নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরীহ আমজনতার একজন

আবুল হাসান নূরী

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু

আবুল হাসান নূরী › বিস্তারিত পোস্টঃ

৪ ব্লগারের সব ব্লগ নিষিদ্ধ করেছে সরকার

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

ব্লগার আসিফ মহিউদ্দিন সহ চার ব্লগারের সব ব্লগ নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে এরই মধ্যে বিভিন্ন ব্লগ সাইটের কাছে ই-মেইলে নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি। তাদের ব্লগে রাষ্ট্র বিরোধিতা ও ধর্ম বিরোধিতা রয়েছে বলে তাতে জানানো হয়েছে। আসিফ মহিউদ্দিন ডয়সে ভ্যালি বব ব্লগ প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী। গত জানুয়ারিতে তার ওপর হামলা হয়। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এরই মধ্যে ব্লগ সাইটগুলোর মালিকদের আসিফ মহিউদ্দিনের বেশ কিছু ব্লগ নিষিদ্ধ করতে বলা হয়েছে। এ ব্লগগুলো রাষ্ট্রবিরোধী ও ধর্ম বিরোধী। এ খবর দিয়েছে অনলাইন ডয়সে ভ্যালে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রথম ব্লগ ‘সামহোয়ার ইন ব্লগ’-এর প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার আমরা বিটিআরসি থেকে একটি অফিসিয়াল ই-মেইল পাই। সামহোয়ার ইন ব্লগের সাত বছরের ইতিহাসে কোন ব্লগ বন্ধ করার এটাই প্রথম কোন সরকারি আনুষ্ঠানিক নির্দেশনা। ওই ইমেইলে চার জন ব্লগারের নাম রয়েছে। আসিফ মহিউদ্দিন সহ ওই চার ব্লগারের সব ব্লগ অবিলম্বে স্থায়ীভাবে মুছে ফেলতে বলা হয়েছে।





সূত্রঃ মানবজমিন

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

বাক স্বাধীনতা বলেছেন: নাকি তিনজন কে কে?

২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫১

নিমপাতা১২ বলেছেন: যাক এই আসিফ মিয়া যে ব্যবহৃত কনডমের মত তা সরকার বুঝতে পেরেছে।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

মোমের মানুষ বলেছেন: আসিফ চাচ্চুরে তো খুজেই পাওয়া যায় না। সময়ের সাথে সাথে সবই চেন্জ হইয়া যায়। সামুতে তার নিক টিও আর দেখা যায় না

৪| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

শায়েরী বলেছেন: Hmm

৫| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১

তুহিন সরকার বলেছেন: যেই হোকনা কেন, রাষ্ট্র বিরোধিতা ও ধর্ম বিরোধিতাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি। রাষ্ট্রীয় কিংবা ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার কারো অধিকার নেই।
জয়বাংলা।

৬| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০২

নায়করাজ বলেছেন: বাক-স্বাধীনতারও একটা সীমা আছে। এটা সবাইকে মনে রাখতে হবে। আপনি ততক্ষণ পর্যন্ত বাক-স্বাধীনতা উপভোগ করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা অন্য কেউ আক্রান্ত না হবে।

তবে এই বিষয়টি বিটিআরসি পর্যন্ত যা্ওয়ার দরকার ছিল না। মডারেশন নিয়মাবলী ঠিকমতো পালন করা হলে এমনিতেই অনেকের ব্লগ থাকে না।

৭| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৪

তোমোদাচি বলেছেন: আসিফের ব্লগ বাতিল করার সিদ্ধান্ত সমর্থন করি। অন্য তিন জন কে কে??

৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আসিফের ব্লগ বাতিল করছে ভালো কথা। অন্য তিনজন কে? আর ব্লগ বাতিল করেই শেষ? বিচার হবে না?

৯| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

পাইলট ভয়েচ বলেছেন: বাকি ৩ জনের নাম কি

১০| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বিআরটিসি'র নোটিশের ,মাধ্যমে সরকার স্বীকার করেছে ব্লগগুলো রাষ্ট্রবিরোধী ও ধর্ম বিরোধী যা সাধারন মানুষের গনতান্ত্রিক চেতনা এবং ধর্মীয় চেতনাকে আহত করেছে। সুতরাং এই ব্লাগারদের ব্লগ বাতিল'ই যথেষ্ঠ নয়, তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া চাই।

১১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

ম্যানিলা নিশি বলেছেন:

বাংলাদেশ একটা আজব দেশ যেখানে রাষ্ট্র বিরোধিতা ও ধর্ম বিরোধিতা করার পরও রাষ্ট্রীয় খরচে গানম্যান যোগান দেয়া হয় !!!

দেখুন .......

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমানে সাত শাহবাগকারী ব্লগার ও ছাত্র নেতার নিরাপত্তায় গানম্যান নিযুক্ত রয়েছে। তাদেরসহ ১৯ জন শাহবাগকারী পাচ্ছেন বিশেষ নিরাপত্তা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে তাদের নিরাপত্তা দিচ্ছে।

গানম্যান পাওয়া সাত শাহবাগকারী হলেন- ডা. ইমরান এইচ সরকার, অমি রহমান পিয়াল, আসিফ মহিউদ্দিন, মাহবুব রশিদ, লাকি আক্তার, মুক্তা বাড়ৈ ও মাহমুদুল হক মুন্সী।

১২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

জানকিরান বলেছেন: @ ম্যানিলা নিশি, আপনি কই পাইলেন এই তথ্য?? আপনার লিংক এ ত দাবীর কথা বলা হয়েছে।
আর শোনেন, জামায়াত ক্ষমতায় আইশা যখন আপনার ফেইসবুক আর ব্লগ একাউন্ট বন্ধ করব তখন কই যাবেন??

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

ুুপাংশুল বলেছেন: গণজাগরনের আরেকটা সুফল হলো ব্লগে কিছু ব্লগার ধর্ম নিয়ে কী পরিমান নুংরা কথা লেখে তা জানতে পারছে।সৃষ্টিশীল লেখাই ব্লগের সম্পদ।অন্যকিছু নয়।


জয় শাহবাগ,জয় বাংলা।

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

বাধা মানিনা বলেছেন: মত প্রকাশের স্বাধীনতার নামে মুক্ত মিথ্যার অপপ্রচার আর যে কোন ধর্মীয় অনুভূতিকে আঘাত দেয়ার শাস্তি মৃত্যুর আগেই পেয়ে যাওয়া উচিত। আসিফ মহিউদ্দিন কি একটা নীক নিয়েই বেচে আছে? খুজে দেখার প্রয়োজন পড়লে অবশ্যই তার আরো মুখোশ পড়া নীক পায়ো যেতে পারে।

একটা কথা অবশ্যই আমরা সবাই জানি......

"দূর্যন বিদ্যান হলেও পরিত্যজ্য"

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯

ম্যানিলা নিশি বলেছেন:

জানকিরান @

বাংলা পড়তেও জানেন না !!
গানম্যান পাবার খবর তো পুরানো,চার জনের ব্লগ মুছে দেয়ার খবর টা নতুন, এজন্যই নতুনের সাথে পুরানো খবরটা মিলিয়ে নিলাম।
লিংক এ যেয়ে ভাল করে পড়েন।

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২০

হেডস্যার বলেছেন:
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।
লাই দিয়া মাথায় উঠানো বান্দর ধপাস কইরা মাটিতে :D :D :D

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

মীর হাসিন রেজা বলেছেন: হেডস্যার বলেছেন:
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।
লাই দিয়া মাথায় উঠানো বান্দর ধপাস কইরা মাটিতে"

হা.....হা.....হা.....।
তবে তাহলে মানুষেরে এমন ঝামেলায় ফেললো কেনো সরকার,
এই দাবি তো জামাত, হেফাজতে ইসলামের!!! এই কথা বইলা
সাধারণ মানুষদের অকাতরে মারলো রাস্তায়,
এখনো সরকারের বুদ্ধিজিবীদের দেখি এই দাবিকে যুযু বলে,
বলে- ধর্মান্ধ প্রতিকৃয়াশীলেরা ঐ সব ব্লগে ঢুইকা ঐসব লেখছে-
বুঝলেন ভাই, ঠেলার নাম বাবাজি----
---আমারদেশ কইলে রাজাকারি কথা হয়,
ঠেলায় পড়লে, আবার অন্য কথা----

তবে----ম্যানিলা নিশি আপা বলেছেন:

বাংলাদেশ একটা আজব দেশ যেখানে রাষ্ট্র বিরোধিতা ও ধর্ম বিরোধিতা করার পরও রাষ্ট্রীয় খরচে গানম্যান যোগান দেয়া হয় !!!

দেখুন .......

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমানে সাত শাহবাগকারী ব্লগার ও ছাত্র নেতার নিরাপত্তায় গানম্যান নিযুক্ত রয়েছে। তাদেরসহ ১৯ জন শাহবাগকারী পাচ্ছেন বিশেষ নিরাপত্তা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে তাদের নিরাপত্তা দিচ্ছে।

গানম্যান পাওয়া সাত শাহবাগকারী হলেন- ডা. ইমরান এইচ সরকার, অমি রহমান পিয়াল, আসিফ মহিউদ্দিন, মাহবুব রশিদ, লাকি আক্তার, মুক্তা বাড়ৈ ও মাহমুদুল হক মুন্সী।

১৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

মাহিরাহি বলেছেন: ভাত নুনের কষ্ট ছাড়াও বাংগালীদের কষ্টের অভাব নেই।

সেই জায়গায় কিছু কুলাংগার ব্লগারের কারনে ব্লগের সূস্থ্য পরিবেশ দূষনীয় হয়ে উঠেছিল ক্রমশ:ই। অনেকেই তাদের হিডেন এজেন্ডা বাস্তবায়নে (ব্যক্তিগত এবং দলীয়) ব্লগকে কাজে লাগানোর অপপ্রয়াসে লিপ্ত হয়ে উঠে।

ফ্যাসাদমুক্ত সূস্থ্য পরিবেশে ব্লগিং হয়ে উঠুক, আমাদের চাওয়া পাওয়া প্রকাশের মুক্ত একটি প্লাটফর্ম।

১৯| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা
আমার মনে এসব যুদ্ধ অপরাধীর বিচার বানচাল এর অপচেষ্টা।

২০| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

অয়োময় বলেছেন: আসিফ সহ যেগুলা নাস্তিকতার নামে ধর্ম নিয়ে কুটক্তি করে লিখেছে তাদের ব্লগ বন্ধ হোক এবং তাদের শাস্তির আওতায় আনা হোক।

২১| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

সকাল>সন্ধা বলেছেন: ব্যন: আরিফুর রহমান
ব্যন: আসিফ মাহিউদ্দিন

২২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

হাহাহাহ দুইডা করে পুলিশ গার্ড দিয়া ব্লগ নিষিদ্ধ - সাধু সাধু সাধু

২৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮

তাজুল_ইসলাম বলেছেন: আল্লাহ যেন এই ৮ ব্লগার কে হেদায়েত দান করেন। আর যদি তারা হেদায়েত না হয়। তবে এটা তাদের জন্য কোন ব্যাপার না। তারা তাদের জগন্য প্রচারনা চালাবে অন্য কোন নিকে। আপসোস, তাদের জন্য করুনা হয়। সৃষ্টিকর্তাকে তারা চিনতে পারল না।

২৪| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রওনক বলেছেন: শুনলাম আসিফ নাকি আজকাল কি একটা ধর্মের বই পড়তেছে, নাস্তিকতা নিয়া কথা বলতে চায় না!
তলে তলে সে আস্তিক হয়ে গেলো নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.