নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের সেবামুলক কর্মসুচীর ছবি ব্যবহার করে বৈশাখি টিভি চ্যানেলের মিথ্যাচার !!!

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৬

ভাবতে অবাক লাগে ! মানুষ যখন ফেসবুকে বা ইন্টারনেটে দামী গারি , ফেলাট , বাড়ি কিনে ছবি দেয় তখন এমন প্রতিবেদকগন কখনো প্রশ্ন তোলে না ! কিন্তু আমরা কতিপয় মানুষ কিছু অসহায় শিশুর সেবায় কাজ করেছি এখন সেটাতে তারা অন্যায়ের গন্ধ পাচ্ছেন । এইভাবে যদি সামাজিক সেবা কর্মি অনলাইন এক্টিভিস্ট ও ব্লগারদের , গনমাধ্যমে ভুল পরিচয়ে উপস্থাপন করা হয় তবে মানুষ সেবামুলক কাজে আর উৎসাহি হবে না বলেই আমার বিশ্বাস ।

গত ১৯-০৪-২০১৫ তারিখে আমি ফেসবুকে রাকিব নামের একটি ছেলের হাড়িয়ে যাওয়া পোস্ট দেখতে পাই । এরপর একজন ব্লগার ও এক্টিভিস্ট হিসেবে খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটি আজিমপুরস্থ্য সরকারী শিশু সেফ হোমে নিরাপত্তার সহিত সরকারী তত্বাবধানে রয়েছে । বিভিন্ন সময় অসহায় শিশু ও অসহায় মানুষের জন্য সেবামুলক কর্মসুচীর সাথে জড়িত থাকার কারনে ব্লগারদের ফেসবুক গ্রুপ ” আমরা ব্লগার “ এর সদস্যদের অনুরোধে রাকিব নামের ছেলেটি সমন্ধে খোঁজ খবর নিতে আজিমপুরস্থ্য সেফ হোমে যাই ! এবং সেখানের কর্মকর্তাদের কাছ হতে তথ্য সংগ্রহের করে জানতে পারি এখানে আরও অনেক অসহায় ও হাড়িয়ে যাওয়া শিশুকে সরকার নিরাপত্তার সহিত দেখভাল করছে । উল্লেখ্য ওখানে গিয়ে এই সকল শিশুদের দায়িত্বে নিয়োজিতদের সাথে কথা বলে এও জানতে পারি শিশুগুলো অসহায় এবং তাদের শিক্ষা , মানসিক বিকাশ ,চিকিৎসা সহ আরও অনেক সাহায্য দরকার যেটা সরকার প্রদান করতে আপ্রান চেস্টা করে চলেছে । এবং পাশাপাশি সাধারন নাগরিকগনও এখানে এসে অসহায় শিশুদের নিজেদের সাধ্যমতো সেবা ও সাহায্য দেয়ার চেস্টা করে ।

আরও জানতে পারি মেঘদুত ( প্রতিষ্ঠানের দেয়া নাম ) নামের সেফহোমের একটি শিশু অসুস্থ্য হয়ে " শ্যামলি শিশু হসপিটালে" ভর্তি রয়েছে, এই শিশুটিরও পিতা মাতার খোঁজ পাওয়া যাচ্ছে না , প্রতিবেদন তৈরি করতে আমি শিশুটিকে দেখতে " শ্যামলি শিশু হসপিটালে" যাই এবং সেখানে গিয়ে জানতে পারি তার সাহায্য প্রয়োজন তখন তাকে সাধ্যমতো সাহায্য দেয়ার চেস্টা করি । শিশুটির ওষুধ কিনে দেয়া সহ তার হসপিটালের বীল পরিশোধও করে দেয়া হয় ।

আমি উল্লেখীত সেফ হোম এর উপর তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করতে বিভিন্ন সময় সেফ হোমের অফিসে যাই এবং আমার ফেসবুক ওয়ালে অন্যান্য ব্লগারদের ও এক্টিভিস্টদের কাছে তথ্যগুলো ছবি প্রমান সহকারে পরিবেশন করি । ব্লগার ও এক্টিভিস্ট হিসাবে শিশু সেবা প্রতিষ্ঠান সমন্ধে জানার বা সেটা নিয়ে অন্যান্য ব্লগারদের সাথে আলোচনা করার নাগরিক অধিকার আমার রয়েছে যেহেতু ইতিপুর্বে আমরা শিশুদের সেবা প্রদান নিয়ে কাজ করেছি।

তথ্য সংগ্রহ করতে গিয়ে সেফ হোমের শিশুদেরকে ” আমরা ব্লগার “ এর সদস্যগন সাধ্যমতো সাহায্য দেবার চেস্টা করে যা সেফহোম প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নথিভুক্ত করে রাখা হয়, যার মধ্যে অন্যতম ছিলো সেফ হোমের শিশুদের ব্লাড গ্রুপিং করে দেয়া , এবং এই কাজে ” আমরা ব্লগার “ এর সদস্য সহব্লগার ও এক্টিভস্টগনও যুক্ত ছিলো , আমি মনে করি একজন নাগরিক হিসেবে সরকারের শিশু সেবার এমন সুন্দর পদক্ষেপে এগিয়ে আসা আমাদের কর্তব্য ছিলো । সেফ হোমের কর্মকর্তা গনের অনুরোধেই আমরা আমাদের সেবামুলক কর্মসুচীটি পরিচালনা করি যার বিনিময়ে কখনো কোন টাকা পয়সা বা কোন সুবিধা গ্রহন করি নাই । এই ক্ষেত্রে সেফহোমের কর্মকর্তাদের বলে দেয়া আইন ও নিয়ম অনুযায়ী আমরা কাজ করি ।

গত ২১ জুন ২০১৫ তারিখে বৈশাখি টিভি চ্যানেল শিশুদের নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বের অংশ হিসাবে সেফহোমের কিছু দোষ ত্রুটি তুলে ধরার চেস্টা করে এবং প্রতিবেদনের উপকরন হিসাবে আমাদের কর্মসুচীর ছবিগুলোকে তারা আমাদের সাথে কোনরকম যোগাযোগ না করেই ব্যবহার করে । এবং প্রতিবেদনের বিভিন্ন অংশে তারা আমাদের কর্মসুচীর ছবি গুলো প্রচার করার সময় শিশু পাচার , দত্তক ব্যবসায়ী বলে ধারা বর্ননা দেয় । অথচ আমাদের কর্মসুচীর যেসকল তথ্য , ছবি গুলোতে প্রতিবেদন হিসাবে ব্যবহার করা হয়েছিলো সেগুলো প্রতিবেদক গোপন করে গেছেন । এবং আমাদের সেবামুলক কর্মকান্ডের কথা উল্লেখ করেন নাই । উল্লেখ্য ধারা বর্ননার এক পর্জায়ে প্রতিবেদক আমাকে , জনৈক ইলোরা নামের একজন নারীর কর্মি হিসাবে উল্লেখ করে যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহিন । কারন আমি ” আমরা ব্লগার “ এর সদস্য ও কর্মি হিসেবেই সেফ হোমের উপর প্রতিবেদন তৈরি করতে সেখানে যাই এবং ” আমরা ব্লগার “ এর কর্মি হিসাবেই বিভিন্ন কর্মসুচীতে অংশ গ্রহন করি । প্রতিবেদক আমার ফেসবুক ওয়াল হতে যেসকল ছবি আমাদের সাথে যোগাযোগ না করে ডাউনলোড করে ব্যবহার করেছেন সেসব ছবি পোস্টে ” আমরা ব্লগার “ এর কর্মসুচীর কথা লেখা থাকলেও তিনি তা কৌশলে গোপন করে যান এবং ইলোরার কর্মি বিষয়ক মিথ্যা কথাটি প্রচার করেন ।



বৈশাখি চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে আমাদের কর্মসুচীর ছবি যা আমার ফেসবুক ওয়াল হতে কোন রকম যোগাযোগ না করেই ব্যবহার করা হয়েছে । এবং ধারা বর্ননায় আমাদের কর্মসুচীকে গোপন করে শিশু পাচার বা দত্তক ব্যবসায়ী প্রমানের চেস্টা করা হয়েছে ।


এটা আমার সেই ছবিটির স্ক্রির্ন শট , পোস্ট এর লিংক পেতে এখানে ক্লিক করুন ।
https://www.facebook.com/pilotnur/posts/819082954848029

কতোটা দায়িত্বহীন ভাবে আমাদের ব্লাড গ্রুপিং কর্মসুচীর ছবি ব্যবহার করে তারা শিশু পাচারকারি প্রচার করছে !!!!!!!!! !!! !

তাদের নোংড়ামির আরও একটি প্রমান দিচ্ছি :



এই ছবিটিও তারা আমার ফেসবুক ওয়াল হতে ডাউনলোড করে এবং আমার সাথে কোন রকম যোগাযোগ করে নাই । দায়িত্বহিনের মতো এই ছবিটি প্রদর্শনের সাথে সাথে তারা শিশু পাচারকারি প্রমানের চেস্টা করে । অথচ আসল ছবিটির স্ক্রির্ন শট দেখুন ।


আমরা মুলত একটি মেডিকেল চেকাপ ক্যাম্প করেছিলাম বাচ্চাদের জন্য কারন বাচ্চাগুলোর কিছুদিন আগে পক্স উঠেছিলো
এই লিংকে তার প্রমান রয়েছে :
https://www.facebook.com/pilotnur/posts/821265414629783
কিন্তু দায়িত্বহীন প্রতিবেদক সে তথ্য গোপন করে শিশু পাচারকারি দত্তক ব্যবসায়ী হিসেবে প্রমানের চেস্টা করেছে ।

ছবি পোস্ট এ লেখা রয়েছে কার্জক্রমটি ব্লগারদের ফেসবুক গ্রুপ ” আমরা ব্লগার “ কতৃক আয়োজিত , অথচ এই কথা উল্লেখ থাকা সত্বেও সেটা গোপন করে আমাকে ইলোরা নামের জনৈক নারীর কর্মি হিসাবে বর্ননা করেছেন । প্রতিবেদক আসলে কোন উদ্দেশ্য নিয়ে আমাদের ছবিতে সংযুক্ত তথ্য এড়িয়ে গেছেন সেটা বোধগম্য নয় এবং আমাদের সাথেও কোন প্রকার যোগাযোগ না করে কেনই বা আমাদের ছবিগুলো নিজের প্রতিবেদনের উপকরন হিসাবে ব্যবহার করেছেন সেটাও প্রশ্ন থেকে যায় । মুলত তারা প্রতিবেদনটি উক্ত সেফ হোমের উপর তৈরী করেছে বললেও সেফ হোমের কোন কর্মকর্তাদের এই প্রতিবেদনে দেখানো হয়নি বা তাদের সাক্ষাৎকার সহ কোন অনিয়মের প্রমানও উল্লেখ করা হয়নি ।


বৈশাখি টিভি চ্যানেলের উল্লেখীত প্রতিবেদনে আমার ছবি ভূলভাবে উপস্থাপন করে আমাকে সামাজিক ভাবে হেয় করেছে । কোন প্রকার প্রমানবিহিন ভাবে আমাকে শিশু পাচার ও দত্তক ব্যবসায়ী হিসেবে আমার ছবি প্রকাশ করে আমার সামাজিক অবস্থানকে ধ্বংস করেছে ও জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে কারন শিশু পাচারকারি বা দত্তক ব্যবসায়ী এই দুটো বিষয় জনগনের কাছে ঘৃনিত , বৈশাখি টিভি চ্যানেল আমার ছবি ভুল ও অন্যায় ভাবে উপস্থাপন করে আমাকে গনরোষের শিকার করার চেস্টা করেছে । আমি এর দ্রুত প্রতিকার চাই , এবং আমার ছবি ভুল ভাবে ব্যবহারের জন্য বৈশাখি চ্যানেলের কাছ হতে সঠিক সংবাদ পরিবেশন সহ ভুল স্বিকার মর্মে লিখিত চাই ।

ভাবতে অবাক লাগে ! মানুষ যখন ফেসবুকে বা ইন্টারনেটে দামী গারি , ফেলাট , বাড়ি কিনে ছবি দেয় তখন এমন প্রতিবেদকগন কখনো প্রশ্ন তোলে না ! কিন্তু আমরা কতিপয় মানুষ কিছু অসহায় শিশুর সেবায় কাজ করেছি এখন সেটাতে তারা অন্যায়ের গন্ধ পাচ্ছেন । এইভাবে যদি সামাজিক সেবা কর্মি অনলাইন এক্টিভিস্ট ও ব্লগারদের , গনমাধ্যমে ভুল পরিচয়ে উপস্থাপন করা হয় তবে মানুষ সেবামুলক কাজে আর উৎসাহি হবে না বলেই আমার বিশ্বাস । ইতিপুর্বে ব্লগারদের ফেসবুক গ্রুপ ” আমরা ব্লগার ” কতৃক আয়োজিত সেবামুলক কর্মকান্ডে আমার উপস্থিতির কিছু পোস্টের লিংক :

ইভটিজিং বিরোধী কর্মসুচীর মাঠ পর্জায়ের কাজের লিংক ।
https://www.facebook.com/photo.php?fbid=824197944336530&set=gm.357169121148016&type=1&theater
-
রানা প্লাজায় কর্মি হিসাবে কাজ করার লিংক
https://www.facebook.com/photo.php?fbid=440769412679387&set=a.166534620102869.39588.100002389973615&type=3&theater
-
রুশান নামের একটি ছোট্ট শিশুর চিকিৎসায় আমি সহ আমার সহব্লগার ও এক্টিভিস্ট গনের আঁকা ছবি বিক্রয় করে টাকা সংগ্রহ করার লিংক ।
https://www.facebook.com/pilotnur/media_set?set=a.379741238782205.91309.100002389973615&type=3
-
বৃক্ষ্যরোপন কর্মসুচীতে আমার অংশগ্রহনের লিংক কমেন্ট গুলোতে আরও ছবি রয়েছে ।
https://www.facebook.com/photo.php?fbid=841524619270529&set=a.308147935941536.70475.100002389973615&type=1
-
ব্লাড এলার্ট নামক একটি কর্মসুচী ব্যাক্তিগত খড়চে পরিচালনা করি , যাতে কোন অসুস্থ্য রোগীর রক্তের প্রয়োজন হলে সেই রোগীর রক্তের গ্রুপ অনুযায়ী স্বেচ্ছায় বীণামুল্যে রক্তদানে ইচ্ছুক ব্যাক্তিদের মোবাইলে স্বয়ংক্রিয় মেসেজ সেন্ড করা হয় । সেটা কালের কন্ঠ্য পত্রিকাতে প্রকাশ হয়েছে তার লিংক ।
https://www.facebook.com/photo.php?fbid=703413913081601&set=a.166534620102869.39588.100002389973615&type=3&theater


আমরা ব্লগার ফেসবুক গ্রুপ অনেক দিন হতেই সামাজিক সেবামুলক কাজ করে যাচ্ছে , যে খানেই কোন অসহায় মানুষের জন্য সাহায্যের চাওয়া হয়েছে সেখানেই আমরা ব্লগার গ্রুপ সাহায্য সেবা দেয়ার চেস্টা করেছে , কোন প্রতিষ্ঠান যদি সাহায্য চায় তবে সাহায্য গ্রহনের আইন বা নিয়ম সেই প্রতিষ্ঠান মেনে চলবে এবং আমাদের অবহিত করবে আমরা কেবল তাদের অবহিত করা নিয়ম পালন করে সেবা প্রদান করবো । আর আমাদের কর্মসুচীর প্রমান রাখার জন্য অবশ্যই ছবি তুলে সেটা আমাদের কাছে সংরক্ষিত রাখার অধিকার সংরক্ষন করি । সামাজিক সেবামুলক কর্মসুচীর সাথে আমি অনেকদিন হতে জড়িত । প্রতিবেদক যদি ব্লগারদের ফেসবুক গ্রুপ “ আমরা ব্লগার “ এর সাথে যোগাযোগ করতেন তাহলে হয়তো আমরা তাকে আরও সুন্দর প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করতে পারতাম । কিন্তু তিনি আমাদের সাথে কোন যোগাযোগ না করে আমাদের কর্মসুচীর ছবি নিজের প্রতিবেদন উপকরন হিসাবে ব্যবহার করে ভুল ব্যাখ্যা করেছেন । ওনারা অই প্রতিষ্ঠানে কোন প্রকার দোষ ত্রুটি পেলে সেটা নিয়ে রিপোর্ট করতে পারে । কিন্তু আমাদের ছবি ব্যবহার করে যেসব বর্ননা দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত আর ভিত্তিহীন । সব কিছু জেনে শুনেও প্রতিবেদক আর বৈশাখি টিভির এমন দায়িত্বহিন হওয়াটা আমাদের মনে সন্দেহের উদ্রেক করে যে , ইতিপুর্বে ব্লগারদের উপর যে সকল হামলা ও আক্রমন গুলো হয়েছে এটি তারই ধারাবাহিকতা কিনা সেটাও ভেবে দেখতে হবে । বৈশাখি চ্যানেলের এই রকম দায়িত্বহিনতার কারনে ব্লগারদের ফেসবুক গ্রুপ ” আমরা ব্লগার ” হতে প্রতিবাদ জানাচ্ছি

বৈশাখি চ্যানেলের প্রতিবেদনের ভিড্যু লিংক

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি প্রতিবাদ এবং নিন্দা জানাই। অবিলম্বে এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ এর দৃষ্টি আকর্ষন করছি।

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: ছবি গুলো ডাউনলোড করার সময় ব্লগারদের সেবা কর্মসুচীটি প্রতিবেদকের চোখে না পরার কথা নয় । জানি না পুর্বে ব্লগারদের উপর যে আঘাতগুলো এসেছে এটি তারই ধারাবাহিকতা কিনা ।

আমিও আশা করবো বৈশাখি চ্যানেলের কতৃপক্ষ্য প্রতিবেদকের এই ভুল তথ্য পরিবেশনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন ।

২| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:০৯

সাহসী সন্তান বলেছেন: আমিও আপনার কথার সাথে সহমত পোষন করছি!! এটাই হলো আমাদের দেশের নিউজ চ্যানেল গুলোর আসল পরিচয়। একটা ভাল কাজের উৎসাহ প্রদান না করে বরং সেটাকে তারা ভুল ভাবে উপস্থাপন করছে। বিষয়টি যতটা না দুঃখজনক তার চাইতে বেশি ঘৃনার!! বাঙ্গালী আর কিছু পারুক বা না পারুক বাঁশটা দিতে পারে ঠিক মত।

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: জানি না পুর্বে ব্লগারদের উপর যে আঘাতগুলো এসেছে এটি তারই ধারাবাহিকতা কিনা ।

৩| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: অসহায় মানুষের জন্য ব্লগারদের সেবা কর্মসুচী বন্ধ করা যাবে না ।
যতো আঘাতই করা হোক না কেন ব্লগার রা লিখে যাবে অসহায় মানুষের জন্য ।
বৈশাখি চ্যানেলের অসত্য প্রতিবেদনে থেমে যাবার কোন ইচ্ছা ব্লগারদের নেই ।

৪| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৬

নতুন বলেছেন: টিভি চ্যানেলকে চিঠি লিখুন উত্তর চান।

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আমরা জবাবদিহি চাইবো প্রক্রিয়া চলছে ।

৫| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৫০

সুফিয়া বলেছেন: বৈশাখী টিভি এমনটা করে থাকলে সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। আমরা একাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: বৈশাখি টিভি যে এটা করেছে সেটা প্রমান হয়ে গেছে ।

৬| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৭

অপু তানভীর বলেছেন: এদের থাপড়াইয়া কান গরম করে দেওয়া দরকার ! একদম ছাড় দেবেন না !
এবং অবশ্যই মামলা করা উচিৎ !

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: জানি না পুর্বে ব্লগারদের উপর যে আঘাতগুলো এসেছে এটি তারই ধারাবাহিকতা কিনা ।

৭| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: এ ধরনের ঘৃণ্য কাজের প্রতিবাদ এবং নিন্দা জানাই। অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৩ শে জুন, ২০১৫ রাত ৮:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাই ।

৮| ২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:২৪

নীরব দর্শক বলেছেন: লিগ্যাল একশন নিন।

২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি ঢাকার বাইরে ছিলাম আজ ফিরলাম

৯| ২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৮

নীলসাধু বলেছেন: প্রতিবাদ এবং নিন্দা জানাই।
এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ এর দৃষ্টি আকর্ষন করছি।

২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: এই ধরনের হলুদ সাংবাদিকদের জন্যই সাংবাদিকতা প্রশ্নের সন্মুখীন হয় ।

১০| ২৪ শে জুন, ২০১৫ রাত ৮:০৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: প্রতিবাদ এবং নিন্দা জানাই।

২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আমাদের সকলের প্রতিবাদ জানানো উচিত

১১| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৩৯

চটপট ক বলেছেন: ব্লগার বাদ দিলাম। একজন সাধারন নাগরিক হিসেবে আপনার বিরুদ্ধে এমন মিথ্যাচার !! ভাই মামলা করেছেন ?

২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি ঢাকার বাইরে ছিলাম আজ ফিরলাম

১২| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৪

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এ ব্যাপারটার কি কোন সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া গিয়েছে।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: না ভাই তারা কিছুদিন আমাদের ঘোরালো আলোচনায় বসার কথা বলে ! এরপর আর বসেনি ! অঅসলে তাদের ক্ষমা চাওয়া ছারা আর কোন পথ নেই ! সে জন্যই পলায়ন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.