নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নজরুল ইসলাম

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯



(এক)

অন্যায়ের প্রতিবাদে অনন্য।প্রকাশে
হীরকের মত ধার ভাষার গর্জন
ধ্বনিময় সাহিত্যের বিরল দৃষ্টান্ত,
কোথাওকি আছে আর দ্বিতীয় এমন?
প্রজ্জ্বলিত অগ্নিরূপ দ্রোহের অনলে
প্রকম্পিত অত্যাচারী।অগ্নির বীণার
ঝঙ্কারের সাথে বাজে বিষের বাঁশির
সূরলয়, নজরুল এমনি স্বপ্নীল।

মানুষের ভগবান খোদার আসন
কেড়েনেয়া শয়তান, কবির ‘বিদ্রোহী’
কবিতায় হেয়নস্তা, সালাম এ দ্রোহে।
বিস্ময়ের এক নাম উন্নত শীরের
‘নজরুল ইসলাম’। গান ও গজলে
বুলবুল খ্যাত তিনি, স্মরণে অম্লান।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

নজরুল ইসলাম সাহিত্য ভান্ডারে
ঢেলেছেন ঢের বেশী।পেলেন সামান্য
খরচার অনুদান। ভাবেনা এসব
অকৃতজ্ঞ জনতার কৃপণ অন্তর।
আল্লাহর দরবারে প্রার্থনা একান্ত
কবি যেন ক্ষমাপান।তিনিতো মহান
দয়াময়, ইচ্ছে হলে করেন যা খুশি
হে আল্লাহ, এ কামনা মঞ্জুর করেন।

ইসলামী সাহিত্যের উচ্ছাসে কবির
কতজন হয়েছেন সফল জীবনে
পথ পেয়ে, বিপথের সরায়ে আঁধার।
ভুলত্রুটি যত আছে কবির বেলায়
ক্ষমা যেন করে সব আল্লাহ মহান
নেক কাজ যদি হয় ভুলের মাসুল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৫৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫

মো সজীব হাসান খাঁন বলেছেন: সুন্দর কবিতা

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উৎসাহ প্রদানের জন্য নিরন্তর শুভেচ্ছা।

২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

সাহিদা সুলতানা শাহী বলেছেন: প্রিয় কবিকে সম্মান জানানোয় শুভেচ্ছা জানবেন।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ‘বেআইনী’ পোষ্টে একটা মন্তব্য করেছিলাম আমার পোষ্টে সেটা এখানে রেখে দিলাম-





প্রকৃতির কাছাকাছি থাকতে ভীষণ
সাধজাগে আপনার? উদ্ভিদ সবার
মমতায় ভরামন? তবে তা’ থাকুক
হে সাহিদা সুলতানা, নিরন্ত কামনা।
জগদীশ বলেছেন, ওদের জীবন
সদাসত্য, জড় নয় উদ্ভিদ সকল!
দেহমনে সঞ্চারিত বেদনা ও সুখ
ভাষাহীন মনে থাকে সঞ্চিত এদের!

নির্বিকার উদ্ভিদের আপনি আপন
জগদীশ সম জেনে আনন্দে অপার
ভাবলাম লিখেফেলি একটি সনেট।
আপনার বেআইনী এপোষ্ট পাঠক
ভাববেনা বেআইনী! নিশ্চিত এমনে।
সামু ব্লগে নিরাপদে এগিয়ে চলুন।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

টমাটু খান বলেছেন: প্রিয় কবিকে নিয়ে লেখা সনেট অনেক ভাল লেগেছে।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মিঃ টমাটু।

৪| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের পক্ষ থেকে শেখ সাহেব কবিকে ঢাকায় নিয়ে এসে, জাতীকে সন্মানীত করেছিলেন।

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটাও যদি না হতো তবে তা’ কষ্টের অনেক কারণ হতো।

৫| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর সম্মানিত করেছেন হে প্রিয় কবি। আমার অন্তরের কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে সুন্দর দুটি সনেট লেখায় অনেক অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখছি। আপনার সনেট দিনদিন ধারাল হচ্ছে কবিবর।

শুভকামনা জানবেন, ভালোবাসা নিরন্তর।

৪ নং মন্তব্যে চাঁদগাজী ভাই সুন্দর একটি কথা বলে গেছেন, সেজন্য কৃতজ্ঞতা রইল।

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কালকে অনেক ঝামেলার মাঝেও সুন্দর একটা মন্তব্য রেখে গেলেন সে জন্য অনেক খুশী।

৬| ১০ ই জুলাই, ২০১৭ ভোর ৪:০৪

মিঃ আতিক বলেছেন: সনেটে মুগ্ধতা, ভালো থাকবেন, আমিন।

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৩

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় কবিকে নিয়ে লেখাটি অনেক ভাল লাগল ভাইয়া।

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগার জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

৮| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৬

এনায়েত হোসাইন বলেছেন: সনেট অনেক ভাল লেগেছে।

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ এনায়েত

৯| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভাললাগায় খুশী হলাম।

১০| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিদ্রোহী কবিকে নিয়ে লেখা সনেট ভাল লেগেছে।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভাললাগায় খুশী হলাম।

১১| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লিখে চলুন অবিরত।।।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দোয়া করবেন যেন আজীবন সত্যের ছায়ায় থাকতে পারি।

১২| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যি ভাল লেগে গেল।
শুভ কামনা।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মতো বিজ্ঞজনের ভাললাগা অনেক আনন্দের।

১৩| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২১

নতুন নকিব বলেছেন:



ফরিদ আহমদ
প্রেরনার বাতিঘর
আলোকিত মানুষের
মুখচ্ছবি জোছনার ছায়াহীন।

সনেটের মাত্রায়
অনি:শেষ যাত্রায়
তার কাছে ঋনী দেখি
আমরা ও আমাদের রাত দিন।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ লিখেছেন প্রিয় কবি।

১৪| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: নজরুল আমাদের চেতনার কবি। তাকে নিয়ে কবিতা প্রচেষ্টায় অনেক ধন্যবাদ ।

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অথচ অনেকেই তাঁর সমালোচনা করে তাদের হীনমন্যতার পরিচয় প্রদান করে।

১৫| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

শূন্যনীড় বলেছেন: অসাধারণ, ভালো লাগা রইল বরাবরের মতোই।
শুভকামনা আপনার জন্য

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনারা পাশে আছেন বলেই হয়ত আমি লেখালেখিতে উৎসাহ পাই।

১৬| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৮

শূন্যনীড় বলেছেন: সবসময় থাকবো প্রিয় কবি, নিশ্চিত।
আপনার জন্য শুভ প্রত্যাশা সবসময়।

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার আশ্বাসে খুশী হলাম। বাস্তব হলো পিছন থেকে উৎসাহ যারা দেন তারা কারো সাফল্যে অনেক বড় ভুমিকা পালন করেন।

১৭| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা।

১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি যখন বলেছেন তখন আশ্বস্ত হওয়া যায়।

১৮| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ভাই ।


কেমন আছেন ?

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি আল্লাহর রহমতে ভাল আছি প্রিয় কবি।

১৯| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি তো ব্লগে এখন পেশাদার কবি হয়ে গেলেন, সব পোস্ট ই কবিতা।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতাতো একটুখানি লিখলেই হয়। আর অন্য কিছুতে অনেক বেশী লেখা লাগে।

২০| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে একসময় নজরুলই ছিলেন সবার প্রিয় কবি। বর্তমানে এক শ্রেণির পাতি কবি নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে নজরুল, জসীমউদদীনকে ছোটো করার নানা যুক্তিতর্ক করে বেড়াচ্ছেন।

নজরুল এক এবং অদ্বিতীয়। তিনি বাংলাদেশের বায়রন। বাংলার গণ মানুষের কবি নজরুল। তিনি বাংলা সাহিত্য যতদিন টিকবে ততদিনই বেঁচে থাকবেন।


বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা নজরুলকে বাংলাদেশে নিয়ে এসে জাতীয় কবির মর্যাদা দেয়ার জন্য। চাঁদগাজী ভাইকে ধন্যবাদ এ বিষয়টা উল্লেখ করার জন্য।

কবিতা দারুণ হয়েছে।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা দারুণ হয়েছে। আপনার প্রশিক্ষণ বাস্তবায়নের চেষ্টা করছি।

২১| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫

নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This LinkThe Ugly Face
আপনি একবার বলেছিলেন, আহমদীরা মুসলমানদের বিশ্বাস অর্জন করতে পারছে না।
এই ব্যক্তি যদি তেমন মুসলমান হোন তবে এনার আহমদীয়ার বিশ্বাসে আসার প্রয়োজন নেই।
পোস্ট পড়া লাগবে না, কমেন্ট পড়ুন।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সব মতের বিরোধীতা বিদ্যমান। সুতরাং এটা উত্তেজীত হওয়ার বিষয় নয়। আপনি আপনার মত উপস্থাপন করছেন। এরপর যার খুশি সে গ্রহণ করবে আর যার খুশি সে গ্রহণ করবেনা।

২২| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৫

নাঈমুর রহমান আকাশ বলেছেন: সব মতের বিরোধীতা বিদ্যমান।
বিরোধীতার সীমা আছে, নয়কি? ভাষার একটা নিয়ম আছে।
আমি নজরুলের প্রতিভার কোনও প্রকার নিন্দা করতে পারবো না। কিন্তু ব্যক্তিগত কারণে তাঁকে আমার পছন্দ নাও হতে পারে। কিন্তু তাই বলে আমার মতো লোকেরা যদি আপনার এই কবিতায় এই ভদ্রলোকের (!) ভাষায় কমেন্ট শুরু করেন তা কি শোভনীয় হবে?
ইতো মধ্যে ব্লগে কিছু মানূষ আমার পেছনে লেগে গেছে। আমার নামে আজব আজব তথ্য প্রচার করছেন। এসবের মানে কি?
আমি ভেবেছিলাম আপনি সহনীয় মনোভাব দেখাবেন, কিন্তু.....যাহোক।
আমি কাল প্রথমে রাগে ফেটে পড়েছিলাম। নিজের বিশ্বাসের বিরুদ্ধে এতো বড় নগ্ন অপমান আমার ঠিক সহ্য হচ্ছিল না। পরে ফেসবুকে গিয়ে জানলাম, পাকিস্তানের লারকানা অন্চলে কিছু মোল্লা স্থানীয় মানুষদের উসকিয়ে সেখানকার আহমদীদেরকে মসজিদে বন্ধ করে রেখেছে। তিন-চারহাজার মানুষ বন্দী হয়ে আছে। সমস্যা নিরসনে কতক্ষণ লাগবে আল্লাহ জানেন। তো বুঝলাম এটা তো নস্যি।
এক ছোট ছেলে, চৌদ্দ বছরের বাচ্চা আমার ব্লগ দেখে। সে আমার ব্লগে এই হাল দেখে হাসা শুরু করলো। আমাকে বলে কেন এই ফালতু লোকগুলোর কথা গায়ে মাখব? আমার তখন জ্ঞান হলো যে এইসব প্রাণীগুলো এমনই হয়। এটা যতটা রাগের, তারচেয়ে বেশী হাস্যকর।
আল্লাহর কুদরত তো এই। বিপদে কিছু অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য যে আসে, সেটা তিনি ছাড়া আর কে পাঠায়? ব্লগে সাধারণ মানুষ এখন জানে এই মানুষগুলোর মুখোশের পিছনে চেহারাটা কেমন। এটাই বা আল্লাহর কুদরতের থেকে কম কি?

ধন্যবাদ দেখার জন্য।

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লোকদের বুঝা উচিৎ যে জোর করে কারো মত বদলে ফেলা যায় না।

২৩| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

মোঃ মিজানুর রহমা৯৭ বলেছেন: জাতীয় কবিকে লেখা সনেট অনেক ভাল লাগল।

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জন্য অনেক ধন্যবাদ।

২৪| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আচ্ছা ফরিদ সাহেব, একটা ব্যক্তিগত প্রশ্ন। আমার বিরুদ্ধে যে ব্লগে কিছু মানুষ নোংরাভাবে পেছনে লেগেছে, আপনার কি মনে হয়, এরা কতদূর যাবে?
আর আপনি কি সত্যিই বিশ্বাস করেন এরা যেভাবে ব্লগটি লিখেছে বাস্তবে সেভাবেই হয়েছে? একজন মুসলমানের কি উচিৎ নয় নিজের বিশ্বাসের ওপরে ভিত্তি করে সত্যের পক্ষ নেয়া ও মিথ্যার প্রতিবাদ করা? তারা যে নোংরা পোস্টটি লিখেছে, আপনার কি মনে হয় সেটা সত্যি যে আপনি কোনও প্রতিবাদ করছেন না?

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তারা তাদের কাজ করবে, আপনি আপনার কাজ করবেন, যে যেটা সঠিক মনে করবে সে সেটা গ্রহণ করবে। গালাগালি মারামারি এগুলো কোন সমাধান নয়।

২৫| ১৪ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪১

নাঈমুর রহমান আকাশ বলেছেন: সঠিক পথ দেখতে সাহায্য করলেন ফরিদ সাহেব।
জাযাকুমুল্লাহ

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আবেগ নয় কাজ করতে হবে বিবেক খাটিয়ে।

২৬| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৭

নতুন নকিব বলেছেন:



আমি কাল প্রথমে রাগে ফেটে পড়েছিলাম। নিজের বিশ্বাসের বিরুদ্ধে এতো বড় নগ্ন অপমান আমার ঠিক সহ্য হচ্ছিল না। পরে ফেসবুকে গিয়ে জানলাম, পাকিস্তানের লারকানা অন্চলে কিছু মোল্লা স্থানীয় মানুষদের উসকিয়ে সেখানকার আহমদীদেরকে মসজিদে বন্ধ করে রেখেছে। তিন-চারহাজার মানুষ বন্দী হয়ে আছে। সমস্যা নিরসনে কতক্ষণ লাগবে আল্লাহ জানেন। তো বুঝলাম এটা তো নস্যি।

-এটাও কি সত্যি কথা? আমারতো মনে হয়, ডাহা মিথ্যা। মানুষের সহানুভূতি আদায়ের জন্য মিথ্যের নাটক। সাম্রাজ্যবাদী অপশক্তির পৃষ্ঠপোষকতায় দুনিয়াজুড়ে মানুষদের বেঈমান বানানোর নীল নকশার অংশ। খেয়ে দেয়ে কাজ নেই তো ওনাদের তিন-চার হাজার মানুষকে বন্দী করার জন্য পাকিস্তানের মোল্লারা .... ? যত্তসব!!!!!!!!!!!

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি সে তার কথা বলবেই। সে চাইবে তার দল ভারী হোক। এদের থামাতে হলে লাগবে এদের বেঠিকতার যথাযথ প্রমাণ। তার জন্য লাগবে আমাদের একটা সংগঠন। তাদের অপপ্রচার আমাদের সুপ্রচার দিয়ে ঠেঁকাতে হবে। নতুবা সেতো সহানুভুতির অস্ত্র কাজে লাগাতে চাইবেই। তো আমরা সেই অস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছি কেন?

২৭| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। মোবারকবাদ প্রিয় কবি।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি এখনো এদের নিয়ে ভাবিনি। নাস্তিকদের নিয়ে ভেবে আস্তিকতার একটা যোক্তিক মান দন্ড দাঁড় করেছি। তারা এখন লা জবাব অবস্থায় আছে। এখন চাই আহলে হাদীসদের লা জবাব করতে। কারণ এরা আমাদেরকে মুরজিয়া এবং মুশরিক বলছে। আমার চলমান পোষ্টে আমি এদেরকে কিছু যথাযথ জবাব দিয়েছি। ফেসবুকের অসংখ্য বড় গ্রুপে আমার এ পোষ্ট চলমান রয়েছে। তারা এখনো মুখ খোলেনি। দেখি শেষতক কি করে উঠে। এদিকে শীয়ারাও দেখছি নড়েচড়ে উঠেছে। এদিকে আমাদের সাথের ভাই শাফেঈ হাম্বলী ও মালেকী তারাও চায় তাদেরকেও যেন আমি সঠিক প্রমাণ করি।কিন্তু আমিতো হানাফী সেটা আমার দরকারের বাইরে এটা তারা বুঝতে চায় না। যাক দোয়া করবেন, নিজ অবস্থান থেকে যতটুকু পারছি করছি।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে খুব মিস করি কবিবর।
এই নিকটির নিষেধাজ্ঞা শেষ হয়েছে কিনা জানিনা, শেষ হলে খুশি হবো।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটা এখনো জেনারেলেই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.