নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

এক নিরুদ্দেশ পথিক

সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।

এক নিরুদ্দেশ পথিক › বিস্তারিত পোস্টঃ

এক নজরে নতুন বই \'অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা\'র সুচীপত্র (কনটেন্ট)!

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১১


অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা!-টেকসই উন্নয়ন ও রাষ্ট্র বিনির্মাণের বাংলাদেশ পরিপ্রেক্ষিত।

দুই মলাটের ভিতরে বাংলাদেশের উন্নয়ন নিয়ে এমন তথ্য নির্ভর, ঝাঁঝালো, গঠনমূলক ও যৌক্তিক সমালোচনা খুবই খুবই কম পাবেন, চ্যালেঞ্জ করলাম!

প্রকাশক- আদর্শ, স্টল নং ৩৩৩-৩৩৬, লিটল ম্যাগ চত্ত্বরের পাশে। মেলায় আসবে ২১ ফেব্রুয়ারি। প্রি-অর্ডার লিংক-
https://www.rokomari.com/book/227139/aprotiroddho-unnoyoner-abhaboniyo-kothamala

অধ্যায় এক-
উন্নয়ন, উন্নয়ন দর্শন, উন্নয়নের বয়ান এবং আন্তর্জাতিক সূচক
1.1 সাধারণের জীবনে উন্নয়নের আসল মানে কি?
1.2 আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বয়ান
1.3 অর্ধেক সত্য, অর্ধেক পরিসংখ্যান! বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য সততার স্তর
1.3.1 করোনায় ক্ষতিগ্রস্ত হয়েও জিডিপির এত প্রবৃদ্ধি হলো কীভাবে?
1.3.2 করোনাকালে জিডিপি বাড়ার মিথ্যাটি সংশোধিত হয়েছে!
1.4 জন্মহারে পরিবর্তন, বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?
1.5 ভুল নকশা এবং রেকর্ড খরচ যেন উন্নয়ন প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ
1.6 কম গণতন্ত্র, বেশি উন্নয়ন!
1.7 আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান কোথায়?
1.8 উন্নয়নের সোনার হরিণের স্বাদ পেতে কিছু অভিনব দাবী

অধ্যায় দুই-
2. বাজেট ক্রিটিক, করোনা অর্থনীতি ও দারিদ্র্য
2.1 বাজেট যেন অবাস্তব সংখ্যার গালভরা উপস্থাপনা
2.2 এই প্রবৃদ্ধি কি উন্নয়ন, নাকি অবনমন
2.3 জীবন-জীবিকা একসঙ্গে বাঁচাতে পারলেই বাঁচবে দেশ
2.4 মধ্যবিত্তের নিন্মবিত্ত হয়ে পড়াই পোষ্ট কভিড অর্থনীতির প্রধান বার্তা
2.5 মহামারীতে চাই পরিকল্পিত লকডাউন
2.6 শহরে শিল্প শ্রম সরবারহে সংকট
2.7 দারিদ্র্য কমাতে কি নতুন কৌশল দরকার?

অধ্যায় তিন-
3. উন্নয়ন অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়নের বিবিধ বিষয়
3.1 মোটিভেশনের গল্প বিক্রি ও শর্টকাটে বড়লোক হওয়ার ফাঁদ
3.2 মেট্রোরেল কি অসহনীয় যানজট ও বিশৃঙ্খল গণপরিবহনব্যবস্থা থেকে স্থায়ী মুক্তি দেবে?
3.3 জাদুঘরে রাখার উপযোগী তেলচালিত রেল কেন?
3.4 বুলেট ট্রেনের খোয়াব নামা
3.5 পদ্মা সেতুর পুরো সুফল পেতে যা করতে হবে
3.6 আইনই যখন ত্রুটিপূর্ণ, সড়কে মৃত্যুর মিছিল থামবে কী করে?
3.7 অগ্নিকাণ্ডে জীবনহানি ঠেকানো যাচ্ছে না কেন?
3.8 ভর্তুকির চক্র থেকে বিদ্যুৎ খাতকে বের করার পরিকল্পনা কই?
3.9 ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কেন?
3.10 বাংলাদেশের নবায়নযোগ্য সবুজ বিদ্যুতের ভবিষ্যৎ কি?
3.11 ‘মেড ইন বাংলাদেশ’ গাড়ির স্বপ্ন এবং বুলডোজারচাপা অটোরিকশা
3.12 ব্যাটারি চালিত গাড়ির পরিবেশ দূষণ রোধে সমন্বিত ইটিপি দরকার
3.13 বাংলাদেশের বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানি পলিসি কেমন হওয়া চাই?
3.14 চট্রগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের গড় সময় কমিয়ে আনুন
3.15 বিমানবন্দর, সমুদ্রবন্দর ও রেলপথকে যে কারণে বেসরকারি খাতে দেওয়া যাবে না
3.16 ভারত-চীনের দিকে আর কত তাকিয়ে থাকব?
3.17 মোবাইল ইন্টারনেটের গতির এমন বেহাল দশা কেন
3.18 বজ্রপাত ক্ষতি রোধে টেকসই পরিকল্পনা দরকার

অধ্যায় চার-
4. কৃষি ও খাদ্য নিরাপত্তা, নদী পানি প্রাণ ও পরিবেশ
4.1 বাংলাদেশ–ভারতের অভিন্ন নদীগুলোর পানিবণ্টনে ন্যায্যতা চাই
4.2 বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি
4.3 বর্ধিত আমিষ চাহিদার বিপরীতে জেগে উঠা ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি!
4.4 বেশি ভাত খাওয়া, মাথাপিছু ক্যালরি এবং খাদ্যনিরাপত্তার ঝুঁকি
4.5 কৃষির উন্নয়ন হয়েছে কৃষকের হয়নি
4.6 ইটের ভাটায় মরণ ফাঁদ!
4.7 একটি উদ্যান ধ্বংসের 'উন্নয়ন'

অধ্যায়-পাঁচ
5. শিক্ষা ব্যবস্থাপনা, খেলাধুলা, বিরাজনীতিকরণ এবং কূটনীতি
5.1 বিশ্ববিদ্যালয়ের একটা অংশ যেন গোয়াল ঘর কিংবা শরনার্থী শিবির!
5.2 বড় স্বৈরাচারের ছোট ক্ষমতা পকেট বিশ্ববিদ্যালয়ের ভিসি!
5.3 উপাচার্য নিয়োগের ক্ষমতা দিতে হবে বিশ্ববিদ্যালয়কেই।
5.4 খেলাধুলার সাফল্য কি হাওয়া থেকে আসবে
5.5 'ইয়াবা-সুন্দরী'র সাম্রাজ্য বনাম বন্দুকযুদ্ধের ছলনা
5.6 রাজনীতি যখন বিরাজনীতিকরণের খপ্পরে
5.7 রাজনীতিবিদেরা কেন ক্ষমতাহারা?
5.8 সংবাদ মাধ্যম কতটা ‘গণমাধ্যম’ হতে পেরেছে?
5.9 একপক্ষীয় বন্ধুত্ব বাংলাদেশের জন্য ‘বিলাসিতা’

অধ্যায় ছয়-
6. রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা
6.1 রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ও সম্ভাব্য রূপরেখা
6.1.1 নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার
6.1.2 অন্তর্বর্তীকালীন অস্থায়ী জাতীয় সরকার গঠন
6.1.3 সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন
6.1.4 রাষ্ট্র সংস্কারে জবাবদিহিতামূলক সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান তৈরি
6.1.5 ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী স্থানীয় সরকার গঠন
6.1.6 ক্ষমতার ভারসাম্য
6.1.7 জনগণের ক্ষমতায়ন

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২২

সোনাগাজী বলেছেন:


আপনার নিজের বই'এর ব্যাপারে আপনি যেভাবে বলছেন, এতে আপনার আত্মবিশ্বাস যে বড় সেটা বুঝা যাচ্ছে; আশাকরি, সেই রকম ভালো কিছু লিখেছেন।

শিক্ষা ব্যবস্হা সম্পর্কে আপনি কি লিখেছেন, তা থেকে কিছু অংশ এখানে তুলে দেন, আমরা দেখি।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৫

সাসুম বলেছেন: ফয়েজ ভাই, আমি আপনার লিখার বড় ভক্ত!

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৪

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৩

শায়মা বলেছেন: ভাইয়া শুভকামনা আর ভালোবাসা।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৫

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আপু, আমার কি সৌভাগ্য! আপনার নজরে পড়েছে!

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি ভুল না করে থাকলে আপনি "মোটিভেশনের গল্প বিক্রি ও শর্টকাটে বড়লোক হওয়ার ফাঁদ" এর লেখক, তাই না?

আপনার সাথে আমার সামন্য ব্যক্তিগত পরিচয় আছে; তবে সেটা এখানে দিতে চাই্ না।

দেশে থাকলে হয়ত আপনার বইটি কিনে পড়া হতো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ঠিক তাই!
খুব কিউরিয়াস, প্রথম আলোর লেখায় ইমেইল আছে, প্লিজ যোগাযোগ করবেন!
খুব ভাল থাকবেন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: এই বইটা সকল মানুষের পড়া উচিত। বিশেষ করে রাজনীতিবিদদের।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:




আপনি বরাবরই পোষ্ট দিয়ে উদাও হয়ে যান; কে কি বললো, তাতে আপনার কিছু আসে যায় না; আপনি পাঠক পাবেন কিভাবে?

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ভাষার মাসে মার্জিত নিকে আসুন। চাঁদগাজী সোনাগাজী এসব ভদ্রলোকের নিক হতে পারে না।

আমার প্রথম দুটা বই বেষ্ট সেলার। এটা ৩য় বই। 'চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ' বই রকমারিতে অর্থনীতিতে চতুর্থ বেষ্ট সেলার। 'বাংলাদেশ অর্থনীতির ৫০ বছর' বইটা অর্থনীতিঃ প্রসঙ্গ বাংলাদেশ ক্যাটাগরিতে ৩য় অবস্থানে আছে এই মহুর্তে।

তারপরেও আমার পাঠক নিয়ে আপনার চিন্তায় ভাল লাগা রইল।

ভাষার মাসে মার্জিত নিকে আসুন, আলাপ হবে।

পাঠকদের সুবিধার জন্য সুচী শেয়ার করা হল। বাকিটা কিনে পড়তে হবে। বই কিনে কেউ দেউলিয়া হয় না!

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৯

আলআমিন১২৩ বলেছেন: সাভার থেকে আপনার বইটি এবং বাংলাদেশ অর্থনীতির ৫০ বছর বই দুটি সংগ্রহ করা যাবে?

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ভাইয়া, রকমারি থেকে অর্ডার করতে পারেন। এখন ২৫% ছাড়ও আছে। অনেক ধন্যবাদ আপনাকে।
https://www.rokomari.com/book/author/76659/faiz-ahmad-taiyeb
https://www.rokomari.com/book/227139/aprotiroddho-unnoyoner-abhaboniyo-kothamala
https://www.rokomari.com/book/210361/bangladesh--orthonitir-50-bachar

অথবা আদর্শের সেলসে-

বই ক্রয়ের জন্য যোগাযোগ
ইমেইল: [email protected]
ফোন: (অফিস) 01793 296 202, 02-9612877​(বাংলাবাজার) 01710779050

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.