নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

♞♞♞ বেজে উঠেছে যুদ্ধের দামামা??? আসুন জেনে নিই বিশ্বের সেরা দশটি সামরিক শক্তির বিস্তারিত খুঁটিনাটি এবং সাথে বাংলাদেশ-বর্মার তুলনা।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৪৪



ছবিঃএয়ারক্রাফট ক্যারিয়ার



খবরটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন, বান্দরবানে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে গত ২৮ শে মে গুলাগুলিতে বিজিবি সদস্য মিজানুর রহমান নিখোঁজ হন এবং পরে জানা যায় যে, নিহত অবস্থায় তার লাশ মিয়ানমার নিয়ে যায় এবং ৩১ শে মে লাশ ফেরত দেয় । আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি একে মিয়ানমারের সাথে আমাদের বিজিবির ভুল বোঝাবুঝির ফল বলে আখ্যায়িত করেছেন।

এদিকে বর্মা টাইমস নামে একটি অনলাইন পত্রিকা জানিয়েছে যে, এই ঘটনার আগে বিজিবির গুলিতে ২ কর্মকতাসহ ৪ জন বিজিপি সদস্য নিহত হয়। পরে দেখা যায় বর্মা টাইমস ঢাকার মিরপুর থেকেই প্রকাশিত হয় এবং কি উদেশ্য তারা গুজব ছড়াচ্ছে, তা এখনও রহস্যময় । আমার কাছে মনে হয় একটু হিট বাড়াচ্ছে।

শেষ খবর হলো, মিয়ানমার সীমান্তে এবং বংগপোসাগরে শক্তি বৃদ্ধি করছে এবং পালটা জবাব হিসাবে বাংলাদেশও তার শক্তি বৃদ্ধি করছে।

তবে কি যুদ্ধ আসন্ন?? সময়ই তার জবাব দেবে। আমরা চলুন আজকে দেখে নেই বিশ্বের সেরা দশটি সামরিক শক্তির দেশের খুটিনাটি। সাথে নিজেদের সামরিক অবস্থান বিশ্বে কেমন চলুন তাও একটু জেনে নিই।







সেরা দশটি সামরিক শক্তির র্যা কিং বিভিন্ন সংস্থা, ওয়েবসাইট বিভিন্নভাবে করেছে। (ইউকিপিডিয়াও করেছে-কিন্তু এইসব সেন্সিটিব ব্যাপারে ইউকিপিডিয়ার ধারে কাছেও যাওয়া উচিত না।) সবগুলি যদিও মোটামুটি সেইম আবার কিছু ভিন্নতাও রয়েছে। বিভিন্ন ওয়েবসাইট ঘুরে গ্লোবাল ফায়ারপাওয়ার নামে একটি ওয়েবসাইটের র্যাং কিংটা মোটামুটি অথেনটিক মনে হয়েছে। তাদের করা সেরা দশটি দেশ নিয়েই আমরা আজকে আলোচনা করব, ইনশাল্লাহ। নিচের ছবিতে দেখে নিন কারা সেই সেরা দশটি দেশ।





গ্লোবাল ফায়ারপাওয়ার বা সংক্ষেপে জিএফপি ৫০ টি ফ্যাকটর ব্যবহার করে প্রতিটি দেশের শক্তিসূচক- যাকে তারা বলছে Power Index ("PwrIndx") নির্ধারন করছে- যার মধ্যে সবচেয়ে পারফেক্ট ভ্যালু হচ্ছে ০.০০০। এই কাজে তারা মোট ১০৬টি দেশ নিয়ে কাজ করেছে। কিন্তু তাদের এই র্যাং কিং-এর কিছু সীমাবদ্ধতা আছে যার মধ্যে অন্যতম হলো তারা নিউক্লিয়ার পাওয়ারকে গোনায় ধরেনি, কারন হিসেবে তারা বলছে, এটা করতে গেলে র্যাং কিংটা পারফেক্ট হত না, কারন অনেক দেশেরই নিউক্লিয়ার ওয়েপনস নাই। সেক্ষেত্রে বিভিন্ন দেশের সামরিক শক্তির তুলনাটাও ভালোভাবে করা যেত না। তবে আমি নিউক্লিয়ার ওয়েপনসের সংখ্যা দিয়ে দিয়েছি। আমার জন্য যেটা প্যাথেটিক ছিলো, তা হলো মিয়ানমারকে এই র্যাংিকিং-এ অন্তর্ভুক্ত করা হয়নি।







১০। জাপান



শক্তিসুচকঃ ০.৫৫৮১

মোট জনসংখ্যাঃ ১২৭,২৫৩,০৭৫

আয়তনঃ ৩৭৭,৯৪৪ বর্গ কিমি

রাজধানীঃ টোকিও

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ২৪৭,৭৪৬

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ৫৭,৯০০

বাৎসরিক সামরিক বাজেটঃ $৪৯,১০০,০০০,০০০

ট্যাংকঃ ৭৬৭

মোট বিমানঃ ১,৫৯৫

মোট নৌ-শক্তিঃ ১৩১

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ১

সাবমেরিনঃ ১৬

ফিগ্রেটঃ ০

নিউক্লিয়ার ওয়েপনঃ ন্যাটো সাথে শেয়ার করা।



জাপানের সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







৯। সাউথ কোরিয়া



শক্তিসুচকঃ ০.৫৫৩৬

মোট জনসংখ্যাঃ ৪৮,৯৫৫,২০৩

আয়তনঃ ১০০,২১০ বর্গ কিমি

রাজধানীঃ সিওল

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ৬৪০,০০০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ২,৯০০,০০০

বাৎসরিক সামরিক বাজেটঃ $৩৩,৭০০,০০০,০০০

ট্যাংকঃ ২,৩৪৬

মোট বিমানঃ ১,৩৯৩

মোট নৌ-শক্তিঃ ১৬৬

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ০

সাবমেরিনঃ ১৪

ফিগ্রেটঃ ১০

নিউক্লিয়ার ওয়েপনঃ ০



সাউথ কোরিয়ার সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







৮।টার্কি বা তুরস্ক



শক্তিসুচকঃ ০.৫১৭১

মোট জনসংখ্যাঃ ৮০,৬৯৪,৪৮৫

আয়তনঃ ৭৮৩,৫৬২ বর্গ কিমি

রাজধানীঃ আংকারা

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ৪১০,৫০০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ১৮৫,৬৩০

বাৎসরিক সামরিক বাজেটঃ $১৮,১৮৫,০০০,০০০

ট্যাংকঃ ৩,৬৫৭

মোট বিমানঃ ৯৮৯

মোট নৌ-শক্তিঃ ১১৫

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ০

সাবমেরিনঃ ১৪

ফিগ্রেটঃ ১৬

নিউক্লিয়ার ওয়েপনঃ ন্যাটো সাথে শেয়ার করা।



টার্কির সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







৭। জার্মানি



শক্তিসুচকঃ ০.৪৮৯৯

মোট জনসংখ্যাঃ ৮১,১৪৭,২৬৫

আয়তনঃ ৩৫৭,১৬২ বর্গ কিমি

রাজধানীঃ বার্লিন

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ১৮৩,০০০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ১৪৫,০০০

বাৎসরিক সামরিক বাজেটঃ $৪৫,০০০,০০০,০০০

ট্যাংকঃ ৪০৮

মোট বিমানঃ ৭১০

মোট নৌ-শক্তিঃ ৮২

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ০

সাবমেরিনঃ ৪

ফিগ্রেটঃ ১২

নিউক্লিয়ার ওয়েপনঃ ন্যাটোর সাথে শেয়ার করা।



জার্মানির সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







৬।ফ্রান্স



শক্তিসুচকঃ ০.৪৭০৬

মোট জনসংখ্যাঃ ৬৫,৯৫১,৬১১

আয়তনঃ ৬৪০,৬৭৯ বর্গ কিমি

রাজধানীঃ প্যারিস

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ২৮৮,৬৫৬

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ১৯৫,৭৭০

বাৎসরিক সামরিক বাজেটঃ $৪৩,০০০,০০০,০০০

ট্যাংকঃ ৪২৩

মোট বিমানঃ ১,২০৩

মোট নৌ-শক্তিঃ ১২০

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ১

সাবমেরিনঃ ১০

ফিগ্রেটঃ ২২

নিউক্লিয়ার ওয়েপনঃ ৩০০



ফ্রান্সের সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







৫। যুক্তরাজ্য (ইউকে)



শক্তিসুচকঃ ০.৩৯২৩

মোট জনসংখ্যাঃ ৬৩,৩৯৫,৫৭৪

আয়তনঃ ২৪৩,৬১০ বর্গ কিমি

রাজধানীঃ লন্ডন

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ২০৫,৩৩০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ১৮২,০০০

বাৎসরিক সামরিক বাজেটঃ $৫৩,৬০০,০০০,০০০

ট্যাংকঃ ৪০৭

মোট বিমানঃ ৯০৮

মোট নৌ-শক্তিঃ ৬৬

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ১

সাবমেরিনঃ ১১

ফিগ্রেটঃ ১৩

নিউক্লিয়ার ওয়েপনঃ ২২৫



ইউকের সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







৪। ইন্ডিয়া



শক্তিসুচকঃ ০.৩৮৭২

মোট জনসংখ্যাঃ ১,২২০,৮০০,৩৫৯

আয়তনঃ ৩,২৭৮,৫৯০ বর্গ কিমি

রাজধানীঃ নয়া দিল্লি

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ১,৩২৫,০০০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ২,১৪৩,০০০

বাৎসরিক সামরিক বাজেটঃ $৪৬,০০০,০০০,০০০

ট্যাংকঃ ৩,৫৬৯

মোট বিমানঃ ১,৭৮৫

মোট নৌ-শক্তিঃ ১৮৪

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ২

সাবমেরিনঃ ১৭

ফিগ্রেটঃ ১৫

নিউক্লিয়ার ওয়েপনঃ ৯০-১১০



ইন্ডিয়ার সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







৩। চায়না



শক্তিসুচকঃ ০.২৫৯৪

মোট জনসংখ্যাঃ ১,৩৪৯,৫৮৫,৮৩৮

আয়তনঃ ৯,৫৯৬,৯৬১ বর্গ কিমি

রাজধানীঃ বেইজিং

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ২,২৮৫,০০০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ২,৩০০,০০০

বাৎসরিক সামরিক বাজেটঃ $১২৬,০০০,০০০,০০০

ট্যাংকঃ ৯,১৫০

মোট বিমানঃ ২,৭৮৮

মোট নৌ-শক্তিঃ ৫২০

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ১

সাবমেরিনঃ ৬৯

ফিগ্রেটঃ ৪৫

নিউক্লিয়ার ওয়েপনঃ ২৫০



চায়নার সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







২। রাশিয়া



শক্তিসুচকঃ ০.২৩৫৫

মোট জনসংখ্যাঃ ১৪৫,৫০০,৪৮২

আয়তনঃ ১৭,০৯৮,২৪২ বর্গ কিমি

রাজধানীঃ মস্কো

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ৭৬৬,০০০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ২,৪৮৫,০০০

বাৎসরিক সামরিক বাজেটঃ $৭৬,৬০০,০০০,০০০

ট্যাংকঃ ১৫,৫০০

মোট বিমানঃ ৩,০৮২

মোট নৌ-শক্তিঃ ৩৫২

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ১

সাবমেরিনঃ ৬৩

ফিগ্রেটঃ ৪

নিউক্লিয়ার ওয়েপনঃ ৮,৫০০



রাশিয়ার সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।





১। যুক্তরাষ্ট্র (ইউএসএ)



শক্তিসুচকঃ ০.২২০৮

মোট জনসংখ্যাঃ ৩১৬,৬৬৮,৫৬৭

আয়তনঃ ৯,৮২৬,৬৭৫ বর্গ কিমি

রাজধানীঃ ওয়াশিংটন ডিসি

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ১,৪৩০,০০০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ৮৫০,৮৮০

বাৎসরিক সামরিক বাজেটঃ $৬১২,৫০০,০০০,০০০

ট্যাংকঃ ৮,৩২৫

মোট বিমানঃ ১৩,৬৮৩

মোট নৌ-শক্তিঃ ৪৭৩

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ১০

সাবমেরিনঃ ৭২

ফিগ্রেটঃ ১৫

নিউক্লিয়ার ওয়েপনঃ ৭,৭৭০



ইউএসের সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।







এবার আমাদের বাংলাদেশঃ



ওয়ার্ল্ড র্যাংpকিং: ৫৬

শক্তিসুচকঃ ১.৬২৮১

মোট জনসংখ্যাঃ ১৬৩,৬৫৪,৮৬০

আয়তনঃ ১৪৭,৫৭০ বর্গ কিমি

রাজধানীঃ ঢাকা

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ৪০০,০০০

সক্রিয় রিজার্ভ সদস্যঃ ২,২৮০,০০০

বাৎসরিক সামরিক বাজেটঃ $১,৫৯০,০০০,০০০

ট্যাংকঃ ১৬৯

মোট বিমানঃ ১৫৩

মোট নৌ-শক্তিঃ ১১৭

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ০

সাবমেরিনঃ ০

ফিগ্রেটঃ ৮

নিউক্লিয়ার ওয়েপনঃ ০



বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।





মিয়ানমারঃ

ওয়ার্ল্ড র্যাংbকিং: X

শক্তিসুচকঃ X

মোট জনসংখ্যাঃ ৬১,১২০,০০০

আয়তনঃ ৬৭৮,৫৭৮ বর্গ কিমি

রাজধানীঃ নাইপিয়াডো

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ X

সক্রিয় রিজার্ভ সদস্যঃ X

বাৎসরিক সামরিক বাজেটঃ ৭,০৭০,০০০,০০০

ট্যাংকঃ ৮০০

মোট বিমানঃ ২২৮

মোট নৌ-শক্তিঃ

এয়ারক্রাফট ক্যারিয়ারঃ ০

সাবমেরিনঃ ০

ফিগ্রেটঃ ০৫

নিউক্লিয়ার ওয়েপনঃ ০



মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।



মিয়ানমারের তালিকাটা অসম্পুর্ণ, ক্রশ চিহ্ন (X) মানে হচ্ছে সেসব তথ্য পাওয়া যায়নি। বহুদিন ধরে সামরিক শাসনের কবলে থাকার কারনে তাদের সম্পর্কে খুব কমই জানা গেছে। তামাম অনলাইন তামা তামা করেও তাদের সম্পর্কে এর বেশি তথ্য পাইনি, যদি আপনারা পান, মন্তব্যে জানান, কৃতজ্ঞতাসহ এড করে দেয়া হবে।



শেষের আগে,

১।নিউক্লিয়ার ওয়েপনসের সংখ্যা উইকিপিডিয়া থেকে সংগ্রহিত।

২। টেকন্যক্যাল টার্মগুলোকে বাংলা করার কোন চেষ্ট্রাই করা হয় নাই।

৩। সামরিক তথ্য বিশ্বের সকল দেশেই খুব গোপনীয় একটা বিষয়, এখানকার সকল তথ্যই তাই ১০০% সঠিক এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি না।

৪। আরও কিছু র্যাংযকিংর জন্য এটি দেখতে পারেন, কিংবা এটিও দেখা যেতে পারে, আর সব শেষে ইউকিপিডিয়ারটিও দেখতে পারেন।



শেষ বেলায় একটু হাস্যরস।





জলিল বস তো গেলো, এইবার দুই নেত্রী।





ধন্যবাদ।











মন্তব্য ৮৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু মাসুদ ভাই :) :)


শুভ কামনা জানবেন।

২| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৫১

সুমাইয়া আলো বলেছেন: পোস্টে +++++

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ আলো।

:)

৩| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৫৬

হাসিব০৭ বলেছেন: ট্যাংক এবং বিমানে মায়ানমার এগিয়ে। বাংলাদেশের বিমান বাহিনীকে আরও উন্নত করা দরকার

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:১২

একজন ঘূণপোকা বলেছেন:
আপনার সাথে সহমত।


আমাদের বিমান বাহিনী তুলনামুলকভাবে পিছিয়ে আছে।

অনেক অনেক শুভ কামনা হাসিব :)

৪| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক খাটাখাটুনি করেছেন। ধন্যবাদ। অনেক কিছূ জানা হলো।

কিন্তু কিছূ আতেল যেভাবে মায়ানমারের সাফাই গায়-- অবাক হয়ে যাই!!!

বা সরকারের নতজানু পররাষ্ট্রণীতির পক্ষে দোহাই দিতে থাকে- মনে হয় দু'চার দশটা বিজিবি মরলে কি.. আরো আছে না টাইপ!!!!!

শেষর ফান গুলো ভালই :)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

ঐগুলার জন্মেই সমস্যা ভাই।

আর সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে কি আর বলব ভাই, এটা নিয়ে আমরা সবাই ফেড আপ :)

ফান গুলো একটা পেইজে মানে ফেবু পেইজ থেকে নেয়া।

অনেক ধন্যবাদ ভাই :)

৫| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: কিছু ব্যাপারে কৌতুহল মিটলো । সমৃদ্ধ পোস্ট ।++

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৩৬

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ মামুন ভাই :)

৬| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:০৪

কানা দাজ্জাল বলেছেন: জটিল পোষ্ট B-))

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৫৯

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ কানা দাজ্জাল :)

৭| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:১৫

নহে মিথ্যা বলেছেন: আমার যত টুকু মনে হচ্ছে আপনি যেখান থেকে কপি করেছেন সেখানে তথ্য গুলি ভুল দেওয়া আছে... কারনে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কেমনে থাকে ফ্রান্সের?? #:-S #:-S

না ভাই তথ্য গুলির মধ্যে অনেক ভুল আছে... :|

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:০৬

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~

এটাই ভাই তথ্য আর ধারনার মাঝে পার্থক্য। নিচে আরও তিনটি রেফারেন্স দেয়া আছে, সব জায়গায়ই ফ্রান্সের এয়ার ক্রাফট ক্যারিয়ার একটা করে আছে বলে বলা হয়েছে।

ইউকিপিডিয়ারটিও দেখতে পারেন।

আপনার পরের মন্তব্যে ঢাকাবাসী ভাইয়ের সুর ধরে বলতে চাই, কোথায় ভুল কাইন্ডলি একটু বললে ভালো হয়, আমি শুধরে দেয়ার ট্রাই করব। আমি তথ্যগুলো কয়েকবার যাচাই করেই দিয়েছি। :)

৮| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৫৫

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল একটা পোষ্ট, অনেক কিছু জানা গেল। শেষের কৌতুকগুলো মজা লাগল। নহে মিথ্যা কে বলছি, ফ্রান্সের একটাই আনবিক শক্তি চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার নাম 'চার্লস দ্যা গল', ২০১৪ সালে চালু হয়েছে, তবে ওদের আরো নয়টা সাধারণ এয়ার ক্রাফট ক্যারিয়ার আছে। আর কোনটা ভুল বলে দিলে ভাল হয়। ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:০৮

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ঢাকাবাসী ভাই, আমার আগেই নহে মিথ্যার প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য।

কৌতুকগুলো তো অনবদ্য :)

শুভকামনা জানবেন।

৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:৫০

জিয়া চৌধুরী বলেছেন: তথ্যবহুল পোষ্ট। ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:০৮

একজন ঘূণপোকা বলেছেন:
কৃতজ্ঞতা জিয়া ভাই :)

১০| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৩৩

যুবায়ের বলেছেন: ভাললাগা পোষ্টে।
অনেক তথ্যসমৃদ্ধ লেখা।
অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ ঘূণপোকা।

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪২

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ভাই।


ভালো থাকবেন :)

১১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৩৪

যুবায়ের বলেছেন: ভাললাগা পোষ্টে।
অনেক তথ্যসমৃদ্ধ লেখা।
অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ ঘূণপোকা।

১২| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:২৪

মোমের মানুষ-২ বলেছেন: বুঝাই যাচ্ছে অনেক খেটে-খুটে লিখেছেন......প্রিয়তে নেওয়ার মত একটি লেখা... একটা জিনিস ক্লীয়ার হইল না......

সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ৪০০,০০০
সক্রিয় রিজার্ভ সদস্যঃ ২,২৮০,০০০

প্রথম ৪ লাখ কি সেনা-নৌ-বিমান বাহিনীর যৌথ ভাবে নিয়মিত সদস্য?
২য় ২,২৮০,০০০ এটা কোন বাহিনীর?

০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
সক্রিয় ফ্রন্টলাইন সদস্যঃ ৪০০,০০০

-- এটা হচ্ছে সেনা-নৌ-বিমান বাহিনীর যৌথ সদস্য সংখ্যা।


সক্রিয় রিজার্ভ সদস্যঃ ২,২৮০,০০০

এটা হচ্ছি আমি, আপনি মানে দেশে যুদ্ধ শুরু হলে কি সাধারণ জনগণ থেকে পরিমান লোক যুদ্ধে অংশগ্রহন করতে পারবে।

আপনি জেনে খুশি হবেন যে, আমরা পৃথিবী এই দিক থেকে ষষ্ঠ স্থানে। :)

অধিক জনসংখ্যা বোঝা নয়-সবসময়।



অনেক ধন্যবাদ মিয়া ভাই। :)

কৃতজ্ঞতা জানবেন :)

১৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯

নতুন বলেছেন:

এইটা জটিল হইছে..

যুদ্ধ হবেনা... আবার হইতেও পারে... হাসিনা সরকার চিন্তা করবে " যুদ্ধ হইলে আবার অস্র কেনা যাবে... তাতে আরো কিছু পয়সা আসবে...

খালেদা আফচুচ করবে... কেন যুদ্ধটা আগে লাগলোনা... সব টুপাইস তো হাসিনা কামাইলো...

এদের দুইজনের চিন্তা হবে টাকা আয়ের সুযোগের উপরে... দেশের জন্য না.. :)

০৬ ই জুন, ২০১৪ রাত ১:০১

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্য করেছেন।


ভালো থাকবেন :)

১৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫১

লিঙ্কনহুসাইন বলেছেন: বাংলাদেশে ট্যাংকঃ ১৬৯ টা আপনি যেই তথ্য দিছে তা মোতাবেক ।।
বাংলাদেশ আর্মির উইকিপিডিয়া স্পষ্ট করে লেখা আছে BTR-80 এই ধরনের যুদ্ধ যান বাংলাদেশের রয়েছে প্রায় ১০০০টি। উৎপাদনকারী দেশ রাশিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক এই ধরনের যুদ্ধ যান রয়েছে বাংলাদেশের।

Type-69 Mark 2G প্রধান যুদ্ধ ট্যাংক !! ১৮৫টি
বার্মার কাছে ট্যাংক 260টি আছে তবে (Type 59D and Type-69 II)যা অনেক পুরাণ মডেল । তাই আপনি যেই লিঙ্কের উপর বিক্তি করে এই পোষ্ট করেছেন তা মনেহয় সঠিক নয়

০৬ ই জুন, ২০১৪ রাত ১:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:
আপনার তথ্যের লিঙ্কটা দিলে ভালো হত। আমি ইউকিপিডিয়ার তথ্যের উপর নির্ভর করতে পারি না। আর আমি বাংলাদেশ আর্মির ইকুপমেন্টের যে পেইজটা আছে, ওইটার নিজেরই অথেন্টিসিটি নিয়ে সমস্যা আছে।



আর মেইন ব্যাটল ফিল্ড ট্যাঙ্ক আর আর্মড পার্সোনাল ক্যারিয়ার (BTR-80 ) এক জিনিসনা ।


আপনি যে ছবিটা দিয়েছেন ওইটা নিয়ে আমার বলার কিছু নাই।

আর গ্লোবাল ফায়ারপাওয়ার ওয়েবসাইটটা এইসব ব্যাপারে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, আপনি এটা তাদের ওয়েবসাইটে গেলেই বোঝবেন আর গুগোল করলেও বোঝবেন।

আর আমি কিন্তু একটা ওয়েবসাইটের উপর নির্ভর করে এটা করি নাই, অনেকগুলোর উপর জরিপ করে তার পর করছি।

তিনটা ওয়েবসাইটের লিঙ্ক পোস্টেও দেয়া আছে।

ধন্যবাদ

১৫| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৭

লিঙ্কনহুসাইন বলেছেন: আর বার্মার সাথে যুদ্ধ নিয়ে যা হচ্ছে তা শুধুই ফেইসবুকে !! বার্মা নিয়ে রাতদিন নিউজকরে যাচ্ছে ছাগু পেজ গুলা এবং কিছু অনলাইন নিউজ পোর্টাল , যেমন পরিবর্তন ডট কম , বিডি টু ডে নিউজ এবং যেইটা সবচাইতে বেশি আলোচিত বার্মা টাইমস !! ইংরেজি নিউজ পোর্টাল বার্মা টাইমস বার্মা নিয়ে বেশি উস্কানি মুলক নিউজ দিয়ে যাচ্ছে কিন্তু অবাক বিষয় হলো এই অনলাইন নিউজটি চালানো হয় বাংলাদেশ থেকে !!!!
বাংলাদেশে মেইন নিউজ পেপার গুলায় এই নিয়ে কোন নিউজই পাবেননা শুধু এই ছাগু অনলাইন পোর্টাল গুলা ছাড়া । বার্মার মাথা খারাপ হয়েছে তো বাংলাদেশের সাথে যুদ্ধ লাগবে । ২০০১ এ শুধু বিডিআর এর সাথেই যুদ্ধে নিহত হয়েছিল ৬০০+ বার্মা আর্মি তারপরেও সাহস দেখাবে ।

০৬ ই জুন, ২০১৪ রাত ১:৪৫

একজন ঘূণপোকা বলেছেন: আবারও ছাগুফোবিয়া B-) B-) B-)



ধন্যবাদ :)

১৬| ০৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


নিজেরে লড়াই কইরা কূল পাইনা আইছে লড়াই করতে =p~ =p~ =p~

তথ্য বহুল একটা পোস্ট +++

০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৫

একজন ঘূণপোকা বলেছেন:


কৃতজ্ঞতা জানবেন ভাই :)

১৭| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তথ্যবহুল পোস্ট।

০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ :)

১৮| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০৯

আছিফুর রহমান বলেছেন: বাংলাদেশের সাথে মায়ানমার কখনোইই যুদ্ধে জড়াবে না, তেমনি একই ভাবে বাংলাদেশও জড়াবে না, অর্থনৈতিক সক্ষমতাইই এর মূল কারন। মায়ানমার ও বাংলাদেশের জনগনের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতেই এই প্রক্সি ওয়ার শুরু করছে দুই দেশের সরকার

০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
সহমত ও ধন্যবাদ :)

১৯| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

স্বাধীন কিবোর্ড বলেছেন: পিলাস :-B

০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৭

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ

২০| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্ট পড়ে অনেক বিষয় জানা হলো--
তবে নিচের ছবিটা দেখে আর মন্তব্য পড়ে ভীষণ মজা পেলাম

০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৮

একজন ঘূণপোকা বলেছেন:
সিরিয়াস পোস্টে একটু মজা দেবার ইচ্ছা ছিলো, এবং আপনারা যে ব্যাপারটা উপভোগ করেছেন, এটা জেনে অনেক ভালো লাগল।


ধন্যবাদ আপ্পি :)

২১| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৩

রমিত বলেছেন: আপনার লেখাটি সুন্দর হয়েছে।

'মনযোগ বিক্ষিপ্ত করা' এটি একটি রাজনৈতিক পলিসি। এর অন্য নাম 'হেডলাইন চেইঞ্জিং'। যেকোন ঘটনা ঘটলে দেখতে হবে যে, সেই ঘটনায় লাভবান কে? তাহলেই পুরো বিষয়টি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে।

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ রমিত ভাই।

আপনার কথা সত্য, হেডলাইন চেইঞ্জিং

২২| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৬

রিজভী খান রাজ বলেছেন: হৈ হৈ রৈ রৈ !
এই লেখা প্রিয়তে ছাড়া আর কই ?
আফটারল, তথ্যবহুল হয়েছে। ++

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৪

একজন ঘূণপোকা বলেছেন: !:#P !:#P !:#P

কবিতা ভালো লেগেছে।

ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

কৃতজ্ঞতা জানবেন :)

২৩| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৭

মুদ্‌দাকির বলেছেন: জটিল ফিনিসিং ++++++++++

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

একজন ঘূণপোকা বলেছেন:

B-)) B-)) B-)) B-))


ধন্যবাদ প্রিয় ব্লগার :)

২৪| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: "নিজেরা লড়াই কইরাই কুল পাইনা, আইছে লড়াই করবার!" :P =p~ =p~ ;) এপিক ওয়ান ...

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

একজন ঘূণপোকা বলেছেন:

B-) B-) B-)

২৫| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: তথ্য সুবাদে প্রিয়তে ...

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:
কৃতজ্ঞতা :)

২৬| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিজেরা লড়াই কইরা কুল পাইনা!

এ দেশের ভবিষ্যৎ বড়ই অন্ধকার।

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
এ দেশের ভবিষ্যৎ বড়ই অন্ধকার।

২৭| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৩

বাংলার হাসান বলেছেন: তথ্যসমৃদ্ধ লেখা।

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাইজান :)

২৮| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:০০

মিনুল বলেছেন: ভালোই লাগল তথ্যবহুল পোস্ট টি পড়ে।

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৫১

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ মিনুল ।

ভালো থাকুন :)

২৯| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

তুষার মানব বলেছেন: লিস্ট টা কেমন জানি খাপ ছাড়া লাগলো । সেরা ১০ এর মধ্যে ইন্ডিয়া আর তুর্কি ক্যামনে জায়গা পায় ? সেরা ২০ হইলে মানা যাইত । আর মিলিটারি প্রডাক্টের কোয়ানটিটির উপর বেজ করে লিস্ট বানালে সেটা অসম্পুর্ণ থেকে যায় । কোয়ালিটিকে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে । অইটাই আসল । ভাঙ্গাচোরা পুরান মাল তো সব দেশের কাছেই আছে কিন্তু কত অপারেশনালি একটিভ সেগুলা দেখতে হবে ।

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৭

একজন ঘূণপোকা বলেছেন:

এইটাই ভাই ধারনা আর তথ্যের মধ্যে পার্থক্য।

আমি যতগুলা লিস্ট দেখছি সবগুলাতেই ইন্ডিয়া ৪ নম্বরে।

আর টার্কির একটু কম-বেশ হয় আর কি!!

ধন্যবাদ :)

৩০| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১:২৩

গোল্ডেন গ্লাইডার বলেছেন: তথ্যবহুল পোস্ট।

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৭

একজন ঘূণপোকা বলেছেন:
:)


কৃতজ্ঞতা জানবেন

৩১| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৬

মিজানুর রহমান মিলন বলেছেন: অনেক তথ্যসমৃদ্ধ লেখা । তবে গ্লোবাল ফায়ারপাওয়ারকেও আমি পুরোপুরি অথেনটিক মনে করি না । আপনি গ্লোবাল ফায়ার পাওয়ারের কয়েক বছরের রিপোর্ট এক সাথে পর্যালোচনা করলেই বিষয়টা ধরতে পারবেন । আর অনেক দেশই কৌশলগত কারণ নিজ সামরিক শক্তি গোপন রাখে। মিয়ানমার, উত্তর কোরিয়া, ইরান, ইসরায়েল এসব দেশের মধ্যে অন্যতম।

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩০

একজন ঘূণপোকা বলেছেন:

সামরিক শক্তির ব্যাপারে আপনি কোন তথ্যকেই পুরোপুরি অথনেটিক মনে করতে পারবেন না। আমি নিজেও এটাই আগেই পোস্টে বলে দিয়েছি।

বাট যতগুলা লিস্ট আছে সবগুলোর মধ্যে এইটাই বেশি অথেন্টিক।

আরেকটা কথা, যুদ্ধের মাঠে কে কতটা প্রতিপক্ষকে হোয়াক্সে রাখতে পারে, এইটাও একটা অস্ত্র :P :P


ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য :)

৩২| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০০

চড়ুই বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য এর জন্য পুত্তুম প্লাস :)

০৬ ই জুন, ২০১৪ রাত ১০:০৭

একজন ঘূণপোকা বলেছেন:

পুত্তুম প্লাস B:-) B:-) B:-) :P :P


ধন্যবাদ

৩৩| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টে +

শেষ ছবিটার জন্য আরেকটা + দিতে মুঞ্চায় কিন্তু আফসুস সামু একবারের বেশী + নেয়না !

০৬ ই জুন, ২০১৪ রাত ১০:০৮

একজন ঘূণপোকা বলেছেন:

=p~ =p~

আপনার একটি প্লাসই আমার কাছে অনেক মুল্যবান :)


কৃতজ্ঞতাসহ ধন্যবাদ :)

৩৪| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:১৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ধুর! এতো দেরীতে কথার জবাব দিলে কেমনে কি!? /:)
আপনে আসলেই আইলসা বলগার :-0 :P

০৬ ই জুন, ২০১৪ রাত ১০:০৯

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~


তা আবার বলতে!!!


এইজন্যই তো আমার ব্লগের শিরোনামই আইলস্যা ব্লগার ;)

৩৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১০:০০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: নাহ! ব্লগে থাইকা, মন্তব্যের রিপ্লাই না দিয়া ঘুরাঘুরির এহেন দূরভিসন্ধিমূলক প্রচেষ্টার "তেব্র"-"নিন্দা" জানাই! :P /:)

০৬ ই জুন, ২০১৪ রাত ১০:১৩

একজন ঘূণপোকা বলেছেন:

নিন্দা আমি মাথায় পেতে নিলুম। নাফিস ভাইয়ের নিন্দা বলে কথা :)


আসলে ব্লগে থেকে মন্তব্যের উত্তর দেই না দুইটি কারনে-

১। আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেউ অবনী পরে

অন্যের ব্লগেও ঘুরতে ফিরতে হয়।

২। সামুর এই ট্যাবটা কেন জানি কাটতে ইচ্ছা করে না।
তাই যতক্ষনই পিসি অন থাকে, ততক্ষনই সামু অন থাকে।

যদিও আমি মুভি দেখছি, খাচ্ছি,ফোনে কথা বলছি, ফ্রেণ্ডদের সাথে আড্ডা দিচ্ছি, ফেবুতে আছি।

কিন্তু সাথে সাথে আমি সামুতেও আছি। মানে আমার শরীর নয়, আমার আত্মা :P :P :P

:)

৩৬| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৪

আমার আমিত্ব বলেছেন: মিয়ানমারের সামরিক শক্তি থেকে আমরা মনে এগিয়েই থাকব।

তবে মিয়ানমারেরা অনেকটা উত্তর কোরিয়াদের মত, একগুয়ে টাইপের।



সুন্দর পোস্ট।

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৫১

একজন ঘূণপোকা বলেছেন: ঠিক বলেছেন, আর বর্মা নাচে তো চায়নার জোরে।


ধন্যবাদ ভাই, কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা সব সময়, সর্ব ক্ষেত্রে :)

৩৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ২:১১

শাহরিয়ার নাজমুল বলেছেন: মায়ানমারের তুলনায় আমাদের জনসংখ্যা প্রায় গুণ। আমরা লাঠি নিয়ে গেলেই তো এদের ভাগে পাবনা

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪১

একজন ঘূণপোকা বলেছেন:

আমাদের দেশপ্রেমই আমাদের বড় সম্পদ।


ধন্যবাদ নাজমুল ভাই :)

৩৮| ০৭ ই জুন, ২০১৪ ভোর ৬:২৮

জাফরুল মবীন বলেছেন: ভাই ঘূণপোকা আমাদের এতসব অস্ত্রের দরকার কি?আমরাতো নিজেরাই একেকটা এটম বোমা।৫২,৬৯,৭১,৯০...এতগুলো যুদ্ধে জিতেছি ভয়ংকর মারণাস্ত্র ছাড়াই!আমরা বীর যোদ্ধার জাতি।আমাদের সমস্যা একটাই আমরা বেশীরভাগ সময় নিজেদের মধ্যের যুদ্ধেই বেশী ব্যস্ত থাকি;তাই কাঙ্খিত গতিতে এগুতে পারছি না।

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর বলেছেন।

আমাদের দেশপ্রেমই আমাদের বড় সম্পদ :)

৩৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:০২

সবুজ স্বপ্ন বলেছেন: What about north Korea?

০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:

৪০| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

এতো তথ্য দেখতে দেখতে নিজেকে কেমন যেন যুদ্ধবাজ মনে হচ্ছে !

তবে দুই নেত্রীর সংলাপ পড়ে সব তালগোল পাকিয়ে গেল 8-|

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:

=p~ =p~ =p~ =p~


যুদ্ধ যুদ্ধ খেলা ভালো লাগে না বিধায় তো, শেষের ছবি দুইটা দিয়েছি। সিরিয়াস পোস্টে হাস্যরস করা উচিত হবে কিনা, বুঝতে পারছিলাম না। কিন্তু দেখলাম সবাই এটা পছন্দ করছে।

আসলে বিশ্বে শান্তিপ্রিয় মানুষের সংখ্যাই বেশি।

আশা করি এতক্ষণে তালগোল ছুটে গেছে।

শুভ কামনা সব সময়, সর্বদা। :)

৪১| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:২০

জুন বলেছেন: যদিও আমি মুভি দেখছি, খাচ্ছি,ফোনে কথা বলছি, ফ্রেণ্ডদের সাথে আড্ডা দিচ্ছি, ফেবুতে আছি।

কিন্তু সাথে সাথে আমি সামুতেও আছি। মানে আমার শরীর নয়, আমার আত্মা

যুদ্ধ বিগ্রহ ভালোলাগেনাই কোনদিন তবে উপরের কথাটায় মজা পাইলাম :P

১০ ই জুন, ২০১৪ দুপুর ২:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
গত তিনটি বছর ধরে এটাই আমার অবস্থা আপ্পি।

জীবনটাই সামুময়।


:) :) :)


যুদ্ধ আমারও ভালো লাগে না।

কৃতজ্ঞতা আপ্পি :)

৪২| ১২ ই জুন, ২০১৪ দুপুর ২:২৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সীমান্ত নিয়া এসব হইবই। সীমান্তে মারামারি পর্যন্তই। এরা বা আমরা এমন কোনো মহাবীর না যে, যুদ্ধ আগে থাইক্যাই শুরু করে দিবে। যতক্ষণ ঘাড়ে আইসা যুদ্ধ না চাপে তার আগে টুকটাকের বেশি সাহস করবে না কেউ।

১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৫

একজন ঘূণপোকা বলেছেন:

পারফেক্ট কথা বলছেন জুলিয়ান ভাই :)

৪৩| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:২৬

ফা হিম বলেছেন:
এক জায়গায় পড়লাম সীমান্তে এতসব ঘটনার মূলে আছে ইয়াবা। এই ইয়াবা চোরাচলানের কোন এক ফাকে এই গুলি করার ঘটনা ঘটে। যাই হোক, পোস্টটা অনেক তথ্যবহুল।

১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৩২

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ফা হিম :)

৪৪| ১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৪৯

ভুয়া প্রেমিক বলেছেন: বাংলাদেশের উচিত ভারতের সাথে যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা। মিয়ানমার নয়।

১৮ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:

চুপ চুপ, গুম হয়ে যাবেন ;)

৪৫| ১৮ ই জুন, ২০১৪ রাত ১১:৫৮

ভুয়া প্রেমিক বলেছেন: আমি হাছিনা আর তার কালো কালারের পাগলা কুত্তাদের নাগালের বাইরে

৪৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শেষের কৌতুকগুলো মজা লাগল........... B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.