নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

আধুনিক রাজশাহী ও একজন লিটন!

২২ শে মে, ২০২৩ সকাল ১০:৫৭


একজন মানুষের মাঝে দেশপ্রেম, সততা, আন্তরিকতা, চেষ্টা ও কাজের প্রতি নিষ্ঠা থাকলে মাত্র ৫ বছরের মধ্যে কিভাবে একটা শহরকে বদলে দিতে পারে তার উজ্বল দৃষ্টান্ত রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী এখন পরিষ্কার ঝকঝকে, আলোকিত, সবুজ এবং বসবাসের জন্য আদর্শ শহর!

দৃষ্টিনন্দন রাজশাহী শহর!

"আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দুইবারের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার (২১ মে) বিকালে তিনি পদত্যাগ করেন।

২০১৮ সালের ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন। রাসিকের রাজস্ব খাতে প্রায় শত কোটি টাকা ঋণের বোঝা নিয়ে ২০১৮ সালের ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের ২১ মে সিটি করপোরেশনের রাজস্ব খাতের তহবিলে প্রায় ৪০ কোটি টাকা উদ্বৃত্ত রেখে পদত্যাগ করলেন এই মেয়র।"

সবুজ রাজশাহী শহর!


বাংলা ট্রিবিউন
২২ মে ২০২৩

ছবি- গুগল

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৩ সকাল ১১:২২

নয়া পাঠক বলেছেন: প্রাণের শহর রাজশাহী। ১৯৯৪-১৯৯৬ কেটেছে আমার রাজশাহী তে। তখন অবশ্য এত চাকচিক্য আর কৃত্রিম সৌন্দর্য ছিল না শহরের। এখন তো সাজিয়ে গুজিয়ে একদম এশিয়ার সেরা শহরে পরিণত হয়েছে শান্তির শহর, শিক্ষার শহর রাজশাহী।

২২ শে মে, ২০২৩ দুপুর ১২:২৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই, রাজশাহী এখন একটা উদাহরণ।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

২| ২২ শে মে, ২০২৩ সকাল ১১:৩৩

নতুন বলেছেন: ঢাকার মেয়রদের রাজশাহী ভ্রমন করতে পাঠানো দরকার ।

২২ শে মে, ২০২৩ দুপুর ১২:২৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই, আপনার সাথে আমিও একমত
অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২২ শে মে, ২০২৩ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: বহু বছর আগে একবার রাজশাহী গিয়েছিলাম। ভালো লেগেছিল। বিশেষ করে রেলস্টেশনটা এখনও মগজে গেঁথে আছে।

২২ শে মে, ২০২৩ দুপুর ১২:২৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: রাজশাহী এখন একটা দৃষ্টিনন্দন আধুনিক শহর।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

৪| ২২ শে মে, ২০২৩ সকাল ১১:৫৮

কাছের-মানুষ বলেছেন: আমি ছবিগুলো দেখছিলাম। আমার কাছে ছবিগুলো দারুন লাগল।

২২ শে মে, ২০২৩ দুপুর ১২:২৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: রাজশাহী এখন আসলেই একটা দৃষ্টিনন্দন আধুনিক শহর।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

৫| ২২ শে মে, ২০২৩ দুপুর ১:১৪

শেরজা তপন বলেছেন: রাজশাহী শহরটা সব সময় আমার ভালো লাগে। যে কয়বার গিয়েছি সেই কয়বার শহর প্রেমে পড়েছি। শেষবার গিয়েছিলাম সম্ভবত ২০১০ সালে তখন এমন উন্নয়ন হয়নি যদিও তবুও খুব ভালো লেগেছিল শহরটা।
ধন্যবাদ মেয়র কে। সবখানেই শুনি রাজশাহীর এমন উন্নয়নের গল্প। ভালো লাগলো

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:০১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: উত্তরবঙ্গে বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ মিলিয়ে কয়েক বছর ছিলাম। আরও কয়েক জেলায় বেড়াতে গিয়েছি কিন্তু রাজশাহী যাইনি, তাই আফসোস!
সহকর্মীরা সবসময় যাওয়ার জন্য দাওয়াত দেয়।
যাওয়ার খুব ইচ্ছা আছে।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৬| ২২ শে মে, ২০২৩ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: রাজশাহী সুন্দর।
বরিশাল শহরটাও সুন্দর।

কিন্তু আমাদের ঢাকার গজব অবস্থা। দুই মেয়র সারাদিন করে কি?

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:০৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই, বরিশাল শহরটাও সুন্দর।
কর্মসূত্রে ৫ বছর ছিলাম, প্রিয় শহরগুলোর মধ্যে একটা।

ঢাকার দুই মেয়রের তো সারাদিন শুধু লম্ফঝম্ফই দেখি।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৭| ২২ শে মে, ২০২৩ বিকাল ৪:০০

ঢাবিয়ান বলেছেন: বেশ কয়েকমাস ধরেই ফেসবুকে রাজশাহীকে দেশের সবচেয়ে পরিষ্কার ও সুন্দর শহর দাবী করা হচ্ছে। শুধু দেশই নয় এশিয়ার সবচেয়ে পরিষ্কার শহরও বলা হচ্ছে। রাস্তার আইল্যন্ডে সূর্যমুখী লাগানো এক সড়ক এবং দৃষ্টিনন্দন বাহারী লাইটের আলোয় সুন্দর কিছু সড়ক এর ছবি ও ভিডিওই ঘুরে ফিরে কেবল দেখছি। একটা ভিডিওতে এক পথচারীর সাক্ষাৎকার দেখলাম যেখানে তিনি বলেছেন যে, মন খারাপ থাকলেই তিনি এই সড়কে ঘুরতে চলে আসেন। ্কিছুক্ষন হাটলে বা রিক্সায় করে এই সড়কে ঘুরলে মন ভাল হয়ে যায়।

কিছুটা কনফিউজ হয়ে যাচ্ছি এসব ছবি ও ভিডিও দেখে । সুন্দর সাজানো গোছানো একটি/ দুটি সড়কই কি একটি শহড়ের পরিষ্কার পরিছহন্নতার মাপকাঠি? ঢাকার গুলশান, বনানী, বসুন্ধারাতে গেলেও এরকম কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সড়কের দেখা মেলে। তার মানে এই নয় যে ঢাকা শহর পরিষ্কার পরিছন্ন একটি শহর।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শুধু একটি / দুটি রাস্তা নয় পুরো শহরটাই সুন্দর।
অনেকগুলো রিপোর্ট দেখলাম।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৮| ২২ শে মে, ২০২৩ বিকাল ৫:২১

মোগল সম্রাট বলেছেন:
রাজশাহী ইউনিভার্সিটিতে ২/১ জন বন্ধু ছিলো সেই ২০০০ সালের দিকে । তখন যাওয়া হতো । সবশেষে ২০০৩ সালে রাজশাহী গেছি। টি-বাধের উপর তখন গিয়ে বসা যেতো। পরে শুনেছি আর বসতে দিতো না। ঐ যায়গাটা দারুন ভালো লাগতো। আমের সিজনে গেলে সাহেব বাজারের ওখানে একটা আমের আড়ৎ মতো দেখতাম; জানিনা এখনো সেটা আছে কিনা। কম টাকায় তখন অনেক আম কিনে খেতাম।

মতিহার হলে গিয়ে থাকতাম বন্ধুর রুমে।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:০৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার সব স্মৃতি আছে আপনার, আমার নেই।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৯| ২২ শে মে, ২০২৩ রাত ৯:৫০

শায়মা বলেছেন: বাহ ! রাজশাহী এত সুন্দর!!

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:০৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, অনেকগুলো রিপোর্ট দেখলাম রাজশাহীকে নিয়ে।

অনেক ধন্যবাদ ও শুভকামনা আপা।

১০| ২২ শে মে, ২০২৩ রাত ১০:৩৩

আমি সাজিদ বলেছেন: রাজশাহী শহর সুন্দর৷ রাজশাহীর মানুষের মন সুন্দর। বেশ ভালো কিছু সময় কেটেছে আমার রাজশাহীতে।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:১২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, রাজশাহীর মানুষজন খুব আন্তরিক, সুন্দর মনের।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

১১| ২২ শে মে, ২০২৩ রাত ১০:৪৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: @ঢাবিয়ান, আপনার মত একই প্রশ্ন আমিও করেছিলাম এক বন্ধুকে, সে বললো, ছোট ছোট লেইন গুলো ও এমন ঝকঝকে এবং তকতকে। তবে দুঃখের বিষয়, অতিরিক্ত লাইটিং এর কারণে বিদুৎ এর অবস্থা খুবই খারাপ এবং এটা অযথা অপচয়, এত লাইটিং এর চেয়ে আবাসিক এলাকায় পর্যাপ্ত বিদ্যুৎ প্রয়োজন। তার ভাষ্যমতে, রাজশাহীর পানির স্তর অনেক নিচে নেমে গেছে, এখন আর শুধুমাত্র টিউবওয়েল এ পানি আসে না, এগুলাই নেগেটিভ সাইড।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:১৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কিছু সমস্যা হয়তো থাকবেই, তবে যেটা হয়েছে তার জন্য অবশ্যই প্রশংসা প্রাপ্য।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

১২| ২৩ শে মে, ২০২৩ রাত ২:৫৩

কামাল১৮ বলেছেন: সামনে আসছে জ্বালাও পোড়াও আন্দোলন।রাজশাহীর লোকরাই সেখ হাসিনাকে গোরস্থানে পাঠাতে চায়।আন্দোলনের পর দেখা যাবে কি অবস্থা দাড়ায়।ভাগাড়ে পরিনত করে ছাড়বে রাজশাহীকে।একদল গড়বে আরেক দল ভাঙবে।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:১৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সেটা কাম্য নয়, তবে যেটা হয়েছে তার জন্য অবশ্যই প্রশংসা প্রাপ্য।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

১৩| ২৩ শে মে, ২০২৩ সকাল ৮:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজশাহী অনেক সুন্দর শহর। ২০১৭ সালে শেষ গিয়েছিলাম।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমি এখনো রাজশাহী যাইনি, তাই আফসোস!
সহকর্মীরা সবসময় যাওয়ার জন্য দাওয়াত দেয়।
যাওয়ার খুব ইচ্ছা আছে।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

১৪| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১:৫৫

নীল আকাশ বলেছেন: আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তখন এত সুন্দর ছিল না।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমি এখনো রাজশাহী যাইনি, তাই আফসোস!
তবে যাওয়ার খুব ইচ্ছা আছে।
গত ৫ বছরে নাকি এর অনেক পরিবর্তন হয়েছে।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

১৫| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: রাজশাহীতে কখনো বসবাস করিনি, তবে দাপ্তরিক কাজে এবং আত্মীয় স্বজনের আমন্ত্রণে বেশ কয়েকবার স্বল্পকালীন অবস্থা্নের জন্য যাওয়া হয়েছে। যতবারই গিয়েছি, শহরটাকে এবং শহরের মানুষগুলোকে ভালো লেগেছে। শেষ গিয়েছি বছর পাঁচেক আগে।

একটি পরিচ্ছন্ন মেট্রোপলিটন শহর হিসেবে রাজশাহীকে গড়ে তোলার জন্য এবং শহরটির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির জন্য জনাব খায়রুজ্জামান লিটন সাহেবকে ধন্যবাদ ও অভিনন্দন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.