নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে দাবী

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭




মানুষ বদলে যায়,পৃথিবীও নাকি বদলায়
মেয়ে তুমি,আজো বদলে গেলে না এতটুকুও
এখনো মুঠোফোনে জোর দিয়ে বল
মদ ছেড়ে দাও,সিগারেট আর খেয়ো না
মেয়ে তুমি আজো নারী হতে পারো নি
নারী হলে বদলে যেতে,পূর্বের মত বলতে না,”ছেড়ে দাও”

মাঝে মাঝে ইচ্ছে করে,তোমাকে কিছু ছেড়ে দিতে বলতে
বলতে ইচ্ছে করে,সব ছেড়ে দিতে পারি!
সব বলা কি আর কন্ঠ ছেড়ে বেড়িয়ে আসে?
মনের সব কথা কি এখন তোমায় শোনাতে পারি!

ছেড়ে দেবার কষ্ট আমি তোমাকে ছেড়ে বুঝে গেছি
তাই তোমাকে আর বলা হয় না, “ছেড়ে দাও”
ওমন কষ্ট পেলে,তুমিও বোধহয় বলতে না শব্দ দুটি

মেয়ে,তুমি নারী হও
বদলে যাওয়া পৃথিবীর সাথে তাল মেলাও
মেয়ে তুমি মানুষ হও
ছেড়ে দাও শব্দ ভুলে নতুন শব্দ সাজাও।


বিঃদ্রঃ সামুর নতুন ভার্শনকে স্বাগত জানাইলাম নতুন কবিতা দিয়ে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

আলম দীপ্র বলেছেন: স্বাগতম কবিতা তো বেশ লাগল ! B-) B-)

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাইয়া। অনেক শুভ কামনা।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: বিঃদ্রঃ সামুর নতুন ভার্শনকে স্বাগত জানাইলাম নতুন কবিতা দিয়ে।
ভাল বুদ্ধি। পছন্দ হইছে ! :D

কবিতা মোটামুটি লাগল।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১১

ডট কম ০০৯ বলেছেন: যাক বুদ্ধি ভাল হলেই হবে। সুমন ভাই।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নতুন ভার্সনে পোষ্ট মোবারক!! :P :P

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২

ডট কম ০০৯ বলেছেন: নতুন ধন্যবাদ কাভা ভাই। ;)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছেড়ে দেবার কষ্ট আমি তোমাকে ছেড়ে বুঝে গেছি
তাই তোমাকে আর বলা হয় না, “ছেড়ে দাও”
ওমন কষ্ট পেলে,তুমিও বোধহয় বলতে না শব্দ দুটি

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৪

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান ভাই।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৪

মামুন রশিদ বলেছেন: কবিতাভালো লাগছে । কিন্তু সামুর নতুন ভার্সনকে স্বাগত জানাতে আমার আরও দুই/তিন দিন অপেক্ষা করতে হবে । কারণ ত্রিপুড়া সীমান্ত ঘেষা চণ্ডিচেরা চা বাগানে নেটের স্পিড শম্বুকসম!

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আপনার নেট স্পীড শামুক গতি ছাড়িয়া কচ্ছপগতিতে উওরণ হোক এই কামন করছি।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৬

নিলু বলেছেন: লিখে যান

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০২

ডট কম ০০৯ বলেছেন: লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি নিলু। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১

ডি মুন বলেছেন: মেয়ে তুমি আজো নারী হতে পারো নি
নারী হলে বদলে যেতে,পূর্বের মত বলতে না,”ছেড়ে দাও”


----- মেয়ে তুমি নারী হও --- এবং তার সাথে উপরের লাইনগুলো কেমন যেন লাগলো। এখানে হয়ত নারী হওয়া বলতে পরিণত হওয়া/বাস্তবজ্ঞানসমৃদ্ধ অভিজ্ঞ হওয়ার কথা বোঝানো হয়েছে। কিংবা অন্যকিছু। তবুও 'মেয়ে তুমি নারী হও' এর সাথে 'ছেড়ে দাও' বলতে পারাটা বিরোধপূর্ণ - এমন মনে হয় না।

কবিতার বাকী সবটুকু ভালো লেগেছে বলেই এতো কথা বলা। যদিও এ ব্যাপারে আমি সচেতন যে, নিজের কবিতার ব্যাপারে কবিই অন্য সবার চেয়ে ভালো জানেন। তাই পাঠকের দৃষ্টিকোণ উপেক্ষা করা যেতে পারে।


কবিতায় +++
কবিকে শুভেচ্ছা।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

ডট কম ০০৯ বলেছেন: মেয়ে নারী হতে পারেনি বলেই শেষ অংশে এসে তার প্রতি ওই আহবান করা হয়েছে যে তুমি নারী হও। নারী হয়ে গেলে সে আর পুরোনো কিছু মনে রাখবে না এই আশায়। যতদিন না সে নারী হতে পারছে ততদিন সে মিথ্যে দাবী নিয়ে সামনে আসবেই। তার সেই "ছেড়ে দাও" দাবী নিয়ে। সেকারনেই এমটি বলা।

অনেক ধন্যবাদ ডি মুন ভাই। ভাল থাকুন।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৬

কলমের কালি শেষ বলেছেন: স্বাগত কবিতা ভালো লাগলো ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ। অনেক শুভকামনা আপনার জন্য।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ লিখেছেন কিন্তু মেয়েটিত ভাল কথাই বলসে---মদ ছেড়ে দাও,সিগারেট আর খেয়ো না
ছাড়লে কি এমন ক্ষতি!!মেয়েটি প্রেমিককে ছেড়ে গেলেও তার জন্য এখনও ভাবে-----

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

ডট কম ০০৯ বলেছেন: ছেড়ে যাওয়া প্রেমিকার ভাবনা কেবলি মিথ্যে দাবী বলে মনে হয়। সেই কারনেই এই কবিতা।

ধন্যবাদ নাসরিন চৌধুরী আপনার মন্তব্যের জন্য।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

তুষার কাব্য বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নতুন ভার্সনে পোষ্ট মোবারক!! :)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

ডট কম ০০৯ বলেছেন: মোবারকবাদ গ্রহণ করা হইল তুষার কাব্য।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা+

শুভকামনা :)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। আপনার জন্য সকল সময়ের শুভকামনা।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে আমার আল্লাহ, এযে দেখছি এত ভাল কবিতা লিখছে--- পড়তি পড়তি আরও পড়তি ইচ্ছে কইরেছে -----দেখ দেনি, এত প্রতিভা ---
মেয়েকে আর বদলাতি হবিনে--যেমনে আছে ঠিক তেমনি থাক দেনি --- ঐহানেই খাটি ভালবাসা আছে ভাইডি -------

শুভকামনা রাইখে গেলাম

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

ডট কম ০০৯ বলেছেন: আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ কমেন্টস গুলির মধ্যে এইটা একটা।

আপনার জন্যও সকল সময়ের শুভকামনা।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


দারুণ লিখেছেন।
++++

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক ভাল লাগলো

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ নুর ইসলাম রফিক ভাই।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ডট কম ০০৯ বলেছেন: সেলিম ভাইকে অনেকদিন পর দেখলাম। কেমন কাটছে প্রবাস জীবন।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো হইছে কবিতা।

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা রইল।
আমি সামুতে যখন শুধুই পাঠক ছিলাম তখন আপনার লেখা গুলো ছিলো অন্যরকম ভাল লাগার উৎস।
লেখার প্রেরণাও বটে।
ভালো থাকবেন।

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

ডট কম ০০৯ বলেছেন: কি বলেন!!

আমি কি আর তেমন করে লিখি?

:||

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

একজন আরমান বলেছেন:
ওইত্তেরি!

"ছেড়ে দেওয়া" কবিতায় ভালো লাগা ছেড়ে গেলাম মিতা :)

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মায়াবী রূপকথা বলেছেন: থিম ভালো, তবে খাপছাড়া লাগলো, অন্যগুলোও পড়ে দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.