নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন আমি এখনোও স্বার্থের উপরে উঠতে পারি না ?

গাওসেল এ. রাসেল

প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে, হাত ধরে নিয়ে চলো, অনেক দুরেরও দেশে...

গাওসেল এ. রাসেল › বিস্তারিত পোস্টঃ

আমারও একটি আইডিয়া আছে। পড়ে দেখবেন কী?

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

আমি নিতান্তই নতুন ব্লগার। কেতাবী ভাষায় বলা যায় ‘Fresher’। তারপরও আমি আমার ক্ষুদ্র জ্ঞানে একটি আইডিয়া শেয়ার করতে চাচ্ছি।

যেকোন পরীক্ষা- তা সে স্কুল, কলেজ, ভার্সিটির পরীক্ষাই হোক অথবা চাকুরী নিয়োগ পরীক্ষা, বর্ত্মানে এর আগের রাতের সাধারন আলোচনা হলো প্রশ্ন ফাঁস হয়ে গেছে।খোজ লাগাতে হবে ফটোকপির দোকানে, ফেসবুকে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আচ্ছা, কোন উপায়ে প্রশ্নটিকে যদি এমনভাবে বদলে দেয়া যায় যে, পরীক্ষার একদিন/দুইদিন আগে প্রশ্ন পেলেও ছাত্র ছাত্রীরা খুব একটা লাভবান হতে পারবে না।তাহলে আমার ধারনা প্রশ্ন ফাঁস হওয়ার প্রবনতা বহুলাংশে হ্রাস পাবে।

আর একটা বিষয়, লাভজনক যে কোন ব্যবসা থেকে ব্যবসায়ীদেরকে সহজে প্রবৃত্ত করা যায়না তা নিষিদ্ধই হোক অথবা বৈধ। যেমন: মাদক ব্যবসা, নারী ও শিশু পাচার ব্যবসা ইত্যাদি। ঠিক তেমনি প্রশ্ন ফাঁসও একটি ব্যবসা। অবশ্যই অবৈধ। তো যদি আমরা এ ব্যবসাটিকে অলাভজনকে রুপান্তর করতে পারি তাহলে খুব ধীরে হলেও এটি স্বয়্ংক্রিয়ভাবে অবশ্যই বন্ধ হয়ে যাবে।অন্তত আমার তাই ধারনা।

আমার প্রত্যাশা কমেন্টে সবাই অংশগ্রহন করে আমার এ ক্ষুদ্র আইডিয়াটির ভুল ভ্রান্তি ধরিয়ে দেবেন অথবা আমার ধারনাটিকে আরোও দৃঢ় করবেন।
ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

গাওসেল এ. রাসেল বলেছেন: আমি বুঝতেই পারছিনা যে, আমার লেখাটি কী ব্লগে দেখা যাচ্ছে নাকী যাচ্ছেনা। যদি পারেন কেউ হেল্পান।

২| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

এহসান সাবির বলেছেন: না কেউ দেখতে পাইনি মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.