নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা থেকে যায় পাতাতে, কিছু কথা রয়ে যায় মনেতে, লাভ কি বলো সব জানাতে ?

ফ্রেটবোর্ড

ফ্রেটবোর্ড › বিস্তারিত পোস্টঃ

নকল/ভেজালের একাল সেকাল

২০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১০



একটা সময় কলা কিনতে গিয়ে দোকানীকে প্রশ্ন করা হতো গাছ পাকা নাকি জাগ দেয়া। সেসময় জাগ দিয়ে পাকানো ছিল অপরাধ। এখন আমরা জাগ দিয়ে পাকানো কলা বৈধ হিসাবে গ্রহণ করছি কারণ গাছ পাকা কলা পাওয়া যায় না। এখন যেটা অপরাধ তা হলো মেডিসিন দিয়ে পাকানো। এভাবে মেডিসিন দিয়ে অনেক ফল পাকানো হচ্ছে যেটা আমরা হরহামেশাই পত্রিকা খুললে দেখতে পাই।

আগে দুধে পানি মেশাতো এবং সেটাই অপরাধ ছিল। সেসময় একটা কথা বেশ চালু ছিল দুধে পানি দিয়েছে নাকি পানিতে দুধ মিশানো। এখন যেটা হচ্ছে তা হলো সয়াবিন তেল, গ্লুকোজ এগুলো দিয়ে। এর আগে একটা ভিডিও নিউজে দেখলাম স্যাম্পু দিচ্ছে ফেনা হওয়ার জন্য।
ক’বছর আগে একটা ভিডিও দেখেছিলাম যেটা পরবর্তীতে খুঁজে আর পাইনি। এক ব্যাগ রক্ত দুই ব্যাগ করে বিক্রি করা হচ্ছে তারমানে মানুষের রক্তও মানুষ তৈরী করতে পারছে।

আমরা সবাই অরিজিনাল খুঁজি এমনকি যে ভেজালের সাথে জড়িত সেও। তাহলে সমাধান আসবে কিভাবে ?



ছবি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.