নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সঞ্জীবনী

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

তোমার সান্নিধ্যে ফোটে অপার্থিব চিরঞ্জীব ফুল
গন্ধস্বিনী আগুন ও হলাহলে
ক্ষয়িষ্ণু পাথরে জাগে জীবনের ভ্রূণ

চাঁদের কৌলীন্যে ঝরে বিভাসিত অনসূয়া প্রেম
নিপাতনে অনুরক্ত বিদগ্ধ নেশা
গোপনে নদীর মনে সুনসান গলে পড়ে ঢেউ

তারপর বিভ্রম ভেসে যায়
বানের স্রোতের মতো নামে বরাভয়
মহাজীবনের ঘটে অঙ্কুর-স্ফুটন

৪ এপ্রিল ২০০৯

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


পড়তে ভালো লাগলো, ২ বার পড়লাম; কিন্তু নতুন কিছু বলেও মনে হলো না।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, নতুন না, পুরাতন কথাই। ধন্যবাদ পড়ার জন্য, তাও দুইবার! আমি ধন্য চাঁদগাজী ভাই।

৩| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ কথা মালায় সাজান, অনেক অনেক সুন্দর। শুভকামনা জানবেন।

২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শুভ্র বিকেল।

৪| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: আন-কমন কিছু শব্দের ব্যবহার আছে। ভালো লাগল।
+।

২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৫| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা কম বুঝি, তবু শুভ কামনা সব সময়।

২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাফ সাদা মনের মানুষ। আপনার জন্যও শুভকামনা।

৬| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০১

কথাকথিকেথিকথন বলেছেন:


কিছু শব্দ মুগ্ধ করলো, অথবা তার উত্তম ব্যবহার ! ক্ষণজীবনে মহাজীবন লাভ সম্ভব, যাকে আমরা বলি মহান কাজে অমর ।

২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু কিছু শব্দে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

জাহিদ অনিক বলেছেন: কবিতাটা পড়ে একটা গান মনে পরল,
"যেটুকু সময় তুমি থাক পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকীটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।

কবিতার নাম ও পাঠ শেষে এটুকু মনে হচ্ছে যে, এই গান ও আপনার কবিতার কোথাও না কোথাও একটা সূক্ষ মিল আছে।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা জনপ্রিয়, কিন্তু আমার ভালো লাগে না। বাংলাদেশে আবিদা সুলতানা আর তাঁর জামাই গেয়ে থাকেন, ইন্ডিয়ায় বাপ্পী লাহিড়ীর সাথে অন্য এক শিল্পী (নাম জানা নেই)।

গানের টোনের সাথে এ কবিতার মিল থাকতে পারে।

ধন্যবাদ জাহিদ অনিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.