নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপা জী

waiting for things to happen

পাপা জী › বিস্তারিত পোস্টঃ

মনে হয় আমেরিকাতেই সম্ভব এমন ব্যবসা!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৭

TV তে দেখলাম এই বিজনেস এর উপর একটা রিপোর্ট।হাসব না কাদব বুজতে পারতেসি না...আমেরিকা তে কিসু লোকের টাকার অভাব নাই....



D Pet Hotels, কুকুরের জন্য রিসোর্ট /স্পা



রিসেপশন লবি



Lounge



স্ট্যান্ডার্ড সুইট



স্ট্যান্ডার্ড প্লে এরিয়া



Luxury suit



কুকুরের জন্য বুটিক



স্ট্যান্ডার্ড রুম



স্ট্যান্ডার্ড সুইট



কুকুরের ট্রেডমিল



প্লে এরিয়া





Manicure and pedicure



কুকুরের জন্য অর্নামেন্ট



কুকুরের জন্য টেক আউট ফুড

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এরা স্বনির্ভর বলে সঙ্গবদ্ধ ভাবে থাকতে পারেনা শেষ পর্যন্ত।এরা জীবনের বেশিরভাগ সময় একা কাটায় বেশিরভাগ মানুষ।
আমার একজন কাষ্টমার আছেন চার্লি,বয়স শত পার হলো নাকি কিছুদিন আগে, সকালে চার্লির মুখ দেখেই আমার দিন শুরু হয়,কিছুদিন হলো তাকে আর আসতে দেখিনা, একটা কাজে তার বাসা আমার চেনা ছিলো। গেলাম তার বাসায়। দেখলাম সে খুব অসুস্থ্য,মেডিকেল চিকিৎসার পর গতকাল বাসায় আসছে।তার বড় বাড়িতে সে আর তার কুকুর থাকে। ঘন্টা খানেক সময় তার বাসায় আমি ছিলাম তার মধ্যে প্রায় ৪০ মিনিট সে তার কুকুরের সাথেই কথা বললো ,শাষণ বারণ আদর আহ্লাদ এর যত কিছু আছে সবই সেই কুকুরের সাথে। তখন ভাবছিলাম কুকুরটা না থাকলে এই বুড়ো বহু আগেই ওপারে চলে যেতো। তাদের জীবনের কুকুরই সব চেয়ে বড় বন্ধু দুঃসময়ে তাই এই প্রানীটা এই দেশে যথেষ্ট প্রভাবশালী প্রানীতে পরিনত হয়েছে।আর তারাও সন্তানের পিছে এত খরচ করেনা যতটা এই প্রাণীটার পিছনে ব্যয় করে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

পাপা জী বলেছেন: আমি যেই রেস্টুরেন্ট এ কাজ করতাম সেইখানে একবার এক আমেরিকান মহিলা কুকুর কোলে করে খাবার অর্ডার দেয়ার সময় আমি বলসিলাম --pets are not allowed here --মহিলা আমার দিকে কঠিনভাবে তাকাইয়া বলছিলো 'এইটা আমার মেয়ে'
এদের ছেলে মেয়েরা fathers/mothers ডেতে শুধু কার্ড আর ফুল পাঠাইয়া শেষ...বাকি সময় বাপ মা কুকুর নিয়া কাটায়!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: এ কি দেখলাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.