নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

বাসাভাড়া নিতে ডিএমপির \'ভাড়াটিয়া পরিচয়পত্র\' লাগবে

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

উপরোল্লেখিত হেডলাইনটি "যুগান্তর" পত্রিকা থেকে নেয়া।

ডি এম পি সাধারন জনগনের জন্য নিজেই আইন করতে পারেন, অন্ততঃ ঢাকা বাসীর জন্য।
সংসদ বা পৌরসভার আইনের ধারার উপ-ধারা প্রয়োজন হচ্ছে না। বেশ আজব ব্যপার মনে হচ্ছে।

পুলিশ হোল আইন প্রয়োগকারী সংস্থা, আইন নিজে সাধারনতঃ তৈরী করেন না।

আইন তৈরী করার জন্য সংসদ সাধারনতঃ খসড়া র ওপর বিষদ বিতর্ক অবতীর্ন হওয়ার পর একটি আইন তৈরীতে প্রয়াস নেন।
মূল আইনের ওপর ভিত্তি করে পৌরসভা উপ-আইন করত পৌর এলাকার বাসিন্দাদের জন্য নিয়ম কানুন তৈরী করেন।

উদ্দেশ্য মহত নিশ্চয়ই, কিন্তু
এই মহত উদ্দেশের সাথে নতুন অার্থিক দূর্নীতি সহ ভোগান্তি শুরু হবে তা বলার উপেক্ষা রাখে না।
নতুন ভাড়াটেরা কি ভাবে "ভাড়াটিয়া পরিচয়পত্র" সংগ্রহ করবেন?
কত দিনে পাবেন? না পেলে, তিনি কি ঢাকায় বাস করার জন্য অবৈধ?

এমনিতে ই জনাব শাখাওয়াত সাহেব একই পত্রিকায় জানিয়েছেন, ব্যচেলরদের ভাড়া না দেয়া; মানবাধিকার লংঘনের শামিল।
সন্মানিত পুলিশ প্রধানের এই সিদ্ধান্তের কারনে কাউকে যদি ভাড়াটিয়া পরিচয় পত্র না থাকার কারনে ভাড়া দিতে অক্ষমতা প্রকাশ করেন, তা হলে তা কি মানবাধিকার লংঘনের শামিল হবে না?

সরকার যদি ইউনিভার্সাল হিউমান রাইটস এর প্রবক্তা হন, তা হলে
"অন্ন", "বস্ত্র", "বাসস্থান", "চিকিৎসা" ও "নিরাপত্তা"
; এই পাঁচটি মৌলিক একজন নাগরিককে প্রদান করার দ্বায়িত্ব সরকারের ওপর বর্তায়।

এমনিতেই ভোটার আইডি, জাতীয় আইডি, চাকুরীর আই ডি ইত্যাদি নিয়ে আমি না হলে বহু সাধারন নাগরিক "কনফিউশনে"?
এত পরিচয় পত্র করার পর আবার "ভাড়াটিয়া পরিচয়পত্র"?

চট্টগ্রামে বাসার ওয়াসার মিটার চুরি হওয়াতে "চুরি" শব্দটি আমি জিডি এন্টৃ দিতে পারিনি। কারন পুলিশ ডিউটি কর্মকরতা জানালেন "চুরি" লিখলে এফ আই আর করতে হবে এবং আমরা সম্ভব "চোরকে" ধরে চালান দেব এবং আপনাকে উকিল সহ কোর্টে গিয়ে বয়ান দিতে হবে।
আমি চিন্তা করলাম আমি সচরাচর চট্টগ্রামে থাকি না। বাড়ির পুরুষ হিসাবে এই কাজটি আমাকে করতে হচ্ছে এবং ওয়াসার সংগে পানির চুক্তি অনুযায়ী মিটার "গায়েব" হলে থানায় এফ আই আর করার কথা বলা হয়েছে। নতুন মিটার পাওয়ার জন্য আমাকে এটি করতেই হবে, মানে "চুরি" শবদটি লিখতে হবে। কিন্তু প্রাইভেট চাকুরী করে চট্টগ্রামে এসে জজ ব্যরিস্টার - উকিল নিয়ে সময় ব্যয় করা সমভব নয়। অতএব "চুরি" বাদ দিয়ে লিখলাম, পানির মিটার "হারিয়ে" গেছে।
যখন জমা দিতে গেলাম, কর্মরত পুলিশ বললেন, "কি জন্য কষ্ট করলেন, আমাদরকে দু' স টাকা দিলে, আমরাই লিখে দিতাম"!!

পানির মিটার "হারিয়ে" যাওয়াতে "জিডি" করা গেল।
অতঃপর আমি নিজেই সম্ভাব্য পরবর্তী যানবাহনের মাধ্যমে অপ্রয়োজনীয় যাত্রা থেকে বাঁচিয়ে দিলাম।

পত্রিকা থেকে কিছু মন্তব্যের উল্লেখ করলাম (ছবি আকারে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ভাড়াটিয়ারা বিশেষ করে ব্যাচেলররা মাইনকা চিপায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.