নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিও কেতন মেহতার রঙ রাসিয়া

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫





সিনেমার নাম রঙ রাসিয়া,পরিচালক কেতন মেহতা, যদিও সিনেমাটি তৈরী হয়েছিল ২০০৮ সালে কিন্তু নানা প্রকার আইনি জটিলতার কারনে মুক্তি দেয়া সম্ভব হয়নি।সিনেমাটি প্রথম প্রিমিয়ার হয় কান ফেস্টিভ্যালে।অনেক বাধা বিপত্তি পেরিয়ে ২০১৪ সালে সিনেমাটি মুক্তি পায় ভারতে। পাঠকের মনে প্রশ্ন আসতেই পারে কেন এত দিনের অপেক্ষা? কেন সিনেমাটি আইনি জটিলতায় পড়েছিল? তার উত্তর হচ্ছে, সিনেমাটিতে প্রয়োজনের অতিরিক্ত অশ্লীলতা দেখানোর অভিযোগ।



যাক এবার সিনেমার গল্পে আসি।সিনেমাটি তৈরী হয়েছে উনিশ শতকের একজন চিত্রকরের জীবনী থেকে যিনি সর্ব প্রথম হিন্দু ধর্মের দেব দেবীদের ছবি আকেন।সে সময় এত সাহস করে ধর্মীয় বিষয়ে কোন কিছু নতুন করে করা বিশাল একটা সাহসী পদক্ষেপ ছিল সে বলতেই হবে।নায়ক রাজা রবি ভার্মার জীবনে দেব-দেবীদের এই ছবি আঁকার ফল প্রথমদিকে প্রেরণাদায়ক হলেও পরে তা আর সেই অবস্থানে ছিল না। একদল উগ্র হিন্দু এই ছবি আঁকার বিষয় মেনে নিতে পারে না। যার ফলাফল চিত্রকর রাজা রবি ভার্মাকে আইনি জটিলতার দিকে ঠেলে দেয়।সামাজিকভাবে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন হতে হয়।অপরদিকে তার আঁকা ছবি দেখে তৎকালীন হিন্দু সম্প্রদায়ের এক অংশ যেন তাদের ধর্মে এক নতুন প্রাণ খুজে পায়।



গল্পের নায়িকা নন্দনা সেন ওরফে সুগন্ধা কে মডেল হিসাবে ব্যাবহার করে চিত্রকর রাজা রবি ভার্মা দেবীর যে ছবি আঁকেন যা একাধারে পুরষ্কৃত এবং তিরষ্কৃত।ছবি আঁকতে আঁকতে একটা সময় নায়কের সাথে নায়িকা সুগন্ধার প্রেম হয়,এবং যতটা গভীর হতে পারে নারী পুরুষের সম্পর্ক ততখানিই।সিনেমার শেষ দিকে এই ছবি আঁকার মূল্য নায়িকা নিজের জীবন দিয়ে তাতে প্রাণ দিয়ে যান।অবশ্য এমনটি হবার অনেক কারণ ও ছিল। বিবাহবহির্ভূত ভালবাসা,প্রেমিকের কাছে ভালবাসার মূল্য না,সামাজিক প্রতিবাদ ইত্যাদি।রাজা রবি ভার্মার জীবনে কেবল সুগন্ধা নয় আরো দুই জন নারী ছিল,তা জানতে হলে দেখতে হবে রঙ রাসিয়া সিনেমাটি।এই ছিল গল্পের সারমর্ম।



সিনেমাটিতে প্রথমদিকে খানিকটা একঘুয়েমি লাগলেও ধীরে ধীরে তা কেটে যায়।নায়ক চরিত্রের অতিরিক্ত প্রাধান্য দেয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আর ভালগারিজমের দোষে যে দুষ্ট আসলেই তা সত্য।কিন্তু কাহিনী হিসাবে চমৎকার।একজন চিত্রকরের জীবনী নিয়ে যে এত সুন্দর একটি সিনেমা তৈরী করা যায় তা এই সিনেমা না দেখলে বোঝা যাবে না।সিনেমাটি দেখলে তৎকালীন হিন্দু সমাজের ধর্মীয় অবস্থান সম্পর্কে ভাল একটি ধারণা পাওয়া যাবে।আর সিনেমার গানগুলি বেশ ভাল,আমার কাছে “আনহাদ নাদ” এবং “ও কামিনী” গান দুটি খুব ভাল লেগেছে।



ছবিটির আইএমডিবি রেটিং ৬.৭ ,যা আমার কাছে অবমূল্যায়ন বলে মনে হয়েছে।কাজেই নিজে দেখে নিজের মতামত যাচাই করতে পারেন।হাতে সময় থাকলে আর মুভি লাভার হলে ডাউনলোড করে বসে যান ইতিহাস দেখে আসুন রং রসিয়া পরিচালক কেতন মেহতার হাত ধরে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৩

আত্মা দীপ্‌ বলেছেন: downloader link din plz

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

ডট কম ০০৯ বলেছেন: ডাউনলোড লিঙ্ক নাই ভাই। গুগল এ সার্চ করে খুজে নিন। ;)

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০১

ডি মুন বলেছেন: সিনেমাটিতে প্রথমদিকে খানিকটা একঘুয়েমি লাগলেও ধীরে ধীরে তা কেটে যায়।নায়ক চরিত্রের অতিরিক্ত প্রাধান্য দেয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আর ভালগারিজমের দোষে যে দুষ্ট আসলেই তা সত্য।কিন্তু কাহিনী হিসাবে চমৎকার।একজন চিত্রকরের জীবনী নিয়ে যে এত সুন্দর একটি সিনেমা তৈরী করা যায় তা এই সিনেমা না দেখলে বোঝা যাবে না।


রিভিউ পড়ে মুভিটা দেখার ইচ্ছা হচ্ছে। দেখে নেব একসময়, আপাতত গান দুটো শুনি।

আপনাকে অনেক ধন্যবাদ আরমান ভাই।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

ডট কম ০০৯ বলেছেন: ডি মুন ভাই আপনার কমেন্টস পড়ে আমি আনন্দিত হলাম।

সর্বদা ভাল থাকুন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টার দেইখাই তো শান্তি :)

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

ডট কম ০০৯ বলেছেন: মুভি দেখলে আরো শান্তি পাবার কথা। ;)

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: কবি দেখি, রিভিউ দিছে ;) ;)

রিভিউ ভাল হয়েছে। তবে এটা দেখবো না।

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: নিজে জানলে সবাইরে জানাইতে হয় সুমন ভাই। ;)

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২১

টানিম বলেছেন: ছবিটা দেখেছি । ভালই লাগলো । ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০১

ডট কম ০০৯ বলেছেন: আপনার কি মনে হয়,ছবিটার রেটিং ঠিক আছে।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

মামুন রশিদ বলেছেন: রিভিউ ভাল্লাগছে । দেখুম নে..

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

ডট কম ০০৯ বলেছেন: দেখে জানায়েন কেমন লাগল মামুন ভাই।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

জুন বলেছেন: হিন্দী ম্যুভি দেখা হয় না বললেই চলে । তবে রিভিউ সুন্দর ।

২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপ্পি।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

তুষার কাব্য বলেছেন: দেখতে হবে । কবির রিভিউ ভালো ভালো লেগেছে।

২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪

ডট কম ০০৯ বলেছেন: কবিরাও মানুষ কবিরাও মুভি দেখে হাহহাহহা।

ধন্যবাদ তুষার কাব্য ।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো রিভিউ +++

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

খেলাঘর বলেছেন:


ভারতীয় সিনেমা দেখি না।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১

ডট কম ০০৯ বলেছেন: না দেখলে নাই। ;)

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৩

দীপংকর চন্দ বলেছেন: সিনেমাটা দেখা হয়নি । তবে প্রখ্যাত চিত্রশিল্পী রবি বর্মার বেশ কিছু ছবির রিপ্রোডাকশন দেখার সুযোগ হয়েছে বিভিন্ন সূত্রে। সিনেমাটি আকর্ষণীয় হওয়ারই কথা।

ভালো লাগা রইলো রিভিউতে।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

ডট কম ০০৯ বলেছেন: ঘটনাটা শেয়ার করেন দীপংকর ভাই কিভাবে দেখা হল রবি ভার্মার ছবি রি প্রোডাকশন দেখার।

জানার আগ্রহ প্রকাশ করছি।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ..... কম যখন বলছে তখন ত দেখতেই হয় ;)
সময় করে দেখে নেব ।
ভাল থাকবেন ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

ডট কম ০০৯ বলেছেন: দেখার পর কেমন লাগলো তা জানায়েন। বাধিত হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.