নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হিন্দু ও দুর্গা দেবী

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫২




হিন্দুর বিশ্বাসে দুর্গা দশভুজা দেবী
সমগ্র জগত জুড়ে। প্রতিষ্ঠায় ন্যায়,
কৃতীত্ব অসুর বধে। ভক্তের মঙ্গল
বিধানে আসেন দেবী শরতের কালে।
গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী শিব
স্বামী ও সন্তান নিয়ে কৈলাশেতে বাস
সকল দেবতা-দেবী পরিবারে সব,
পূজা ও পার্বণে তারা স্মরণীয় হয়।

দুর্গার প্রকৃত কথা ভক্ত দল প্রতি,
অসুর বিনাশ কর! উল্টা যদি হয়
ভক্তই অসুর, তবে কি উপায় হবে?
ধরায় দেবীর প্রতি অনুগত দলে
খলের আশ্রয় নেই,এসকল জন
নিরন্ত আঁধার যাত্রী, দেবী শত্রু এরা।


# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃদ্র কবিতাটি হিন্দু ভক্তদের অনুরোধে লেখা, তবে খেয়াল রেখেছি যেন আমার বিশ্বাস লংঘন না হয়।

মন্তব্য ৬০ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৩

পার্থ ৯৫ বলেছেন: অনেক খুশী হয়েছি।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

ভাবনা পায়েল বলেছেন: দূর্গা মাকে নিয়ে লেখা কবিতা খুব ভাল লাগল।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮

শোভন কুমার বর্ধন বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৪| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

অভিজিৎ সমদ্দার বলেছেন: কবিতায় ++++++++

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।

৫| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

সুমন চ্যাটার্জী বলেছেন: ধন্যবাদ কবি।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৬

অচিন্ত ব্যানার্জী বলেছেন: ভাল লাগল।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

৭| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

সুজাতা হালদা৯২ বলেছেন: খুব ভাল হয়েছে।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

৮| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

নয়ন কীর্তনীয়া বলেছেন: আপনি সব পাঠকের লেখক তার প্রমান পাওয়া গেল।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সাহিত্যেকদের সব পাঠকের কথা ভাবা উচিত বলে মনে করি।

৯| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর গড়েছেন কবি, আপনার সনেট দিনদিন আরো মানসম্পন্ন হয়ে উঠছে তাতে কোন ভুল নেই। ভালো লাগলো বরাবরের মতোই, একটু বেশিই। মুগ্ধতা রইল কবিতায়। +++++

(কিছু সমালোচনার ক্ষেত্র রয়ে গেছে গুরু দুটি লাইনে)

শুভকামনা জানবেন সবসময়।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সমালোচনা খোলাসা হওয় দরকার প্রিয় কবি।

১০| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভুল আমারই হয়েছিল বুঝতে, এখন ঠিকই মনে হচ্ছে। আসলে সবই বিশ্বাস, বিশ্বাসেই সবকিছু হয়।
ক্ষমা করবেন বিভ্রান্ত করার জন্য।

শুভকা জানবেন প্রিয় কবি।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সমালোচনা থাকলে বলতে লজ্জা করবেন না। বরং এতে লেখকের অনেক উপকার হয়।

১১| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো সনেট। অসাম্প্রদায়িক মনোভাব। গ্রেট কাজ করেছেন প্রিয় কবি।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভারতীয় উপমহাদেশে অসাম্প্রদায়িক চেতনা বিকাশ এখানকার শান্তির জন্য একান্ত জরুরী।

১২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


হিন্দু ধর্ম-মতে দুর্গা ন্যায় প্রতিষ্ঠার প্রতীক; লজিক্যালী, যে অন্যায় করে সেই অসুর; অসুরকে দুর্গা শিষ্য হিসেবে, ভক্ত হিসেবে নেবেন না, অসুর হিসেবে বিনাশ করবেন।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সব ক্ষেত্রের অসুরদের থামাতে পারার মধ্যেই মানব মঙ্গল নিহিত।

১৩| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

রাতু০১ বলেছেন: অন্ধ ভক্তরাই বেশি সব জায়গায়।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চোখ যখন আছে তখন দেখে-শুনে ভক্তি করাই ভাল। শুধু শুধু চোখ বুঁজে থাকার কি দরকার।

১৪| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩১

নিশাত১২৩ বলেছেন: ভাল লাগল কবিতা । প্লাস

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগা ও প্লাসের জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৫| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে ত' অশান্তি বিরাজ করছে!

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শান্তির জন্য সবাই অন্যায়কারীদের বিপক্ষে অবস্থান নিতে পারে।

১৬| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
একটু টাইপো দেখে নেবেন ।

স্বরসতি -- সরস্বতী
শুভকামনা ।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বানান ঠিক করেছি। অনেক ধন্যবাদ।

১৭| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:১২

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার কবিতাশৈলী চমৎকার, তাই আপনার কবিতায় বানান ভুল চোখে লাগে বেশি। দূর্গা < দুর্গা, দশভূজা < দশভুজা, গনেশ < গণেশ, স্বরসতি < সরস্বতী, পুঁজা < পূজা, পার্বন < পার্বণ, স্মরনীয় <স্মরণীয়। যত্নশীল হবেন। আমার মনে হয়, কবিতায় শ্রম দিলে সাহিত্যে আপনার অর্জনের ব্যাপ্তি হবে বিশাল। শুভেচ্ছা।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লাগল আপনার আন্তরিক সহযোগীতায় সবগুলো ঠিক করে দিয়েছি। আজ একটা লিখলাম পরে পোষ্ট করব ভাবছি। একটু দেখে দিলে ভাল হয়।



রবীন্দ্র নাথ

সাহিত্যের সুষমায় রবীন্দ্র নাথের
শিল্পায়ীত সৃষ্টি সব।ঝিলম তীরেতে
বলাকার রূপ দেখি।কিচিত্র নির্মম
অসহায় ফটিকের, দূর্বার চরিত্র!
হৈমন্তি ও মৃন্ময়ির আলোক আঁধার
কাহিনীর গভীরতা পাঠক হৃদয়ে
সযতনে চিত্রয়ীত বিরহ মিলন
রবীন্দ্রের কারুকাজ খচিত বিস্ময়।

বিচরণে বাদ নেই এ কবি গুরুর
সাহিত্যের কোন শাখা, কিগল্প কবিতা
সমাদৃত উপন্যাস গানের ধারায়।
আমাদের ভাগ্য ভাল পেয়েছি এমন
গুনিজন, নক্ষত্রের আলোক উদ্ভাস,
রতনের রাজি মাঝে অমূল্য রতন।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

১৮| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

অর্ক বলেছেন: চমৎকার উদ্যোগ! খুব ভালো লাগলো দেবী দূর্গা নিয়ে আপনার এই সনেটটি। এই বিপুলা পৃথিবীর সব সত্য ও সুন্দরকে ধারণ করে মানুষ এগিয়ে গেলেই এই পৃথিবী তার সব গ্লানি মুক্ত হতে পারে। আপনাকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
সত্যি কবিতাপাঠে হৃদয় ভরে উঠলো।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুখ এবং সুবিধা সবাই চায়। অথচ অপরের বেলায় অনেকে সেটা ভাবেনা। মানুষের মাঝে সুস্থ্য চেতনা জেগে উঠা দরকার। সবার সম্মিলিত জীবন যাত্রায় সুখের পৃথিবী কামনা করা যায়। সবার দুঃখে সবার দুঃখী হওয়া দরকার।

১৯| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৯

প্রশ্নবোধক (?) বলেছেন: আমি বিশ্বাস নয় সত্যে বিশ্বাসী।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যে সত্যের সন্ধান পেয়েছে সে ভাগ্যবান। তাই বলে যে সত্যের সন্ধান পায়নি সে ঝামেলা না পাকালে তার সাথে ঝামেলা পাকানো ঠিক নয়।

২০| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৮

নাগরিক কবি বলেছেন: ধর্ম যারই হোক, আপনার সম্মাননার দৃষ্টিকে আমি সম্মান জানাই।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরমত সহিষ্ণুতা শান্তির সহায়ক, এ সত্য অনেকে বুঝতে চায় না। তবে বুঝলে সবার জন্য ভাল হতো।

২১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্লাসটাও বেশ সুন্দর দেখাচ্ছে।

২২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

২৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০৮

তপোবণ বলেছেন: ধর্মান্ধ যারা তাদের দূরে রেখেই বলছি। ধর্মের জ্যোতিটাই আসল বিবেচ্য। যে কোন ধর্ম মেনেই মানবতার কল্যাণ সম্ভব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সকল ধর্মেই অসুরদের অবাধ বিচরণ। এই সুন্দর র্পৃথিবীটাকে নরক করে রেখেছে ওরা। মানবতার চেয়ে বড় কি কোন ধর্ম হতে পারে? জ্যান্ত মানুষ পোড়ানো, চোখ বেঁধে গলায় ছুরি চালিয়ে হত্যার ভিডিও প্রচার, গো মাংস ভক্ষণে পিটিয়ে মানুষ মেরে ফেলা মুখে সেলাই করে দেয়া। বৌদ্ধ মুসলিম হিন্দু খৃশ্চান ধর্মের অসংখ্য অসুরেরা মানব নিধনের উল্লাসে মেতে আছে আর ধর্মের এজেন্টারা ওদের পৃষ্ঠপোষকতা করছে।
প্রিয় কবি আপনার এই সনেটে যে মেসেজ দিয়েছেন তা পড়ে মুগ্ধ হলাম।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য ছোটখাট একটা জ্ঞানের ভান্ডার।

২৪| ০৭ ই জুলাই, ২০১৭ ভোর ৫:২৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: প্রাথমিক প্রচেষ্টা, আপনি আরও পরীক্ষণ-পর্যবেক্ষণ করুন। :)

রবীন্দ্রনাথ

সাহিত্যের সুষমায় রবীন্দ্রনাথের
শিল্পায়িত সৃষ্টি সব। ঝিলম তীরেতে
হেরি বলাকার রূপ। কিচিত্র নির্মম
অসহায় ফটিকের, দুর্বার চরিত্র!
হৈমন্তীক মৃন্ময়ী সে আলোক আঁধার
কাহিনির প্রগাঢ়তা পাঠক হৃদয়ে
সযতনে চিত্রায়িত বিরহ মিলন
রবীন্দ্রের কারুকাজ খচিত বিস্ময়।

নহে দীন চিহ্নহীন হে কবি গুরুর
সাহিত্যের কোনো শাখা, কী গল্প কবিতা
সমাদৃত উপন্যাস গানের প্রধারা ।
লভিয়াছি অনুগ্রহ মোদের সৌভাগ্য
অপরূপ গুণীজন নক্ষত্র উদ্ভাস
রতনের রাজি মাঝে অমূল্য রতন।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার সংশোধনী খুব সুন্দর হয়েছে। পোষ্ট করার সময় আপনার সংশোধনী সহ পোষ্ট করব ভাবছি।

২৫| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১৫

ব্লগ মাস্টার বলেছেন: আপনার কবিতা বলে কথা । একটু অন্যরকম হবেই। ভালো লেগেছে ।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নিরন্তর শুভেচ্ছা প্রিয় ব্লগ মাস্টার

২৬| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৫

জুন বলেছেন: আপনার সনেটের মতই কবিতাগুলো ও অনন্যসাধারন ফরিদ আহমদ চৌধুরী ।
+

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ কবিতায় সনেটের শর্ত লংঘিত হয়নি বলে মনে করি। আপনার দৃষ্টি ভংগি উপস্থাপন করলে মন্তব্য ক্লিয়ার হতো।

২৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬

প্রতিভাবান অলস বলেছেন: আপনার লিখা সনেট দেখলে কেমন ঈর্ষান্বিত হয়ে পড়ি।লিখা বরাবরের মতই সুন্দর হয়েছে।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ক্রমাগত চেষ্টা করলে অনেকের হাত থেকেই চমৎকার লেখা বেরিয়ে আসে। মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

২৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কবির কাজ কবিতা সৃজন। সেই অর্থে অসাধারণ! খুব ভালো লাগল আপনার কবিতা।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আসলে আমিও সে অর্থেই লিখেছি। মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।

২৯| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৯

ওসেল মাহমুদ বলেছেন: সত্যাণ্বেষী লেখাটির আশায় !

০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি কোন লেখার কথা বলছেন?

৩০| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৪

হাফিজ হুসাইন বলেছেন: শ্রদ্ধেয় কবি। সনেট কি ধরণের কবিতা যদি একটু বুঝিয়ে দিতেন। আমি আসলে কবিতা বিষয়ে অজ্ঞ। ধন্যবাদ

৩১| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: নিজের কবিতা নিজেই অনেক দিন পর পড়লাম। মন্তব্যগুলো দেখলাম। ভাল লাগল। সেজন্যই সামুকে ভালবাসি। সাহিত্যের জন্য এদের চেষ্টা অসামন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.