নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

"না ঘরকা- না ঘাটকা.....!!!

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪



কিছু পাশ্চাত্য দেশে সুইঙ্গিং ক্লাব আছে!
যেখানে সাধারণত বিশেষ একশেনীর উচুতলার বা বিত্তশালী কাপল বা দম্পতিরা ক্লাবের সদস্য হন।
ক্লাবে তারা স্বেচ্ছায় এবং সমঝোতার ভিক্তিতে অন্য কোন কাপল এর সাথে সঙ্গীকে বিনিময় করে যৌনসুখ উপভোগ করে থাকেন, যাকে সহজ বাংলায় অদল-বদল বলে।
তাদের মতে- এতে তাদের জীবন আরো উপভোগ্য ও দাম্পত্য সম্পর্ক আরো দৃঢ় হয়!
যদিও তাদের সমাজের অধিকাংশ ক্ষেত্রেই এটি এখনও গ্রহনযোগ্য নয়, তারা এটিকে ট্যাবু বলে থাকেন।

অদল-বদল বা দলবদল আমাদের দেশেও বিদ্যমান!
শুধু ফুটবল বা ক্রিকেট লীগেই নয়, রাজনীতিতেও এটি বেশ পরিচিত।
রাজনীতির মাঠে এরা পল্টিবাজ নামে অভিহিত হলেও সব দলেই কম-বেশি এদের কদর বিদ্যমান।
তবে, এবারের জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক মেরুকরণটা একটু ভিন্ন।

একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মা-ছেলের সোয়া দুই বারের ক্ষমতা উপভোগকালীন ব্যাপক দুর্ণীতি ও এতিমের অর্থ লুটপাটের মামলায় আদালত কর্তৃক দোষী প্রমানিত হয়ে মা পুরনো নাজিমুদ্দিন রোডে কারান্তরীন আর ছেলে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরেই বিদেশে পলাতক। দলও যখন তার নেতাদের মতই কোমর ভাঙ্গা বিধ্বস্ত অবস্থায় তখন সামনে ৩০ ডিসেম্বর ২০১৮ জাতীয় নির্বাচন।

আগের নির্বাচন বয়কট করে নির্বাচন ভন্ডুল করার জন্য দেশব্যাপী জ্বালাও পোড়াও করে যে ভুল তারা করেছে তা পুষিয়ে নিতে যে করেই হোক এবার নির্বাচনে জিতে সাজাপ্রাপ্ত দুর্ণীতিবাজদের আবার ক্ষমতায় পুনর্বাসন করতে হবে। এ লক্ষ্যে তারা কিছু পেয়িং পতিত পল্টিবাজ নেতাদের দ্বারস্থ হলেন। নীতিভ্রষ্ট এসব নাম সর্বস্ব নেতারাও হয়ত এমন সুযোগের অভাবে কাঙালের মতই বসে ছিলেন। তাই তাদের কফিনেও আবার নতুন করে প্রাণ সঞ্চার হল, শুরু হল লম্ফ-ঝম্ফ!

মুখে তারা গনতন্ত্র, সুশাসন, দুর্ণীতি বিরোধী নানা মুখরোচক বুলি আওড়ালেও যে দলটিতে এসবের ন্যূনতম অস্তিত্বও নেই, সেখানে জড়ো হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নামে যেকোন উপায়ে শেখ মুজিবের কন্যাকে ক্ষমতা থেকে সরানোর জন্য উঠেপড়ে লাগলেন!!

যাদের সোজা হয়ে একা হাটার সাম্যর্থ নাই, শেষ পর্যন্ত রেল লাইনে দৌড়ানোর শক্তিও নাই তারা শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ আর শেষ বয়সে কিছু পাবার লোভে সম্পূর্ণ নীতিহীন ও নিজেদের আদর্শ বিরোধী শিবিরে স্বেচ্ছায় প্যান্ট খুলে সব উজার করে দিয়ে আসার নাম কি অদল-বদল?
এটা কোন পল্টিবাজি??




ছবি - অন্তর্জাল

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: মনের অতি অানন্দে লম্ফ!
আর পরিনতি স্বরুপ নিশ্চিত সমূহ বিপদে ঝম্ফ বুঝাতে ছবিটি ব্যবহার করা হয়েছে!!

ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনাদের লেখাগুলো বড় একপেশে, এসবে সমালোচনা বা পক্ষে-বিপক্ষে কোন বিশ্লেষণ কিছুই নেই। :(


মুখে তারা গনতন্ত্র, সুশাসন, দুর্ণীতি বিরোধী নানা মুখরোচক বুলি আওড়ালেও যে দলটিতে এসবের ন্যূনতম অস্তিত্বও নেই, সেখানে জড়ো হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নামে যেকোন উপায়ে শেখ মুজিবের কন্যাকে ক্ষমতা থেকে সরানোর জন্য উঠেপড়ে লাগলেন!!
মুজিব কন্যা, তার দল/মুজিব কোট পরা নেতারা কী বঙ্গবন্ধুর আদর্শ মানে??


২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুধা দারিদ্র মুক্ত সত্যিকারের সোনার বাংলা গড়ার লক্ষেই তার কন্যা নিরলস কাজ করে চলেছেন, করেছেনও অনেকটা
তবে পথ সহজ নয়, প্রতিকূলতা অনেক।
তারপরে অপশক্তি ছাড়াও নিজের দলের মধ্যেও ঘাপটি মেরে থাকা কতিপয় দুর্বৃত্ত তো আছেই।
একাজে তার চেয়ে যোগ্য কোন বিকল্প রাজনীতিবিদ কি আছে?

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আওয়ামীলীগের নেতার অর্থহীন বক্তব্য মনে হলো।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ধৈর্য্য ধরে পড়া ও মন্তব্যের জন্য।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যার চেয়ে যোগ্য কোন বিকল্প রাজনীতিবিদ কি এ মুহুর্তে আছে?

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিলো?

স্বপ্ন নিয়ে একটা পোস্ট লিখুন। বুঝতে সুবিধে হবে।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কি বলেন ভাই?
পল্টিবাজরা তার স্বপ্নের বুলি আওড়িয়ে বিরোধী জোটের প্রধান বনে গেল, আর আপনি এখন এই প্রশ্ন করছেন।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অদল বদলের হাওয়া সব জায়গায় বইতে শুরু করেছে।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ ভাই!
পল্টিবাজরা বঙ্গবন্ধুর স্বপ্নের বুলি আওড়িয়ে বিরোধী জোটের প্রধান বনে গেল!
তবে উষ্ঠা খাওয়ার অপেক্ষা শুধু..................

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যার চেয়ে যোগ্য কোন বিকল্প রাজনীতিবিদ কি এ মুহুর্তে আছে?
→ না, নেই।

তবে প্রশ্ন ওঠে কেন নেই?
→ নেই। কারণ যোগ্য নেতা তৈরীর পথ এখন বন্ধ। খুব কাছ থেকে ছাত্র রাজনীতি দেখেছি। ওরা দলকানা, সুবিধাবাদী, সন্ত্রাসী। বিরোধীমতকে দমন করার জন্য এদের ব্যবহার করা হয়।

পুনশ্চঃ
শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা, সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে না পারা।


[সময় করে লেখাটা পড়ে প্রতিউত্তর করবেন, হাসিনা আপা কত কী করেছেন-http://www.somewhereinblog.net/blog/mushfic1975/29658812]

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই প্রতি-মন্তব্যের জন্য।
হাসিনার ব্যর্থতা অনেক থাকতে পারে, কারন একা তার পক্ষে সব কিছু পরিবর্তন করা সম্ভব না তাও নানা প্রতিকূল পরিবেশে। আমাদের সবাইকেই উদ্যোগী হতে হবে। দেশটাকে গড়তে হলে দেশকে আগে ভালবাসতে হবে।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ জুনায়েদ বি রাহমানবলেছেন: বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিলো?স্বপ্ন নিয়ে একটা পোস্ট লিখুন। বুঝতে সুবিধে হবে।

আমিও চাই, এ নিয়ে একটা পোস্ট লেখা হোক। [বঙ্গবীরকে টেক্কা দেবার মত বঙ্গবন্ধু প্রেমী ব্লগে আছে কীনা সন্দেহ। আছে অতি-আওমিলীগার, কানাবগী, সুবিধাবাদী। ]

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এই দাবীর সঙ্গে আমিও একমত।
একটা কেন? বঙ্গবন্ধুর স্বপ্ন, তার ত্যাগ নিয়ে অনেক- অনেক লেখালেখি করা দরকার, অনেকে করছেনও।

তবে, বঙ্গবীর একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও তার বর্তমান অবস্থান ও কর্মকান্ডের জন্য নানা ভাবে বিতর্কিত।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ হাসান জাকির - জনাব, লিখতে থাকুন। এখনই লিখার সময়।

না লিখলে চাকরি কিন্তু ......থাকবে না।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
শুধু বিরোধীতা আর সমালোচনার জন্যই যারা শেখ হাসিনার বিরোধীতা করে, তাকে যেকোন উপায়ে ক্ষমতাচ্যুত করে প্রমানীত দুর্ণীতিবাজদের পূনর্বাসন করতে চায় আমি অবশ্যই তাদের দলে নই।

আর কার চাকরির কথা বলছেন?
মুক্তিযুদ্ধের আদর্শ ধারন করে পরিশ্রম করে সৎভাবে চলার চেষ্টা করি, দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, দলীয় রাজনীতির কোন পদে নই।
বাস্তবে শেখ হাসিনার একজন বড় সমালোচকও আমি। তথাপি আদর্শ বাস্তবায়নে এ মুহুর্তে তার চেয়ে বিকল্প কেউ আছে বলে মনে করি না।

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: কেন যে এদেশে জন্ম নিলাম !!!

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দেশকে ভালবাসার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার কিছু করার জন্যই জন্ম নিয়েছেন রাজীব ভাই। চেষ্টা করছেনও। চালিয়ে যান.............

অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এদেশের মানুষ যেমন গণতন্ত্র বলতে শুধু ভোটকেই বুঝে, তেমনি সকল রাজনীতিবিদরাও পরিবারততন্ত্রকেই গণতন্ত্র বলে বিশ্বাস করে।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
তবে দেশের মানুষ সচেতন হচ্ছে, আরো সচেতন করতে হবে।
দেশটাকে গড়তে হলে দেশকে আগে ভালবাসতে হবে। ভাল-মন্দের পার্থক্য তুলে ধরতে হবে।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেশকে আগে ভালবাসতে হবে। ভাল-মন্দের পার্থক্য তুলে ধরতে হবে।
সেটাই সেটাই ভাই।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আবারো ধন্যবাদ ভাই প্রতি-মন্তব্যের জন্য।
সবাই মিলেই দেশটাকে গড়তে হবে। সত্যিকারের ক্ষুধা-দারিদ্রমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা।।

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


ডা: বদরুদ্দোজা ভালো ডাক্তার ছিলেন, বৃহত্তর পাকিস্তানে বিশ্বাস করতেন; জেনারেল জিয়া উনাকে "বিএনপি'র সিভিলিয়ান ব্রান্চে অভিনয় করার জন্য নিয়োগ দিয়েছিলেন"।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই।
কিন্তু সেই বদু কাকাই তার দলের মতাদর্শ বিশ্বাস করেন না।
তিনি তো তবু রেললাইন ধরে দৌড়াতে পেরেছিলেন, কিন্তু ওর কি হবে, সে তো ঠিকমত হাটতেই পারে না!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.