নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

আগামীবার আমি সরকার গঠন করতে পারলে এদেশের শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আসবে।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭


আমি শিক্ষা ব্যবস্থায় যুগান্তরী পরিবর্তন আনব। আমি শুরু করব আমার মন্ত্রীসভাসদ-গনদের দিয়ে। সবাই হবেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটি হবে মন্ত্রীসভায় প্রবেশের সর্বনিম্ন স্তর।

বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক প্রফেসরের বাধ্যতামুলক ৫ জন করে ছাত্র সহকর্মী থাকবে।
প্রফেসররা প্রত্যেকে বাধ্যতামুলক ভাবে রেগুলার অফিস টাইম ৯-৫ টা নিজ নিজ অফিসের চেয়ারে বসবে।
প্রফেসররা প্রত্যেকে তাদের গবেষনা পত্র বাধ্যতামুলক ভাবে প্রথমে বাংলা ও পরে ইংলিশ দুই ভাষাতেই লিখবে।
প্রফেসররা বই, জার্নাল অনুবাদ করবে। তাদের সরাসরি তত্ত্বাবধানে জুনিয়র শিক্ষক, ছাত্র, অনুবাদক - এরা বই, জার্নাল, মহৎ কোন শিল্প কর্ম অনুবাদ করবে।

স্কুলের শিক্ষকেরা ছাত্রদেরকে নিয়ে ক্লাসরুম থেকে বাইরে বেড়িয়ে আসবে।
স্কুলের শিক্ষকেরা ক্লাসের ছাত্রদেরকে নিয়ে ফুট ওভার ব্রিজ পার হবে এবং এরপর মুখে বলবে নিয়মের কথা।
ছাত্রদেরকে রাস্তায় নিয়ে তাদের সামনে স্কুলের শিক্ষকেরা নিজ হাতে রাস্তার ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবে এবং অতপর ছাত্রদেরকে বলবে পরিছন্নতার কথা।

এদেশে ছাত্ররা বইয়ে ডিসিপ্লিন রচনা পড়বে এবং প্র‌াকটিক্যালি স্কুল পর্যায়ে স্কাউট বাধ্যতামুলক করা হবে।
ছাত্ররা কৃষিবিজ্ঞান বই পড়বে আর নিজ হাতে বিদ্যালয়ের আঙিনায়, রাস্তায় একটি গাছের চারা লাগাবে।

আমি একটি সভ্য জেনারেশন তৈরী করে দেব। তারাই হবে শুরু আর আগামীকে আরও উন্নতির পথে চালিয়ে নিয়ে যাবে; আরেকটি শিক্ষিত জেনারেশন তৈরী করবে।




মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৯-৫ টা নিজ নিজ অফিসের চেয়ারে বসবে।

এটি সমর্থনীয় নয়।

বরং দিনের একটা সময় অফিসে বসাই যথেষ্ট। বাকি সময় রাস্তায় নেমে জনগণের দুঃখ-দূর্দশা স্বচক্ষে দেখে তা নিবারণে কাজ করা জরুরী।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১১

গ্রীনলাভার বলেছেন: বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গন এসব বিষয়ে গবেষনা করবেন। গবেষনার জন্যে বাইরে বের হবেন এবং গবেষনা থেকে পাওয়া সমস্যা; তার প্রতিক্রিয়া; তার সমাধান প্রথমে বাংলায় এবং এর পর ইংলিশে লিখবেন। আর সাথী হিসেবে ৫ জন করে ছাত্র তিনি পাচ্ছেন।

২| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন: গ্রীনলাভারের ফ্যান্টাসি ভাল লাগল।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ। শিক্ষিতদের সরকার গঠনের সময় ঘনিয়ে এসেছে।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:




লংকায় যেই যাবে সেই হবে রাবণ, আপনার কি মনে হয় এখন অশিক্ষিতরা সরকারে আছে?

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

গ্রীনলাভার বলেছেন: মুর্খ বাস শ্রমিকদের শয়তানি আর ধাপ্পাবাজিতে যখন প্রফেসরদের কাছ থেকে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয় না তখন বুঝে গেছি মন্ত্রীসভায় কারা গেছে।

৪| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

Mohammad Israfil বলেছেন: আপনার আইডিয়া গুলো খুবই ভালো। কিন্তু দুঃখের কথা হলো, যারা এসব আইডিয়া'র বাস্তবায়ন করতে পারবে তারা আপনার এই লেখা গুলো পরবে না। কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সরকার গঠনও করতে পারবেন না। কেননা, সরকার গঠন টা তাদের বৃত্তের ভিতরে পড়ে রয়েছে। ছুটে আসার কোন সুযোগ নেই।

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

গ্রীনলাভার বলেছেন: স্বপ্ন অনেকেই দেখতে শিখবে এবং তাদের মধ্য থেকেই একদিন একজন বেরিয়ে আসবে।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:







আপনার প্রফেসররা কি চুরি করেন না? উপবৃত্তি চুরি, ছাত্রদের বাজেট চুরি.... নাকি আপনি জানেন কিছুই শুধু লাফাচ্ছেন!

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

গ্রীনলাভার বলেছেন: এই ব্যাপারে আসলে তর্ক করে শেষ করা যাবে না। আমরা সমাধান দেব। এবং সমাধানটি ঐ প্রফেসরের মুখ থেকেই বেড়িয়ে আসবে।

৬| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রফেসার'রা কি ঠিকঠাক স্কুলের ভেতর চালাতে পারছেন? কয়েকজন সৎ, ভালো, প্রতিবাদী প্রফেসারের নাম বলুন তো।

বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন সময়ের দাবী। ভালো, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ এগিয়ে আসলেই পরিবর্তন সম্ভভ।

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

গ্রীনলাভার বলেছেন: এদেশের মুখপাত্র হবে প্রফেসর গন স্বয়ং।
প্রফেসর গন ফিকশন নয়, ফ্যাক্ট নিয়ে কাজ করবেন; এবং এভাবেই তারা গঠিত হয়েছেন।

৭| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: প্রফেসররা প্রত্যেকে তাদের গবেষনা পত্র বাধ্যতামুলক ভাবে প্রথমে বাংলা ও পরে ইংলিশ দুই ভাষাতেই লিখবে।


এখন ইংলিশে লেখে। আপনি কেউকেটা হলে ইংলিশে লিখবে কেন মাতৃভাষা ছেড়ে?

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

গ্রীনলাভার বলেছেন: একদিন প্রফেসরগন স্বয়ং সিদ্ধান্ত নেবেন ইংলিশে গবেষনা পত্রটি অনুবাদের প্রয়োজন আছে কিনা। সেদিনই আমরা স্বয়ংসম্পুর্ন হব।

৮| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: শিক্ষাখাতে সরকারের বিশেষ নজর দেওয়া দরকার।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

গ্রীনলাভার বলেছেন: সেই সরকারটি আপনি নন কেন?

৯| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



প্রফেসর কি পীর সাহেব নাকি? উনি সমাধান দিলেই আমরা মেনে নেব! জ্ঞানবৃক্ষের আগাছায় আসল জ্ঞান শেষ! উনারা কি আসল জ্ঞানের ভাণ্ডার নিয়ে কাজ করে ন্যকি নতুন বোতলে পুরনো মদ?

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

গ্রীনলাভার বলেছেন: প্রফেসররা ব্রিটিশদের দেয়া সিলেবাসে পড়ায়। তাই বুঝতে পারছে না কি শেখাচ্ছে।

১০| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

ভ্রমরের ডানা বলেছেন:

বিদ্যালয়ে একটি করে চারাগাছ লাগালেই হবে, বসত বাড়ি পতিত জমিতে কে লাগাবে? পরিচর্যা কে করবে?

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬

গ্রীনলাভার বলেছেন: শুধু চারাগাছের পরিচর্যা নয়। প্রফেসরগন নিজের হাতে চা বানিয়ে খেতে পছন্দ করবেন। নিজের গাড়ি নিজে চালানোয় বেশী সম্ভ্রান্ত মনোভাব প্রকাশ করবেন।

১১| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:



মন্ত্রীসভায়য় প্রফেসর ছাড়া অন্য পেশার লোকজন না থাকলে শ্রম, শিল্প, পরিবহন, যোগাযোগব্যবস্থা এসব কি পুঁথিগতবিদ্যা দিয়ে হবে?

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

গ্রীনলাভার বলেছেন: বর্তমান সেবা আমরা কুশিক্ষিত, ধাপ্পাবাজ দের কাছে থেকে পাচ্ছি। এজন্যেই চারিপাশে গজব নেমেছে।

প্রফেসরগন এসকল সমস্যা নিয়ে গবেষনা করবেন। এবং করবেন বাংলায়; এদেশের জন্যে। মৌলিক মতামতগুলো ইংলিশ জার্নালে প্রকাশ হতে পারে। আমার সরকারের টাকা্য় পড়াশুনা করে ইংলিশম্যনদের জন্যে পেপার লিখতে তাদের ঘৃনা হবে।

১২| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩

লায়নহার্ট বলেছেন: {স্বপ্ন দেখুন, খারাপ কি?}

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। পজেটিভলি নেয়ার জন্য।

১৩| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

ভ্রমরের ডানা বলেছেন:





লেখক বলেছেন: প্রফেসররা ব্রিটিশদের দেয়া সিলেবাসে পড়ায়। তাই বুঝতে পারছে না কি শেখাচ্ছে।




উহারা কি এদেশের প্রাকৃত জনের সিলেবাস পড়ে প্রফেসরগগিরি করছেন? উহারা কি ব্রিটিশ সিলেবাস পড়েন নাই? পড়লে উহারা কি ব্রিটিশ স্টাইলের বাহিরে মন্ত্রীসভা চালাইতে পারবে?



আপনার প্রফেসরদেদের নিয়ে মন্ত্রীপরিষদ লজিক আর ভূতপ্রেতাদি মন্ত্রী পরিষদ একই কথা। এসব হাম্বা মাম্বা ভাবনা রেখে একটু লজিকাল হন। হুদাই কাউকাউ কইরেন না।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

গ্রীনলাভার বলেছেন: বৃটিশ সিলেবাসের বৃত্ত থেকে বের হবার জন্যে সময় লাগবে। ধৈর্য ধরতে হবে। এর জন্যে অনুবাদ-কে আমার সরকার প্রথমে বেশী জোড় দিবে।

১৪| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

এদেশের প্রফেসরগন লাল নীল সবুজ হলুদ দলে বিভক্ত! উহাদের জন্যে দেশের শিক্ষা ব্যবস্থার এই গজব অবস্থা!

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

গ্রীনলাভার বলেছেন: আমার সরকারের সময় উহারা আমাদের রং ধারন করিবে। এবং এর জন্য প্রয়োজনীয় খোরাক ও তাদের দেয়া হইবে - সেটি হলো মাতৃভাষায় জ্ঞান চর্চার মজা।

১৫| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: ইদানীং আপনি মেবি কোন তামিল মুভি দেখেছেন....

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

গ্রীনলাভার বলেছেন: চিন্তাভাবনা ভিন্ন ভিন্ন ভাষাভাষীদের মধ্যেও একই হতে পারে।
ওয়েট! আপনি বলছেন, আমার মতো চিন্তা তামিলদেরও কেউ কেউ করছে?

১৬| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

ভ্রমরের ডানা বলেছেন: তামিলরা ইউনিক চিন্তা করে। বাংগালিরা কপি করে।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

গ্রীনলাভার বলেছেন: আপনি যেভাবে ভাবছেন সেটা ব্রিটিশ সিলেবাসের অনন্য অবদান।

১৭| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

ভ্রমরের ডানা বলেছেন:







আপনার মত ভাবলে সবাই উম্মাদ বলত!

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

গ্রীনলাভার বলেছেন: হা হা হা হা.... আপনি মজা করছেন।

এটা ঠিক, পরিবর্তন নিরবে হয়। চিৎকার করে উম্মাদরা। এটাও ঠিক, আমাদের মধ্যেই একদলকে নিজেদের ভাষায় পরিবর্তনের কথা বলতে পারতে হবে।

১৮| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমি মনে করেছিলাম যে, আপনি সব বাংগালীকে কোরানে হাফেজ বানাবেন, কমপক্ষে!

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

গ্রীনলাভার বলেছেন: ভিন্ন বিভিন্ন ভাষার উপর দক্ষতা - এটি উন্নত একটি জাতির পরিচয়। অবশ্যই আমাদেরই একটি জেনারেশন সেই মেধারও অধিকারী হবে।

১৯| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিস্টেম না পাল্টালে কোন কিছু হবে না। সিস্টেম হল, ব্যর্থদের শাস্তি দিতে হবে, দুর্নীতিবাজ, ঘুষখোরদের জেলে দিতে হবে। আইন সবার জন্য সমান হতে হবে...

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

গ্রীনলাভার বলেছেন: স্কুলের একজন ছাত্রের পুরো ১৬ বছরে ৩০০ এরও অধিক ছোট ছোট প্রজেক্ট করানো হবে। শুধুমাত্র কাজগুলো সম্পর্কে নলেজ পাবার জন্য। অতএব ছাত্ররা শুধু বই পড়বে না। তারা ঘুরে ঘুরে জ্ঞান নিবে। যে কোন ছোট কাজকে তারা কাজ হিসেবে দেখতে শিখবে।

২০| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

পদ্মপুকুর বলেছেন: কেউ হয়তো ফান হিসেবে নিচ্ছেন পোস্টটিকে। কিন্তু আমি সিরিয়াস। এখনকার জেনারেশন যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, তার একটা ক্ষুদ্র উদাহরণ এই পোস্টটা। সম্প্রতি রাইড শেয়ারিং অ্যাপ 'পাঠাও' এর উদ্যোক্তা হুসেইন মোঃ ইলিয়াসের একটা ইন্টারভিউ দেখলাম, নিতান্তই কম বয়েসি একজন যুবক; তিনি বলছেন, 'তাঁর ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি পাওয়ার চিন্তা থেকেই 'পাঠাও' এর ধারণা তৈরী হয়েছে' এবং সবাই জানেন এখন ঢাকাসহ কয়েকটি শহরে এর জনপ্রিয়তা কত বেশি! অনেকে হয়তো জানেন না যে, পাঠাও ঢাকায় শুরু হয়েছে উবার আসার আগেই।

এই যে নিজের সমস্যা সমাধানের লক্ষ্যে এ রকম একটা সফল উদ্যোগ, গ্রীনলাভারের পোস্টটাও ওই সেন্স থেকে একদমই ফানি নয়। হ্যাঁ, হয়তো এখুনি এটা হয়ে যাবে না, তবে খুব বেশিদিনও এই হুলিগান ডাইন্যাস্টি সাসটেইন করবে না।

অট: ভ্রমরের ডানাকে ব্লগে খুবই ক্রিয়াশীল একটা নিক এর মাল্টি মনে হচ্ছে..... ভাষাগত মিল এসে যাচ্ছে। আরো সাবধান হওয়া দরকার। :`>

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

গ্রীনলাভার বলেছেন: এদেশে প্রফেসররা হবেন সর্বোচ্চ সম্মানীয়। আমরা জানি, গবেষনার জন্যে জানালা দিয়ে সমুদয় সম্পদ ফেলে দিলেই সেই সম্পদ সাথে করে আরও সম্পদ নিয়ে আসবে। আমি বিশ্বাস করি অন্যের কাছে ভিক্ষা চাইতে আমাদের লজ্জা হবে।

২১| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

@পদ্মপুকুর বলেছেনঃঅট: ভ্রমরের ডানাকে ব্লগে খুবই ক্রিয়াশীল একটা নিক এর মাল্টি মনে হচ্ছে..... ভাষাগত মিল এসে যাচ্ছে। আরো সাবধান হওয়া দরকার।





খ্যাঁক খ্যাঁক খ্যাঁক......

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

গ্রীনলাভার বলেছেন: মাল্টিনিক ভালো। না হলে কাব্য পোষ্টগুলো কেচাল পোষ্টের সাথে মিশে সব বিশৃঙ্খল হয়ে যায়।

২২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫১

কাওসার চৌধুরী বলেছেন:



প্রশ্ন হলো, কলেজ/বিশ্ববিদ্যালয়ের কত পারসেন্ট (%) প্রফেসর সত্যিকারের 'প্রফেসর' হওয়ার যোগ্য :(!! শিক্ষক হিসাবে নিয়োগ, প্রভাষক থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতি নিজের যোগ্যতা দেখিয়ে অর্জিত কিনা? উনাদের গবেষণাপত্র কী দেশের কোন কাজে আসে? নিজের গবেষণা নাকি চুরি করা? কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করেন কিনা? নিজে দুর্নীতি মুক্ত কিনা?

এই প্রশ্নগুলোর উত্তর ইতিবাচক হলে আপনার যুক্তি ঠিক আছে!!!

২৩| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন হলে তো ভালোই হতো।

২৪| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

ঈশ্বরকণা বলেছেন: আপনার নাম কোনো ব্যালটেই জায়গা পাবেনা । ব্যাংক লং রিপে করেননি দেননি দেখিয়ে ফাঁসিয়ে দেবে (মিথ্যা মামলা ! ব্যাংকগুলো থেকে যে হরে টাকা লুট হচ্ছে এটা দেখানোই সহজ হবে বলে আমার বিশ্বাস) @পদ্মপুকুর "প্রতি" যোগ করে দিলাম আমি আগে ! এনি অবজেকশন ?

২৫| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক :)

২৬| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

পদ্মপুকুর বলেছেন: ঈশ্বরকণা বলেছেন: @পদ্মপুকুর "প্রতি" যোগ করে দিলাম আমি আগে ! এনি অবজেকশন ?

বুঝলাম না কি বললেন, আর কিসের অবজেকশন থাকবে?

২৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬

মিনহাজ শুভ বলেছেন: ভাই ইংরেজি নিয়া, আর পোস্ট করেন না ক্যান ? আপনার সাথে যোগাযোগ করতে চাই, কোনো ওয়ে আছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.