নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা থেকে যায় পাতাতে, কিছু কথা রয়ে যায় মনেতে, লাভ কি বলো সব জানাতে ?

ফ্রেটবোর্ড

ফ্রেটবোর্ড › বিস্তারিত পোস্টঃ

কিছুদিন পরপর ডিএনএ পরীক্ষা করা উচিত

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৯


“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না ?” এটা উত্তর হবে মানুষ মানুষের জন্য কিন্তু সে মানুষের অঢেল টাকা থাকতে হবে। জীবন জীবনের জন্য তবে সে জীবনও টাকায় মোড়ানো হতে তবেই সহানুভুতি মিলবে। সহানুভুতি তো আর গাছের গোটা না যে ঝাঁকি দিলেই পড়বে!
গতকাল রাতে অনলাইনে এক ভিডিওতে এক হৃদয়বান মানুষকে দেখলাম, যার স্ক্রীনসট প্রচ্ছদ হিসাবে দেয়া আছে।
আমার মনে হয় কিছুদিন পরপর ডিএনএ পরীক্ষা করে দেখা উচিত আমরা মানুষ আছি নাকি বানর/পশুতে রূপান্তর হচ্ছি।



ছবির উৎস

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: কাজের মেয়েকে এভাবে পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছে, নাকি এরা নারী পাঁচারকারী?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৬

ফ্রেটবোর্ড বলেছেন: ভিডিও দেখে যেটা বুঝলাম কাজের মেয়ে হওয়ার সম্ভাবনা বেশী কিন্তু এভাবে একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে ?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৮

কামাল১৮ বলেছেন: কিছু দিন পর পর কেনো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৩

ফ্রেটবোর্ড বলেছেন: “কিছুদিন পরপর” এটাতো নিউটনের সূত্র না। একটু টানাটানি করাই যায়, কতদিন হলে সুবিধা ?

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৪৭

কামাল১৮ বলেছেন: অনেক রকমের টেষ্ট আছে।যেটাই করতে চান জীবনে একবার করলেই হলো।বংশধারা জানতে চাইলে একরকমের টেষ্ট।আপনার সন্তান আপনার কিনা এটার অন্য রকমের টেষ্ট।বান্দর হয়ে গেলেন কিনা সেটার জন্য অন্য রকমের টেষ্ট।প্রতিটা পশুর জন্য আলাদা আলাদা টেষ্ট।কোন দিকে সম্ভাবনা দেখছেন।বিল্লি হবার সম্ভাবনা কি?

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৬

নাহল তরকারি বলেছেন: আহারে।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: এরকম আমি অনেকবার দেখেছি।
এটা ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.