নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

১০ ই ডিসেম্বর

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩

আমরা, বাংলাদেশিরা অনেক আন্তর্জাতিক দিবসই আড়ম্বরে পালন করার চেষ্টা করি।

কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল, তা হোল বিগত ১০ ই ডিসেম্বর।

মানবাধিকার দিবস,
আমাদের মৌলিক স্বাধীনতা নিশ্চয়তা এবং সব মানুষের অধিকার রক্ষা গ্যরান্টি দেবার জন্য কাজ করি।


- আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বানি।


১০ ই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘ ঘোষিত এটি।

যেমনটি আছেঃ-
১। আন্তর্জাতিক পরিবেশ দিবস; যেটা ঘটা করে পালন করা হয়।
২। টেলিযোগাযোগ দিবস, বিটিসিএল অতি উৎসাহ নিয়ে এটা পালন করে প্রতি বছর।
৩। অটিযম সচেতনতা দিবস, ২রা এপ্রিল, এটা আমরা ঘটা করে উদযাপন করি, কারন আছে।

আরও অন্যান্য অনেক ঘোষিত দিবস

প্রতি বছর ১০ ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়। ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয় এবং তা পরিষদে গৃহীত হয়। ১৯৫০ সালের বিধানসভার বৈঠকে প্রতি বছর ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করার জন্য সকল রাজ্য ও আগ্রহী সংগঠন আমন্ত্রণে, রেজল্যুশন ৪২৩ (v) পাশ করা হয়।

এ্যমনেষ্টি ইন্টারন্যশানাল, আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি নিয়ে বেশ কিছু সচেতনতা মূলক ক্যম্পেইন বা প্রচারনা করে থাকে।
তার মধ্যে একটি আছে সৌদি আরবে ফিলিপিনে এক গৃহকর্মীকে "পাথর দিয়ে মারার" মৃত্যুদন্ড থেকে রেহাই দেয়া। এই কারনে ১,০০,০০ সই অনলাইনে গ্রহণ করত তা সৌদি সরকার বরাবর পেশ করবেন বলে আশা করছেন।

মহিলাটিকে বাঁচানো যাবে কি, না, এ্যমনেষ্টি ইন্টারন্যশানাল তা জানে না, তবে চেষ্টা করতে তো অসুবিধা নেই!!!

ক্যনাডার এ্যমনেষ্টি সংস্থা, এই বছরে যে প্রচারনা চালাচ্ছেন, তা হোলঃ

WRITE FOR RIGHTS[/sb


বাংলাদেশের মানবাধিকার সংস্থার প্রধান হচ্ছেন, ডঃ মিযানুর রহমান (তিনি তা অবশ্য "মিজানুর" বলে লিখেন; বাংলায় "জ" ও "য" এর উচ্চারনে কোন পার্থক্য নাই, আমি "য" কে = " Z " উচ্চারনে ব্যবহার করি)।

ডঃ মিযান গত পরশু কোন উল্লেখযোগ্য অনুষ্ঠান এই দিনে করেছেন কি, না আমার গোচরে আসেনি। কোন ক্রোড়পত্র প্রকাশ সম্ভবত হয়নি কোন পত্রিকাতে, অন্ততঃ আমি দেখিনি। (পত্রিকা অধিকাংশই বর্তমানে অনলাইনে দেখি, অনলাইনের পত্রিকায় "ক্রোড়পত্র" খুব একটা দেখানে হয় না)।

সরকার ও তাদের শাষনামলে ১০ ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করতে আগ্রহী নন। কারনটি স্বাভাবিক, তা হোল বাংলাদেশের সাম্প্রতিক কালের মানবাধিকার পরিস্থিতি।

বাংলায় কিছু শব্দের বিপরীতার্থক শব্দ বের করলে বা উদ্ভাবন করলে তা বিশেষ আগ্রহ জাগায়।
তেমনি একটি শব্দ এক পত্রিকার পাঠক ব্যবহার করেছেন মানবাধিকার এর বিপরীতার্থক শব্দ হিসেবে।
তিনি ব্যবহার করেছেন, "দানবাধিকার"; কতটুকু উপযুক্ত এই শব্দটি, আপনার কি মনে হয়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.