নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

এ কোন্ তুমি!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

তোমার মাঝে এ কোন্ তুমি!

কেমনে দিবে মোর চোখ ফাঁকি

এ কোন পাথরের ন্যায় বরফ

গলে শুধু পেলে তাহার পরশ

সে কোন ভাগ্যবতী রমনী

জানি শুধু আমি জানি।



বিসর্জন দিবে তব প্রাণ

রাখিতে তাহার মান

জানে না কেহ সেই দান

বুঝে না কেহ সেই মান।



আড়ালে গাঁথিবে মালা

জানিবে না কোন শালা

নীরবে বলিবে কথা

মুছিতে তব ব্যথা।



যদি সেই ব্যথা কখনও উপচে পড়ে

বাড়িয়েছি দু’হাত তোমার পানে

ফিরিয়ে দিও না মোরে ॥

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

মায়াবী ছায়া বলেছেন: বাহ....অনেক সুন্দর লিখেছেন।+++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

কামরুল হাসান জনি বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

রীতিমত লিয়া বলেছেন: ভাল লিক্ষেছেন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

কামরুল হাসান জনি বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

সামসজীব বলেছেন: সুন্দর

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

কামরুল হাসান জনি বলেছেন: আপনার মন্তব্যটাও সুন্দর ধন্যবাদ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: ভালোতো! অন্যরকম। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

কামরুল হাসান জনি বলেছেন: ধন্যবাদ আপু। আপনার নিক টা দেখলে শৈশবের কথা মনে হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.