নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

কোটা নিয়ে কিছু কথা!

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৭

আমার জানামতে বৈষম্য দুর করতেই এক সময় কোটা প্রথার প্রচলন হয়। যেমন উপজাতিদের কোটা। বিভিন্ন কারনে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে তাদের এগিয়ে আসার রাষ্ট্রীয় ব্যর্থতাকে স্বীকার করে সাময়িকভাবে, একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত কোটার মাধ্যমে দেশ পরিচালনার মেইন ষ্ট্রিমে নিয়ে আসার ব্যবস্হা করা হয়। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যে অবস্হা ছিল সেখানকার জনগোষ্ঠি সেইসব পাহাড় সমান বাধা কাটিয়ে দেশের সিভিল সার্ভিস বা অন্যান্য জায়গায় আসতে পারছিল না বা সেই সুযোগ ছিল না। অথচ তাদেরকে উন্নয়নের ধারায় সামিল করা দরকার ছিল এবং তা করতেই নির্বাচন, প্রশাসন সহ সকল ক্ষেত্রে একটু ধাক্কা দিয়ে এগিয়ে আনতেই কোটা নামক একটা বিশেষ সুযোগ দেয়া হয়। মহিলা কোটা কিংবা জেলা কোটাও অনেকটা একারনেই দরকার হয়েছিল যে কোন কোন জেলার লোকজন বেশী এসে পড়েছে, কোন কোন জেলার লোকজন আসতেই পার‍ছে না। আবার একটা সময়ে মহিলাদের সাংঘাতিকভাবে পিছিয়ে পড়ার বিষয়টা ছিল। দেশের সকল মানুষের সমান সুযোগ দেয়ার জন্য অর্থাত বৈষম্য কমাতেই কোটা প্রথার চালু করা হয়। তবে কথা হলো সেগুলো নিশ্চয়ই অনির্দিষ্ট কালের জন্য নয়। কেন নয়, বলছি।

এই যে মহিলারা পিছিয়ে পড়েছিল, সেটার জন্য দায়ী ছিল আমাদের সরকার, রাষ্ট্র ও সমাজ। কোন কোন জেলার লোকজন বা উপজাতিরা পিছিয়ে ছিল, সেগুলোর জন্যও দায়ী ছিল এই রাষ্ট্র। ফলে রাষ্ট্রকে একটা সময় কিছুটা ছাড় দিয়ে তাদেরকে এগিয়ে আনতে হয় এবং একই সাথে ওদের সেইসব দুর্বলতাকে কাটিয়ে এনে একটা নির্দিষ্ট সময় পরে সেই কোটা পদ্ধতির অবলুপ্তি ঘটাতে হয়। কারন, কোটা পদ্ধতি কোন মহিলা, কোন বিশেষ জেলার মানুষদের জন্য, এমনকি উপজাতিদের জন্যও সম্মানজনক কোন ব্যবস্হা নয়। যখন আপনার সাংসারিক অবস্হা খারাপ থাকে, তখন আপনি টাকা হাওলাত নিয়ে কিংবা সরকারী অনুদান নিয়ে অন্যদের মতই সংসার চালাতে পারেন, কিন্তু সেটা কখনোই স্হায়ী সম্মানজনক বিষয় নয়। সকলেই স্বপ্ন দেখে যত দ্রুত সম্ভব সংসারের কেউ আয় রোজগার করবে যাতে করে লোন বা অনুদান বা দান খয়রাত নিয়ে সংসার চালানোর অসম্মানজনক অবস্হা সারা জীবন বহন করে যেতে না হয়।

জেলা কোটা, মহিলা কোটা, উপজাতি কোটা নিয়েই কথা বললাম। অন্য কোন কোটা উপরোক্ত ক্রাইটেরিয়ার মধ্যে পরে কিনা আমার জানা নাই। কোটা পদ্ধতি মেধার সর্বনাশতো করেই, তাছাড়াও কোনভাবেই কোন সম্মানজনক বিষয়ও হতে পারে না, স্হায়ীভাবেতো নয়ই। মহান মুক্তিযুদ্ধে যারা অংশ গ্রহন করেছিলেন তাদের ক্ষেত্রেও একটি বিষয় ছিল যে তারা নয়মাস যুদ্ধে ছিলেন, ফলে ক্ষতিগ্রস্হ হয়েছেন। তাদের ঋণ মানুষ কখনোই শোধ করতে পারবেন না। ফলে স্বাধীনতার পর বেশ কিছু ছাড় দেয়া হয়। যেমন ৭২ এর ক্যাডার বলে একটি কথা আমরা জানি। ৭২ সালের এসএসসি সহ যেসব পরীক্ষা হয় সেগুলো কিভাবে হয়েছিল তা আমরা জানি।

কিন্তু মুক্তিযোদ্ধার নাতিপুতিদের কোটার সুযোগ দেয়া তাদের জন্যও কোন সম্মানজনক বিষয় কিনা আমার বোধগম্য নয়। কারন তারাতো উপজাতি বা মহিলাদের মত কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যান নি। বরং তারা বেড়ে উঠেছেন দেশের অন্যান্যদের মতই। তাহলে তারা কেন কোটার সুযোগ নিবেন বা পাবেন?

পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধের মুল কারনই ছিল বৈষম্য। অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ট্রিয় বৈষম্যের শিকার ছিলাম আমরা। সেই বৈষম্য দুর করতেই অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন আমাদের বীর মুক্তিসেনারা। আর সেই বৈষম্যের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। স্বাধীন দেশে সেই বৈষম্য ধীরে ধীরে কমিয়ে এনে সোনার বাংলা গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। প্রশ্ন হলো রাজনৈতিক ফায়দা নেবার জন্য আমরা কি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন থেকে দুরে সরে যাচ্ছি? আর এতে করে কি সরকার একটা আবেগের দোহাই দিয়ে দেশের বিশাল জনগোষ্ঠির রোষানলে পড়তে যাচ্ছেন না?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৩

রসায়ন বলেছেন: অনেক দারুন লিখা

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৪

আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের সাথে আপনাদের যে বৈষম্য ছিল, আজকে এখন প্রাক্তন ইপিআর-মুক্তিযোদ্ধার সন্তানের সাথে, বসুন্ধরা কিংবা সালমান রহমানের বৈষম্য আরো বড়; এই নিয়ে আপনার বক্তব্য কি?

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি গিয়ে ঢাকাতে একটা বাস চালু করতে যান, তখন টের পাবেন পাকিস্তান কাহাকে বলে, আর বাংলাদেশ কাহাকে বলে!

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫২

আব্দুল হালিম মিয়া বলেছেন: বাংলাদেশে হাজারো বৈষম্য রয়েছে, বৈষম্যহীন দেশ গড়তে হলে চোখ বন্ধ করে আইনের শাসন কায়েম করতে হবে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " বাংলাদেশে হাজারো বৈষম্য রয়েছে, বৈষম্যহীন দেশ গড়তে হলে চোখ বন্ধ করে আইনের শাসন কায়েম করতে হবে। "

-তা হবে, হবে, হবে!

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৪

সৈয়দ তাজুল বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে হাজারো বৈষম্য রয়েছে, বৈষম্যহীন দেশ গড়তে হলে চোখ বন্ধ করে আইনের শাসন কায়েম করতে হবে।
বাংলাদেশের বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকারেরা এধরণের উদ্যোগ কখনো নেবে না। তা না হলে 'চারশো কোটি কোন দুর্নীতিই না' এমন কথাগুলো যে কেউ আর সংসদে বলতে পারবে না।

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতায় সংসদের মুক্তিযোদ্ধাও তাদের সন্তানদের জন্য ২০০ আসন সংরক্ষিত রাখা হোক। এটা তাদের হক। কিন্তু চাকরির বাজারে এই সব কোটা সাধারণ মানুষের হক মেরে খাবার সামিল। কোটা প্রথা চাই না। বাতিল করা হোক।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী বলেছেন "আপনি গিয়ে ঢাকাতে একটা বাস চালু করতে যান, তখন টের পাবেন পাকিস্তান কাহাকে বলে, আর বাংলাদেশ কাহাকে বলে! "
চাঁদগাজী ভাই, ঢাকায় বাস চালু করা অনেক কঠিন, এটা আমি বেশ ভালোভাবেই জানি | আপনার কোথায় খুব মজা পেলাম |
Just curious, পাকিস্তানে বাস চালু করা কি এর চাইতেও কঠিন কিনা? আপনার জানা আছে কি ?

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



@স্বামী বিশুদ্ধানন্দ ,

আমি এক বাংগালীর দেখা পেয়েছিলাম ২০০২ সালে, যিনি করাচীতে বাস ড্রাইবারের কাজ করার পর, করাচীতে সহজেই বাসের মালিক হয়েছিলেন; অনেক টাকা আয় করে, ইনভেষ্টর হিসেবে বেলজিয়ামে চলে গেছেন

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: কোটা প্রথা সংস্কার করাটা অবশ্যই জরুরী।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫০

নীল আকাশ বলেছেন: কোটা সপক্ষে যারা কথা বলেছে মুক্তিযোদ্ধাদের নাম ভান্গিয়ে, তারা সবাই হলো ১৭ই ডিসেম্বের ধান্দাবাজ মুক্তিযোদ্ধাধারী বাটপারদের বংশধর।

১১| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: টকশোতে চোখ উপড়ে ফেলা মন্ত্রি নাকি শ্রমিক নেতা সেই দেশে বৈষম্য ছাড় আর কি হবে পারে।

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: লেবু বেশি টিপলে তিতা হয়ে যায়।
কয়েকদিন ধরে ব্লগে শুধু কোটা কোটা।
আর ভালো লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.