নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

চিত্রনাট্যের পরিসমাপ্তি

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৮



তুমি রোদ চেয়েছিলে,হাতের মুঠোয় এনেছিলাম
সন্ধ্যায় মুঠো খুলতেই, জোনাক পোকা দেখতে পেলেম
তুমি স্বপ্ন এনেছিলে,আমায় অবাক করে দেবে বলে
দেখতে চাইতেই!!
সত্যি অবাক করে দিয়ে বললে,শর্ত ছাড়া স্বপ্ন মেলে না।

শর্তহীন কিছু চাই নারী
অর্থহীন কিছু চাও!!

নইলে
আমার জোনাক পোকার বিনিময়ে তোমার স্বপ্ন
অধরা শব্দেই সমাপ্তি টানবে,এই ছোট্ট চিত্রনাট্যের।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৮

এহসান সাবির বলেছেন:
আমার জোনাক পোকার বিনিময়ে তোমার স্বপ্ন
অধরা শব্দেই সমাপ্তি টানবে,এই ছোট্ট চিত্রনাট্যের।


সুন্দর কবিতা।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই। ভাল থাকবেন।

২| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যি অবাক করে দিয়ে বললে,শর্ত ছাড়া স্বপ্ন মেলে না।//

কঠিন একটা সত্য বল্লেন ভাই।
কবিতায় প্রথম প্লাস।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

ডট কম ০০৯ বলেছেন: কবিতা কঠিন সত্য মাঝে মাঝে বলে ফেলে। হাহহহা

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১১

শতদ্রু একটি নদী... বলেছেন:
কঠিন বাস্তব ভাই।

অনেক ভাল্লাগছে। ++

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ভাল লাগার জন্য অনেক গুলা ধইন্ন্যা। ভাল থাকুন।

৪| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১২

বৃতি বলেছেন: শর্তহীন কিছু চাই নারী
অর্থহীন কিছু চাও!!



ভালো লাগলো :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ বৃতি ভাল থাকবেন।

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৫

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

৬| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সত্যি অবাক করে দিয়ে বললে,শর্ত ছাড়া স্বপ্ন মেলে না।

দারুণ লিখেছেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ভাই। সালাম জানবেন।

৭| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৮| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:০২

সুমন কর বলেছেন: আমার জোনাক পোকার বিনিময়ে তোমার স্বপ্ন
অধরা শব্দেই সমাপ্তি টানবে,এই ছোট্ট চিত্রনাট্যের।


সুন্দর হয়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। কেমন আছেন?

৯| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সালাম জানবেন।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর ++++

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২

ডট কম ০০৯ বলেছেন: নুর চৌধুরি আপনাকে অনেক ধন্যবাদ। ;)

১১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪০

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

ডট কম ০০৯ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা এহসান সাবির ভাই। ভাল থাকুন।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

ডট কম ০০৯ বলেছেন: শুভ নববর্ষ সুমন ভাই।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১২

মায়াবী রূপকথা বলেছেন: অনেক ভালোলাগা কবিতায় আরমান ভাই।

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মায়াবী রুপকথা। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.