নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ঘুড্ডির পাইলট এর শিক্ষক বিরম্বনা !!!

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

ঘটনা অথবা দুর্ঘটনা নং ১

তখন আমি অনার্স এ (সম্মান) পড়ি , মেসে থাকতাম তাই আমার উপ্রে সার্বক্ষনিক নজরদারি করনের জইন্য আমার আব্বাজান নোকিয়া কোম্পানির সাহায্য লইলেন, তিনি আমাকে একখানা নোকিয়া মোবাইল কিনা দিলেন ।

এই মোবাইলটার একটা বিশেষত্ব (বিশেষত্ব বানান ঠিকাছে তো ? ) ছিলো এইটাতে সেভ করা নামের নম্বর থিকা ফুন আসলে নাম উচ্চারন করতো ! মানে যে নামে সেভ করা হইছে সেই নাম উচ্চারন হইতো রিং টোনের সাথে সাথে । আর নামখান উচ্চারনের সময় রিং টোনের সাউন্ট কইমা যাইতো আর চিল্লায়া চিল্লায়া কলারের নাম বলতো ! তবে বাংলা নাম সমুহ ইংরেজি এলফাবেটে লেখার কারনে উচ্চারনটা পারফেক্ট হইতো না !



আমার ডিপার্টমেন্ট এর চেয়ারম্যানের নাম ছিলো “ নজরুল শাজাহান “ সে থাকতো ও খিলগাও শাজাহানপুরে ! তাই তার নাম সেভ করছি নজরুল শাজাহান পুর লেইখা , একদিন কলেজে ক্লাসের মইদ্যে চেয়ারম্যান স্যার তার নিজের মোবাইল নম্বর ছাত্র ছাত্রিদের মইদ্যে বিতরন করতাছিলেন , আমিও তারে কইলাম স্যার আপ্নের নম্বর আগেই সেভ করা আছে , স্যার কইলেন কোই দেখি বইলা আমার নম্বরে দিলেন ফোন অমনি আমার বজ্জাত নোকিয়া মোবাইলটা চিল্লানি শুরু করলো “ নজরুল শাজাহান চুর “ “ নজরুল শাজাহান চুর “ , মারাত্বক রাগি স্যারের রক্ত চক্কু হইতে বাচতে এক দৌড়ে ক্লাসের বাইরে চইলা গেলাম !



ঘটনা অথবা দুর্ঘটনা নং ২

তখন আমি ইসকুলে পড়ি , আমার একটা খুব সুন্দর টিপ কলম ছিলো , লেখার জইন্য এই কলমের মাথায় টিফি দিয়া কলম এর শিষ বের করতে হয় , লেখা শেষ হয়া গেলে পুনরায় টিফি দিয়া শিষ ভেতরে ঢুকাইতে হয় , কিন্তু এই কলমটার একটা বিশেষ দিক ছিলো ! কলমের মাথায় টিফি দিলে কারেন্ট শক লাগতো , সমস্ত শইল নইরা চাইরা উটতো ! (এই ধরনের কলম বর্তমানে গিফ্ট শপে পাওন যায় )



একদিন ক্লাস কর্তাছি হঠাত আমার পেডে চিপ মার্লো , বুজলাম পেডে এই মুহুর্তে যা আছে তা সব সুনামির আকারে যে কুন মুহুর্তে বাইর হইয়া যাইতে পারে। আর সেলাইন ওষুধ না খাইলে থামবো না। তারা তারি সহকারি প্রধান শিক্ষক এর কাছে গিয়া জানাইলাম, পেটের মইদ্যে রায়ট শুরু হইয়া গেছে , পেডের মইদ্যে গুরগুর গুরগুর সাউন্ড হইতাছে। হেতে কইলো দরখাস্ত লেহো জমা দিয়া বাড়িত যাও। আমি পর্ছি মুশকিলে হালার পরিক্ষার খাতায় ই তো দরখাস্ত লেকতে পারি নাই কুন দিন, অহন দরখাস্ত লেহুম কেমতে? যাই হোক ক্লাসের সেকেন্ডবয় এর হেল্প লইয়া দরখাস্ত লেখলাম।

দরখাস্ত জমা দিতে স্যারের রুমে গেলাম , দেহি ছারে এক পাও চেয়ারের উপ্রে উডাইয়া আয়েস কইরা বইসা চা খাইতাছে , এক হাতে চায়ের কাপ। তার টেবিলে দরখাস্তডা দিয়া পাশে খারাইয়া রইলাম। ছারে কর্ছে কি দরখাস্ত মঞ্জুর কর্তে গিয়া আমার পকেডের ঐ কলমডা আমার পকেট থিকা লইয়া লইলো। আমি হেতেরে কিছু কওনের আগেই হেতে টিফি মাইরা বইছে, লগে লগে ছারে চেয়ার শুদ্দা কাইপ্পা উটলো , হাতের গরম চা অতিরিক্ত কম্পনে হেতের শইলের উপ্রে পর্লো। আমি ভোদাইর মতোন চাইয়া রইলাম। ছারে দুই সেকেন্ড আমার দিকে চাইয়া রইলো।হের পর নগদে একটা বন চটকানা বসাইয়া দিলো আমার কানসার উপ্রে। লগে লগে আমার কানসা গরম ! এক তো পেট খারাপ অনেকক্ষন ধইরা আটকাইয়া রাকছি, তার উপ্রে সেকেন্ড বয় হালায় দরখাস্ত লেকতে কর্ছে দেড়ি, আমার আর ধৈর্যে কুলাইলো না , পুরা ডায়রেক্ট হইয়া গেলাম। ছারের সামনে ঐহানেই পুরা কাম সাইরা ফালাইলাম, একবারে পুরা কোর্স কমপ্লিট।

পরে অবশ্য ছুটি পাইছি। তয় ছারের একটা নাম ফাইটা গেলো পুরা ইসকুলে। থাব্রা দিয়া হাগায়া দিছে।



ঘটনা অথবা দুর্ঘটনা নং ৩



ছোট বেলায় বৃষ্টির দিনে ইসকুলে যাইতে চাইতাম না ! বিশেষ কইরা যেই দিন ক্লাসের পড়া না হইতো সেদিন ইসকুল ফাকি দেওনের জন্য রাস্তায় আছার খাওয়ার ভান ধইরা কান্তে কান্তে বাড়ি ফেরত আসতাম, আর রাস্তার কাদা মাডি গায়ে লাগাইয়া আছার খাওয়ার নাটক টা পোক্ত কর্তাম।

একবার ইসকুলের অংক টিচার ইসকুলের চাকরি ছাইরা চইলা গেলেন, আমি তো মহা খুশি কারন অংকডারে আমি খুবই অপছন্দ কর্তাম , ফাউল একটা বান্দরের বাঁশ বাইয়া উঠনের টেরাই , আর ফুটা চৌবাচ্চা , আর বাপ পুতের বয়সের তুলনা শিখা জীবনে কি যে উফুকার হইবো বুঝতাম না !



আমি তখন প্রতিদিন কেলাস করি কারন অংক টিচার না ই , মজাক ই মজাক , এইসব দুর্গম এলাকায় কোন টিচার সাধারনত আসতে চায় না। কিন্তু আমার আনন্দটারে নিরানন্দে পরিনত করলো ইসকুলের হেডু (হেড স্যার)। সে একদিন ঘোষনা দিলো একজন অংকের টিচার পরশু দিন আসতাছে , এইটা একটা কথা হইলো ? আরে বাবা কি দরকার এই বৃস্টি কাদার দিনে একটা ভদ্র লোকরে কস্ট কইরা ডাইকা আননের? যাই হোক আমার তো ফর্মুলা রেডিই আছে, যেই দিনই অংকের পড়া না হইবো , গায়ে কাদা মাইখা কান্তে কান্তে বাড়িত যামু । যেই দিন অংকের টিচার আসনের কথা ঐ দিন আবার অইন্য একটা সাবজেক্টের পড়া হয় নাই ! তাই ইসকুল যাওন যাইতো না !

ইসকুলের কাছা কাছি গিয়া দেখলাম একটা যায়গায় অনেক কাদা পানি , আর আসে পাসে লোকজনও নাই, দিলাম ঝাপ , কাদা পানিতে আমি পুরা সয়লাব, আমারে তহন মোটা মুটি একখান বন মানুষের মতো লাগতাছিলো, চেহারা বুঝা যায়না। এরই মইদ্যে দেহি একটা বেডায় ঐখান দিয়া যাওন ধরছে , বেডায় আমারে কয় , এই ছেলে তুমি ইচ্ছা করে নোংরা পানিতে ঝাপ দিলে কেন ? নিশ্চই তুমি ক্লাস ফাকি দিতে এটা করেছো । আমি মনে মনে চিন্তা করি, আরে এই হালায় তো আমার ফর্মুলা ধইরা ফালাইছে ! বেডারে এই এলাকার লোক বইলা মনে হয় না, কখনো এই গ্রামে দেখি নাই । আমি করছি কি আস্তে আস্তে কাদা পানি থিকা উইঠা বেডারে জরাই ধরলাম , আর আমার শইলের সব কাদা পানি বেডার জামা কাপরে লাইগা বেডায় পুরা কাদায় মাখা মাখি , হের পর দৌর দিয়া ভাগছি



রেগুলার তো আছার খাওনের নাটক করা যায় না , এর পরদিন ইসকুলে গেলাম , গিয়া শুনি অংকের টিচার নাকি কাইলকা আসে নাই , আইজকা আসবো, ইস :কেন যে ফর্মুলাডা ফাও ইউজ করলাম, যাই হোক অংকের ক্লাসে হেডু ঢুকলো লগে সেই অংকের টিচারও ঢুকলো ,



আরে খাইছে এইডা দেহি হেই বেডায় , যারে আমি কাদা লাগাইয়া কাইলকা ভাগছিলাম , এইবার বুজলাম কাইলকা কেন হেতে আসতে পারে নাই, আসলে আইছিলো মাগার আমার এটাকে পইরা সে আবার ফিরত চইলা গেছে।ভাগ্য ভালো আমার চেহারা অংক টিচারে চিনতে পারে নাই কারন কাদায় আমার চেহারা বুঝা যাইতাছিলো না , কিন্তু তারপরও টিচার মাঝে মাঝে আমার নাম ধইরা ডাকলে মনের মইদ্যে চিপ খাইতাম , বুজেনই তো চুরের মন পুলিশ পুলিশ।

মন্তব্য ১৭১ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (১৭১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: থাব্রা দিয়া হাগায়া দিছে।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: হা ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

আদম_ বলেছেন: হা হা প গে
মাইরালা আম্রে মাইরালা....।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: কে মাইরবো ? এতো সময় আছে কার ? বেশি প্রয়োজন হইলে হরতালে বেপরোয়া ঘোরাঘুরি করেন দেখপেন এমনিতেই মইরা যাইবেন আর ফেফারেও ফডু ছাপবো ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

স্বপনবাজ বলেছেন: হা হা প গে
মাইরালা আম্রে মাইরালা.... B-)) B-)) =p~

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: আপাতত সবাই বেস্ত, হেল্প করার সময় নাই , কষ্ট কইরা নিজের গলা নিজে চাইপা মইরা যান ।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

রংটাণর্ বলেছেন: ভাই পইড়া অনেক মজা পাইছি আর বুইঝতে পারলাম যে আপনি লেংটা বেলায় অনেক পুন্ডা ছিলেন :P :P

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: হরে ভাই অনেক পুংটা ছিলাম । :P

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

টাইলুং বলেছেন: প্রথম ভালোলাগা। প্রিয়তে নিলাম। আপনি তো আমারে হাসতে হাসতে হাগায়া ফেলসেন প্রায়।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: এখনও কি হাসতাছেন ? B:-)

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ২নং পেলাচ! B-)

মজা পাইছি জবর! :D

তয় এক্টা কথা আয়না মামনি যেন এই গুলা না জানে তাইলে হেতিও এপ্লাই করবো! ;) :P

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: জাইনবো , ব্লগ পোষ্ট তো থাইকা যাইবো !

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

অশান্ত পৃথিবী বলেছেন: মাইরালা আম্রে মাইরালা....

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: এখন সবাই বেস্ত আছে , মাইরালানের টাইম নাই , আপাতত অয়েট করতে হইবো ।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

মাক্স বলেছেন: পড়সি পড়সি লাগলো ক্যান?

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: পরথম ঘটুনা ফেসবুকে শেয়ার দিছিলাম , পরের দুইটা আগের নিকের পোষ্ট ।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

বাউন্ডুলে আমি বলেছেন: আমিও স্কুলে থাকতে একজনরে বকা দিছিলাম ।পরে দেখি হেতে আমার ছার । :P

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ফাফর দিয়া ধরা খায়া গেছিলেন ?

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

shfikul বলেছেন: বিনোদন,চরম বিনোদিত হইলাম রে ভাই।:D:D:D

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বিনোদন পাইলেই আমি খুশি :)

১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :-B :-B :-B :P

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: মজা পাইছেন ?

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ভাই উপ্রের কথাগুলান হাচা নাকি??

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বেশির ভাগ শিক্ষকই এখনও বাইচা আছে ! আমার গিরামে বেরাইতে গেলে জানতে পারবেন ।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

একজন আরমান বলেছেন:
১ নাম্বারডা পইড়া হাসতেই আছি।

নজরুল শাজাহান চুর =p~ =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: বাকি ডি কি কাইলকা পড়বা নি ? B:-)

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

আমি তুমি আমরা বলেছেন: থাব্রা দিয়া হাগায়া দিছে।


সেরাম =p~ =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: পরে কি হইছে সেইটা জানতে না চাওয়ার জইন্য ধইন্যবাদ ;)

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

৯ নং যেই লাইক ওইটা কিন্তু আমার দেয়া।

যদিও পোস্ট তেমন ভাল হয় নাই কিন্তু আপনার পোস্ট দেখে লাইক না দিতে সাহসে কুলাল না পরে যদি আমাকে আপনি ব্যান করে দেন। শুনেছি কেউ যদি আপনার পোস্টে লাইক না দেয় তাহলে নাকি আপনি তাকে ব্যান করে দেন রাগ করে। ভাই আমি সামুতে ব্যান হতে চাই না। ;) ;) ;)

B-) B-) B-)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার পোষ্ট না পড়ার কারনে আমি জানাপুকেও ব্যান করে দিয়েছি , আপাতত পোষ্ট ব্যান তাই সে কোন পোষ্ট দিচ্ছে না ! B-))





আফু আশেপাশে আছেনি ? B:-)

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

আমি বন্য বলেছেন: ভাই জীবন যে মজার তা আপনার আর চেয়ারম্যান সাব এর লেখা দেখলে বুঝা যায়। আজকালে পুলাপান তো কাদা কি তাই জানে না আর কাদার মধ্যে লাফ সেটা অকল্পনীয়। কিন্তু এই গুলোর মাঝে রিয়েল লাইফ লুকায়িত কোন কৃতিমতা নাই।।

লেখা অনেক মজা পাইছি । সব কটায় ।। তয় টয়লেট কাহিনি দেহি সেই ছোড বেলা থেকে সুরু হইছে ;) ;) :-B

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার সব ঘটুনায় কেমনে জানি টয়লেট আইসা হাজির হয় !!!

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

রবিউল ৮১ বলেছেন: আদম_ বলেছেন: হা হা প গে
মাইরালা আম্রে মাইরালা....।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: আপাতত সবাই বেস্ত আছে ! কেউ মাইরালাইতে পারবো না । নিজে নিজে ট্রাই করেন !

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

রওনক বলেছেন: + লন

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: পেলাচ রাইখা দিলাম যতনে :)

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

মৈত্রী বলেছেন: ভাই কিছু মনে করবেন না...

থাব্রা দিয়া হাগায়া দিছে- কথাটা কি সত্যি???

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি গত দুইবছর আগে একবার আমার সেই ইসকুলে গেছিলাম ! এক স্যারের সাথে কথা বলতেছিলাম, তখন স্যার তার ক্লাসের ছাত্রদের কাছে এই ঘটনা বইলাই আমারে তার ছাত্র হিসাবে পরিচয় করায়া দিছে । ;)

২০| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই কিছু মনে করবেন না...

থাব্রা দিয়া হাগায়া দিছে- কথাটা কি সত্যি???

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: অবশ্যই ! আমার ইসকুলে একনও সেই ঘটুনা আলোচনা হয় !

২১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা ...... চরম হইছে......... ;) ;) ;)


+++++++

ধন্যবাদ ....ভাল থাকবেন....

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নেও ভালো থাকবেন :)

২২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

শীলা শিপা বলেছেন: 8-| :-B :D

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি ইমোর অর্থ বুঝি না , লিখা দেন কি বলছেন !

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: পরী কালা হইলে কি হইবো , হাসতে পারে ব্যাফুক B:-)

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

বোকামানুষ বলেছেন: :-/ :D :#)

ব্যাপক বিনোদন B-))

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: জি ভাই ব্যাফুক তো অবশ্যই !!!

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

দুরন্ত-পথিক বলেছেন: রাফাত নূর এর ব্লগ এ এটা আগেই পড়ছি।আবারো পড়লাম।ভাললাগলো।আমি আবার রম্য রচনা অনেক পছন্দ করি কি না,এই জন্য।পোস্টে প্লাস++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: রাফাত নুর একটা বদ লোক আপ্নে হের ব্লগ পড়েন ? আপ্নে এখন থিকা ঘুড্ডির পাইলটের ব্লগ পড়বেন ।

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

=p~ =p~ =p~ =p~

ঘুড্ডির সুতা ছিঁড়লে যেরকম লাগাম ছাড়া উড়ে তেমনই পোস্ট পড়ে লাগাম ছাড়া হাসতেই আছি। :D :D :D B-) B-) B-) B-)


পোস্টে +++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: পেলাচের লাইগা ধইন্যবাদ লন । :)

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

প্রিয়তমেষূ বলেছেন: =p~ =p~ =p~ =p~

ভাই আপনি এখনো পুংটা!!!!!!!!

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: কি করুম বলেন ? এতোদিনের অভ্যাস ছারবার পারতাছি না !

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

নিয়েল হিমু বলেছেন: অপাতত ডিউটি দেয়া লাগব কিনা কন । রাইতা পড়মু

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: এখুন রেস্ট লন ।

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আমিভূত বলেছেন: হাহাহা হাজারো অশান্তির মাঝে থেকেও ব্লগে ঢুকা সার্থক হল :)
মজাদার লেখার জন্য আপনাকে শুকরিয়া :) :D

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই আমি ভুত টুত দেইখা ডড়াই !!!


তার উপ্রে আপ্নে স্ব সিকৃত ভুত !!!



চেয়ারে নিচে পানি আইলো কোইথিকা !!! এইটা পানি নাকি অইন্য জিনিস ! ভাই একটু ঝামেলা হয়া গেছে এখন যাই !

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

অনির্বাণ তন্ময় বলেছেন:
দুই নং ঘটনা (বা দুর্ঘটনার) সময় আপনি কুন ক্লাসে পড়তেন???

১৭ তম পিলাস।।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রতম ডা অনার্স , পরেরটা ক্লাস সেভেন , শেষেরটা ক্লাস সিক্স ।

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ, মজারু ;) ;)




৩ নাম্বারটা রিপিট হইছে ।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: মানে ডবল হইছে নাকি ?



ওহো এই ঘটনা আরেকটা পোষ্ট বলছিলাম :)

৩২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

আশিক মাসুম বলেছেন: হাসতে হাসতে ধলা হইয়া গেলাম :P :)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: আরেকটু বেশি হাসেন তাইলে ধবল রুগি হয়া যাইবেন !

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইসে রে!!!!! হাহাহাহাহাহাহাহা

ভাই আপনে একটা জিনিস!!!! !:#P !:#P =p~ =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: জিনিস তো বুঝলাম কিন্তু কি জিনিস ? B:-) B:-)

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হাগতে হাগতে পড়ে গেলাম!!! পুরাই পাংখা পোস্ট। নগদে পেলাচ লন++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: বানানে ভুল হয়ছে ? নাকি ঝামেলা হয়া গেছে ! এই বয়সে এখন এইডি পরিস্কার কে করবো ?

৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তাইতো ভাণাণ বুল হইল ক্যামতে?? =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ভানান ভুল খরচেন ? আমি তো ভাবচি আবার এই বয়সে আইসা ...............

৩৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

জাকারিয়া মুবিন বলেছেন:
বাই হাসতে হাসতে কাইন্দা দিসি। আপনে একটা চিজ ;)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: হাসতে নাকি জানে না কেউ কে বলেচে ভাই ?
জাকারিয়া মুবিন ভাইয়ের হাসি দেকতে চাই !

৩৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

s r jony বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ওকি ভাই এতো হাসির কি হলু ?

৩৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

প্রকৌশলী আতিক বলেছেন: আগের নিকের পোষ্ট। তয় আবার মজা পাইলাম।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: হ্যা একটা ঘটনা আগের নিকের :)

৩৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

ইমাম হাসান রনি বলেছেন: পুরাটা পড়লাম......হাসতে হাসতে আমি শ্যাষ =p~ =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: শেষ হলে তো হবে না !!! আবার শুরু করতে হবে ।

৪০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

একজন আরমান বলেছেন:
বাকিডিও তো পইররা হালাইছি ! :#) :#) :#)

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: এখন পরীক্ষার খাতায় লেখার জইন্য প্রস্তুত হও ।

৪১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৬

রাইসুল নয়ন বলেছেন: অছাম হইছে :)

দুই নাম্বার ঘটনা বেশী অছাম :)

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: দুইনম্বর ঘটুনা না ! একদম সইত্য ।

৪২| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৫

আমিই মিসিরআলি বলেছেন: থাব্রা দিয়া হাগায়া দিছে :D :P :P =p~ =p~
আমি মনে করছিলাম থ্রি/ফোরের ঘটনা B:-)
ভাই,আইগা দিয়নের পর কেমনে কি অইছিল ??? :-P :-P :P :P

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: পরে ইসকুলের পুকুরে মইদ্যে ঝাপ দিছি ।

৪৩| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

এ্যাপোলো৯০ বলেছেন: তুমি মিয়া চীজ এক্কান। পিজা বানায় খাইয়া ফালানোর কাম।

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কবে খাইবা চইলা আইসো । ;) ;) ;)

৪৪| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

রাইসুল সাগর বলেছেন: ভালু লাগা। লাইভ শুইন্না মজাক পাইছিলাম। =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: লাইভ শুননের মজাই আলাদা ।

৪৫| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

দুরন্ত-পথিক বলেছেন: আমি রাফাত নূর এর ব্লগ পড়তে বেশি পছন্দ করি।এখন কি ঘুড্ডির পাইলট আমাকে ব্লক করবে

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: শুনেন রাফাত নুর একটা খাটাশ টাইপ লোক ! আপ্নে তার ব্লগে যাইবেন না ।

৪৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

রাতুল_শাহ বলেছেন: দাঁড়ান ভাই হাসিয়া লই

=p~ =p~ =p~ =p~


সুন্দর হইছে।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: হাসা শেষ হইছে ?

৪৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ২৩ তম প্লাস ভাল লাগলো।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: পেলাচের জইন্য ধইন্যবাদ ভাই ।

৪৮| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

রাতুল_শাহ বলেছেন: হাসি সুষম বেগে সরলরেখা বরাবর চলতেই আছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: হাসি চলছে চলবে , এক মাত্র সুন্দর বিষয় যার কোন শত্রু নেই ।

৪৯| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

তন্দ্রা বিলাস বলেছেন: ফোন অমনি আমার বজ্জাত নোকিয়া মোবাইলটা চিল্লানি শুরু করলো “ নজরুল শাজাহান চুর “ “ নজরুল শাজাহান চুর “ , মারাত্বক রাগি স্যারের রক্ত চক্কু হইতে বাচতে এক দৌড়ে ক্লাসের বাইরে চইলা গেলাম !

হাসতে হাসতে শ্যাষ।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: বলেন কি ! শেষ হলে তো হবে না ।

৫০| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

বাংলার হাসান বলেছেন: হা হা হা

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই কষ্ট করে লিখলেন ! ইমো দিলেই তো হয়ে যেত ;)

৫১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

শিপন মোল্লা বলেছেন: থাব্রা দিয়া হাগায়া দিছে।
আপনি পারেনও মিয়া, আল্লাহ আপ্নারে কি দিয়া বানায়ছে ?

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: মাটি দিয়া বানাইচে !!! কেনও ছিমেন্ট ছিমেন্ট মনে হয় ?

৫২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

আলকামা সিদ্দিকী বলেছেন: থাব্রা খাইয়া হাসতে হাসতে আমার কোর্স কম্‌প্লিট হওনের জোগাড় হইছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বলেন কি ? তাই নাকি ? তাইলে তো ব্যাফুক সমস্যা ।

৫৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওই মিয়া ঘুপাভাই, মাইরা ফালাইবেননি? ধূর, আপনে ভালা না জানতাম, এত খারাপ যে এইটা কল্পনাও করিনাই।

প্লাসায়িত, প্রিয়রিটাইজড।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: =p~ =p~ =p~ =p~

হাসাইতে হাসাইতে মাইরা ফালাইলে কি মামলা হয় ?
=p~ =p~

৫৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

লিন্‌কিন পার্ক বলেছেন:

এই কাম সারার পরও স্কুলের পোলাপান আপনারে কোন বিশেষ নাম দেয় নাই ?? :P

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ইসকুলে আমার একটা নাম আছিলো ” ক্যাপ্টেন “ মাতায় সবসময় ক্যাপ পরতাম আর ক্লাসের ক্যাপ্টেন আছিলাম । আমার ডড়ে কেউ ক্যাপ্টেন হইতে চাইতো না ।

৫৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

লিন্‌কিন পার্ক বলেছেন:

আমিও প্রাইমারি স্কুল পুরাটাই ক্যাপ্টেন ছিলাম :P ...... ক্লাসের সামনের বেঞ্ছে বসতে হইলে রক , রিকিশির কার্ড আছে না ভিউ কার্ড নাম হয়ত ওগুলা আমারে চাঁদা দিতে হইত ! যে বেশি দিত তারে ফাস্ট বেঞ্ছে বসতে দিতাম :P:P

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই আমরা রেসলিং দেখছি খুব কম ! আমারে নায়ক ছালমান খান মৌসুমির ভিউ কার্ড দিতে হইতো ! আর থান্ডার ক্যাট্স এর ইসটিকার ।

৫৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হাসাইতে হাসাইতে মাইরা ফালাইলে কি মামলা হয় ? :P
এইডা আবার কেমুন কতা?
আপনে তো যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা করতাছেন মনে হইল!

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আহারে বেচারা চাদে যাইতে পারে কিন্তু জেল থিকা বের হওয়া মুসকিল !

৫৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাকেও নব বর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপু ।

৫৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

আরিফ খান নয়ন বলেছেন: ha ha ha ,chorom mja pailam ,onek din por apnar blog porlam . শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন। অনেক
অনেক শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নিও ভালো থাকবেন ! আগামি বছরের প্রতিটি দিনগুলোতে ।

৫৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।

৬০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহাহ

আপ্নে একখান জিনিস আছিলেন- এখনও আছেন!!! :P

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ছিলাম আচি ।

৬১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

গৃহ বন্দিনী বলেছেন: এক তো পেট খারাপ অনেকক্ষন ধইরা আটকাইয়া রাকছি, তার উপ্রে সেকেন্ড বয় হালায় দরখাস্ত লেকতে কর্ছে দেড়ি, আমার আর ধৈর্যে কুলাইলো না , পুরা ডায়রেক্ট হইয়া গেলাম। ছারের সামনে ঐহানেই পুরা কাম সাইরা ফালাইলাম, একবারে পুরা কোর্স কমপ্লিট।

অত্যন্ত শিক্ষনীয় ঘটনা । প্রকৃতির উপর কখনো জোর খাটাতে হয় না । =p~ =p~ =p~ =p~

আইচ্ছা ,আপনেগো ইস্কুলে বাথরুম ছিল না ক্যান ? বাথরুম না থাকলেও অ্যাটলিস্ট জংগল তো থাকে গ্রামের স্কুলে পেছনে শুন্সি । :P :P :P দরখস্ত টরখাস্ত এত কিছুর ঝামেলায় গেসিলেন ক্যান ??

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি বাসার টয়লেট ছাড়া স্বাচ্ছন্দবোধ করি না । আর ইসকুলের টয়লেট খুব নোংরা ছিলো ।

৬২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

মেহেরুন বলেছেন: :D :D :D

৬৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: @ মেরুন :)

৬৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

এন এফ এস বলেছেন: চিনতে পারছেন পাইলুট বাই :D

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: চিন্তাম না কেলা ? আফনের কাছে টেকাই পাইতাম না ?

৬৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

এরিস বলেছেন: চেহারা চিনতে পারলে মেরে আরও একদিন স্কুল ফাঁকি দেয়ার জোগাড় করে দিত।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: এমন বহুত মাইর খাইয়া ইসকুল যাইতারি নাই ,

" আমি বাঙ্গালি বীরের জাত
মাস্টারের পিডানি আসার কাছে পানি ভাত '' ;)

৬৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

লিঙ্কনহুসাইন বলেছেন: অনেক দিন পর আইলাম মনে হয় #:- ব্লগ ভাল্লাগেনা :'( পুষ্টে ++++

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার কাছেও , কিছুদিন ভালো পোষ্ট না পাইয়া ব্লগ পড়তে গিয়া মনে হইছে ইসুকলের পড়ার বই পড়তাছি !

৬৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

গুরুমিয়াঁ বলেছেন: নজরুল শাজাহান চুর
থাব্রা দিয়া হাগায়া দিছে।
বুজেনই তো চুরের মন পুলিশ পুলিশ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ;) ;) ;)

৬৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

মিজভী বাপ্পা বলেছেন: সেই রক্কম স্টুরি দাদা।তা আফনের হেডু হুদাই আপনেরে থাপ্রা মারছিল ক্যালা???যার কারণে উনার রুম ভাসায় দিছিলেন B-)) :!> :#>

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: যেমন কর্ম তেমন ফল
হেডুর রুম ভাসায়া দিছি !

৬৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

শায়মা বলেছেন: ছারে কর্ছে কি দরখাস্ত মঞ্জুর কর্তে গিয়া আমার পকেডের ঐ কলমডা আমার পকেট থিকা লইয়া লইলো। আমি হেতেরে কিছু কওনের আগেই হেতে টিফি মাইরা বইছে, লগে লগে ছারে চেয়ার শুদ্দা কাইপ্পা উটলো , হাতের গরম চা অতিরিক্ত কম্পনে হেতের শইলের উপ্রে পর্লো। আমি ভোদাইর মতোন চাইয়া রইলাম। ছারে দুই সেকেন্ড আমার দিকে চাইয়া রইলো।হের পর নগদে একটা বন চটকানা বসাইয়া দিলো আমার কানসার উপ্রে।




হাসতে হাসতে শেষ আমি!

একবার একটা বিচ্ছু পিচ্চি আমাকে একটা চুইংগামের প্যাকেট দিলো। সেখানে একটা মাত্র চুইংগাম আধা বের হয়ে ছিলো। আমি চুইংগামটা টেনে বের করতেই ঠাস করে হাতের উপর তেলাপোকা!!!!!!!!!!!!!!


ও মাই গড আমিও ঠাস করে ফিট!!!!:( :( :(


ফিটের আগে নাকি আমি আআআআআআআ ঈঈঈঈঈঈঈ ঊঊঊঊঊঊউ গানও গেয়েছিলাম।:( :( :(


২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: হ্যা এমন আইটেম এখন কিনতে পাওয়া যায় ! :)



তারপর কি ডাক্তার ডাকতে হইছে ?

৭০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

সুপান্থ সুরাহী বলেছেন:
দুই নংটা পইড়া হাসতে হাসতে তিনে আর গেলাম...

ছুডু ভাইয়েরা ঘুমাইতাছে কইব ভাইজানের কী হইছে...

বহুত কষ্টে হাসির শব্দ থামাইতাছি...

ধুযর মিয়া এত বিৎলামীও মাইনষে করে........

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই আপ্নার প্রফাইল পিকচারটা সুন্দর ! যে কেউ দেখলে বলবে কবি মধুসুদন দত্ত ইসটাইলে তোলা ।




যদি এটা আপ্নার নিজের ছবি হয়ে থাকে ।

৭১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন:
যদি এটা আপ্নার নিজের ছবি হয়ে থাকে ।

করন ভাই সন্দেহ হইল...

ভিজিএ ক্যামরার মোবাইল দিয়া ২০০৫ সালের মাঝামাঝি হোস্টেলে রাত দুইটায় টেবিল ল্যাম্পের আলোয় তোলা আমার এই ফটুক... এই ফটুক নিয়া কুনু কথা কইলে মাইরাহুতায়ালবাম...

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ছবিডা দেখতে মধুসুদন দত্তের মতোন লাগতাছে !

৭২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দুই নাম্বার ঘটনা কি আসলেই ঘটছিলো ?? মানে আসলেই কি থাব্রা খাইয়া আফনে হাইগ্যা দিছিলেন ? :P :P :P :P :P :P

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: এখনও ইসকুলের টিচার যারা সেই আমলের , তাদের সাথে দেখা করতে গেলে এই বিষয় আলাপ করে ।

৭৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

মামদোভুত বলেছেন: থাব্রা দিয়া হাগায়া দিছে।

:D :D :D :D :D

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: মাইনসে থাপ্রাইয়া মুতালায় , আর আমার টিচার একটু এডভান্স ।

৭৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১:২৫

বনলতা মুনিয়া বলেছেন: “ নজরুল শাজাহান চুর "
থাব্রা দিয়া হাগায়া দিছে।
কাদা দিয়া মাখামাখি........


হাসতেই আছি, খালি হাসতেই আছি...........
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই মে, ২০১৩ রাত ৮:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: হাসি থামচে ?

৭৫| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

জুন বলেছেন: হায় পাইলট ঘুড্ডি ! তোমার মাথায় এত কু-বুড্ডি :-* :-*
=p~ =p~
+

১২ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: =p~ =p~ =p~

৭৬| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

কালোপরী বলেছেন: লেখক বলেছেন: পরী কালা হইলে কি হইবো , হাসতে পারে ব্যাফুক B:-)

:| :| :|

১২ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আহারে কালো রং আমার প্রিয় রং ! তাই কইলাম আরকি ;)

৭৭| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৪৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এক মাস কই ডুব দিছেন?

বিয়া কর্তে দেশে গেলেন নাকি?

১২ ই মে, ২০১৩ রাত ৮:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: না ভাই আমার ল্যাপটপ নষ্ট আছিলো ।

৭৮| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:০১

শিপু ভাই বলেছেন:
অনুসারিত-২ :)

১৪ ই মে, ২০১৩ রাত ১২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: :)

৭৯| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৩৩

অতনু কুমার সেন বলেছেন: থাব্রা দিয়া হাগায়া দিছে :D :D :D =p~ =p~ =p~

হা হা পগে

১৭ ই মে, ২০১৩ রাত ১:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: ;)

৮০| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আফসোস ! এতো চমেতকার একখান হাসির পোস্টে আমারে ১৩০ নম্বরে কমেন্ট করতে হইলো !
সিসটাম থাকলে নিজেরে নিজেই চড় মাইরা হা---য়া ফালাইতাম । :P :P

১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার ছারের ঠিকানা দিতারি তার হেল্প লইতে পারেন ;) =p~ =p~

৮১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫

সপ্নাতুর আহসান বলেছেন: অনেক দিন পর আসলাম ব্লগে। বেশ উপভোগ করলাম। পোস্টে +

২১ শে মে, ২০১৩ ভোর ৬:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ , আমিও নিয়মিত আসতে পারছি না ।

৮২| ২১ শে মে, ২০১৩ সকাল ৮:০৫

বিষাদ সজল বলেছেন: :D :D :D :D :D :D

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: :)

৮৩| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব আগ্রহ নিয়ে আপনার ব্লগে আসছিলাম । এক গাধা ফেসবুকার দিল মেজাজ হট করে ! বয়স্ক ছাগল ! এখন পড়বো না আপনার পোস্ট । অনুসরণে রাখলাম । মন ভালো করে আবার আসবো । :(

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: :)

৮৪| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

মাহাবুব১৯৭৪ বলেছেন: মজা পেলাম।

২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

৮৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: কিভাবে লিখলেন ভাই ?? হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে যাচ্ছে B-) B-) B-) B-) B-)

২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: বলেন কি ? পেটে ব্যাথা করছে এখনও !!!

৮৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৩৮

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: প্লাসায়িত

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধইন্যবাদ।

৮৭| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:২৩

এম ডি এস হোসেন বলেছেন: মোবাইলের টপিক্স টা চরম হইছে। শাজাহান চুর, শাজাহান চুর। হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.