নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ "লাইফ ইজ বিউটিফুল"

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৭









দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর অনেক সিনেমা তৈরী হয়েছে তার মাঝে দেখা হয়েছে খুব কমই তথাপি যতগুলি সিনেমা আমি আজ পর্যন্ত দেখেছি তার মধ্যে সবচাইতে সেরা হচ্ছে “লাইফ ইজ বিউটিফুল” সিনেমাটি। ২০ শে ডিসেম্বর ১৯৯৭ সালে ইতালিতে মুক্তি পাওয়া এই সিনেমাটি দেখার পর যে কেউ বলতে বাধ্য হবেন যে এটা একটা মাস্টারপিস মুভি।মুভিটির অরিজিনাল টাইটেল হল “লা ভিটা ই বেলা”।



গল্পের সারাংশ এমন,

গল্পের নায়ক গুইডু ও তার প্রেমিকা ডোরার প্রেম ও বিবাহ বন্ধন এর ঘটনা দিয়ে ঘটনার শুরু যাতে মিসে আছে হাস্যরসাত্নক ভাবনা।এর পরের অংশে গুইডু ও ডোরার একমাত্র ছেলে জোসুয়ার সাথে তার বাবার মিথ্যে সাজানো গল্পের এক নির্মম ঘটনা।খুব অল্পে বলতে গেলে এতটুকুই ঘটনা কিন্তু দেখার পর বোঝা যাবে জীবন কতটা নির্মম হতে পারে,যুদ্ধ কতটা আঘাত করে মানুষকে।দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি ইয়াহুদী পরিবারের উপর কেমন নির্যাতন করা হয়েছে তার খানিক বর্ননা। সুখ যেমন চিরকাল থাকে না তেমনি দুঃখও চিরকাল থাকে না এই সিনেমা দেখলে তা হাড়ে হাড়ে বোঝা যাবে।আমি সমগ্র পৃথিবীর সব বাবাদের এই সিনেমাটি দেখার জন্য অবশ্যই সাজেস্ট করব।



মুভিটির পরিচালক রবার্টো বেনিগিনি তার এই মুভিতে সকল দিক থেকে সফল একজন পরিচালক।পুরো মুভিতে অসাধারণ অভিনয়ের জন্য আমার নজর কেড়েছে গুইডো ও তার ছেলে জোসুয়া।পুরো মুভি দেখার পর আমার মনের ভেতরটা পুরোপুরি ওলট পালট হয়ে গিয়েছিল।আসলে মন ছুয়ে যাওয়ার এ এক দারুণ উপাখ্যান।



ও আরেকটা কথা প্রথম অর্ধেক মুভি দেখে অনেকেই মিস আন্ডারস্ট্যান্ড করে বসতে পারেন।তাই তাদের জন্য বলব একটু সবুর করেন শেষ পর্যত্ন দেখুন।



বেস্ট এক্টর,বেস্ট মিউজিক,বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে অস্কার পাওয়া এই মুভিটি তাহলে দেখেই ফেলুন।অস্কার ছাড়াও আরো অনেক পুরষ্কার কিন্তু পেয়েছে মুভিটি তার লিস্ট অনেক লম্বা,তাই দিতে পারলাম না।



ডাউনলোড করতে চাইলে গুগল করুন খুব সহজেই পেয়ে যাবেন। :P





তারপর ও সমস্যা হলে নিচে কমেন্টস বক্স আছে আর আছি আমি। সিনেমা এইটা দেখতেই হবে। তারপর বলতে হবে রিভিউ লেখা ঠিক আছে কিনা।আর রিভিউ লিখতে গিয়ে আইএমডিবি এর কাছে আমি ঋণী।



সবাই সুস্থ থাকুন ভাল থাকুন।





মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩১

মনিরা সুলতানা বলেছেন: আমার অনেক প্রিয় মুভি
অনেক বার দেখা :)

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা। মুভিটি যে কারো ভাল লাগবে অবশ্যই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: আপনার ব্লগে কি আমি এই প্রথম নাকি ??
হতে পারে....
অথচ দেখেন অনেকদিন থেকেই দুজন ব্লগে আছি
দেখি আপনার ব্লগ বাড়ি ঘুরে ফিরে।

শুভ কামনা আপনার জন্য :)

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪২

ডট কম ০০৯ বলেছেন: এমনটাই হয় খুব কাছাকাছি তবু পাশাপাশি নয়। হাহহাহাহ

ঘুরতে থাকুন মনের আনন্দে।

৩| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৬

হাসান মাহবুব বলেছেন: এই ছবি দেখে যার মন খারাপ হবে না সে নিষ্ঠুরতম পাষাণ।

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩

ডট কম ০০৯ বলেছেন: অতি সত্য কথা হামা ভাই।

৪| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৪

ডট কম ০০৯ বলেছেন: প্লাসের জন্য ধইন্ন্যা নাজমুল হাসান মজুমদার।

৫| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া, অনুগ্রহ করে ডাউনলোডের কোন পাইরেটেড লিংক দিবেন না। যদি কোন লিগ্যাল ডাউনলোড লিংক থাকে সেটা সংযুক্ত করে দিন।

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৫

ডট কম ০০৯ বলেছেন: এখন কি তবে লিঙ্ক রিমুভ করে দেব কাভা ভাই।

৬| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১:১৪

ডি মুন বলেছেন:
দেখেছি।
অসাধারণ একটা মুভি।

+++

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৬

ডট কম ০০৯ বলেছেন: আসলেই অসাধারণ মুভি ডি মুন ভাই। আর সেকি অনবদ্য অভিনয়।

৭| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১:১৫

জেন রসি বলেছেন: চমৎকার মুভি।

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৬

ডট কম ০০৯ বলেছেন: এ মাস্টারপিস মুভি।

৮| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

ভূতের কেচ্ছা বলেছেন: অনেকবার দেখা মুভি.....................অসাধারণ

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪৬

ডট কম ০০৯ বলেছেন: সবাই দেখি আগেই দেখে ফেলছে। আমি সবার পরে দেখলাম নাকি!! হাহহহাহাহ ধন্যবাদ ভূতের কেচ্ছা।

৯| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আমার দেখা অন্যতম সেরা মুভি। হার্ট টাচিং মুভি। হৃদয়ে একটা মোচর দিবেই। নায়কের অসাধারণ অভিনয় চোখে লেগে থাকবে দীর্ঘদিন ।

৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ডট কম ০০৯ বলেছেন: এ মাস্টার পিস মুভি। অবশ্য দেখার মত।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

সোলায়মান সুমন বলেছেন: সত্যি অসাধারণ। শেষ যখন গুইডুকে হত্যা করতে নিয়ে যায় তখনও সে তার সন্তানের সাথে খেলা জারি রেখেছে। যেন বাচ্চাটি এই বন্দী জীবনকে সহজভাবে নিতে পারে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

ডট কম ০০৯ বলেছেন: প্রত্যেক বাবার দেখা উচিত এই মুভিটা। এক কথায় অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.