নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ঘুড্ডির পাইলটের ব্লগ গবেষনা ।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১০

অনেক দিন পরে ব্লগে পোষ্ট করতেছি । ব্লগে নিয়মিত আসা হয় না , ফেসবুকে সবসময় থাকি কিন্তু ব্লগে নিয়মিত থাকি না এটা যেন কেমন একটা ব্যাপার হয়া গেলো ! আসলে ফেসবুক হইতাছে আমার মোবাইলটার মতো যোগাযোগের একটা মাধ্যম । আর ব্লগ হচ্ছে আমার কাছে ছবির হাট বা চারুকলায় আড্ডা দেয়ার মতো একটা প্রশান্তি খুজে নেয়ার যায়গা । ব্লগে যতোদিন ধরে পাঠক ও লেখক হিসাবে আছি ততদিনের অভিজ্ঞগতায় কিছু ব্লগীয় ধারনা জন্মেছে সেগুলাই আজকে শেয়ার করবো ।



পোষ্ট এর সাইজ :

ব্লগে পোষ্ট দেয়ার ক্ষেত্রে আমি মনে করি, পোষ্ট খুব বেশি বড় হওয়া উচিত নয় । চার বা পাঁচ প্যারার পোষ্ট হলে ভালো হয় , এতে পাঠকের পড়ার আগ্রহ বারে । একটা বিষয় মাথায় রাখবেন এখানে আপ্নি ছাড়াও আরও লেখকের লেখা আছে , পাঠককে সেই লেখকদের লেখা গুলো পড়ার সুযোগ দিতে হবে । প্রয়োজনে পোষ্ট একাধিক পর্ব করুন ।

পোষ্ট এর মেয়াদকাল :

একটা পোষ্ট একজন লেখকের সন্তানের মতো ! কিন্তু প্রতিদিন অথবা দুই একদিন পর পর সন্তান প্রসব করলে সেই সন্তানদের লালন পালন সঠিক ভাবে হয় না । মনে রাখবেন আপ্নার পোষ্ট আপ্নার সন্তানের মতো , পোষ্ট দেয়ার পরে কমেন্ট এর রিপ্লাই সঠিক ভাবে দেয়া উচিত এবং পাঠকের মন্তব্য থেকে কোন কারেকশন আসলে , সেভাবে কারেকশন করা উচিত । একটা পোষ্ট পাঠকের পড়া শেষ হবার আগে আর কোন পোষ্ট দেয়া ঠিক নয় । পোষ্টটাকে আরও বেশি ভালো ভাবে সাজানো যায় কিভাবে তেমন একটা ভাবনা থেকে প্রয়োজনে পোষ্ট দেয়ার পরে আবার পোষ্ট নতুন করে সাজান , পাঠকের কাছে একই পোষ্ট আবারও পড়তে খারাপ লাগবে না ।

লেখক যখন পাঠক

একটা বিষয় মনে রাখবেন ফেসবুকে লেখক বাদেও পাঠক আছে , কিন্তু ব্লগে বেশিরভাগই লেখক, এখানে লেখক নিকধারী পাঠক খুব কম আছে , তাই যদি আপ্নি অইন্য একজন লেখকের লেখা না পড়েন , কমেন্ট না করেন , লাইক না দেন , তাইলে তারও ঠ্যাকা পরে নাই সে আপ্নার লেখা পড়বে । তাই পছন্দের লেখকদের লেখা পড়ুন , কমেন্ট দিন , লাইক দিন । আর আপ্নি যাদের মন্তব্য পেতে ইচ্ছুক তাদের পোষ্টে মন্তব্য করুন ।

অনুসারীত ব্লগ

এই জিনিসটা অনেকরেই দেখছি করেনা !!! কেন করে না সেটা জানি না !!! আপ্নার পছন্দের লেখকদের অনুসারিত করে রাখুন তাতে তাদের লেখা কখনো হাড়িয়ে যাবে না । আর যাদের ব্লগে নিয়মিত কমেন্ট করতে চান তাদেরকেও অনুসারীত করে রাখুন তাতে তাদের নিয়মিত লেখা গুলোতে কমেন্ট করতে পারবেন পড়তে পারবেন ।

ভালো লাগা প্রিয়তে নেয়া

লেখা ভালো লাগলে ভালো লাগা বাটন ক্লিক করুন । ভালো লাগা বা প্রিয়তে নেয়া বাটনে ক্লিক করতে কার্পন্য করবেন না । অনেকে ভালো লাগলো বা প্লাস লিখে মন্তব্য কইরা ভালো লাগা বাটনে ক্লিক করেন না । তখন লেখকের কাছে খারাপ লাগে ।

ইমোটিকন এর ব্যাবহার

কেউ কেউ মন্তব্যে কোন কথা না লিখে শুদু ইমো দিয়া দেয় (আমারও এই দোষ আছে) ! পরিচিত লেখক হলে এটা করা উচিত নয় । আচ্ছা যদি এমন ;) বা এমন B-) বা এম :P ইমো দেয় আর সাথে যদি কোন বক্তব্য না থাকে তাইলে কমেন্টার রিপ্লাই কি হতে পারে বলে মনে করেন ? তাই ইমো দিলেও সাথে একটা কিছু লিখে দিন ।

না পইড়া মন্তব্য দেয়া

কমেন্ট দিয়া লেখকরে খুশি কইরা নিজের পোষ্টে কমেন্ট দেওয়ানোর জন্য প্রচুর কমেন্ট করার একটা সিস্টেম আছে ! আর বেশি বেশি কমেন্ট করতে গিয়া সময় বাচাইতে অনেকে না পইড়া কমেন্ট কইরা ফালায় ! লেখক কমেন্ট এর ধরন দেখে সেটা বুঝতে পারে এবং কষ্ট পায় ।

অ-অনুসারীত পোষ্ট পড়া

অনুসারিতর বাইরেও লেখক হান্টিং এ নামতে হবে । মনে রাখবেন শুধু মাত্র অনুসারিতরাই ভালো লেখক আর অন্যরা ভালো লেখে না এমন না । প্রতিদিন অনুসারীতদের লেখা পড়ে অ- অনুসারীতদের লেখা পড়বেন , এভাবে অনুসারীত লেখকের সংখ্যা দিন দিন বারবে ।

নতুন ব্লগার

ব্লগের প্রথম পেইজের ডান দিকে দেখবেন নতুন ব্লগার দের তালিকা আছে , তাদের পোষ্ট ভিজিট করা উচিত এবং তাদের পোষ্টে লেখা বিষয়ক মন্তব্য করলে তারা ব্লগিং এ উতসাহীত হবেন ।

জোর করে পোষ্ট না দেয়া

একট বিষয় মাথায় রাখবেন যখন পোষ্ট লেকার মতো যথেস্ট ভাবে প্রস্তুতি থাকবে তখনই পোষ্ট লিখবেন । একটা পোষ্ট লেখার সময় আগের পোষ্টের চাইতে বেশি ভালো করে পোষ্ট তৈরি করার চেষ্টা করবেন । তাই রিখতে ইচ্ছা না হলে জোর করে লিখবেন না ।



সব কিছুই নিজের চিন্তা চেতনা থেকে লেখা , ব্লগিং করতে গিয়া কিছু সমস্যা চোখে পরছে অন্যের ও নিজের মধ্যে , সেগুলা নিয়াই লেখাটা লেখলাম ।

সামনে ব্লগ ওয়ার বা ব্লগ যুদ্ধ নিয়া লেখার ইচ্ছা আছে । ইদানিং লেখার হাত নষ্ট হয়া গেছে ব্লগ যুদ্ধ নাও লেক্তারি ।

(কমেন্ট এর উত্তর দিতে লেইট হইতারে )

মন্তব্য ১৯০ টি রেটিং +৫২/-০

মন্তব্য (১৯০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৫

ফানার বলেছেন: আমারমতো আপ্নেও দেখি ব্লগে অনিয়মিত....
বিশ্লেষণ ভালো হয়েছে --- এক আটি ধইন্যা লন।।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

২| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ইমোটিকন এর ব্যাবহার এ আমি ভাল নই । তথ্যবহুল পোস্টে প্রথম ভাল লাগা ।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যভাদ সেলিম ভাই :)

৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

s r jony বলেছেন:
ভাল কথা বলছেন ভাই, জেনে রাখা দরকার ছিল।
আমিও না বুঝে ব্লগিং করতাম (এখনো করি), এখন চেস্টা করব সব দিকে নজর দিকে।

এই পোস্টের জন্যে আপনাকে ধন্যবাদ ও +++

২২ শে মে, ২০১৩ দুপুর ২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাকে ধন্যবাদ ।

৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ব্লগে ফেবুতে দেখি শুধু গবেষনা আর গবেষনা চলছে....... দেশে পরজিবি থুক্কু বুদ্ধিজীবির সংখ্যা আচমকা বাইরা গেল নাকি.............??

২২ শে মে, ২০১৩ দুপুর ২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক গবেষনা হইতাছে !!! তাই নাকি !! দেখি নাইতো !!






;)

৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৩

তামিম ইবনে আমান বলেছেন: সেইরাম পুস্ট

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ইসটিকি করতে কইলেন না তো !!! ;)

৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এখনো পড়িনি। রাতে পড়ব ।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: রাতে পড়লে চোখের সমস্যা হয় , দিনের আলোতে পড়া উচিত ।

৭| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কেউ কেউ তো একদিনেই দুই তিনটা করে বাচ্চা প্রসব করে /:) /:)

মাঝে মাঝে দেখি তিন চার লাইনের পোস্টও নির্বাচিত পাতায় চলে আসছে,অথচ অনেক ভালো পোস্ট আসেনি ।

আর আজকাল ব্লগাররা দেখি ক্যাচাল পোস্টে বেশী আগ্রহী । আপনে একটা ক্যাচাইল্লা পোস্ট দেন দেখবে ১ ঘন্টায় ৫০০ টা হিট পাইয়া গেছেন ।

আর কিছু ব্লগার আছেন শুধু ক্যাচাইল্লা পোস্টই প্রসব করেন , তিনারা ব্লগকে পলাশীর প্রান্তর মনে করেন । /:) /:) /:) /:)

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো বলছেন , ব্লগকে পলাশির প্রান্তর মনে করে :)

আমরা ব্লগার রা যদি পোষ্ট না দেই তাইলে চার লাইনের ফেবু ইসটাটাস নির্বাচিত পাতায় যাইবো না মনে হইতাছে ।

৮| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩২

শিপু ভাই বলেছেন:
প্রায় সহমত প্রতিটা পয়েন্টে!!!

গোছানো লেখা++++++++++

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক দিন ধরে নিজের ও অন্যদের সমস্যা গুলো দেখে দেখে মাথায় আসলো ।

৯| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট ...।
এখন থেকে নতুন দের পোস্ট এ যেয়ে মন্তব্য করব ।। :)

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: অবশই করা উচিত যেটা আমি আগে করতাম এখন করি না , এখন হতে আমারও করতে হবে ।

১০| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

লাবনী আক্তার বলেছেন: অনেক কিছু শিখলাম। নয়াতো এতো কিছু বুঝিনা ! :P :P

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: নয়া পুরান ‍ কুনু কথা না ! বিষয় হইলো এখানে কেউ আপ্নাকে দেখতাছে না , আপ্নার লেখা দিয়াই আপ্নাকে সবাই বিচার করবে , তাই সেটা যতো সুন্দর হবে সবাই সেভাবেই আপ্নাকে বিচার করবে ।

১১| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৯

মাহতাব সমুদ্র বলেছেন: শিখলাম...

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: শিখার শেষ নাই :)

১২| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪১

লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে মজার পুষ্ট হইলে ;) ;) ;) ;) =p~ =p~ এই ধরনের ইমু দিয়েই কাজ সেরে দেই । আর আসল কথা হইলো আমি আবার মজার পুষ্ট ছাড়া অন্য কোন পুষ্ট কম পড়ি ;) তাই কমেন্টও ইদানীং কম করা হয় । আর আসলে সমস্যা হইলো অনুসারীত ব্লগ নিয়া :( ইদানীং ব্লগে খুবই কম আশা হয় ,তাই অনুসারীত ব্লগ ছাড়া অন্য সব পোষ্ট পড়া হয় না । প্রিয় ব্লগারদের অনুসরণে নিয়েছি তাই দিনে এক দুইবার এসে অনুসারীত ব্লগ দেখেই চলে যাই :| এইটা ইদানীং অভ্যাসে পরিণত হইছে , আর যেই পোষ্ট গুলাতে কমেন্ট করি সেই গুলা পড়েই কমেন্ট করি এইটা আবার ভালো দিক , কিন্তু কথা হলো ছোট পোষ্ট পড়তে ভালা পাই , বড় পোষ্ট গুলা অর্ধেক পড়েই কিছুটা আইডিয়া নিয়ে কমেন্ট কড়া হয় , বিশেষ করে নামীদামী ব্লগারা বড় বড় পুষ্ট দেয় ;) ;)
আর আমি লাস্ট পোষ্ট দিছি মনে হয় ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আগে ইসকুলের কলেজের বই পড়তাম এখন অনুসারীত ব্লগ পড়ি অভ্যাস হয়ে গেছে ।

১৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪৪

নাহিদ সৈকত বলেছেন: বহুত কিছু জানিতে পারিলাম। পোস্টের জন্য +++++++++

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ আশা করি আমার চিন্তা ভাবনা গুলো ভালো লাগলে সবাই কাজে লাগাবে ।

১৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮

আমিনুর রহমান বলেছেন:

আজকে জোর করে একটা পোষ্ট দিতে চাইছিলাম, তোমার পরামর্শ শুনি এখন আর দিমু না ;)

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: জুরা জুরি ভালো না , পরে দেকবেন গায়েবি আওয়াজ আসতাছে
ছেড়ে দে শয়তান ........ ;)

১৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: অনেকে বিশাল আকারের লেখা পোস্ট করেন-এত বড় লেখা পড়তে ভাল লাগেনা।

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: হ্যা তখন ধৈর্জ থাকে না ।

১৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩

বাংলাদেশী দালাল বলেছেন:
শিখতেই আছি.......

আপনে আমার ব্লগে কমেন্ট করেন না আমিও করমু না। ;)

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ভোলার মানুষ ভালা না , তাগোরে শিখাই না ;)

১৭| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪

মন জানালা বলেছেন: আর বেশি বেশি কমেন্ট করতে গিয়া সময় বাচাইতে অনেকে না পইড়া কমেন্ট কইরা ফালায় !
ঠিক ঠিক!

X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

আর আপনার হাতের লেখা নষ্ট হয়ে গেছে !কি যে কন??
:-P :-P :-P :-P :-P :-P :-P :-P :|| :|| :|| :|| :|| :|| :||

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: দেখেন না আগে কি সুন্দর হাতের লেখা ছিলো এখন কেমন প্যাচাইয়া প্যচাইয়া লেক্তাছি ।

১৮| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৮

রুপম শাহরিয়ার বলেছেন: আপনার এই পোষ্ট আমার মত নতুনদের অনেক সাহায্য করবে। ধন্যবাদ ভাই।

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: সাহায্য করতে পারলে ধন্য মনে করবো নিজেকে ।

১৯| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮

মোমের মানুষ বলেছেন: ভাই আমাকে কোন ঘোষনা ও কারন ছাড়াই জেনারেল করে রাখা হয়েছে। আমি তো এত পোস্ট দেই না, কোন ক্যাচালেও জড়াই না। ভদ্র পোলা, ব্লগেও ভদ্র থাকি? এ থেকে পরিত্রানের উপায় কি?

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার নিকটাও তো তেমন !!! মোমের মানুষ !!!!!!

আচ্ছা জানাপাকে মেইল দিতে পারেন ।

২০| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩

বাংলার হাসান বলেছেন: বিশ্লেষণ ভালো হয়েছে

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ।

২১| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৭

গোবর গণেশ বলেছেন: সহমত প্রকাশ করছি। তবে নিজে কয়টা মানি সেইটাই প্রশ্ন।

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: কিছু কিছু নিজেই মানি না , নিজের দোষ প্রকাশ করে সহব্লগারদের পরামর্শ দেয়ার চেষ্টা করছি ।

২২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

গোবর গণেশ বলেছেন: আপনার মাধ্যমে জাতির উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই: ইংরেজিতে পোষ্ট/কমেন্ট আর ইংরেজি বর্ণ ব্যবহার করে পোষ্ট/কমেন্ট দেখতে খুব বিরক্ত লাগে। এটা একটা বাংলা প্ল্যাটফর্ম। দয়াকরে এই কাজটি কেউ করবেন না।

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: একজন ব্লগার আছে ! পোষ্ট কমেন্ট সব কিছু ইংরেজিতে দেয় । :)

২৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯

এরিস বলেছেন: ১।পোষ্ট এর সাইজ : আমার পোস্ট এর সাইজ বড়। টের পাই। :(
২।পোষ্ট এর মেয়াদকাল : একটা নির্দিষ্ট সংখ্যা মেনে পোস্ট করার চেষ্টা করি।
৩।লেখক যখন পাঠক : পড়তে ভালবাসি। বিচিত্র ভাবনা জানতে ভালো লাগে। তাদের লেখা পড়ে বুঝতে পারি শুধু ভেবে ভেবেই কতদূর যায় মানুষ।
৪।অনুসারীত ব্লগঃ ১০৫ টি ব্লগ অনুসারিত।
৫।ভালো লাগা প্রিয়তে নেয়াঃ অনেকে ভালো লাগলো বা প্লাস লিখে মন্তব্য কইরা ভালো লাগা বাটনে ক্লিক করেন না । অবজেকশন মাই লর্ড। যারা ভালো লাগা বাটনে ক্লিক করে এবং প্রিয়তে নেয়, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় সামুর স্লো সার্ভার। X( ওনাদের জন্যে আপনার পক্ষ থেকে কিছু স্পীচ দেয়া চাই।
৬।ইমোটিকন এর ব্যাবহার: এমন একজনকে বিশেষভাবে চিনি। ভদ্রতার খাতিরে কিছু বলা যাচ্ছেনা।
৭।না পইড়া মন্তব্য দেয়াঃ ঘটনা সত্যি। সহমত। লেখক কষ্ট করে লিখেন। কে না পড়ে মন্তব্য করে সেটা সহজেই বুঝতে পারা যায়, এটা মন্তব্যকারি বুঝতে পারেন না।
৮।অ-অনুসারীত পোষ্ট পড়াঃ আই লাইক টু মিট নিউ রাইটিং স্টাইলস। :) পড়ি।
৯।নতুন ব্লগারঃ আমি প্রথম পাতা থেকে পড়ি। এই ব্যাপারটা মাথায় আসেনি। নেক্সট টাইম ভুল হবেনা।
১০।জোর করে পোষ্ট না দেয়াঃ এরকম কেউ করে!! জানা ছিল না। :|
_____ গবেষণা ভালো লাগলো। যদি একটু করেও কারো উপকারে আসে। :) নতুন কিছু ব্যাপার জানলাম। পাইলট ভাই, পোস্টে প্লাস দেয়ার ইচ্ছে ছিল। কিন্তু X( X( X( ৫ নাম্বার লাইন দ্রষ্টব্য।

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ৫।ভালো লাগা প্রিয়তে নেয়াঃ অনেকে ভালো লাগলো বা প্লাস লিখে মন্তব্য কইরা ভালো লাগা বাটনে ক্লিক করেন না । অবজেকশন মাই লর্ড। যারা ভালো লাগা বাটনে ক্লিক করে এবং প্রিয়তে নেয়, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় সামুর স্লো সার্ভার। X( ওনাদের জন্যে আপনার পক্ষ থেকে কিছু স্পীচ দেয়া চাই।


সামুর টেকনিক্যাল টিমের কেউ কি কখুনো কাউকে ভালুবাসে নাই ? নাইলে ভালু লাগা দেয়া যায় না কেনও ? জলদি তাদেরকে ভালু বাসা সহ ভালু লাগা দেয়ার এন্তেজাম করা হোক ।

২৪| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পোষ্ট এর সাইজ :
ব্লগে পোষ্ট দেয়ার ক্ষেত্রে আমি মনে করি, পোষ্ট খুব বেশি বড় হওয়া উচিত নয় । চার বা পাঁচ প্যারার পোষ্ট হলে ভালো হয় , এতে পাঠকের পড়ার আগ্রহ বারে । একটা বিষয় মাথায় রাখবেন এখানে আপ্নি ছাড়াও আরও লেখকের লেখা আছে , পাঠককে সেই লেখকদের লেখা গুলো পড়ার সুযোগ দিতে হবে । প্রয়োজনে পোষ্ট একাধিক পর্ব করুন


এটা কার জন্য উপদেশ, নিজের জন্য মনে হয় না ;)

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি গ্যাপ দিয়া দিয়া পোষ্টের সাইজ বড় করি , দেখতে বড় মনে হলেও পড়তে গেলে দ্রুত শেষ হয়ে যায় ।

২৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: যথার্থ বলেছেন রাফাত ভাই ! শতভাগ সহমত ! মিলাদের দাওয়াত পাইছেন তো ?? ;) ;) ;)

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: শুনলাম, কিন্তু কখন হইবো আর কুতায় হইবো সেইটা এখনও জানতে পারি নাই , পুলাপাইন সব বদ , অদ্দেক অদ্দেক খবর দেয় । আইচ্ছা কিসের মিলাদ ? কেউ কি মারা গেছে ? নাকি পরীক্ষায় পাস দিছে ?

২৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪

শীলা শিপা বলেছেন: আসলে না বুঝে অনেক কিছু করি। মাঝে মাঝে ইচ্ছা করেও করি। সুন্দর পোষ্ট। ধন্যবাদ।

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিক বলছেন ।
আসলে যেটা উচিত সময় না থাকলে না কমেন্ট না করা , পড়ে তারপর কমেন্ট করা উচিত ।

২৭| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দেখেন পাইলট ভাইআপনি তো কবিতা লিখেছেন। কবিতা কিন্তু জোর করে হয় না ।
কবিতার ক্ষেত্রে বলতে পারি দুই মিনিটে সেরা কবিতাটি বেরিয়েআসতে পারে। তবেআমি কিয়েকটি কবিতায় পরে ছবি যোগ করেছি। কিছুআপডেট ও করেছি। ছবি সংযোগ করার কারন অজানা কারনে কবিতা লেখার সময় বা পোস্টের সময় ছবিএটাচ করতে ব্যর্থ হওয়া । কেন যেএমন হয় তাআমার জানা নাই ।যখন পারি তখন ঠিকই ছবি দিয়ে দিই ।

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: জি ভাই আপ্নার কবিতা প্রতদিনই দু একটা পড়ি তো ! খুব ভালো লাগে :)





;)

২৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫২

লুলুপাগলা বলেছেন: হুম......................

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: কেমন আছেন ? ভালু ?

২৯| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

তোমোদাচি বলেছেন: গবেষনা ভাল হয়েছে ;)

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ অনেক দিন নিয়মিত হতে পারিনি ব্লগে ।

৩০| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! বিশ্লেষণধর্মী পোস্ট !

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

৩১| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৩১

আশিকুর রহমান অমিত বলেছেন: সুন্দর দিকনির্দেশনা

২২ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাকে ধন্যবাদ :)

৩২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ঘুপাভাই, ইন খুনো খ্বতা ন অ'র (ট্রান্সলেট করেঞ্চেন্দেহি)

২২ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: কেন ভাই আর করবেন না কেন ?

৩৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইতা খ্বিতা খ্বইলেন বা! চার পাঁচ প্যারায় মাইক্রোব্লগিং হইতাড়ে মাগার ব্লগিং ক্যাম্নে হয়... হ্যা, বড় পোস্ট হইলে অনেকেই পড়ে না... কিন্তু বড় পোস্টের একটা তিপ্তি আছে তো! আর মাশাল্লাহ, আমার অনুসারিত ব্লগার হইল গিয়া কমবেশি ১৭০ জন, ঠিক আছে মনে হয়। আর এখখান অবজেক্শন, ডেলি পোস্ট দিতে মানা করলেন কিল্লাই? যাকগা, বাকি পুরাটার লগে একমত। পুরাই। আরেক্কান খ্বতা। ফেসবুকে যে মজার মজার স্ট্যাটাস মারেন তা তো ব্লগপোস্টও কওয়া যায়, করেন না কেনু? নাহ, ব্লগরে একটু ইজি নেন না ঘুপাভাই!

(আম্নেরা মানুষ বালা না, ছবির্হাটে যান, কন্না।)

২২ শে মে, ২০১৩ রাত ১০:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: এরপর গেলে বলুমনে :) একটা পোষ্ট একদিনে পইড়া শেষ করতে পারে না সকল পাঠকেরা এর মইদ্যে আরেকটা পোষ্ট দিলে যেসব পাঠক পড়ে নাই তারা তখন যে কোন একটা পড়ে আরেকটা বাদ রাখে তখন পোষ্ট লেখার পরিশ্রম বৃথা যায় :)

৩৪| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:২৭

মেহেরুন বলেছেন: কেমন আছো রাফাত ভাই??

২২ শে মে, ২০১৩ রাত ১০:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আরে ! এইটা কে ? ভালোয়াছি :)
তুমি আর তোমার উনি কেমনাছো ?

৩৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ! বিশ্লেষন করেছেন দেখি। কিছুকিছু পয়েন্ট আছে আমি একমত, কিছু পয়েন্টে আমি অবশ্য ভিন্নমত। আগামীবার ভিন্নমত ব্যখ্যা করে মন্তব্য করব। :)

২২ শে মে, ২০১৩ রাত ১০:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: মন্তব্য দিয়া এই বিষয়টাকে আরও স্বচ্ছ করি আমরা, যাতে সবাই বিষয়গুলো ফলো করে সুবিধা গ্রহন করতে পারে ।

৩৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭

দুঃখিত বলেছেন: উপকারী পোস্ট।
রাফাত ভাই সালাম নিয়েন। :) ভালো থাকবেন ভাই :)

২২ শে মে, ২০১৩ রাত ১০:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ওয়ালাইকুম আস সালাম । ধন্যবাদ দু:খিত ভাই :)

৩৭| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

আর.হক বলেছেন: কইষ্যা প্লাস............... । এখন ব্লগে আগের মতো মন্তব্য করে না জাতি ।

২২ শে মে, ২০১৩ রাত ১০:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: হ্যা এবং পড়েও না ।

৩৮| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

প্রিন্স হেক্টর বলেছেন: ইদানিং আইলসা হইয়া গেছি, পোষ্ট দেই না। /:)


আমার ডিফল্ট ট্যাব অনুসারিত ব্লগ। ১৬৭ জন আছেন লিষ্টে। :-*


না পইরা কমেন্টাই না। বড় পোষ্ট পড়তে বিরক্তি লাগে, সেটা যতো ভালই হোক B :-<


প্লাস দিয়েই "পিলাচ" কই। মাঝে মাঝে দিয়ার পরও কই না :#>


প্রিয়তে নেয়ার মত হলে তো নিইই, তাছাড়া ইনফরমেটিভ পোষ্ট পিডিএফ করে ডাউনলোড করে নেই B-))


ইমুর ব্যাপারে আমি উদার হস্ত B-)) B-))


নতুন ব্লগারদের পোষ্ট পড়ি। তবে ইদানিং সময় পাইতেছি না :|

২২ শে মে, ২০১৩ রাত ১০:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ প্রিন্স হেক্টর । এভাবে আমরা কিছু টেকনিক ফলো করলে সুন্দর ব্লগিং করতে পারবো মনে করি ।

৩৯| ২২ শে মে, ২০১৩ রাত ৮:১৮

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ব্লগে না আইসা এই কয়দিন তাইলে এইসব গুবেসনা কইরা কাটাইছেন?


বানান ভুলসর্বস্ব লেখকের সব বানানই দেখি ঠিক অয়া গেছে। উন্নতির লক্খণ...

২২ শে মে, ২০১৩ রাত ১০:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: বানান এখনও অনেক ভুলাছে ! :)

হ্যা এই কয়দিন এইসব গুবেষনা কইরা বাইর করছি , এখন বলেন দেখি গবেষনার জইন্য কি একটা ড: ডিগ্রি চাইতে পারি ? নাকি আরও গবেষনা পোষ্ট দিতেইবো । =p~ =p~

৪০| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রম্য !
হাসতে হাসতে লু খু গে ! ;) ;) ;) ;) :P :P :P
























আপনার লিখার স্টাইলের সাথে পরিচিত , বাট ''না পইড়া মন্তব্য দেয়া ''
পাবলিক হইলে কীরকম কমেন্ট হইতো তার একটা সেম্পল পাঠাইলাম ।

২২ শে মে, ২০১৩ রাত ১০:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: মিছা কইয়েন না লিটুন ভাই ! লেইখা ফালাইছেন কমেন্টমুছতে খারাপ লাগতাছে তাই নিচে আইসা আবার ফিনিসিং দিলেন ;)

৪১| ২২ শে মে, ২০১৩ রাত ৯:২৭

চারকল বলেছেন: ধন্যবাদ পাইলট ভাই পোস্টের জন্য। সবগুলো পয়েন্টের সাথে একমত। নতুন ব্লগারদের বিষয়ে সিনিয়র ব্লগারদের আরো একটু সচেতনতা আশা করছি। হিট ব্লগারদের একটি মন্তব্য অনেক বেশী উৎসাহ যোগায়। এবং তাকে অনুসরন করে আরো অনেকেই ভিজিট করেন। শুধু “ভাল হয়েছে/হ্যাপী ব্লগিং” না লিখে তারা যদি গাইড লাইন দিয়ে বলেন “এটা এরকম/ওটা ওরকম” করে লিখা যেত, তাহলে আমরা উপকৃত হতাম। নতুন নতুন ভাবনা যুক্ত হতো এবং পোস্ট সমৃদ্ধ হতো। পিঠ চাপরানির চেয়ে গঠন মূলক সামালোচনাই বেশী কার্যকর।

২২ শে মে, ২০১৩ রাত ১০:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি এখন হতে চেষ্টা করবো নতুনদের সাথে কথা বলতে , কিছু দিন বিজি ছিলাম তাই ব্লগে আসতে পারি নাই ।

৪২| ২২ শে মে, ২০১৩ রাত ১০:৩৭

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++++++

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

৪৩| ২২ শে মে, ২০১৩ রাত ১১:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ২৫ নং প্লাস।
পোস্ট ভাল পাইছি গো ভাইজান!

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ধইন্যাপাতা :)

৪৪| ২২ শে মে, ২০১৩ রাত ১১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রায় সবকটি পয়েন্টে একমত -

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: একমত আছেন জেনে ভালো লাগলো :)

৪৫| ২২ শে মে, ২০১৩ রাত ১১:৫৪

একজন আরমান বলেছেন:
দারুন বিশ্লেষণ রাফাত ভাই।

কারো পোস্ট না পড়ে কমেন্ট করা উচিত না। আপনার এই কথার সাথে আমিও একমত।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: না পড়ে কমেন্ট করি না এই জইন্য ইদানিং কমেন্ট কম কম করি কারন পড়ার সময় বেশি পাইনা ।

৪৬| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৫২

তারছেড়া লিমন বলেছেন: অ্যদ্দিন পর বুঝলাম ঘুপা ভাই ব্লগ দিয়া ফেবু চালাই ;) ;) ;) ;) ;) অনেক সময় ধরে ব্যপার খান বুঝলাম।এখন একটাই দাবি আমি আগের ঘুপারে ফেরত চাই.................যদি না দেন তো আমি অনশনে বসবো কইলাম।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: সামনে রোযার দিন আসতাছে সেই কারনে অনশন কইলেন নাকি ;)

৪৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৫৭

মিজভী বাপ্পা বলেছেন: অনেক কিছু জানতে পারলাম ভাই।অনেক ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: জানাতে পেরে নিজেকে ১০ আটি ধইন্যা দিলাম ;)

৪৮| ২৩ শে মে, ২০১৩ রাত ১:০৪

পিনিকবাজ বলেছেন: ''জুরা জুরি ভালো না , পরে দেকবেন গায়েবি আওয়াজ আসতাছে
ছেড়ে দে শয়তান ........ ;)''

সহমত....

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার প্রফাইল পিক দেখান যায় না কেন ?!!!!!!!!!!!

৪৯| ২৩ শে মে, ২০১৩ রাত ২:০০

এন এফ এস বলেছেন: ;)

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ;)

৫০| ২৩ শে মে, ২০১৩ রাত ২:০৩

এন এফ এস বলেছেন: আমি তো একটা নিয়ম ভেঙে দিলাম উপরেই B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: কঠিন বিচার হইবো ;)

৫১| ২৩ শে মে, ২০১৩ রাত ৩:৪৮

ভিয়েনাস বলেছেন: গবেষনা ভালো হয়েছে... যারা ব্লগে অনিয়মিত তাদের তো অনুসারিত ব্লগ স্মবল.....

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিক বলছেন ।

৫২| ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:১০

নাইট রিডার বলেছেন: ১। পোষ্টের মেয়াদকালের ব্যাপারে কঠিনভাবে সহমত।( অবশ্য এর কারণ আমি অলস টাইপের ব্লগার, প্রতিদিন তো দূরের কথা প্রতি সপ্তাহে ও একবার লিখতে বসি না।)

২। পোষ্টের সাইজের ব্যাপারে কিঞ্চিৎ দ্বিমত আছে। পোষ্টের সাইজ নির্ভর করে কি নিয়ে লিখছি তার উপর, এমন অনেক ব্যাপার আছে যা বিষদ ভাবে না লিখা আর একেবারেই কিছু না লিখার মধ্যে কোন পার্থক্য থাকে না, সেই সব পোষ্টগুলো একটু বড় হতেই হবে। আর ফেসবুক স্ট্যাটাসের মত যদি পোষ্ট হয় তাহলে দুটোই তার স্বকীয়তা হারাবে। আমি দুটোই এঞ্জয় করি কিন্তু একটার জায়গায় আরেকটা না।

৩। না দেইখ্যা কমেন্ট করা বা জোর কইরা পোষ্ট প্রসব যারা করে তাদের ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিক বলছেন ! বিষয় বস্তুর উপরই পোষ্টের সাইজ নির্ধারন হতে পারে । কিন্তু ব্লগ পোষ্টের একটা সাইজ আছে ! অনেকে সেটা অতিক্রম করে ফেলে সেই লেখকদের উদ্দেশ্যেই অই পয়েন্টা ছিলো ।

৫৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫

সোহাগ সকাল বলেছেন: কামের পুস্ট! সিরিজ পুস্ট দিলেও মাইনষে তেমন একটা পড়তে চায়না। ব্লগে আরও রেগুলার হন।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার ল্যাপটপ নষ্ট ছিলো আর নেট লাইনের সমস্যাও ছিলো দুটো কারনে ব্লগে নিয়মিত ছিলাম না , এখন হতে নিয়মিত হবো । :)

৫৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৩০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ওরে ভাইয়া ! জটিল গবেষণা মূলক পোস্ট !! +++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ আপু :)


সেরা কবি নিরবাচিত হওয়ায় আপ্নাকে অভিনন্দন । :)

৫৫| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫

বৃতি বলেছেন: শিক্ষণীয় । প্লাস দিলাম ।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ।

৫৬| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার গবেষণার প্রথম নিয়মটাই তো মানতে পারিনা ভাই! :( আমার গল্প ৪০০০-৫০০০ শব্দ ছাড়িয়ে যায়। এই জন্যই মানুষ কম পড়ে! :(

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: বস আপ্নাকে বঝুতে হবে , আপ্নি ব্লগ পোষ্ট দিচ্ছেন কোন বই লিখছেন না ! আপ্নার মতো আরও লেখক আছে পাঠকগন তাদের লেখাও পড়তে চায় ! তারা একটা লেখা পড়ে সময় শেষ করতে চায় না । :)
বেশি বড় হলে সিরিজ পোষ্ট দিতারেন সেটা ভালো হবে । :)

৫৭| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:২০

মৃন্ময় বলেছেন: স্টিকি করা হউক..... =p~
ভালো লাগলো

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

৫৮| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: মোটামুটি সব পয়েন্টই এসেছে । ব্লগে ভাষার ব্যবহার নিয়া একটা পয়েন্ট যোগ কইরেন । খারাপ ভাষা প্রয়োগ না করেও যে জম্পেস ক্যাচাল করা যায়, এরাম কিছু উদাহরনও দেখাতে পারেন । পোস্টের কনটেন্ট ভালো হলে আর ভাষা সাবলীল হলে পোস্ট কিছু বড় হলেও পাঠকের সমস্যা হওয়ার কথা না । তবে ছবিব্লগে ছবি কম থাকলে ভালো, নাইলে পেইজ লোড হইতে সময় লাগে । কয়েক লাইনের স্ট্যাটাস এবং রিপোস্টের জন্য ফ্লাডিং হয়ে যায় ।


এই পোস্ট কিছু সময়ের জন্য হলেও স্টিকি করা হউক ।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: স্টিকিনুরোধের জইন্য ধন্যবাদ :) সামনে এমন আরও কিছু চিন্তামুলক পোষ্ট দিবো ভাবতেছি । :)

৫৯| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:১৫

নিয়েল হিমু বলেছেন: অসাধারণ একটা পোষ্ট পড়লাম । যদিও কমেডি পষ্ট ভেবে পড়া শুরু করে আশাহত হইছি তবুও ভাল্লাগছে ।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: হতাশ :( ???????????

৬০| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৫০

কয়েস সামী বলেছেন: প্রথম পয়েন্টটা মানতে পারলাম না। লেখার সময় আকারের দিকে মনোযোগ রাখতে গেলে সেই লেখাটি সবসময় সুখপাঠ্য নাও হতে পারে।অার পর্ব ভাগ করে দিলে সেম পাঠককে আবার না পাওয়ার সম্ভাবনা থেকে যায়।
আপনি নিজে কি আপনার উপদেশ মেনে চলেন? জাস্ট কিউরিয়াস!

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: এটা কোন উপদেশ নয় পরামর্শ যা আমি মানার চেষ্টা করি ।

আর আপ্নাকে ভাবতে হবে আপ্নি ছাড়াও আর লেখদের লেখা আছে , পাঠক কে সেই লেখা গুলো পড়ার সুযোগ দিতে হবে । আর একজন লেখক তার লেখাকে ছোট বড় মাঝারি বিভিন্য আকারে সাজাতে পারে , চাইলে রিমিক্স ইসটাইলেও একই পোষ্ট বার বার দিয়া পাঠককে বিনুদুন দিতে পারে । সব কিছু আপ্নার নিয়ন্ত্রনে ।

৬১| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

মাহাবুব১৯৭৪ বলেছেন: সাধারন কথাগুলিই সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ভালো লাগলো।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ মাহাবুব ভাই :)

৬২| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬

মেলবোর্ন বলেছেন: আমিও অনেক দিন পর আসলাম পয়েন্ট গুলোর সাথে একমত পোস্ট পড়ে সবগুলা কমেন্টও পড়লাম আরো কিছু যোগ করি।

পোস্টের সাথে সংগতিপুর্ন ছবি যোগ করতে পারেন
আর পোস্ট যদি অন্য কোন লিখা বই বা কোন ওয়েব সাইট হতে সাযাজ্য নিয়ে থাকেন সেটার তথ্য সুত্র দিলে আরো ভালো হয়। সবোপরি নিজে অন্যের ব্লগ পরুন কমেন্ট করুন অন্যকে উৎসাহিত করুন আপনাল লিখা ভালো হবেই কারন তখন আপনি বুঝবেন পাঠক কি চাচ্ছে?

২৩ শে মে, ২০১৩ রাত ১১:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব অল্প কথায় অনেক কিছু গুছিয়ে বলেছেন :)

ধন্যবাদ ভাই ।

৬৩| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১ । জি ভাই আপ্নার কবিতা প্রতদিনই দু একটা পড়ি তো ! খুব ভালো লাগে :)
২। ইসটিকি করতে কইলেন না তো !!! ;)
৩ । মিছা কইয়েন না লিটুন ভাই ! লেইখা ফালাইছেন কমেন্টমুছতে খারাপ লাগতাছে তাই নিচে আইসা আবার ফিনিসিং দিলেন ;)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ভাইজান ,পোস্ট পড়া ছাড়াও , আমি যদি কোন পোষ্টে ২৩৮ নং মন্তব্যকারী হই , সে ক্ষেত্রেও ২৩৭ টা কমেন্ট পড়ে তবেই কমেন্ট করি । :-P :-P


২৩ শে মে, ২০১৩ রাত ১১:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার কমেন্ট এর ১ নং কমেন্টা কেমন লাগছে ;)

৬৪| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

রাইসুল সাগর বলেছেন: গবেষনাটা ভালা হইছে।


সুপার পোষ্ট।

২৩ শে মে, ২০১৩ রাত ১১:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ সাগর ভাই ।

৬৫| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একটি চমৎকার পোস্ট দিলেন অল্প কথায়। ব্লগারদেরকে আরও পেশাদারি হওয়া প্রয়োজন এখন, সবচেয়ে বেশি। তাই আপনার পোস্টটি আলাদা তাৎপর্য বহন করছে। অভিজ্ঞতাগুলো অমূল্য।

শুভেচ্ছা জানবেন:)

২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাই উতসাহ দেয়ার জন্য :)

৬৬| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:৪০

আমি তুমি আমরা বলেছেন: গবেষনা ভাল হইছে। পইড়া কমেন্ট করছি কিন্তু ;)

২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: তাই নাকি ? পরীক্ষা লমু ;)

৬৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:২১

ক্ষুদে ব্লগার বলেছেন: অনেক কিছু শিখলাম ।

২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

৬৮| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৭

সায়েদা সোহেলী বলেছেন: গবেষণা কাজে দিবে
। ধন্যবাদ ভাইজান. +++


।তবে মাইন্ড করলাম ছবি নিয়ে কিছুই বলে নাই :((

২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: পোষ্ট পড়ার জইন্য ধইন্যবাদ । আর ফেবুতে নক না দেয়ার জইন্য মাইনাচ :(

৬৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:০১

হাসি .. বলেছেন: X(

২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: :| আন্তুরিক ভাবে দু:খ পাইছি , সত্যি ! কছম :(

৭০| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩২

রাতুল_শাহ বলেছেন: দারুণ গবেষণা পাইলট সাব।


অনেক অনেক ভাল লাগা দিলাম।

২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই পোষ্ট পড়ার জন্য , আরও কিছু গবেষনা পোষ্ট দিতে চাই আপ্নার মতামত দিবেন আশা করি । :)

৭১| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:২২

জাকারিয়া মুবিন বলেছেন:
পড়সি। ভাল্লাগসে। কমেন্ট না করলে কেমুন দেহা যায়, তাই কমেন্টাইলাম ;)

২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: সাজেশুন দেন আরও যদি কিছু পয়েন্ট যোগ করা যায় ।

৭২| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

তারছেড়া লিমন বলেছেন: রোজার কারনে অনশন করমু কেনু :( :( :( আমি যে ঘুপা ভাইরে চিনি তারে ফেরত তো চাইতেই পারি তাই না?? ;) ;) ;) ;) ;)

২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: ফেরত পাইবেন কয়েকদিনের মইদ্যেই ।

৭৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১:০০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: গবেষণা ভালো হয়েছে। আমিতো লেখা না পড়ে খুব একটা মন্তব্য করিনা। যদি করি তবে মন্তব্যে সেটা বলে দেই। আমার লেখার সাথে সাথে মন্তব্য পড়ার বদভ্যাসও আছে :|

ও আমি কিন্তু পরিচিত জনদের মাঝে শুধু ইমো দিয়ে মন্তব্যে কোন দোষ দেখিনা।

২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: খাইছে !!! এই আইডি অনেক দিন পরে দেখলাম !!! কেমন আছেন ?

অনেক সময় কিছু কথা শুধুমাত্র একটা ইমো দিয়েই বুঝিয়ে দেয়া যায় এবং সেটা পরিচিত ব্লগার হলে সহজ হয় , কথাটি যথার্থ বলেছেন ।

৭৪| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্যাপক গবেষণা কিন্তু সহমত।

২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্যাপক গবেষণা এবং সহমত। ;)

৭৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''একটা পোষ্ট একজন লেখকের সন্তানের মতো ! কিন্তু প্রতিদিন অথবা দুই একদিন পর পর সন্তান প্রসব করলে সেই সন্তানদের লালন পালন সঠিক ভাবে হয় না ।''
'' আকলমানকে লিয়ে ঈশারাই কাফি । '' :P

২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: বুজছেন তাইলে =p~ =p~ =p~

৭৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৬

রাইসুল নয়ন বলেছেন: প্রথমত আমি ভালো পাঠক নই,
দ্বিতীয়ত বড় পোস্ট আমার অপছন্দ ।

পোস্টে ভালোলাগা ।

২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লাগা দেয়ার জন্য ধন্যবাদ :)

৭৭| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২

jotil_pola_jamalpur বলেছেন: প্লাচ

২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: পেলাচের জইন্য ধইন্যবাদ ।

৭৮| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম,,,,,,,মনে নিলাম,,,,,,মেনে চলতে চেষ্টা করবো,,,,,,,,

আপনাকে অনেক ধন্যবাদ,,,,আপনি এই পোস্টটির জন্য অনেক কষ্ট করেছেন,,,,,,,,

শুভকামনা

২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ আপ্নাকেও :)

৭৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩১

মোঃ কবির হোসেন বলেছেন: ঘুড্ডির পাইলট ভাই আপনার খুব সুন্দর বাস্তবধর্মী একটা লেখা লেখা পড়লাম-একজন ব্লগারকে যে বিষয়গুলো একান্তই জানা দরকার। ব্লগিয় জীবনে এ লেখাটিকে আমি একটি অসাধারন পোস্ট বলবো। অনেক ধন্যবাদ-আবার দেখা হবে।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ :)

৮০| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:১৯

ইনকগনিটো বলেছেন: খুব ভালো লিখেছেন। আর অনুসারিত ব্লগের ব্যাপারটা একটু অন্যরকম এখানে আরকি। আমার মনে হয়, অনেকেই শুধু অনুসারিত ব্লগ ছাড়া অন্য কিছু পড়েন না। তাতে নতুন লেখকরা পাঠক কম পায়। সেই হিসেবে অনুসারিত অপশনটা আমার কাছে ঠিক ভালো লাগে না।


সুন্দর পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৩ রাত ২:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসারীত পয়েন্ট এর নিচেই এই বিষয়ে বলা আছে । আপ্নার সুবিধার জন্য এখানে আবারও দিলাম । আমরা যখন নতুন ব্লগার ছিলাম তখন যেসব পরামর্শ পুরানোদের কাছ হতে পেয়েছি সেভাবেই লেখাটা তৈরি করেছি ।

নতুন ব্লগার
ব্লগের প্রথম পেইজের ডান দিকে দেখবেন নতুন ব্লগার দের তালিকা আছে , তাদের পোষ্ট ভিজিট করা উচিত এবং তাদের পোষ্টে লেখা বিষয়ক মন্তব্য করলে তারা ব্লগিং এ উতসাহীত হবেন ।

৮১| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৫৯

মাগুর বলেছেন: খুব ভালো লাগলো পোস্টটা পড়ে, আপনার সাথে ১০০% সহমত ভাই। স্টিকি করে দিলে আরো ভালো হতো।

প্লাস নাম্বার ফোর্টি ফোর আমার দেওয়া ;)
শুভ কামনা :)

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ৪৪ তম ভালো লাগা দেয়ার জন্য অনেক অনেক শুভকামনা মাগুর ভাই :)

৮২| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৩

মাহমুদ০০৭ বলেছেন: দূর মিয়াহ মানিনা , আমি ১০০০০০০০০০০০০ শব্দের পিচ্চি গল্প লেহুম পারলে ঠেকান !

৩১ শে মে, ২০১৩ দুপুর ১:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: লেকেন না করছে কিডা ? ;)

৮৩| ০১ লা জুন, ২০১৩ রাত ২:৩৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কটিন গুবেশনা করচেন!!!! মাইনে কইতাছি আমি কিন্তু পইড়া কমেন্ট করছি। তাছাড়া আফনারে আমি অনুসারিততে রাখছি। !:#P !:#P !:#P

০১ লা জুন, ২০১৩ রাত ২:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: সেটা বুজবার পারছি ;)

৮৪| ০১ লা জুন, ২০১৩ রাত ৩:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: সেইরাম গবেষনা, ব্যাফুক ভাল হইছে।
পিলাস রইল....

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: পিলাচের লাইগা ধইন্যাপাতা ।

৮৫| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৪২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ব্যফক গবেষণা।


নতুনদের জন্য অনেক কাজের।

খুব ভাল লিখেছেন।

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাকে ধন্যবাদ ।

৮৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪১

~মাইনাচ~ বলেছেন: গবেষনা ভালোই


অনেক কিছুর সাথে একমত

মাইনাচ না দিয়া উপায় নাই B-)

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: মাইনাচ B:-)

৮৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:১৫

মেহেদী হাসান মানিক বলেছেন: আপ্নে যে ব্লগার ভুইলা গেছলাম :((

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: আমিও মাজে মাজে ভুলে যাই :(

৮৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:১০

অপূর্ণ রায়হান বলেছেন: ৪৭ লাম্বার পিলাচ লন ভ্রাতা ;) বিচলেশন ভালা হইসে :)

ভালো থাকবেন সবসুমা :)

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: পিলাচের জন্য ধইন্যবাদ :) ব্লগে নিয়মিত হওয়ায় অভিনন্দন :)

৮৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:১৭

রেজোওয়ানা বলেছেন: Ai post amar blog jibone note boier moto kaj korbe. Onek upokrito hoilam, dhonnobad!!

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার উপকারে লাগবে জেনে খুব ভালো লাগলো :)

৯০| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:২৫

দুরন্ত সাহসী বলেছেন: ভালো গবেষণা


ধন্যবাদ

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

৯১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

বনলতা মুনিয়া বলেছেন: গবেষনা সেইরাম ভালো হয়েছে... B-))

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: অখন মানিয়া চলো ...

৯২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৬

সুপান্থ সুরাহী বলেছেন:
বিয়াপক গবেষণা...

আপ্নেরে ব্লগ ইস্কুলের হেড মাস্টর বানানো লাগবো...

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি তো ব্লগ ইসকুলের হেডুর দায়ীত্বই পালন করতাছি !!!


আফনে এই মাসে ইসকুলের বেতন ‍ দিছেন !!! ???

৯৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:২২

জুন বলেছেন: আমি প্রতিটি প্যারার সাথে সহমত পোষন করলাম।
দারান দেখে আসি কয় প্যারা জানি এই পোষ্টে :-*
১১ :-<
:P
+

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: এইটা প্যারা না তো এইগুলা পয়েন্ট , একটা প্যারায় নির্দিস্ট পরিমান শব্দ থাকতে হবে :)

৯৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৪

মাক্স বলেছেন: নাইস পোস্ট রাফাত ভাই!

১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ মেকসো ভাই অনেক দিন পরে আসলেন !!! :)

৯৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

চটপট ক বলেছেন: পুষ্টি সমৃদ্ধ পোস্ট ভাল লাগসে

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: বাপড়ে আপ্নে তো অনেক ফর্সা !
(প্রফাইল ফটো দ্রষ্টব্য)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.