নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ঘুড্ডির পাইলটের টয়লেটনামা !!!

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

কেমুন আছেন সবাই ? অনেক দিন গিয়া বরিশালে থাকলাম । :D



অইনের নেট, দুনিয়ার সবজায়গার নেটের চাইতে ছুপার স্লো । যখনই কুনু পেইজ ব্রাউজ করতে যাই আমার মডেমডায় কান্না কাটি করে , বলে " ঘুড্ডি ভাই আমারে মাফ করেন :(( , আফনে দেশের বাড়িত আইছেন, খেজুর রস খান , শীতের পিডা খান , অখন নেটফেট চালান বাদ দেন আর আমারেও একটু শান্তি দেন । " তারপরও সবার লগে কানেকটেড থাকনের জইন্য মাঠের মইদ্যে বইসা নেট চালাইতাম , ব্লগে কাওরে ঠিক মতো কমেন্ট দিতারি নাই , দুইটা পোষ্ট দিছিলাম কুনুমতে । :(



বরিশালে গিয়া খাওয়া বাইরা গেছিলো , যার কারনে যখন তখন " ন্যাচারাল এছ. এম. এছ " (প্রকৃতির ডাক) চলে আসে । একদিন রাইতে শীতের মইদ্যে মাডে বইসা নেট চালাইতাছিলাম , হঠাৎ অনাকাংকিত ন্যাচারাল এচ. এম. এছ চলে আসলো , আশে পাশে টয়লেটও নাই , একবার ভাবলাম রাইতের অন্ধকারে "এছ এম এছ " টা পইড়া দেখি , পরে চিন্তা বাদ দিলাম কারন গিরামের লুক জুন খুবই অসভ্য, মানুষের পিরাইভেসি বুঝে না সন্ধ্যা হইলেই প্রত্যেকে একটা কইরা টর্চ নিয়া ঘুরে আর চিপায় চাপায় লাইট মারে , কেউ দেইখা ফালাইলে ইজ্জতের আনকমন প্রশ্নপত্র তৈয়ার হয়া যাইবো । ( প্রশ্নের উপ্রে লেখা থাকবো ইজ্জতের প্রশ্ন পুর্নমান ১০০ )



আমার বাড়ির সামনের মাডের পাশে আবার কয়টা দুকান আছে ! অইখানে একখানা পাব্লিক টয়লেটও আছে বহু পুরাতন ( সেই ভাস্কো-দাগামার আমলের ) B-) এদিকে আমার পেটের মইদ্যে "এছ এম এছ" এর রিংটোন বাইজাই যাইতাছে, যে কোন ভাবে "এছ এম এছটা " খালাস করতে হইবো , ছুইটা গেলাম সেই টয়লেটে । গিয়া দেখি সেখানে বহু পুরানা দিনের এন্টিক টাইপের তালা ঝুলতাছে , ( মনে হয় এইটাও ভাস্কো-দাগামা ভুলে ফালায়া রাইখা গেছিলো পরে কেউ টোকায়া পাইয়া টয়লেটে মাইরা থুইছে )



চাবি এর প্রয়োজনে এক দুকান্দাররে ডাক দিলাম সে দেখি দুই হাতে কালি কুলি ভরাইয়া কিসব রংয়ের কাম কর্তাছে ! কইলো মিয়া ভাই আমার পকেটে আছে লয়া লন ! আমি অর পকেটে হাত ঢুকাইয়া টাস্কিত হইলাম ! হারাম জাদার পকেট ছিড়া ! B:-) কইলাম কিরে ? পকেট তো ছিড়া ! আরে মিয়া ভাই পাশের পকেডে হাত ঢুকান চাবি পাশের পকেডে । পাশের পকেট থিকা চাবি হস্তগত করনের পরে কইলাম সাবান দে , টয়লেটে যাওনের আগেই সাবান দিয়া হাত ধুয়া শুরু করলাম ! হারাম জাদায় পরছে ছিড়া পকেট অলা প্যান্ট তার উপ্রে খালি প্যান্টঐ পরছে আর কিছু পরে নাই !



এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মইদ্যে আমি আপ্নাদের সুন্দর সুন্দর পোষ্ট সমুহে বিচরন করতে পারি নাই বলে মোনটা খারাপ :( । সেইসময় ফেসবুকে কোন মতে ঢুকতারছি , আশা করি এখন হইতে ব্লগে আবার নিয়মিত হবো আর আপ্নাদের পোষ্ট সমুহ পাঠকরিয়া, শুইয়া বইসা কমেন্টাবো :)



শেষ করার আগে আরেকখান ঘটুনা বলি সেটাও টয়লেট সম্পর্কিত ! ( সবই টয়লেট গল্প ! আমার হইলোটা কি ! ) দেশ যখন শাহাবাগ আন্দলনে উত্তাল আর তার হাওয়া যখন সারা দেশে প্রবাহিত হইতাছে , তখন আমার গিরামেও তার কিছুটা দমকা হাওয়া প্রবাহিত হইছে ! আবার কতিপয় খারাপ লুক গিরামের শান্তি শৃংখলা নষ্ট করতে হিন্দুদের বাড়ি ঘর আক্রমন করতে পারে বলে থানা থেকে গ্রাম বাসির সমন্বয়ে টহল কর্মসুচীর আয়োজন করেছে ।

একদিন রাইতে আমিও গেলাম সেই টহল কর্মসুচীতে অংশ নিতে ! অইদিন দুপুরে আবার একটা বিয়ার দাওয়াত খাইয়া আমার পেটের অবস্তা কাহিল , আসলে হইছে কি , ঢাকায় সবসময় ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে হঠাৎ অফরমালিন খাদ্র আমার পেটে ঢুকার সাথে সাথে বেদ্দপ পাকস্থলীডা এমন আচরন শুরু করলো যেমন আমিরিকায় কেউ বীনা পাসপোর্ট ভিসায় ধরা খাইলে হেই দেশের পুলিশে করে ! :(



টহল কার্জক্রম চলতাছে এমন সময় হঠাৎ পেটের ভিতরে গুর গুর আওয়াজ হইতে শুরু করলো , মনে হইলো পেটের মইদ্যে অফরমালিন খাদ্র দ্রব্য সমুহকে অবৈধ অধিবাসির ন্যায় যে কোন মুহুর্তে ঘেডি ধইরা বাইর কইরা দিতে আমার পাকস্থলী সোচ্চার ! অবস্তা বেগতিক দেইখা আমি একখানা গ্রাম্য টয়লেটে প্রবেশ করিলাম !



গ্রামের টয়লেট গুলা খুব ভয়াবহ হয় ! বাসস্থান থেকে কিছু দুরে জংগলের পাশে একটা গর্ত থাকে চারপাশ কলাগাছের শুকনা পাতা দিয়া প্রাইভেসি মেইনটেইন করা হয় । রাতের অন্ধকারে কুপি বাতি নিয়া ওখানে যেতে হয় । আর গর্তের মাঝখানে দুইটা বাশ ঠিক সাকোর মতো কইরা বসানো হয় !

বাশ দুইটার এক্সপেরি ডেট শেষ হইছে বোঝা যায় তখন , যখন কেউ অই গর্তে পইরা যায় !

তাছারা অনেকে ভালো এথলেট না হওয়াতেও পইরা যায় ! প্রায়ই গ্রামের মইদ্যে হইচই শোনা যায় , অমুকে টয়লেটে পইরা গেছে ! তারে আবার উঠানের পদ্দতিডাও ভালো, রশি দিয়া টাইনা উঠানো হয় , ( হাত দিয়া ধরার উপায় থাকে না )

আমি ভালো এথলেট তার পরেও সমস্যা হইলো ! না পইরা যাই নাই !!! ওখানে কুপি বাত্তি লইয়া ঢুকছিলাম ! কুপি বাত্তির আগুন গিয়া লাগছে শুকনা কলা পাতার মইদ্যে :( , দাউ দাউ কইরা আগুন জলতাছে ! সাথের বদনায় যথেস্ট পানি ছিলো আগুন নেভাবার জইন্য ! কিন্তু সেই পানি তো অন্য কাজের জইন্য সংরক্ষিত ! এদিকে কলাপাতার প্রাইভেসি, আগুনে পুইরা যাইতাছে ! আর প্রাইভেট প্লেসটা আনপ্রাইভেট হয়া যাইতাছে ! এখন কি করি ! আর আমার সাথের লোকেরা আগুন দেইখা আমারে সেইপ করতে ছুইটা আসতাছে ! এই অবস্তায় অরা আমারে দেখুক এটা আমি চাই না ! বিশাল সাসপেন্স ! হলিউড মুভি ফেইল ! অগত্যা সাথে থাকা পানি দিয়া আগুন না নিভাইয়া যথোপযুক্ত কাজে ব্যাবহার করিয়া মধ্যপথে কর্মসুচী বিরতী দিয়া দ্রুত টয়লেট হইতে বাহির হইলাম :( আর একখানা গ্রাম্য টয়লেট এর ধংস হয়ে যাওয়া তাকিয়ে তাকিয়ে দেখলাম ! :(



রাতের টহল দল হতে অইদিন রাতের মতো বিরতি নিয়ে বাসায় আসলাম :(

মন্তব্য ১৬৬ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (১৬৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

মাক্স বলেছেন: পুত্তুম প্লাস!

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধইন্যবাদ মেকসো ভাই , নতুন ব্লগারেোর কিলাসের পোষ্টা হারায়া ফালাইছি ।

২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

একজন আরমান বলেছেন:
হাহালুগিখুগে।
হালার আমরা এতো উন্নত জায়গার লোক, হালার হ্যার পরেও আমগো পদ্মা সেতুডা করে না। হালার এই সেতু থাকলে আমগো আইজকা আর এই নেটের সমস্যা হইত না। /:) /:) /:)

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: নেট কি সেতুর উপ্রে দিয়া পার অইতো ?

৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: মেয়েরা এতো হাসে না !

৪| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ব্লগটাও দেখি একটু ফ্ল্যাশ করতে হইবো :P :P :P

পিলাচ ++++++++++++++++++++

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: ডারবি খাইলে বার বার ফেলাশ করতে হয় ।

৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

মাক্স বলেছেন: আপনের বরিশালে গিয়া টয়লেট কাহিনী ছাড়া কিচ্ছু আন্তার্লেন্না আফসুস:(:(

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: সুমায় পাইনা :(

৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ২য় প্লাস ++

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: প্সাসের জইন্য ধইন্যবাদ ।

৭| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

বিডি আমিনুর বলেছেন: আপনার টয়লেট নামা পড়ে বেফুক মজা লইলাম =p~ =p~ =p~

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: মজা পাইলে কয়টা টেকা দিয়া যান ।

৮| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

মাতবার বলেছেন: ও মনু কি ল্যাখছো #:-S

নাকটারে তো প্রায় টিস্যু চাইপ্পা মাইরাই হালাইছেলাম ;)

(তোমাগে বাড়ি বরিশালের কোন হানে?)

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: বরগুনা

৯| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :-P :-P B-))

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: B-))

১০| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

চৌকশ বলেছেন: B-)) B-)) B-)) পুরাই গৈর খাইয়া হসপার লাগতাছি । আপনে পরলে আরো বেদুম মজা পাইতামরে বাউউউ ।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: B-)

আবার জিগায়

১১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: এদিকে কলাপাতার প্রাইভেসি, আগুনে পুইরা যাইতাছে ! আর প্রাইভেট প্লেসটা আনপ্রাইভেট হয়া যাইতাছে ! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: =p~ =p~

১২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: ব্যাফুক মজা পাইলুম। :P

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: মজা কি এখনও আছে ?

১৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মামুলি আদমি বলেছেন:

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: মামুলি আদমি লরে আর হাসে

১৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

পেন্সিল চোর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার একটা পেনচিল পাইনা ! B:-)

১৫| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আল ইফরান বলেছেন: ব্যাপক মজা পাইলাম :P B-)) =p~

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: মজায় মজায় দিনপার

১৬| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নানাভাই বলেছেন: ও নাতি, বরিশালে গিয়া খালি আঘার গপ্পই শুনাইল্যা; আর কিছু করো নাই???
অন্য গপ্প গুলাও একটু কও! :P

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: কমু তো ! আগে আগারডা হোনেন । পরে খাওনেরডা হুনবাইন ।

১৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মাক্স বলেছেন: কেমনে কি? সবইতো আছে হারাইলো কেমনে?

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: অকন পাইলম ।

১৮| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা হা ....... শেষ বিকেলের বিনোদন ...... ;) :P ;)

ধন্যবাদ.....

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: ধইন্যবাদ ।

১৯| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

Kawsar Siddiqui বলেছেন: :( :( :( :((

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: কি হলু ? খরগোশ গুলান ভালা আছে ?

২০| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শিপু ভাই বলেছেন:
পুরা ইজ্জত নিয়া টান দিছে দেখি!!!

যাক মানির মান আল্লাহই রাখছে।

আরেকটু হইলেই গেছিল :P

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: সইত্য কয়ছেন মানির মান আল্লাহ রাখছে ।

২১| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

বনলতা মুনিয়া বলেছেন: ভাই কলাপাতা টয়লেট বানাইতে কি কি লাগে....???

:-B :-B :-B

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: বাঁশ আর শুকনা কলা পাতা । সবচাইতে বেশি প্রয়োজন মনোবল সাহস , যেটা অই টয়লেট ব্যাবহারে কাজে লাগে ।

২২| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মাতবার বলেছেন: B-) :D :) বরগুনা B-) :D :)

কোন থানা?

আমার বাড়ী আমতলী।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: বামনা থানা ।

২৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বদমায়েশ বলেছেন: ভাই পোস্টের শুরুতে লিখে দিতেন নিজ দায়িত্বে টিস্যু নিয়ে প্রবেশ করুন;) ;) ;)

কলা পাতা থেরাপি পড়ে হাসতে হাসতে শেষ =p~ =p~ =p~


ও পোস্টের গোড়া প্লাসায়িত।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: নিজ দায়ীত্বে টিশু লইয়া পরবেশ করেন ।

২৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

গেমার বয় বলেছেন: ওয়াট দা পাক !!! :D :D :D :D

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ইয়েচ ইট ইজ ।

২৫| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

জাকারিয়া মুবিন বলেছেন: বিয়াফুক মজা পাইলাম। :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কলাপাতার টয়লেট ।

২৬| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

এ্যাপোলো৯০ বলেছেন: খালি টয়লেট আর টয়লেট B:-) B:-) B:-)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: শিরুনামে লিকা আছে টয়লৈট নামা।

২৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নিরপেক্ষ মানুষ বলেছেন: B-) B-) পিলাচ

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ধইন্যবাদ পিলাচের জইন্য ।

২৮| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

স্বপনবাজ বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ব্লগটাও দেখি একটু ফ্ল্যাশ করতে হইবো :P :P :P

পিলাচ ++++++++++++++++++++

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: হ্যা কইছে হেইডা আমি দেকছি ।

২৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২

আমিভূত বলেছেন: হাহাহাহা :D :D

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: মুখ বন্দ করে হাসতে হবে এখানে টয়লেট আছে ।

৩০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একটা গাছ কাটলে দুইটা গাছ লাগাইতে হয়। একটা টয়লেট ধ্বংস কইরা ব্যাপক মানুষের ক্ষতি কইরা আইছেন। হেরা এখন কি করবো?

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: পরের দিন অদের একটা টয়লেট বানাইয়া দিয়া আসচি ।

৩১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

মনুমনু বলেছেন: বাশ দুইটার এক্সপেরি ডেট শেষ হইছে বোঝা যায় তখন , যখন কেউ অই গর্তে পইরা যায় !

hashtei asi hashtei asi.

Its been long time i lought that loud and got chest pain not belly pain.

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বুকে বেতা কেনু হলু ? মুনে কুনু দুক্কু আচে নাকি ?

৩২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

প্রকৌশলী আতিক বলেছেন: ভাললাগা দিয়া গেলাম, পরে মন্তব্য করব।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: অকে পরে আসবেন কিন্তু ।

৩৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০

বোকামন বলেছেন: হা হাহ হা হা ......
হলিউড মুভি ফেইল !
পোস্টে কৃতজ্ঞতা ......
(আজকাল হাসির উপলক্ষ পাচ্ছি না ....)

ভালো আছেনতো ....

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালু আছি , চায়ছেলাম অইন্যটাইপ পোষ্ট দিতে , সবাই কইলো আমগোরে মাইলান , নাইলে ফান পোষ্ট দেন । হের লাইগা ফান পোষ্ট দিলাম ।

৩৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

শান্তা273 বলেছেন: হাসতে হাসতে শেষ আমি! =p~ =p~ =p~

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: শেষ হইলে তো হইবো না । পোষ্টের বাকি অংশ কয়দিন পর দিমু ।


শান্তা খায় পান্তা

৩৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পুস্ট পইড়া আমারও এছএমএছ আইস্যা পড়ছে!!! =p~ =p~ =p~

তয় দ্বিতীয় ঘটুনাটা পেইচবুকে আংশিক আগেই দেখিয়াছিলাম বলে মনে লয়।

গোয়েন্দা মারফত এইমাত্র খবুর পাইলাম, আফনে নাকি ঐ দিন এথলেট গিরি দেখাইতে গিয়া হাহানিপগে। :P :P :P

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: হ ঘটুনা সইত্য ! ফেবুতে ইসটাটাস দিচিলাম । কিন্তু আগুনের ঘটুনাই সইত্য ছিলো ।

৩৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭

সাাজ্জাাদ বলেছেন: হাঁ হাঁ। অনেক মজার। এখন থেকে বাথরুমে গেলে এসএমএস এর কথা মনে পরবে।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: এচ এম এছ হইবো ।

৩৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ছি ছি গন্ধ !!!!!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: নাক কি অখনও বন্ধ কইরা রাখছেন ?

৩৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

রেজোওয়ানা বলেছেন: ধুর মিঞা, শিরোনাম আর কিছু খুইজা পাইলেন না /:)

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লগার গন ধুর মিঞা এভাবে লেখে না !

লেক্তে হইবো । ” ধুর্মিয়া “ এইভাবে B-)) B-))



টয়লেট পোষ্টে স্বাগতম ।

৩৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১

মামুন রশিদ বলেছেন: মিঞা ভাই, শেষের দৃশ্যটা ক্যামরা করতে পারলে পুরা হলিউড-বলিউড ফেল্টুস মাইরা আপ্নের পিছে লাইন দিতো :P :P

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিক কয়ছেন :)

৪০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
হয় হয়।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ”:া “ (আকার) কম হইছে মুনয় ।

৪১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

খায়ালামু বলেছেন: হাসাইলেন মিয়াবাই.।। আনন্দ পাইলাম :) ++++++
মানুষের পিরাইভেসি বুঝে না সন্ধ্যা হইলেই প্রত্যেকে একটা কইরা টর্চ নিয়া ঘুরে আর চিপায় চাপায় লাইট মারে গ্রামে এইটা আমিও খেয়াল করছি B-)) B-))

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: দেখছেন ঘটুনা মিছা না ।

৪২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

মেহেদী হাসান মানিক বলেছেন: হাজিরা দিয়া গেলুম

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: পারছেন্টিজ দিলাম ।

৪৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩

রাইসুল নয়ন বলেছেন: টয়লেটেইত্তা আইয়া অনুভূতি জানামুনে,
হাপনের ইস্টুরি পইড়া আমার এচ এম এচ আইচে,
গেলাম :) :) :)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেকেরই আইচে ।

৪৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: এতো হাসেন কেন মিয়া ভাই ?

৪৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

নিয়েল ( হিমু ) বলেছেন: কলাপাতায় প্রাইভেসি মেইন্টেইন হা.হা.শে. .

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: হা হা প গে কথা ছিলো !

৪৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

মিজভী বাপ্পা বলেছেন: হা হা হা সেইরক্কম এক্সচপেরিয়েন্চ =p~ =p~ =p~ :P :P :P B-)) B-)) +++++++++++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: বিশাল ছাচপেন্চ ।

৪৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


পিলাস

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: পিলাচের লাইগা ধইন্যবাদ লন আল মামুন ভাই :)

৪৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩

আশিক মাসুম বলেছেন: :P :P =p~ :-B B-) ;)
++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: =p~ =p~ =p~

৪৯| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩

আবিদ ফয়সাল বলেছেন: বাশ দুইটার এক্সপেরি ডেট শেষ হইছে বোঝা যায় তখন , যখন কেউ অই গর্তে পইরা যায় !

=p~ =p~ =p~

চ্রমভাবে বিনুদিত হইলাম

+++

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: বিনুদুন পাইছেন শুইনা খুশি হইলাম ।

৫০| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

বৈরাম খাঁ বলেছেন: ছোড বালার কতা মনে করাই দিছেন ভাইজান।পুরা গেরামের মইধ্যে আমাদের টয়লেট প্রথম পাকা আছিল। হেইডা অনেক পুরান হওয়ার কারনে ভাইগ্ঙা গেছিল।তাই বাধ্য হয়ে বাশের টয়লেট যাইতে হইত।তয় হেই টয়লেটের দরজা আছিল ছালার

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: এইটায় ছালাও আছিলো না ! পুরাডা কলাপাতার প্রাইভেসি ।

৫১| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮

বৈরাম খাঁ বলেছেন: ছোড বালার কতা মনে করাই দিছেন ভাইজান।পুরা গেরামের মইধ্যে আমাদের টয়লেট প্রথম পাকা আছিল। হেইডা অনেক পুরান হওয়ার কারনে ভাইগ্ঙা গেছিল।তাই বাধ্য হয়ে বাশের টয়লেট যাইতে হইত।তয় হেই টয়লেটের দরজা আছিল ছালার

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ওহ একবার তো কথা হইলো !

৫২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

বৈরাম খাঁ বলেছেন: ছোড বালার কতা মনে করাই দিছেন ভাইজান।পুরা গেরামের মইধ্যে আমাদের টয়লেট প্রথম পাকা আছিল। হেইডা অনেক পুরান হওয়ার কারনে ভাইগ্ঙা গেছিল।তাই বাধ্য হয়ে বাশের টয়লেট যাইতে হইত।তয় হেই টয়লেটের দরজা আছিল ছালার

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: B:-)

৫৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-)) B-))

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: সন্নার দেখি হাসি আর থামে না ! :-B

৫৪| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৩

দুঃখ বিলাসি বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: যাউক দু:খ বিলাসির হাসি মুখ দেখা গেলু ।

৫৫| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

লিঙ্কনহুসাইন বলেছেন: B-) B-) B-) ব্যাপক বিনুদুন

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আবার জিগায় বিনুদুনের অবব নাই !

৫৬| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

শান্তা273 বলেছেন:
শান্তা খায় পান্তা
ঘুড্ডির পাইলট খায় গরম
ঘুড্ডির পাইলটের নাই শরম! :P :P :P

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: শড়ম হইলো মাইয়া মানুষের গয়না
ব্যাডা মানুষরে শড়মের কতা কয়না ;)

৫৭| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

s r jony বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: মুখে হাত দিয়া হাসেন মিয়া !‍

৫৮| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

লিন্‌কিন পার্ক বলেছেন:
লুল =p~ =p~ =p~


২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: লুল রে লুল !

৫৯| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

বাংলার হাসান বলেছেন: ব্যাপক বিনুদুন

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: হিম বিনুদুনে ভরপুর ।

৬০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

অনীনদিতা বলেছেন: কোন কথা হবেনা;)
++++++++++++++++++++++++++

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: শুধু পেলাচ হবে ? শুধু পেলাচে কি হবে ?

৬১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

বৈরাম খাঁ বলেছেন: মোবাইল এর জাল ডিসটার্ব আছিল।দুই খান মুইছ্ছা দিয়েন।





আর্জেন্টিনা লগে ভেনেজুয়েলার গোল খাওয়া দেইক্কা মনে হয় মোবাইল জাল এর মাথা ঠিক আছিল না :-B

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: আরেকখান পুষ্ট লেখতাছি লেখা শেষ হইলে মুইছা দিমুনে !

৬২| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শের শায়রী বলেছেন: অসাধারন হিউমার :)
সব সময়ের মত ভাললাগা।
আনন্দ। আনন্দ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ , এখন আর লেখার এনার্জি পাইনা ! তাই কম কম পোষ্ট দেই ।

৬৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

প্রকৌশলী আতিক বলেছেন: আমি তখন উত্তরখানে থাকি। একদিন উত্তরা সেক্টর থেকে খেয়ে দেয়ে বের হইলাম। খাওয়ার সময়ই মনে হইছে খাবার টা ঠান্ডা ঠান্ডা। আজমপুর থেকে রিকশা নিলাম।

দুই মিনিট পরেই এমন মোচড়া মোচড়ি শুরু হইল,........ রিকশা ওয়ালা মামুরে কইলাম, মামু বাচাও, আর পারিনা, আশে পাশে কোথাও থামাও। আসলে এমন একটা জায়গা, কোথাও কাম সারনের উপায় নাই। রিকশা ওয়ালা ও টান। পুরা ১৫-২০ মিনিট পরে একটা গ্যারেজে নিয়া গেল।

হাতে একটা মগ নিয়া দিলাম দৌড়। যাইয়া দেখি কারেন্ট নাই। ভাগ্যিস নকিয়া ছিল। দরজার ছিটাকানি নাই। মানে বস্তির পরিবেশ। কামডা সারনের পরে কি যে ভাল লাগল। রিকসা ওয়ালারে বাহির হইয়া ৩০ টাকা ধরাই দিলাম, নেয়না। কয় আমার পোলারে একটা চাকরি দিয়েন আপনেগো ফ্যাক্টরিতে।

কইলাম আইচ্ছা।

আপনের কাহিনী পইরা মনে পড়ল সেই দিনের কথা।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: যাউক ইজ্জত রক্ষা হইছে এইটাই বড় কথা । :D

৬৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ২৭ তম +++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: ধইন্যবাদ সেলিম ভাই :)

৬৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই পুস্ট মিছ করছি ক্যাম্নে ও ভাইজান! :((

সক্কালে মন খ্রাপ ছিল আপনের এই পুস্ট পৈড়া পেড ভইড়া হাছলাম। ধইন্য লন। :D B-) B-)

পেলাস দিছি কিন্তুক আটাশ নংটা। ;) :P

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লগ ব্যাবহার করনের উপ্রে একটা ট্রেনিং পোষ্ট দিমু সামনে । অইখানে কিলাস করবি তাইলে আর মিছ হইবো না !


পিলাচের লইগা ধইণ্যা

৬৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

নীল-দর্পণ বলেছেন: একখানা পাব্লিক টয়লেটও আছে বহু পুরাতন ( সেই ভাস্কো-দাগামার আমলের ) হাসতে হাসতে শেষ আমি =p~ =p~

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন: কেনু ? হাসলেন কেনও ? ভাস্কোদাগামা কি টয়লেট যাইতো না ?

৬৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই মুক বন্ধ কইরা হাসেন চারিদিকে টয়লেট !

৬৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

মাহমুদা সোনিয়া বলেছেন: হা হা হা হা। ফানি :D :D :D

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: মুক বন্ধ করে হাসেন আফা এইটা টয়লেটিয় পোষ্ট !

৬৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: নাকেও রুমাল রাখতে হবে গন্ধ পাওয়া যাচ্ছে একটু এয়ার ফ্রেশনার মারলে ভালো হতো।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: এয়ার ফ্রেশনার না পাইলে রুমালেই কাজ হইবো ।

৭০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' বাশ দুইটার এক্সপেরি ডেট শেষ হইছে বোঝা যায় তখন , যখন কেউ অই গর্তে পইরা যায় ! ''
এক্কেরে হাসির বোম ফাটাইয়া দিছেন বস !
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪

মনুমনু বলেছেন: গিয়াসলিটন বলেছেন: '' বাশ দুইটার এক্সপেরি ডেট শেষ হইছে বোঝা যায় তখন , যখন কেউ অই গর্তে পইরা যায় ! ''
এক্কেরে হাসির বোম ফাটাইয়া দিছেন বস !

ভাইরে এব হাইসতেআসি

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: হাসতে হাসতে চেয়ার থিকা পইরা যায়েন না ! ;)

৭২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

সুখ নাইরে পাগল বলেছেন: মনে হইলো পেটের মইদ্যে অফরমালিন খাদ্র দ্রব্য সমুহকে অবৈধ অধিবাসির ন্যায় যে কোন মুহুর্তে ঘেডি ধইরা বাইর কইরা দিতে আমার পাকস্থলী সোচ্চার !
B-) B-) =p~ =p~
মজা পাইলাম

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: B-) B-)

সুখ কি ফিরা আইচে ?

৭৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

আমি তুমি আমরা বলেছেন: মজা পাইলাম পড়ে

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: কিছু অংশ বাদ পরে গেছে । সামনে হয়তো অন্য পোষ্টে এড করে দিবো । :)

৭৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক মজা লাগলো পড়ে.... =p~ =p~ =p~ =p~

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: মজার কিছু নাই এটা অনেক সাসপেন্ন্স ।

৭৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ওখানে কুপি বাত্তি লইয়া ঢুকছিলাম ! কুপি বাত্তির আগুন গিয়া লাগছে শুকনা কলা পাতার মইদ্যে , দাউ দাউ কইরা আগুন জলতাছে ! সাথের বদনায় যথেস্ট পানি ছিলো আগুন নেভাবার জইন্য ! কিন্তু সেই পানি তো অন্য কাজের জইন্য সংরক্ষিত ! এদিকে কলাপাতার প্রাইভেসি, আগুনে পুইরা যাইতাছে ! আর প্রাইভেট প্লেসটা আনপ্রাইভেট হয়া যাইতাছে ! এখন কি করি ! হলিউড মুভি ফেইল !


এই কয়খানা লাইন পড়তে গিয়ে হাসতে হাসতে চেয়ার থাইকা পইড়া গেলাম। আপনি মিয়া কঠিন চিজ ! হাহা ! কঠিন অ্যাডভেঞ্চার ! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ B-)

অনেক কষ্ট করছেন ;) বরিশালে গেছিলেন কি করতে? দেশের বাড়ি নাকি?

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: হিম দেশের বাড়িত ।

৭৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

ফালতু বালক বলেছেন: অগত্যা সাথে থাকা পানি দিয়া আগুন না নিভাইয়া যথোপযুক্ত কাজে ব্যাবহার করিয়া মধ্যপথে কর্মসুচী বিরতী দিয়া দ্রুত টয়লেট হইতে বাহির হইলাম আর একখানা গ্রাম্য টয়লেট এর ধংস হয়ে যাওয়া তাকিয়ে তাকিয়ে দেখলাম !

B-) B-) B-) B-)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: কি বা করার আছে :(

৭৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাযেস..এইটা টয়লেটে প্রবেশের দোআ

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: আন্তরিক দুখিত ভাই :(


আমি অইসময় এটা পড়ি নাই !

৭৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৩

হাতীর ডিম বলেছেন: হে হে হে হে =p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: :-B

৭৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

আমি বন্য বলেছেন: রাফাত ভাই, এতদিন আচিলে অস্থায়ী টুলেট একখান বানাই ললেই পারতেন, তাইলে আর আপ্লোড এর চিন্তা করতে হত না আর ডাউনলোড অ ঠিক্মত হত।। কোন প্রব হইত না :|

তয় টুলেট থাকলে আমরা এই মজা পাইতাম না। বাঙ্গালী তো অন্যের ঠাইকা মজা লিতে অনেক ভালো বাসি ।। ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালা কয়েছেন =p~ =p~ =p~

৮০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

আরিফ খান নয়ন বলেছেন: +

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাই ।

৮১| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

মনুমনু বলেছেন: আরো একবার হাসলাম। কি করা, বিষাদ মনে আর কতক্ষন থাকা যায়।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: যেহেতু আফনে হাসছেন
তার মানে এক মগ কফি পাওয়া হয়ে রইলাম :)

৮২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

মনুমনু বলেছেন: ওকে পাইলট ভাই, গরম কফি আপনার জন্যই...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: কফি খামু কবে ?

৮৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

মনুমনু বলেছেন: এফবিতে শেয়ার মারছি। খিকজ্ব

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালা কাম কইচ্চেন B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.