নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

ধার্মিক হওয়ার আগে মানুষ হওয়াটা বেশি জরুরি !

২৯ শে মে, ২০২১ সকাল ১১:১৬



গত কয়েকদিনের কতিপয় আলোচিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি.....

এশার নামাজ পড়িয়ে খুন, লাশ গুম করে পড়ালেন ফজরের নামাজ (বাংলা ট্রিবিউন, ২৬ মে ২০২১)

"গত ১৯ মে এশার নামাজে ইমামতি করেন আব্দুর রহমান। এরপর পোশাক শ্রমিক মো. আজহারুল ইসলামকে (২৮) মসজিদে নিজের শয়নকক্ষে বিশ্রাম নিতে বলেন। সেই কক্ষে ইমামের সঙ্গে আজহারের কথা কাটাকাটি হয়। এ সময় ছুরি দিয়ে আজহারকে আঘাত করেন আব্দুর রহমান। দৌড়ে সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন আজহার। কিন্তু পারেননি। সিঁড়িতেই কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন আব্দুর রহমান। এরপর নিজের কক্ষে নিয়ে যান লাশ। সেখানে ছয় টুকরো করেন। এরপর মসজিদের অজুখানার পাশে থাকা সেপটিক ট্যাংকে ফেলে দেন লাশের টুকরোগুলো। ট্যাংকের মুখের ঢাকনা সিমেন্ট দিয়ে আটকেও দেন রাতারাতি। পানি ঢেলে ধুয়ে দেন রক্ত। এরপর ফজরের নামাজে ইমামতি করেন।
মূলত আজহারের স্ত্রী আসমা আক্তারের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন রাজধানীর দক্ষিণখান এলাকার সরদারবাড়ি মসজিদের ইমাম আব্দুর রহমান। দক্ষিণখানের সরদারবাড়ি মসজিদে ৩৩ বছর ধরে ইমামতি করছেন আব্দুর রহমান।"

ইয়াবাসহ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার (বাংলা ট্রিবিউন, ২৬ মে ২০২১)

"ইয়াবাসহ মো. ইয়াছিন (৩৮) নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. ইয়াছিন আগ্রাবাদ বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদকের মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায়ও অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের আছে।
অধ্যক্ষ হওয়ায় এলাকায় তার পরিচিতি ভাল এবং ঝুঁকিও কম। তাই তিনি এই পরিচয়ের আড়ালে ইয়াবা বিক্রি করেন। ২০১১ সালে ইয়াবা বিক্রি করতে গিয়ে একবার গ্রেফতার হন। তখন দেড় মাস জেলও খাটেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজে ইয়াবা সেবন করে বলে স্বীকার করেছে। যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তিনি ইয়াবা সেবন করে থাকেন বলে জানিয়েছেন।"

ইতিপূর্বেও মাদ্রাসা অধ্যক্ষ কর্তৃক তার ছাত্রিকে যৌন নির্যাতন ও তার প্রতিবাদ করায় তাকে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার আলোচিত ঘটনাসহ মসজিদে ইমাম কর্তৃক আরবী পড়তে আসা শিশু ধর্ষনের অনেক ঘটনা আমরা জানি।

এছাড়াও, সম্প্রতি সারাদেশে ওয়াজ-নসিহত করে মানুষকে পরকালে 'জান্নাতের' লোভ দেখিয়ে রাস্তায় নামিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতিসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে বহু মানুষের প্রানহানি করা এক রুহানি হুজুরের দামী রিসোর্টে গিয়ে ফুর্তি করার মত 'দুনিয়াতেই অনেক জান্নাতের' সন্ধান পাওয়া গেছে।

মাদ্রাসার শিক্ষক/ অধ্যক্ষ, মসজিদের ইমাম/ মুয়াজ্জিন যারা মানুষকে ধর্মের শিক্ষা দিয়ে থাকেন, এরা সমাজে কেবল ধার্মিক হিসেবেই সকলের কাছে সমাদৃত ও সম্মানিত। তাদের অন্য কোন পরিচয় হয়ত এখানে মূখ্য নয়।

কিন্তু ধর্মের মুখোশের আড়ালে তাদের কেউ কেউ ঠিক কতটা মানুষ কিংবা কতটা মানুষ রুপি অমানুষ তা তাদের কর্মকান্ডই মাঝেমাঝে আমাদেরকে স্বরণ করিয়ে দেয়!!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২১ সকাল ১১:৫৬

গেঁয়ো ভূত বলেছেন: "মুখোশের আড়ালে তাদের কেউ কেউ ঠিক কতটা মানুষ কিংবা কতটা মানুষ রুপি অমানুষ"
আসলে এরা প্রকৃত মানুষও না, আবার প্রকৃত ধার্মিকও না।
ধর্মের মুখুশে ঢাকা মানুষ রূপি জানোয়ার।

২৯ শে মে, ২০২১ দুপুর ১২:২৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, ঠিক তাই।
ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।
অশেষ শুভ কামনা।।

২| ২৯ শে মে, ২০২১ দুপুর ১২:৪৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধর্মের ফাঁক ফোকর এদের জানা আছে, তাই নির্ভয়ে এসব আকাম-কুকাম করে থাকে। কোন না কোন ফজিলতের উছিলায় বেহেশত নছিব হবে হয়তো।
ধর্মাচরণ নয়, ধর্ম নিয়ে ব্যাবসা করাই এদের মূল পেশা। শত ধিক তাদের।

২৯ শে মে, ২০২১ দুপুর ১২:৫২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন ভাই।
হ্যাঁ, এরা আসলে বকধার্কিক!!
ধর্ম এদের ব্যাবসার মূল হাতিয়ার।

৩| ২৯ শে মে, ২০২১ দুপুর ১:০৩

শেরজা তপন বলেছেন: "মুখোশের আড়ালে তাদের কেউ কেউ ঠিক কতটা মানুষ কিংবা কতটা মানুষ রুপি অমানুষ"
আসলে এরা প্রকৃত মানুষও না, আবার প্রকৃত ধার্মিকও না।'

ভাল বলেছেন- ধর্মকে এরা ঢাল হিসেবে ব্যাবহার করে।

২৯ শে মে, ২০২১ দুপুর ১:০৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, ঠিক তাই।
ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।
অশেষ শুভ কামনা।।

৪| ২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৩২

কল্পদ্রুম বলেছেন: চরিত্রের চেয়ে পোশাকটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শেখ সাদীর সময়ে পোশাক দেখে সমাদর বা আপ্যায়ন করা হতো!
আর বর্তমানে ভন্ডরা পোশাক বা লেবাসের আড়ালে তাদের বদ চরিত্র লুকিয়ে রাখে।

ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।
অশেষ শুভ কামনা।।

৫| ২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৪০

মাস্টারদা বলেছেন: একটা কথা অধিকাংশ পত্রিকায়, খবরে দেখলাম, অপরাধীর নাম না বলে পদবী কেন বলা হচ্ছে? ইমাম ব্যবহার করছে।
তাহলে তো সবার বেলাতেই এমন হওয়া দরকার। আমার অপরাধে বলবে, ছাত্র এই অপরাধ করেছে... আপনার বেলায় বলল, আপনার পদবী। তাতে আপনি আমি খানিকটা শেল্টার পেলাম। মানুষ /অমানুষ অপরাধ করে,পদবী না। তার পরিচয় প্রকাশ করা উচিত। যেমনটা আপনার দ্বিতীয় খবরটায় আছে।
আপনার লেখায় বলছি না, অধিকাংশ পত্রিকায় দেখে যেটা মনে হল তাই বললাম।

আর অবশ্যই সবার আগে মানুষ হওয়া উচিত। শুধু ধার্মিক নয়, সব কাজে, সব কিছুরই আগে মানুষ হওয়া উচিত।

২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অবশ্যই অপরাধ করে ব্যাক্তি, পদবী না। আপনার সাথে আমিও একমত।
তবে পদবীটাই যখন ব্যাক্তির মুল পরিচয় হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই নামের আগে পদবীটাই আসে। আর যারা জ্ঞানী তারা নিজ পদবীর সম্মান রক্ষা করার জন্যও অনেক অন্যায় থেকে নিজেকে দূরে রাখে।

ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।
অশেষ শুভ কামনা।।

৬| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের সাথে সম্পূর্ন একমত।

শিরোনামটাতেই অনেক কিছু বলে দিয়েছেন।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৪১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ রাজিব ভাই।
হ্যাঁ, ওটাই মুল কথা।।
অশেষ শুভ কামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।।

৭| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



বর্তমান সময়ের কমপ্লেক্স সামাজে মানুষের উপর ধর্মের তেমন কোন প্রভাব নেই।

০২ রা জুন, ২০২১ বিকাল ৫:১৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অথচ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগলোের মধ্যে অন্যতম হল ধর্মীয় বিভাজন এবং ধর্মের ভিক্তিতে জাতিগত বিদ্বেষ!

অশেষ ধন্যবাদ চাঁদগাজী ভাই মূল্যবান মন্তব্যের জন্য।
নিরন্তর শুভ কামনা।।

৮| ২৯ শে মে, ২০২১ রাত ১১:০৯

আমি নই বলেছেন: তো এখন কি করা উচিত?

দেশের সকল ইমাম, মাদ্রাসার শিক্ষককে বংগপসাগরে নিক্ষেপ করা যায়, কি বলেন?
আপনার কি ধারনা ধর্মীয় পোশাক গায়ে থাকলেই তার দারা কোনো অপরাধ করা সম্ভব না?

আপনাদের মাথায় কখনই একটা কথা ঢুকবেনা যে ধর্মীয় পোশাক গায়ে থাকা মানেই ফেরেস্তা নয়।

অমানুষ এর পরিচয় শুধু অমানুষ হিসেবেই হওয়া উচিত। তা সে ধর্মের, শিক্ষকের, রাজনিতিবিদের, ব্যবসাহির বা যে মুখোসই পরুক।

০২ রা জুন, ২০২১ বিকাল ৫:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধার্মিক হওয়ার আগে মানুষ হওয়াটা বেশি জরুরি !
ভাই, পুরো লেখাটি মনযোগ দিয়ে পড়লে হয়ত আপনার মন্তব্যের জবাব এখানেই ছিল।

তবুও ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।
অশেষ শুভ কামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.