীতিমালা ভালোভাবে না পড়ে ব্লগিং শুরু করি। সংগত কারণে আমার দ্বারা ব্লগের নীতিমালা লংঘন হয়। যথারীতি আমি ধরা খেয়ে জেনারেল হয়ে যাই। এখন আমার পোষ্ট প্রথম পাতায় প্রকাশ হয়না। এতে ব্লগের কোন ক্ষতি হচ্ছে বলে আমি মনে করিনা। বরং এখানে যথেষ্ট মেধাবী ব্লগার রয়েছেন, যাদের পোষ্ট থেকে পাঠক উপকৃত হতে পারছেন।
ছিলামঃ-

হলামঃ-


আমার মতো যারা ধরা খেয়েছেন তাদের জন্য আমি সামহোয়্যার ইন ব্লগের নীতিমালা উপস্থাপন করছি, আশাকরি যদি মনের ভুলে আপনারা আমার ব্লগে এসে পড়েন তবে কষ্ট করে নীতিমালা পড়ে নিলেই বুঝবেন, আপনারা কেন আমার মতো জেনারেল হলেন।

সে যাই হোক আমার পোষ্ট প্রথম পাতায় না আসলেও যারা আমার ব্লগে বেড়াতে আসেন তারা এটা দেখতে পারছেন ও পড়তে পারছেন এটাও নেহায়েত মন্দ নয়। আর আমার অপরের পোষ্ট পড়া ও দেখায় কোন বাধা দেখছি না।
সাকুল্যে আমি বলতে পারি সামহোয়্যার ইন ব্লগ আসলেই একটি ভালো লাগার মতো ব্লগ। বাংলাভাষা ভাষীদের জ্ঞানু্ন্নয়নে ও মানসিকতার উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। এ জন্য সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই।



সামহোয়্যার ইন ব্লগ নীতিমালাঃ-
.সাধারণ নিয়ম এবং প্রত্যাশা
১ক. বাক স্বাধীনতা প্রসঙ্গ:

সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।

১খ. নিয়মভঙ্গ প্রসঙ্গে:

এখন থেকে ব্লগের নিয়মভঙ্গের জন্য কোন ব্লগারকে ব্যান করা হলে তিনি তার নিজস্ব ব্লগ পাতায় একটি নোটিশ পাবেন, যেখানে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট ধারার উল্লেখ থাকবে। কোন ব্লগারের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলেও ব্লগার একই ভাবে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট কারন সম্পর্কে অবগত হবেন।

১গ. নতুন ব্লগারের জন্য প্রথম পাতার নীতিমালা:

এখন থেকে, সকল নতুন ব্লগারদের ইমেইল, নিক এবং প্রথম কয়েকটি পোস্ট একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যাচাই করা হবে ঐ ব্লগারের ইমেইল, নিক ও পোস্ট কন্টেন্ট যথার্থ এবং শ্লীল কিনা। আমরা ঐ ব্লগারের প্রথম পোস্টটি প্রথম পাতায় রাখার মতো মানসম্পন্ন কিনা সে বিষয়টিও যাচাই করবো। যদি পোস্টটিতে আপত্তিকর কিছু না থাকে তাহলে তা প্রথম পাতায় প্রকাশিত হবে। এই যাচাই প্রক্রিয়ায় ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টা সময় লাগতে পারে। কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, প্রথম পাতায় ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

১ঘ. প্রথম পাতার উপর নিয়ন্ত্রন:

সামহোয়্যার ইন... হাতে গোণা কয়েকটা সাইট এর মধ্যে একটি যা প্রতিটি ব্লগারকে প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ দেয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু ব্লগার এই সুযোগের অপব্যবহার শুরু করেছেন। যদিও এখন থেকে আমরা সুনির্দিষ্ট নীতিমালা ভঙ্গ না করলে কোন পোস্ট মুছে না ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা সকল শ্রেণীর ব্লগারদের কাছে প্রথম পাতার পরিচ্ছন্নতা, বৈচিত্র ও আকর্ষণ রক্ষার্থে এর উপর আরো নিয়ন্ত্রন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।

১ঙ. যে সব লেখায় রেফারেন্স হিসাবে কিছু আপত্তিকর বিষয় বা শব্দ আসবে:

কিছু গুরুত্বপূর্ণ লেখায় অনেকসময় এমন কিছু রেফারেন্স কিংবা শব্দের ব্যবহার প্রয়োজনীয় হতে পারে, যা সকল বয়সের বা শ্রেণীর লোকজনের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু সে বিষয়ে আলোচনা বেশ জরুরী; আমরা সেসব বিষয়কে প্রথম পাতায় রাখার অনুমতি প্রদান করবো যদি সেই লেখার প্রথম পরিচ্ছেদে বিষয় সংশ্লিষ্ট সতর্কতা দেয়া থাকে (আমরা খুব শীঘ্রই একটি সিস্টেম সংযোজন করতে যাচ্ছি যাতে করে পাঠক কেবল এধরণের পোস্টের টাইটেল দেখতে পারবেন এবং ইচ্ছানুযায়ী নিজ দায়িত্বে পাঠ করবেন)। তবে পোস্ট টাইটেলে আপত্তিকর শব্দ কিংবা বিষয়বস্তুর উপস্থিতি প্রথম পাতা থেকে যে কোন পোস্ট সরিয়ে ফেলতে আমাদের বাধ্য করবে ।
উপরে যান
________________________________________
২. যেসব বিষয়বস্তু এবং আচরণ প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে :
২ক. যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান, বা কোন ব্লগার যদি তার মুছে ফেলা পোস্টের ব্যাপারে জবাবদিহিতা চান তাহলে "কোন সমস্যা" পাতা কিংবা নির্মিতব্য "রিপোর্ট এবিউজ" বাটন চেপে সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।

২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।

২গ. প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি ।

২ঘ. অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারি । আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।

২ঙ. যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়।

২চ. কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি ।

২ছ. প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া কোন পোস্ট দেখবার লিংক সম্বলিত পোস্ট আমরা সরিয়ে দিতে পারি ।

২জ. কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে।

২ঝ. যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।

২ঞ. ২ক. ২খ. ২গ. ২ঘ. ২ঙ. ২চ. ২ছ. ২জ. ২ঝ. -কে ক্রমাগত ভঙ্গ করা হলে কিংবা একই পোস্ট একাধিকবার প্রথম পাতায় দেয়া হলে ব্লগারকে প্রথম পাতা থেকে ব্যান করা হতে পারে।

২ট. বাংলাদেশের সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ছবিযুক্ত পোস্ট পুরোটাই প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হবে।
উপরে যান
________________________________________
৩. যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।

৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।

৩গ. যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।

৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।

৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।

৩চ. যদি কোন পোস্টে কোন ব্যক্তি বা গ্রুপের ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয় এবং সে বিষয়ক তথ্য আমাদের কাছে আসে, আমরা ছবি সরিয়ে দিবো বিষয়টির স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত।

৩ছ. যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়।

৩জ. যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।

৩ঝ. যদি কোন পোস্টে প্রকাশিত রেফারেন্স এবং কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া দেয়া হয়।

৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
উপরে যান
________________________________________
৪. যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :
৪ক. যদি তাদের নিক অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।

৪খ. যদি তাদের ইমেইল এড্রেস অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।

৪গ. যদি তারা ৩ক. ৩খ. ৩গ. ৩ঙ. ৩ছ. ৩জ. ‘এর নীতিমালাগুলো বারবার ভঙ্গ করতে থাকেন।

৪ঘ. যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে।

৪ঙ. যদি কোন ব্লগার ছবি কিংবা লেখার মাধ্যমে অন্য কোন ব্লগার হিসেবে নিজেকে দাবী করেন বা উপস্থাপন করেন । আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন । কিন্ত কোন ব্লগার যদি তার লেখার মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণ করেন যে তার একাধিক নিক রয়েছে এবং তা ব্লগের পরিবেশকে অশান্ত করে তাহলে তাকে আমরা বিবেচনার মাধ্যমে ব্যান করতেও পারি ।

৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।

৪ছ. যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে।

৪জ. যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যে, সে ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করে, ব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে।
উপরে যান
________________________________________
৫. মন্তব্য মডারেশন বিষয়ে:
৫ক. আমরা আশা করবো যে, কোন পোস্টের মন্তব্য সেই পোস্টের লেখক নিজস্ব দায়িত্বেই নিয়ন্ত্রন করবেন। কর্তৃপক্ষ কোন সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া পর্যন্ত কোন পদক্ষেপ নিবেনা। আমরা আশা করবো ব্লগার নিজ দায়িত্বেই আপত্তিকর মন্তব্য মুছে ফেলবেন এবং মন্তব্যকারীকে ব্লক করবেন যাতে মন্তব্যকারী ব্লগার ভবিষ্যতে এরকম কোন আপত্তিকর মন্তব্য না করতে পারে । যতদিন পর্যন্ত রিপোর্ট এবিউজ বাটন সুবিধা না থাকছে, ততদিন “কোন সমস্যা” পাতায় গিয়ে অভিযোগ জানাতে অনুরোধ করা যাচ্ছে।

৫খ. যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি ।

৫গ. ব্লগার “কোন সমস্যা” পাতায় অভিযোগ জানানোর সুবিধা হারাবেন যদি তিনি ক্রমাগত ভিত্তিহীন অভিযোগ জানাতে থাকেন ।
উপরে যান
________________________________________
শেষ কথা:
সামহোয়্যার ইন... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে। উপরে উল্লেখিত নীতিমালা কেবল বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আমরা কারো বাক বা চিন্তা স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষ, চিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না। এই ব্লগ সাইটের পরিবেশ ব্লগাররাই ঠিক করে নেবে; আমরা কতিপয় কুরূচিপূর্ণ ব্লগারকে একটি সুস্থ সাবলীল ব্লগ কমিউনিটিকে প্রভাবিত করতে দিতে পারি না। যে সব পোস্ট আপত্তিকর এবং কেবলি সংঘাত তৈরির উদ্দেশ্যে লেখা, ব্লগাররা তা এড়িয়ে যাবেন কারণ এগুলো সম্বন্ধে বেশি আলোচনার অর্থ হলো এ ধরণের নোংরা পোস্টের গুরুত্ব বাড়িয়ে দেয়া । আমরা আশা করি, সকলে তাদের ধৈর্য্য-সহমর্মিতা দিয়ে সংঘাত দূর করবেন এবং আমাদের জাতির উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন । শুভ ব্লগীং!

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



ইমেইলে ব্লগের এডমিনদের সাথে যোগাযোগ করেন( সহযোগীতা মেন্যু থেকে); সৈন্য নেই, সামন্ত নেই, জেনারেল দিয়ে কি হবে? আশাকরি, শীঘ্রই সামনের পাতায় আসতে পারবেন।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি আমার সবচেয়ে প্রিয় ব্লগার। অবশ্যই সুপরামর্শ দিয়েছেন। তবে আমি যখন নিজে মনে করব আমার আমার পোষ্ট মান সম্পন্ন হয়েছে। তখন আপনার পরামর্শ অনুযায়ী কাজ করব।
আমি আমার ছাত্র-ছাত্রীদের ব্লগিং শিখানো শুরু করেছি। আমি ওদেরকে বলছি দেখ তোমাদের স্যার প্রথম পাতা পাচ্ছেনা। তাহলে বুঝ প্রথম পাতা পেতে তোমাদের কতটা খাটতে হবে। আপাতত ওরা এটাই বুঝুক।
এমন অবস্থায় ওরা আদর্শ খুঁজতে গিয়ে অনেকের লেখা পড়বে। এটা ওদের জন্য ভালো বই মন্দ হবে না।
আমিও মনে করছি আমার মধ্যে ঘাটতি রয়েছে, আমার মান বাড়ানো দরকার। আমি প্রতি নিয়ত মান বাড়ানোর চেষ্টা করছি। আর কেউ না কেউ তো আমার লেখা পড়ছে। ছাত্ররাও হয়তো কেউ কেউ পড়ছে। নতুবা পরিসংখ্যান বাড়ছে কেমন করে? এখন ব্লগের যেমন ইচ্ছা ভালো ব্লগার তৈরী হোক। আমারও একই ইচ্ছা। সুতরাং সাকুল্যে ব্যাপারটা ভালো হচ্ছে।
দোয়া করবেন আপনার কোরবানীর ছাগল যেন একদা মানুষ হতে পারে!

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পৃথিবীর মানুষ যদি সুখে থাকতে না পারে তবে আমার ও আপনার লেখালেখির কষ্টের ফল কোথায়?

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এফ বি তে আমার লেখায় হাজার হাজার লাইক পড়ছে। পরিস্থিতিও পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে। আপাতত ওদিকে একটু ব্যাস্ত আছি। সামুতে এখনো কারো পোষ্টে একশত লাইক পড়েছে বলেও নজরে আসেনি। তো এটা মাথা ঘামানোর মতো বিষয় নয় বলেই আমি মনে করছি।

২| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: :P :P :#) :D

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
খুশী যখন হইছেন, তখন একটু পায়েশ খান।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) বলেছেন: :> মানুষ বাধ্য থেকে অবাধ্য হওয়ার আকাঙ্ক্ষা প্রবল! সেই বিশেষ গুনের কারণে আজ আমি জেনারেল ( আই এম জেনারেল)। মাঝে মাঝে বিরক্তি চলে আসে, আবার মাঝে মাঝে হাসি- জাহান্নামে বসিয়া আমি পুষ্পের হাসি।

কথা সেইটা না বয়সে আপনি আমার অনেক সিনিয়ার হলেও আমরা দু' জন কিন্তু সমসাময়িক জেনারেল। সেদিক দিয়ে আমি আপনার অনেক এগিয়ে আছি। ইলেক্ট্ররাল ভোট আমার বেশি।

তবে, প্রতিদিন আশা নিয়ে ঘুমাতে যাই ঘুম ভেঙে দেখব জেনারেল থেকে সেফ হয়ে গেছি।

কিন্তু আমার ঘুম ভাঙলেও মডুদের ঘুম ভাঙে না।

ইয়া মাবূদ মডুদের ঘুম ভেঙ্গে দাও

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এ গুলো আপনার জন্য। খুশী হয়ে দিলাম। মুডুদের ভেজে খাওয়াবেন। কাজ হলেও হতে পারে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা রইল

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার জন্য এই মাছ খান।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

নতুন নকিব বলেছেন:



প্রথম পাতায় যেতে না পারার সমস্যায় আমিও আটকে আছি। দেখি কি হয়। সামুতে কন্টিনিউ করব কি করব না- এখনও শিউর না। কারন, মাস পার হয়ে গেলেও যেখানে "তিন দিনের পর্যবেক্ষন পিরিয়ড" ফুরোয় না সেখানে কিভাবে কন্টিনিউ থাকার ব্যাপারে নিশ্চিত হতে পারি?

দুআ চাই।

ভাল থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপাতত এই মাছটা দিলাম। দোয়া নামাজের পর।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

ভাবুক কবি বলেছেন: প্রথম পাতায় লেখা আসতে আর কত .।.।.।
ওহে পাঞ্জেরী

বিঃদ্রঃ আমি কিন্তু নতুন ব্লগার।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সে কি ভাবছে তাই ভেবে যদি কবিতা লিখতে পারেন তবে আশা করি সিগ্র উন্নতি করবেন।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আামর আর ভাল্গানে। শটকার্ট জমানার পোলাপাইন। এত ধৈর্য কুলায়!

মডুরা.......... একবার ঘুম দিলে আর জাগতে চায় না।

ইয়া মাবূদ মডুদের ঘুম ভেঙ্গে দাও। আমাকে জেনারেল থেকে সেফ করে দাও। আমিন!!!! ‍ছু্ম্মা আমিন!!!!!!!!!!!!!!!!!!!!

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য আমিও দোয়া করছি।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর কি দরকার?এই ব্লগের উপর আর ভরসা করি না।উইকিপিডিয়া তে আসুন,আন্তর্জাতিক সংস্থা--আন্তর্জাতিক নিয়ম কানুন।উইকিপিডিয়ার জন্য কাজ করলে উইকি কাজের মূল্যায়ন করে।কাজে উৎসাহ পাবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ বিষয়ে আমার জানা শুনা নেই।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

নতুন নকিব বলেছেন:


@খোলা মনের কথা,
আপনি বলেছেন-
" নতুন নকিব, মো: ওসমান গনি তালুকদার, আফরোজা আক্তার মুন, আহসান হাবিব তালুকদার ৯৫, আঃ রাজ্জাক হাং, হাফিজা আক্তার বিথী প্রমূখদের সাথে আপনার একটি দারুণ মিল আছে সেটা কি জানেন??? তারা প্রতিটি কমেন্টের সাথে একটি করে সুন্দর সুন্দর ছবি উপহার দেয়।

হতে পারে তারা আপনার পাশে বসে আছে আবার না ও হতে পারে, তাই না???"


প্রায় দুই বছর (১ বছর ৯ মাস) ব্লগে থাকার পরেও এই ধরনের কমেন্ট মানায় না ভাই। যাই হোক, তবু বুঝিয়ে বলছি- আপনি যাদের নাম লিখেছেন, তারা একটি করে সুন্দর ছবি উপহার দেয় না। বরং এ ছবিগুলোই তাদের প্রোফাইল পিকচার। আপনার প্রোফাইল পিকচার পাল্টে সেখানে একটি ফুল দিয়ে দেখুন। তাহলেই বুঝতে পারবেন।

ভাল থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার মন্তব্য অনেক ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকে আপনার জন্য রজনী গন্ধার শুভেচ্ছা।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

অগ্নি সারথি বলেছেন: সত্যই ভাই আপনি বিস্ময়কর ব্লগার! মডুরা না দিক আপনারে প্রথম পাতায় কিন্তু আপনি আপনি-ই। আমি এক নিঃশ্বাসে আপনার সব পোস্ট আর কমেন্ট গুলো পড়লাম। পড়ে শুধু মনে হয়েছে কোনদিন কি পারব আপনার মত লেখক হতে। দোয়া করবেন ভাই, একদিন যেন আপনার মত ব্লগার হয়ে উঠতে পারি।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এত্তো সুন্দর কথা! এ মাছ রান্না আপনারে না দিয়া পারলাম না।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার পোষ্টে এত নারী ব্লগার আসে কোথা থেকে ??

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কেন সামহোয়্যার ইন ব্লগ থেকে।! জানেনতো লগ ইন করা ছাড়া কমেন্ট করা যায় না।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

নতুন নকিব বলেছেন:



ফরিদ ভাই, আমি কি আপনার কাছে খাদ্য চেয়ে আবেদন করেছিলাম? দু:খ করেছি- সামুর দীর্ঘ পর্যবেক্ষন শেষ না হওয়া নিয়ে। আপনি আমাকে দিয়েছেন ইয়া বড় এক মাছ। তাতে আপনি মাছ দিয়ে কি আমাকে ভুলিয়ে ভালিয়ে সামুতে আটকে রাখতে চান? আবার বলেন, দুআ নামাজের পরে। তা কোন নামাজের পরে সেটাতো বললেন না।

ধন্যবাদ ভাই, ফ্রি মাছ দিলেন। ভাল থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বলেছেন: সামুতে থাকলে আপনি জানাতে না পারলেও অনেক কিছু জানতে পারবেন। সে গুলো আপনার জীবনে কাজেও লাগতে পারে। আমার অবস্থা হলো যখন যা পাই তাই নিয়ে খুশী থাকি। দুঃখকে মনে ঠাঁই দিতে চাইনা। কারণ আমি এতে কোন লাভ দেখিনা। তখন মনে হয় আসর নামাজ ছিল। বাস্তব হলো দুঃখকে মনে না পুষলে ভালো থাকা যায়।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। নীতিমালাটা এখানে তুলে ধরায় হয়তো অনেকে উপকৃত হবেন।
আপনার প্রথম পাতায় লেখার বাধা দ্রুত অপসারিত হোক, এটাই চাই।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি আমার অনেক প্রিয়। আপনার পোষ্ট অনেক উপভোগ করি। আল্লাহ আপনাকে অনেক আয়ু দান করুন। অনেক তারার ভিড়ে হয়তো আপনার ব্লগে নিয়মিত নই। তবে সে খানে গেলে অন্তত খালি হাতে ফিরতে হয়না। তবে আমি প্রথম পাতা থেকে দূরে থাকতে চাই। আমি মনে করি আমি যোগ্য হলে মানুষ আমাকে এমনিতেই খুঁজে নিবে। আর যদি আমি অযোগ্য হই তবে মানুষদের থেকে আমার দূরে থাকাই সংগত। আমি না খেয়ে থাকলেও জীবনে কোন দিন ভিখারী হতে চাইনি। এতে কষ্ট হলেও আত্মসম্মান বজায় থকে।

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনার বন্ধু যখন খেজুর গাছে উঠতে পেরেছে, আপনি ফিল্ড-মার্শাল হবেন অবশ্যই!

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আমি নিজের নয়, আপনার উন্নতি কামনা করছি। আপনাকে বিশ্ব চ্যাম্পিয়ন ব্লগার হিসেবে দেখতে চাই। আপনার গুঁতো খেয়ে ভাল ব্লগার তৈরী হোক। এই কামনা থাকলো। আর সামু ভালোই টুটি চেপে ধরতে জানে। তাদের এ মহৎ গুনের সুনাম না করে পারছিনা।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

শামীম সরদার নিশু বলেছেন: আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখলাম

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ভাল বলছেন তাই।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই দেখেন কোন মিষ্টি পছন্দ, খাইতে থাকেন।
সুন্দর তথ্য দিছেন। আপনারে বিরিয়ানি খাওয়ানো দরকার ছিল, পাইলাম না দোকানে নাই, মিষ্টি পাইছি, তাই মিষ্টি খান

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আমি পেয়েছি, আপনি খান।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: আপনার লেখা প্রথম পাতায় স্থান পাক এটাই কামনা করি।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বলেছেন: প্রথম পাতা ছাড়াই যখন আপনারা আসছেন, তবে আর প্রথম পাতার দরকার কি? আর আমিও আপনাদের খুঁজে পাচ্ছি। আপনি এসেছেন অনেক ভাললাগলো। আমি এখনো আপনাদের মতো পরিণত হতে পারিনি। যোগ্যতমদের তুলনায় নিজের যোগ্যতা বুঝতে পারছি। আমার আরো সময় দরকার।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ব্লগের এডমিন ও মডারেটরদের যথেষ্ট পরিণত মনে হয়। এমনটাই আমি চাই। সাকুল্যে আমি চাই তাঁরা যেমন সাহিত্যিক তৈরী করতে চান তেমন সহিত্যিক তৈরী হউক। আমার মঙ্গলের চেয়ে জাতির মঙ্গল বেশী জরুরী। ব্লগের এডমিন ও মডারেটরদের কাজে সন্তোষ প্রকাশের জন্যই মূলত পোষ্ট দিয়েছি।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার কামনা বিশ্ব শান্তি। সেই সাগরে আমি ডুবে মরছি। কুল পাচ্ছিনা। মানুষের কষ্টে বড় কষ্টে আছি। আমার চাওয়া পূরণে আমি অনেককে উৎসাহ দেই। নিজের যোগ্যতা না থাকলে কি আর করা যায়। আমার কামনা ‘অযোগ্যের কামনা’। আর পারি লুকিয়ে কাঁদতে। কারণ অযোগ্যদের প্রকাশ্যে কান্নার অধিকার নেই।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

আমির ইশতিয়াক বলেছেন: আমার লেখা প্রথম পাতায় স্থান পাক বা না পাক তাতে আমার কিচ্ছু আসে যায়না। আমার প্রিয়জনরা আমার লেখা পড়ে তাতেই আমি সন্তুষ্ট। আমি ১ সপ্তাহ ৬ দিন হয়েছে রেজিস্ট্রশন করছি। এখনও "তিন দিনের পর্যবেক্ষন পিরিয়ড” শেষ হয়নি। জানি না কবে সেই দিন আসবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
তাগ এখন সদস্যের অভাব নাই। আপনের দিকে তাকানোর সময় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.