নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জীবন জীবনের জন্য

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০




জীবের জন্য জীব যদি সদয় হয় তবে এটা জীবের জীবন ধারণে সহায়ক হয়। পৃথিবীর জীবের মধ্যে সবচেয়ে উন্নত হলো মানুষ; কাজেই আর সব জীবের দায় ভার মানুষকে বহন করতে হবে।যেখানেই মানুষের প্রতি কোন অন্যায় হবে সেখানেই সে অন্যায় প্রতিরোধে মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিরোধের শক্তি না থাকলে কম পক্ষে প্রতিবাদ করতে হবে।
মানুষ বিভিন্ন মতের হয়ে থাকে। প্রত্যেক মানুষকে নিজ মত অনুযায়ী শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে দিতে হবে। কোন মতের মানুষকে তার মত পরিত্যাগে বাধ্য করা যাবেনা।
সব মানুষকে সব মানুষের উন্নয়নের চিন্তা করতে হবে। নতুবা অনুন্নত মানুষ উন্নত মানুষের জীবন যাত্রায় ব্যঘাত সৃষ্টি করতে পারে।
আমরা যদি একটি শান্তিপূর্ণ পৃথিবী কামনা করি তবে আমাদেরকে অবশ্যই হানাহানি মারামারি বন্ধ করে মিলেশিশে জীবন যাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।‘জীবন জীবনের জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ এ নীতির বাস্তবায়ন করতে হবে বিশ্বজুড়ে।

বিঃদ্রঃ যারা এ পোষ্ট পাঠ করবেন আশা করি আপনারা এতে আপনাদের মূল্যবান মন্তব্য রেখে যাবেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: যেহেতু আমরা মানূষ হয়ে জন্ম নিয়েছি। কাজেই আমাদের কিছু দায় দায়িত্ব আছে।
মানব জীবনের আসল আনন্দ হচ্ছে অন্যকে খুশি করা। বিপিদে আপদে ঝাপিয়ে পড়া।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মতামত প্রদানের জন্য অনেক ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

অগ্নিবেশ বলেছেন: আইচ্ছা ভুপেনকার জন্যও দোজোখ নিশ্চিত? আমার ত মনে হয় আল্লহ তাকে দোজোখে নেওয়ার জন্য টানাটানি করলেও ভগবানের কৃপায় সে স্বর্গে যাবে। বেহস্তে আরাম আয়েশ বেশী না স্বর্গে আরাম আয়েশ বেশী? আপনার কি মত?

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেহুলার মধ্যে স্বর্গ যা দেখানো হয়েছে তাতে সেটা আমার পছন্দ হয়নি। সেজন্যই মনে হয় ভারতীয় উপমহাদেশের এত্তলোক মুসলমান হয়ে গেছে।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার সনেট কবি নিকটি কোথায় :|| ?

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার নিক দু’টি। এটা জেনারেল। সনেট কবি সেফ। এটাতে কালেভদ্রে লগইন হই।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন:



আজ আর কথাতে নয়, ছবিতে আমার ভাষা রেখে গেলাম । আপনার দ্বিতীয় বাড়িতে সম্ভবত আজ প্রথম এলাম।

ঈদ মুবারক। বাড়ির বড়দেরকে আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও ছোটোদের জন্য রইল বিমুগ্ধ ভালোবাসা।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আন কমন ছবি দিয়েছেন চৌধুরি ভাই। ঈদ মোবারক।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর বক্তব্য সহমত। ঈদমুবারক।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানুষের সহমর্মিতার চর্চা খুব জরুরী।

৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

অচেনা হৃদি বলেছেন: ভালো একটি পোস্ট। মানবিকতার আবেদনই সবচেয়ে বড়। আমার মনে হয় আপনার এই নিক সেফ হলে ভালো হত।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মডু যদি সে কথা বুঝতো!

৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৮

জোবাইর বলেছেন: ভালো লিখেছেন, আপনার সাথে আমিও একমত।

বিশ্ব কবি রবি ঠাকুরের 'দুর্ভাগা দেশ' কবিতার কয়েকটি লাইন :

মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
--- --- ---
যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে,
পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।

মানুষের উচিত একে অপরকে সাহায্য-সহযোগিতা করে একসাথে এগিয়ে যাওয়া। কাউকে পায়ে ঠেলে পিছে ফেলে একা সামনের দিকে যেতে চাইলে এর পরিনাম ভালো হয় না।

শুভ কামনা রইলো।

২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন।

৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

বলেছেন: এটাই এবারের ঈদে সবচেয়ে বড় চাওয়া !
ঈদ মোবারক

২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঈদ মোবারক

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

রাকু হাসান বলেছেন:

সুন্দর ভাবনা ,সুন্দর পোস্ট । ভাল লাগলো ‘‘জীবন জীবনের জন্য’’ আমরা শ্রেষ্ঠ জীব হয়ে অন্য জীবের প্রতি আচরণ ও শ্রেষ্ঠ হওয়া চাই । আপনার পোস্টের বিষয়বস্তুর মত হোক পৃথিবী ।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.