নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা থেকে যায় পাতাতে, কিছু কথা রয়ে যায় মনেতে, লাভ কি বলো সব জানাতে ?

ফ্রেটবোর্ড

ফ্রেটবোর্ড › বিস্তারিত পোস্টঃ

সময় বন্দী মুঠোফোনে

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০



বিভিন্ন সময়ে ছবিগুলো তোলা। পিসিতে কিছু খুঁজতে গিয়ে কয়েকটা ছবি বের হলো, মনে হলো পোস্ট দেই। কিন্তু কি খোঁজা শুরু করেছিলাম সেটা আর মনে নেই। আমি পেশাদার ফটোগ্রাফার নই মোবাইল আছে তাই ছবি তুলি। এতক্ষণ বাকবাকুম বাকবাকুম করলাম ছবি যেন প্রথম পাতার সম্পূর্ণ জায়গা দখল না করে তাই। এবার তবে শুরু হোক

একটা প্রতিষ্ঠানের আলোকসজ্জা


একই প্রতিষ্ঠানের আরেকটা ছবি


দোকান বা বড় গাড়ীতে লেখা দেখেছি “মা বাবার দোয়া”, মটর সাইকেলে দেখা এটাই প্রথম।


মাছ ধরার প্রস্তুতি


বাঘ রাজত্ব করে জঙ্গলে আর বাঘের মাসী অফিস আদালতে।


এক ঝাঁক পায়রা উড়ছে আকাশে


আমের শহরের ছবি


এই ছবিটা কোন একটা মেলা থেকে নেয়া


বাসায় ফেরার পথে হঠাৎ দেখলাম, ছবি তুলবো কিনা ভাবতে ভাবতে তুলেই ফেললাম


ছবি দেখা শেষ হলে ট্রেনে করে বাড়ি যেতে পারেন

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ট্রেনে করে বাড়ি ফিরলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

ফ্রেটবোর্ড বলেছেন: আপনার বাড়ি ফেরাতে আশ্বস্ত হলাম, ট্রেনটা এখনো ভালো সার্ভিস দিচ্ছে।
এই ট্রেনের তথ্য।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

জ্যাক স্মিথ বলেছেন: এই মুঠোফোনই কোটি কোট শ্রমঘন্টা নষ্টের একমাত্র কারণ

'মাছ ধরার প্রস্তুতি' ওই ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

ফ্রেটবোর্ড বলেছেন: প্রতিটা জিনিষ নির্ভর করে ব্যবহারকারী কিভাবে ব্যবহার করছে। আমার মনে হয় যাদের শ্রমঘন্টা নষ্ট হচ্ছে তাদের আসলে কাজ করার তাগিদ কম। মাথার উপর কাজ রেখে কিভাবে মোবাইলে সময় কাটানো সম্ভব ?

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

কামাল১৮ বলেছেন: কয়টা পায়রা হলে এক ঝাঁক হয়?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

ফ্রেটবোর্ড বলেছেন: জানি না

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

ফ্রেটবোর্ড বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.