নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিদৃশ্যমান সত্তা

গেওর্গে আব্বাস

আমি কি মানুষ ছিলাম কোনোদিন জলের জঙলে কেবলই হারাই বিরল প্রজাতি...

গেওর্গে আব্বাস › বিস্তারিত পোস্টঃ

মুক্তগদ্যঃ রোমথা

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৯

উৎসর্গঃ কবি মানবেন্দু রায়


ভাঙ্গা চশমার ভেতর দিয়ে সূর্য দেখে নিচ্ছে এই অন্ধ্রপ্রদেশ, এই ভূ-পৃষ্টকে; আলো পড়েছে দক্ষিণ-ভারতের দেবী-দক্ষিণ পাহাড়ে... হে পাহাড়, তোমার বয়স কতো! মানুষের ঘাড়ের গন্ধ শুঁকে বয়স টের পাওয়া যায়- কে জানি বলেছিলো সেই কবেকার শৈশবে! পাহাড়ের বয়স কী করে জানলো বক্ষব্যাধি হাসপাতালের তরূণ বক্ষবিদ্যক! মাঝারি আকারের এই পাহাড়টি না কি হিমালয়ের চেয়ে বয়সে অনেক বড়...
পৃথিবীর এই পুরনো পাহাড়ে আমি উঠবো...
আমার সারা জন্মের ইচ্ছে- জীবনে অন্ততঃ একবার আমি পাহাড়ে উঠবো...
আমি ছা-পোষা মানুষ- এই জীবন, এই সংসারের পাহাড় ঠেলে ঠেলে কখনোই কোনো ভূ-পাহাড়ে আরোহণের সুযোগ হয় নি আমার...
মা, আমি পাহাড়ে উঠবো...
হে পুত্র-কন্যা, আমি জীবনে একবার পাহাড়ে উঠবো...
হে মৌ-ভোর, মাটির মমিতে দেখি স্বজনের মরা মুখ...
ঐ পাহাড়ে ঘুমিয়ে আছে আমাদের মৃত মা, মৃত ঝর্ণা, হারানো বন্ধুর রোদমাখা মুখ... ঐ পাহাড় শীর্ষে আমি একবার দাঁড়াতে চাই...
আমার ডানপাশে অক্সিজেন-সিলিন্ডার, বাঁ-পাশে পাহাড়...
মা, আমি পাহাড়ে উঠবো
দ্বাদশ শতাব্দীর মৃত কবিরাজের যুবতী বউ, আমি পাহাড়ে উঠবো...
হে লক্ষণ সেন, বল্লম রায়- আমি পাহাড়ে উঠবো...

হাসপাতালের জানালা দিয়ে ভাঙ্গা ভাঙ্গা বাতাস বইছে... এই ভাঙ্গা সংসার ছিদ্র করে বাতাস বইছে...আমি এই ছিদ্রের ভেতর আরো কিছুকাল বেঁচে থাকতে চাই। আমার অসমাপ্ত লেখাগুলোর জন্য এই ধারকরা সময়ের ভীষণ দরকার আমার। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী, সেই দ্বাদশ শতাব্দীর রোমথা, যাদের কপালে কাটা দাগ আছে, যারা গিনিপিগের মতো ব্যবহ্রত হবে আয়ুর্বিদ্যার কাজে, ফাঁসির আগ পর্যন্ত বহুবার সঙ্গম করে যাবে মৃত্যু নামের মাগীটার সঙ্গে; তাহাদের কথা আর কবিরাজের যুবতী বউয়ের কথা... সময়কে গুটি গুটি করে মার্বেল খেলার জন্য হে মহাপ্রকৃতি, আরও কিছুকাল এই মরপৃথিবীতে বেঁচে থাকা জরূরী আমার...

...আর পারছি না হে জননী- ঐ পাহাড়ে আমি উঠবোই...

উঠছি তো উঠছি...

উঠতে উঠতে
উঠতে উঠতে খেয়াল করলাম- আমার নিঃশ্বাসের মধ্যে ছোটো ছোটো টিলাগুচ্ছ রয়েছে, ক্রমশঃ তা পাহাড় হয়ে যাচ্ছে! এক জীবনে সবাই কি তবে পাহাড়ে উঠতে পারে না মা! আমার বুকের চাপটা কি ঐ পাহাড়ের চাপের চেয়ে বহুগুণ বেশি!

গড়িয়ে গড়িয়ে উপরের দিকে উঠছি না কি নিচের দিকে যাচ্ছি ঠিক বুঝতে পারি না! কেবল মনে হয়- আমি সেই দণ্ডপ্রাপ্ত রোমথা, আয়ুর্বিদ্যার বিষাক্ত সিরাপ পান করেছি...
_________________________________________

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপনি আমার খুব প্রিয় একজন কবি,অনেকদিন পর আপনার পোস্ট পেয়ে ভালোই লাগছে ।

আপনার কবিতা গুলো কঠিন শব্দে হলেও প্রতিটা লাইনে অন্য লাইনের সাথে শব্দের সাথে প্রাসঙ্গীক, এখানে আমি অনেক কবিতা পড়েছি যা কঠিন শব্দ এবং একটা লাইন ঠিক থাকলেও পরের লাইন শব্দ অপ্রাসঙ্গিক থাকে,

যাই হোক আপনার ফিরে আসা স্থায়ী সুন্দর হোক

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

গেওর্গে আব্বাস বলেছেন: ধন্যবাদ। মঙ্গলার্থে...

২| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মানুষের ঘাড়ের গন্ধ শুঁকে বয়স টের পাওয়া যায়- কে জানি বলেছিলো সেই কবেকার শৈশবে! পাহাড়ের বয়স কী করে জানলো বক্ষব্যাধি হাসপাতালের তরূণ বক্ষবিদ্যক! মাঝারি আকারের এই পাহাড়টি না কি হিমালয়ের চেয়ে বয়সে অনেক বড়...
পৃথিবীর এই পুরনো পাহাড়ে আমি উঠবো...
আমার সারা জন্মের ইচ্ছে- জীবনে অন্ততঃ একবার আমি পাহাড়ে উঠবো...
আমি ছা-পোষা মানুষ- এই জীবন, এই সংসারের পাহাড় ঠেলে ঠেলে কখনোই কোনো ভূ-পাহাড়ে আরোহণের সুযোগ হয় নি আমার...
মা, আমি পাহাড়ে উঠবো...
হে পুত্র-কন্যা, আমি জীবনে একবার পাহাড়ে উঠবো...
হে মৌ-ভোর, মাটির মমিতে দেখি স্বজনের মরা মুখ...
ঐ পাহাড়ে ঘুমিয়ে আছে আমাদের মৃত মা, মৃত ঝর্ণা, হারানো বন্ধুর রোদমাখা মুখ... ঐ পাহাড় শীর্ষে আমি একবার দাঁড়াতে চাই...
আমার ডানপাশে অক্সিজেন-সিলিন্ডার, বাঁ-পাশে পাহাড়...
মা, আমি পাহাড়ে উঠবো
দ্বাদশ শতাব্দীর মৃত কবিরাজের যুবতী বউ, আমি পাহাড়ে উঠবো...
হে লক্ষণ সেন, বল্লম রায়- আমি পাহাড়ে উঠবো...




অনেক ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

গেওর্গে আব্বাস বলেছেন: ধন্যবাদ। মঙ্গলার্থে...

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ ++++++++++

অনেক শুভকামনা ।

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

গেওর্গে আব্বাস বলেছেন: মঙ্গলার্থে...

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

অতঃপর জাহিদ বলেছেন: আজকাল সহজ ভাষার কবিতা গুলো এতো ভালো লাগে।
আপনারা নিয়মিত যদি লেখেন ,ব্লগে নিয়মিত হতে আবারো মন চাই।

ভালো থাকবেন,অনেক অনেক শুভ কামনা।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

গেওর্গে আব্বাস বলেছেন: ধন্যবাদ। মঙ্গলার্থে...

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

পাপতাড়ুয়া বলেছেন: পাহাড়ে উঠার ইচ্ছে থেকে বাষ্পীভূত সময়ের পথ ধরে ধরে বাড়ে পাহাড়সারি। প্রশ্বাসজাত টিলারাই পাহাড় হয়ে যায়।
শেষতক কেউ পারে, কেউ পারে না। কেবল দীর্ঘায়ুর সুধাপানে ব্যাকুলতা।

এভাবে সব পাহাড় পাহাড়ই রয়ে যায় আর গল্পঘরে জমা পড়ে ব্যাকুলতার খতিয়ান।


ভালো লাগল খুব।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

গেওর্গে আব্বাস বলেছেন: ধন্যবাদ। মঙ্গলার্থে...

৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫

সকাল রয় বলেছেন:
বাহ!
শব্দময়...

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

গেওর্গে আব্বাস বলেছেন: শব্দময়..!

ধন্যবাদ। মঙ্গলার্থে...

৭| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

এহসান সাবির বলেছেন: চমৎকার!


এক গুচ্ছ ভালো লাগা।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬

গেওর্গে আব্বাস বলেছেন:
এক গুচ্ছ ভালো লাগা!!


ধন্যবাদ। মঙ্গলার্থে...

৮| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

সুমন কর বলেছেন: অন্য রকম একটি লেখা ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

গেওর্গে আব্বাস বলেছেন: ধন্যবাদ। মঙ্গলার্থে...

৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! ভীষণ ভালো লাগা লেখাতে!

আমার বুকের চাপটা কি ঐ পাহাড়ের চাপের চেয়ে বহুগুণ বেশি!

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

গেওর্গে আব্বাস বলেছেন:




ধন্যবাদ। মঙ্গলার্থে...

১০| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

অদৃশ্য বলেছেন:




অসাধারণ...

আমি কতোটুকু খুশি হলাম বা আনন্দ পেলাম আবারো সামুতে আপনাকে লিখতে দেখে তাতো বলে বুঝানো সম্ভব নয়...

অনেক অনেক শুভেচ্ছা প্রিয়কবি সামুতে আবারো শুরু করবার জন্য... আপনার শব্দের যাদুতে বিমোহিত হোক সামুর পাঠক...


শুভকামনা প্রিয়কবি...


২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮

গেওর্গে আব্বাস বলেছেন:
অদৃশ্য!!!!!!!!!!!!!!!!!




মননশীল মন্তব্যের জন্য ধন্যবাদ। মঙ্গলার্থে...

১১| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

কলমের কালি শেষ বলেছেন: লেখায় অন্যরকম ভালো লাগা অনুভূত হল ।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২১

গেওর্গে আব্বাস বলেছেন: অনেক ধন্যবাদ। মঙ্গলার্থে...

১২| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
কবির শব্দগুলো অনেক বেশি শক্তিশালী ৷ বিমোহিত ৷

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১১

গেওর্গে আব্বাস বলেছেন: ধন্যবাদ ।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৯

আগ্রাসন বলেছেন: হাসপাতালের জানালা দিয়ে ভাঙ্গা ভাঙ্গা বাতাস বইছে... এই ভাঙ্গা সংসার ছিদ্র করে বাতাস বইছে...আমি এই ছিদ্রের ভেতর আরো কিছুকাল বেঁচে থাকতে চা


এক কথায় অসাধারন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.