নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তির মাঝেই সমাধান খুঁজি।

উড়ন্ত বাসনা

জীবন কে ভালবাসি।

উড়ন্ত বাসনা › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র ভুলুণ্ঠিত : ফ্যাসিবাদীদের খপ্পরে দেশ

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

বিংশ শতাব্দীর ইতিহাসে ইতালীর একটি কলঙ্কজনক অধ্যায় হল ফ্যাসিবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পর যে কয়টি মতবাদ রাষ্ট্র পরিচালনার জন্য জন্ম হয়েছে তাদের মধ্যে ফ্যাসিবাদ ছিল অন্যতম। ফ্যাসিবাদের জন্ম হয় ইতালীতে। বেনিটিনি মুসোলীনি এর তত্বগত কাঠামো নির্মান করে একে বাস্তবে রুপদান করেন। ফ্যাসিবাদ কোন দার্শনিক তত্ব নয়,বরং এটি হলো বর্বরতার এক বাহ্যিক প্রকাশ। ফ্যাসিবাদের ইংরেজি শব্দ হলো fascism. লাটিন শব্দ fascia থেকে এসেছে। এ শব্দটির অর্থ হল একবোঝা লাঠির সাথে একটি কুঠার। fascia শব্দটি হলো ঐক্য,সংহতি ও কর্তৃত্বের প্রতিক। বিখ্যাত দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী মরিস ক্রানস্টন এর মতে,ফ্যাসিবাদে হেগেলের অধিবিদ্যামূলক চিন্তাধারা এবং সোরেলর সক্রিয়বাদী মতবাদের সমন্বয় ঘটেছে। তবে ইরেনস্টাইন আরো ব্যাখাসূচক অর্থে বলেন-ফ্যাসিবাদ হলো অন্ধ জাতীয়তাবাদী,জাতিবিদ্বেষী,আগ্রাসী এবং সাম্রাজ্যবাদী উদ্দেশ্যের উপর প্রতিষ্ঠিত একদলীয় সরকার এবং সমাজের এক সামগ্রিকতাবাদী বা সর্বগ্রাসী মতবাদ। এই সজ্ঞা হতে বুঝা যায়,ফ্যাসিবাদ হলো এমন এক ধরণের মতবাদ বা শাসনযন্ত্র যেখানে রাষ্ট্রই সর্বোচ্চময় ক্ষমতার অধিকারী। এখানে মানুষের স্বাধীনতাকে মূল্যায়ন করেনা। গণতন্ত্র বলে কছু থাকেনা। রাষ্ট্রের বাইরে কিছু নেই

বাংলাদেশ আজ এই জঘণ্য ফ্যাসিবাদীদের খপ্পরে পড়ে আক্রান্ত। গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। মানুষের সকল গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করেছে ক্ষমতাসীন কথিত সর্বদলীয় সরকার নামে আওয়ামী সরকার। একনায়তন্ত্রের প্রাচীন মৃত অশুভ প্রেতাত্না আওয়ামীর ঘাড়ে সাওর হয়েছে। গণতন্ত্রের ঠিক উল্টো হচ্ছে একনায়তন্ত্র,প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালী,জার্মানী ও স্পেনে একনায়তন্ত্র জন্ম হয়। একনায়তন্ত্রের যে সকল বৈশিষ্ট্য আছে তা হলো,ব্যক্তি স্বাধীনতা বিরোধী,বল প্রয়োগ,আইন ও বিচার বিভাগর স্বাধীনতা ক্ষুন্ন,মৌলিক অধিকার অস্বীকৃতি,উগ্রজাতীয়তাবাদ,যুদ্ধরাজনীতি,গুপ্তচর বাহিনী গঠন,মিথ্যা প্রচারণা,বিরোধী কণ্ঠরোধ,একদল একনেতা,প্রশাসনিক কঠোরতা ইত্যাদি। আজ বাংলাদেশে এই অগণতান্ত্রিক কর্মকান্ড হামেশাই চলছে। আওয়ামী সরকারের হাতে জিম্মি পুরো দেশ ও সাধারণ জনগণ। গণতন্ত্রের পোশাকে বিরাজ করছে একনায়তন্ত্র।

যদিও পৃথিবীতে একটি সমাদৃত ও জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গোটা বিশ্বে গণতন্ত্রের জয়গান,সাম্য,মৈত্রী ও স্বাধীনতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে গণতন্ত্র মানুষের মনে গৌরব ও মর্যাদার আসনে বসেছে। গণতন্ত্রের সজ্ঞায় বলা হয়,যে শাসনব্যস্থায় শাসন ক্ষমতা এক বা মুষ্টিমেয় কিছু লোকের হাতে না থেকে সমগ্র জনসাধারণের হাতে ন্যাস্ত থাকে এবং অধিকাংশ জনগণের মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া হয় তাকে গণতন্ত্র বলে। এই সজ্ঞায় প্রমানীত হয় গণতন্ত্র এখন বাংলাদেশে নেই। এখন শাসন ক্ষমতা শুধু মুষ্টিময় কিছু লোকের হাতে বন্দী। গণতন্ত্রের মিথ্যে ও অযৌক্তিক বুলি আমরা তাদের মুখে বেমালুম শুনতে পাই। বর্তমান দেশ ফ্যাসিবাদীদের খপ্পরে আক্রান্ত। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র সাফল্যের যে শর্ত সমূহ আছে তা অস্বীকার করেছে আওয়ামী সরকার। দেশ আজ কোন পথে? এই নিয়ে সমাজ চিন্তকদের ভাবনার শেষ নেই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফ্যাসিবাদ হলো এমন এক ধরণের মতবাদ বা শাসনযন্ত্র যেখানে রাষ্ট্রই সর্বোচ্চময় ক্ষমতার অধিকারী। এখানে মানুষের স্বাধীনতাকে মূল্যায়ন করেনা। গণতন্ত্র বলে কছু থাকেনা। রাষ্ট্রের বাইরে কিছু নেই ...

গণতন্ত্র দিয়া কি হবে? উন্নয়নের কথা ভাবেন! তারাতো প্রকাশ্যেই বলছে এসব! রোড শো করেছে এই থিম দিয়ে!!!

একটা গল্প মনে পড়ল-
এক লোক নিত্য বউকে ঝাড়ুপেটা করে। বহুদিন পর বউ একদিন বলে আপনি কি আমার ঘর করতে চান না!
স্বামি বলে মাইরের ধরন দেইখ্যা বুঝস না!

আমাদের সরকারের আচরনের পরও যে অবুঝ- সে হয় সুবিধাভোগী নয় বোধহীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.