নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:০৬

হে উৎকৃষ্ট মানব, তুমি কি জানো?

যখনই তুমি আমার দৃষ্টিগোচর হও

আমার পা দু’টি অবস হয়ে আসে

অবস হয়ে আসে আমার প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ

ধীরে ধীরে কাঁপতে থাকে

কম্পিত হতে থাকে বেঞ্চের খুঁটিগুলো

আমি আর বসে থাকতে পারি না

আমি দাঁড়িয়ে যাই, বলি গুরু তোমায় সালাম।



তুমি কি জানো? আজ শুধু তোমার জন্মদিন নয়

তোমার প্রতিটা রক্তকণিকার সাথে বেড়ে উঠেছে অসংখ্য কবিতা

তোমার সাথে সাথে জন্ম নিয়েছে অসংখ্য কবি

তুমি তাদের হাতে তুলে দিয়েছ কলম

জন্ম নিয়েছে কবির কলম।



যে কলম রক্তাক্ত মায়ের কথা বলবে

সাহসী ভাইয়ের কথা বলবে

জন্ম দিবে হাজারো মায়ের সন্তান

যে সন্তান বার বার রক্তাক্ত হতে দেবে না মায়ের কোমল বুক

খুলে দেবে যত হায়েনার মুখোশ

রুখবে সাপের ছোবল, তুলে নেবে বিষদাঁত।

বাংলার আকাশে আবার উদিত হবে মেঘহীন সূর্য

জানান দিবে স্বর্ণোজ্জ্বল সকাল

গাছে গাছে পাখিরা গেয়ে উঠবে নিত্যদিন

গুরু শুভ জন্মদিন!



০৮/০৬/২০১৩।



(কবির কলম সংগঠনের সভাপতি কবি হুমায়ূন কবির সোহেলের জন্মদিনে উৎসর্গকৃত কবিতা)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪৮

আমি সাজিদ বলেছেন: খুবই সুন্দর কবিতা।

ভালো লাগা রইলো ।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

কামরুল হাসান জনি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.