নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

সাবাস চ্যাম্পিয়ন ভারত

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২১

এই বিশ্বকাপ শুরুর আগে স্যোসাল মিডিয়া জুড়ে দেখছিলাম, সবাই নাকি ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়ায় খুশি।
একটা ম্যাপ নিয়ে সবাই খিল্লি করছিল। ক্রিকেটের নাকি ভবিষ্যত নেই!

পরে যথারীতি তারাই আবার কে কী করলে ভালো খেলবে তাই নিয়ে হ্যাজ নামাচ্ছিল।
তাদের সবাইকে ভুল প্রমাণ করে এই টুর্নামেন্টে শ্রেষ্ঠ মানের খেলা উপহার দিয়েছে এই টিমটা। প্রত্যেকটা টিমকে জাস্ট পিষে দিয়েছে group স্টেজে। ভারতীয় বোলাররা যে এইরকম ভয়ানক হতে পারে, বাকি বিশ্ব কল্পনা করতে পারে নি। প্রত্যেক দর্শককে খেলাটা দেখতে বাধ্য করেছে এই টিম।

It was just a bad day in Office, that's all. রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরাহ ,শামি - এরা লেজেন্ড।
রাহুল দ্রাবিড় - লেজেন্ড।
বোলিং কোচ পরস মামরে - অসাধারণ।

আজ যারা আবার স্যোসাল মিডিয়া জুড়ে গালাগালি দিচ্ছে, তারাই আবার পরের টি টোয়েন্টি বিশ্বকাপে দুটো ম্যাচ জিতলেই লম্বা হ্যাজ নামাবে, কোহলি স্লো খেলছে নাকি বুমরাহ ভুল বল করছে তাই নিয়ে।

এদের অনেকেই হয়তো জানেই না ব্যাটিং স্টান্স কেমন ভাবে নিতে হয়।

I love u Indian Cricket Team I love u.

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার বিবিজান বলেছেন- বিশ্বকাপে কোন না কোন খেলা হারতে হবে, ভারত একদম ফাইনালে এসে হারলো!!!

অভিনন্দন অস্ট্রেলিয়াকে।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

গেছো দাদা বলেছেন: ল ওফ আভারেজ মেনেই আজ হারলাম। অভিনন্দন অস্ট্রেলিয়া।অভিনন্দন ভারত।

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩২

দেয়ালিকা বিপাশা বলেছেন: হ্যাঁ। তবে এটা সত্যি ভারতের পারফরম্যান্স দেখার মত ছিল পুরো বিশ্বকাপ জুড়ে। আজও ভাবছিলাম খেলার শুরুতে অস্ট্রেলিয়া এই বুঝি গেল কিন্তু পরে পুরো ম্যাচটা ঘুরে গেল!!

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

গেছো দাদা বলেছেন: এই ম্যাচ টা বাদ দিলে ভারত চ্যাম্পিয়নের মতই খেলেছে পুরো বিশ্বকাপ জুড়ে।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

ডার্ক ম্যান বলেছেন: ভারত ভালো খেলেছে তবে অতি আবেগী ছিল।
যোগ্যদল হিসেবে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছে।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

গেছো দাদা বলেছেন: আমরা বরাবরই আবেগী জাতি।

৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: ভারতের টপ অর্ডার ব্যটাসম্যানদের বিশেষ করে রোহিত শর্মাকে আরেকটু সংযত হয়ে খেলা উচিৎ ছিলো, উইকেট হাতে থাকলে এই পিচে ৩০০ রান করা খুব বেশি কষ্ট হতো না।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫০

গেছো দাদা বলেছেন: সহমত।

৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আজকে মনে হয় ইন্ডিয়া মন্ত্র পড়তে ভুলে গেসে।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫১

গেছো দাদা বলেছেন: খুশি হইছেন তো ?

৬| ২০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:০৩

কামাল১৮ বলেছেন: তেলা দেখি নাই।

৭| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

কামাল১৮ বলেছেন: খেলা হবে

৮| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ভারত জয়ী হলে আমি খুশি হতাম।

৯| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

বিজন রয় বলেছেন: কাউকে তো হারতে হতো। কাইকে তো জিততে হতো।

ব্যাপার না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.