নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট বারান্দা, শখের বাগান

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৫



জানি সবার মাথায় 'কোটা সংস্কার আন্দোলন' বিষয়টি ঘুরপাক খাচ্ছে। মনের এই ক্রান্তি কালে মনটাকে একটু রিফ্রেশ করার জন্য আমার ছবি গুলি একটু দেখুন। মনটা একটু রিফ্রেশ হতেও পারে।
থাকি ভাড়া বাসায় , তারপর ও শখ বলে কথা। দু- চার দিন বাসার বাইরে থাকলেই ফিরে এসে দেখি দু- চারটা গাছ নাই হয়ে গেছে। তারপরও থেমে থাকিনা, নতুন উদ্দমে নতুন গাছ লাগাই। আবার মরে আবার লাগাই। ছোট্ট বারান্দা, শখের কাছে নেতান্তই ছোট। অফিস থেকে ফিরে কিছুখন বারান্দায় বসি( সরকারি চাকরি করিনা, কোটার ঝামেলা নাই )। গাছে পানি দেই-- কাট ছাট করি। মেয়ে দুটা পাশে বসে থাকে। তারাও গাছ খুব পছন্দ করে।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হ ভাই ঠিকই কইছেন এই কোটা খোটা থেকে একটু বের হতে চাই।

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

হাসানুর বলেছেন: দাবি আদায় না করেই বের হবেন ? এই পোস্ট সুধু মাত্র রিফ্রেশমেন্ত এর জন্য।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

নীল মনি বলেছেন: দারুণ যত্ন নিয়ে ওরা উঠছে বেড়ে।ছোট বাবুদের জন্য দোয়া রইল :)

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

হাসানুর বলেছেন: ধন্যবাদ । :)

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সখের তারিফ করছি। সুন্দর বাগান আপনার। মেয়েদের জন্য রইল শুভকামনা।

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৬

হাসানুর বলেছেন: ধন্যবাদ ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: মারহাবা মারহাবা

১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

হাসানুর বলেছেন: মারহাবা

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

সুমন কর বলেছেন: দারুণ। আমারও সখ, গাছ লাগানো। কিন্তু আজকাল যে সব ফ্লাট তাতে আর বারান্দা পাওয়া যায় না !!

১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

হাসানুর বলেছেন: বাসা চেঞ্জ করলে খবর আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.