নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

Open Source থৃ ডি সফটওয়্যার দিয়ে বাসা ডিযাইন

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩



ওপেন সোর্স সফটওয়্যার এর বেশ কিছু থৃ ডি সফটওয়্যার এই মূহুর্তে পাওয়া যাচ্ছে।
যাদের থৃ ডি সফটওয়্যার দিয়ে বাসা ডিযাইন করে তার আকাঙখিত গ্রাহককে বা দর্শণার্থীকে অভিভূত করতে চান বা তাক লাগিয়ে দিতে চান, তারা এই সফটওয়্যারটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

সফটওয়্যারটির মাম হোল
Sweethome3D
এ ছাড়াও গুগলের Sketchit ও রয়েছে।
তবে আমার কাছে সুইঠোম৩ডি স ফটওয়্যারটি ই অধিকতর সহজ মনে হয়েছে।

আপনার ইমারতের নকশা যদি অটৌক্যাড এ হয়ে থাকে, কোন অসুবিধা নাই; নকশার "প্ল্যান" টি jpeg format রুপান্তর করুন।
এর পর রুপান্তরিত নকশা ছবিটি Sweethome3D তে import করে ঐ আমদানিকৃত নকশা ছবির ওপরেই আপনি সহজেই থৃ ডি বাসাটি ডিযাইন করতে পারবেন।

নিচে কিছু নমুনা ডিযাইন দিলাম। (পরে দেব, মোবাইল দিয়ে ফাইল এ্যটাচ করার কোন সুবিধা দেখলাম না)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
আরেকটু বিস্তারিত লিখলে ভাল হত।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:২২

ফেরদাউস আল আমিন বলেছেন: বিস্তারিত করার চেষ্টা করলাম, সফটওয়্যারটি নামিয়ে ব্যবহার করলেই অনেক কিছু বিস্তারিত ভাবে পেয়ে যাবেন।

২| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো পোস্ট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.