নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর সবার মতোই।

গন্ডোলার মাঝি

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

গন্ডোলার মাঝি › বিস্তারিত পোস্টঃ

দেখেন তো বাংলা সিনেমার মা ও ছেলের সাথে মিল আছে কিনা?? থাকলে আমি দায়ী না।

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯

বাংলা সিনেমায় আগে দেখতাম নায়ক কোন অন্যায় করলে,মা নায়ককে অস্বীকার করতো।তুই আমার ছেলে হতে পারিস না,তুই আমার ছেলে না তুই খুনি।যথারিতি এইসব মায়ের ভূমিকা পালন করতেন খালেদা রহমান কল্পনা,আনোয়ারা, ডলি জহুর প্রমুখ। আর হতভাগা নায়কের মধ্যে বেশিরভাগই একশান হিরো জসিম,রুবেল,মান্না ভাইরা থাকতেন।☺
সিলেটের বদরুলের ও হয়েছে একই অবস্থা।তার দুই মা ই তাকে অস্বীকার করছে সে তাদের ছেলে না।একজন জন্মদাত্রী, আরেকজন দলনেত্রী।বদরুলের জন্মদাত্রী মা বলছেন,বদরুল আমার সন্তান হতে পারে না। আমি এই বদরুলের মা না । আমি এই ঘটনার উচিত বিচার চাই। হামলাকারীর শাস্তি দেখে মরতে চাই,এমনটিই বললেন খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে ক্ষত বিক্ষত করা বদরুল আলমের গর্ভধারিনী মা দিলারা বেগম।বদরুলের মা দিলারা বেগম বলেন,নার্গিসের ওপর হামলার পর গণপিটুনির শিকার হয়ে গুরুতর অবস্থায় তার ছেলে বদরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর তারা পেয়েছেন। কিন্তু বদরুলের পৈশাচিক কর্মকাণ্ডের কারণে তারা এতটাই লজ্জিত এবং বিব্রত যে পরিবারের কোন লোকজন বদরুলকে হাসপাতালে পযন্ত দেখতে যাননি ।বদরুলের মা কাঁদতে কাঁদতে বলেন আমি অভাবী মানুষ। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাকে লেখাপড়া শিখিয়েছি।বিদেশ থেকে আসার পর তার বাবা অসুখে পড়ে জমি,জমা যাছিল সব বিক্রি করে দেন। ভালো ছাত্র ছিল তাই সংসারে সবাই তার দিকে তাকিয়ে ছিল। অনেক আশা ভরসা ছিল তার উপর। কিন্তু এটা কী করলো বদরুল ? এটা আমার সন্তান হতে পারে না। আমি এই হামলার সঠিক বিচার দেখে মরতে চাই।আরেকজন মা বলেছেন বদরুল তাদের দলেরেই না।যদিও সবাই বলছেন।☺
এমনকি জাফর ইকবাল স্যার ও কয়েক বছর আগে তাকে নিয়ে কলাম লিখেছিলেন।শিবির রা তার পায়ের রগ কেটে ফেলেছে,ছেলেটি আর সোজা হয়ে দাড়াতে পারবে না।এত বড় বিজ্ঞানী এই ভুলটা কিভাবে করলেন বুঝতে পারলাম না।সোজা হয়ে দাঁড়াবে কি এখন তো দেখা গেলো সে কোপাকোপি ও করে ফেলেছে।☺
আমার এসব নিয়ে মাথা ব্যাথা নেই আগে অনেকেই খুন হয়েছে। তনু,রিশা হত্যার বিচার চায় এসব নিয়ে আমি কোন পোস্ট ও দেয় নি।জানি এসবের বিচার হবে না।এসব দেখার জন্য, আন্দোলন করার জন্য অনেক লোক আছে। ইমরান সরকার আছে এসব ভাবার জন্য।যদি ও তার গণজাগরণ মঞ্চ থেকে কোন উদ্যোগ নেয় নি।
তার পোস্ট দেখলাম বদরুলের পক্ষে ও না বিপক্ষে ও না।তিনি কি আমার মতো এরশাদ হয়ে গেলেন নাকি।☺
এসব নিয়ে লিখে নিজের কলমের খালি ফুরাবার কোন মানে হয় না।
বি:দ্র- কারওয়ান বাজারে এক মালয়েশিয়া প্রবাসীকে দূবৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।খাদিজা এখনো মরেনি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

গেম চেঞ্জার বলেছেন: বাংলা সিনেমার সাথে ভালই তাল আবিষ্কার করসেন দেখছি! কিন্তু এই ঘটনায়ও আমরা কাঁদা নিয়ে ছোঁড়াছুড়ি করছি। এটাই হলো ভয়ানক সংবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.