নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালাম সিটিকে

বালাম সিটিকে › বিস্তারিত পোস্টঃ

তবুও বন্ধু চলেই যাবে----!

২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৮

-------------------------- (বদরুল আলম )


বন্ধু জানি চলেই যাবে তুমি
তোমায় নিয়ে কাব্য হবে
দুর নীলিমায় প্রাসাদ হবে
পথের বাকে রইব পরে আমি।

বন্ধু আমায় যাবেই তুমি ফেলে
তোমায় নিয়ে স্বপ্ন রচি
চোখের নোনা জলযে মুছি
স্বপ্ন দেখি তবুও দু’চোখ মেলে।

তোমায় রাখি খুব যে যতন করে
বুকের মাঝে আগলে ধরে
জনম জনম আপন করে
স্বপ্ন মাঝেও তোমায় দেখি নয়ন যুগল ভরে।

বন্ধু যদি যেতেই হবে, আসলে কেন কাছে
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমায় নিয়ে কাব্য লেখি
ভয়যে বন্ধু, হারাই যদি পাছে।

ভোরের শিশির বিন্দু হয়ে,হারিয়ে তুমি যাবে
প্রভাত রবি আসবে তবু
আসবে নাতো তুমি কবু
এক জনমে নাহোক আমায় আর জনমে পাবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৭

উম্মে সায়মা বলেছেন: সুন্দর লিখেছেন.....

২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৫

বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ২:৪০

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৬

বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ
আসলে কেন নয়-- বন্ধু ছাড়া পথ চলা?

৩| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৮

ধ্রুবক আলো বলেছেন: আশা রইলো এইজনমেই পাবে,
লেখা সুন্দর হয়েছে +।

৪| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৮

বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ
এইত কত বন্ধুদের মন্তব্য পাচ্ছি----- কে বলে বন্ধু নেই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.