নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নরকে স্বাগতম।

হাতুড়ে লেখক

ফেসবুকে আমি: www.facebook.com/ariyaanriyad

হাতুড়ে লেখক › বিস্তারিত পোস্টঃ

আধ হালি গল্প-১১

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮




১। বোবা চাকর

আমাদের বাড়ির বোবা চাকরটা হঠাৎ কথা বলে উঠলো। মা বললেন,
-কথা বলতে পারছো বলে সাপের পাঁচ পা দেখোনি। কথা কম বলবে। না বলাই শ্রেয়।
বাবা বললেন,
-আগামী মাস থেকে তোর আর আসা লাগবে না। আমাদের কথা বলা চাকর দরকার নেই।
পাশের বাসার মাসি বললেন,
-ছ্যা। ছ্যা। ছ্যা। চাকর কথা বলে বাপের জন্মে শুনিনি কো।

পরেরদিন থেকে চাকরটা আর আমাদের বাড়ি আসেনি। অনেক পরে জেনে ছিলাম কথা গলায় আটকে মারা গ্যাছে চাকরটা। আমি ভেবে পাইনা, চাকরদের আবার কথা বলার কি দরকার?


২। কুকুরীয় ক্ষুধা

আমরা বংশ পরম্পরায় গোশত ব্যবসায়ী। বাজারে আমাদের সুনাম ছিল স্বল্প মূল্যে ক্রেতার সন্তুষ্টি প্রদানের। একবিংশ শতাব্দীর শেষ দিকে আমি ছাড়া পারিবারিক ব্যবসা ধরে রাখবার মত আর উল্লেখযোগ্য কেউ ছিলনা। কিন্তু আমার পক্ষে এটা টিকিয়ে রাখা সহজসাধ্য ছিল না। কেননা মানুষ গবাদিপশু পালন করতে ভুলেই গিয়েছিল বলা চলে।
-তুমি কুকুরের গোশত কেন বিক্রয় করছো না? এটা সহজলভ্য।
বউয়ের কথায় খানিকটা আশার আলো দেখতে পেলেও তেমন জোর পেলাম না।
-মানুষ কি কুকুরের গোশত খাবে? তারা তো এটার স্বাদ সম্পর্কে পুরোপুরি অজ্ঞ।
-এর জন্য মানুষকে আগে সচেতন করতে হবে। প্রয়োজনে আমরা প্রথমে সম্পূর্ণ বিনামূল্যে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে গোশত পৌছে দেব। আশা করি তারা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে উঠবে কুকুরে।
আমি বৌকে জড়িয়ে ধরলাম এবং তিনটে চুমু খেয়ে বেড়িয়ে পড়লাম কুকুর কুড়াতে।

-কুত্তার গোশত খেয়েছেন কখনো?
-নাতো! এটার স্বাদ কেমন?
-অন্যান্য গোশতের চেয়ে স্বাদটা একটু ভিন্ন। তবে সুস্বাদু।
-কি রকম?
-প্রথম বার কামড় দিলে মনে হবে আপনি বার্গার খাচ্ছেন, পরের বার কামড় দিলে দেখবেন মাখনের মত লাগছে। তৃতীয় কামড় দিলে.......।
লোকটি আমার কথা শেষ করতে না দিয়েই বলে উঠলেন-
-কুত্তার গোশত খাওয়ার বিশেষ কোন নিয়ম আছে?
-না। তবে শুধুমাত্র ঘরের জানালা খোলা রেখে বিবস্ত্র অবস্থায় কুত্তার গোশত খেলে বেশ আরাম পাওয়া যায়।

লোকটির প্রশ্নের এরকম উদ্ভট উত্তর কেন দিলাম আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু লোকটাকে বেশ উচ্ছ্বসিত লাগছিল। আমি আর কথা না বাড়িয়ে প্রথম পেয়ালাটা তার দিকে বাড়িয়ে দিলাম। লোকটি দরজা বন্ধ করে চলে গেলে আমি বাগানের পেছন দিকে চলে গেলাম। প্রথম এক্সপেরিমেন্ট টা নিজের চোখে দেখার লোভটা সংবরণ করা আমার পক্ষে সম্ভব ছিলনা। তাছাড়া বাড়িতে প্রবেশের আগেই দেখে নিয়েছিলাম ওই দিকে একটা জানালা থাকার সম্ভাব্যতা।

ঘরের ভেতর আংশিক অন্ধকার থাকা সত্ত্বেও স্পষ্টত দেখতে পাচ্ছি লোকটি বিবস্ত্র অবস্থায় বসে আছে। তার সামনে এক পেয়ালা কুকুরের গোশত। সে গোগ্রাসে গিলতে শুরু করলো হঠাৎ। যেন পঁচিশ বছরের একটি তরুণ কুকুরীয় ক্ষুধা এইমাত্র মুক্তি পেল খাঁচা থেকে।

রুমটা সম্পূর্ণ আলোকিত হয়ে উঠেছে। সম্ভবত লোকটার স্ত্রী ঘরে প্রবেশ করেছেন। একটি চিৎকার। কিছু একটা মেঝেতে পড়ে যাবার শব্দে মাথাটা কেমন এলোমেলো হয়ে উঠলো। আর সাথে সাথে খোলা জানালা দিয়ে দুটো নগ্ন হাড্ডি লেহন করতে করতে লাফিয়ে নামল একটি কুকুর। নেমেই ছুটতে থাকলো। এক মূহুর্ত ভেবে নিয়ে আমিও ছুটে শুরু করলাম কুকুরটার পেছনে। দুটো হাড্ডির একটা আমার চাই।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

ঋতো আহমেদ বলেছেন: বরাবরের মতই চমকপ্রদ। ভালো লাগলো। তবে, প্রথম গল্পের শিরোনাম শুধু 'চাকর' আর প্রথম লাইনে বোবা শব্দটা না থাকলে আরো ভালো হতো। ++

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৮

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। “বোবা” শব্দটা বাদ দিলে গল্পটাই হতো না। শুভ কামনা রইলো।

২| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

গেম চেঞ্জার বলেছেন: আপনার অনুগল্প পড়লাম অনেক দিন পর। ভালই লেগেছে। :)

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯

হাতুড়ে লেখক বলেছেন: আমারো ভালো লাগলো।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০

ঋতো আহমেদ বলেছেন: আমার মনে হয় “বোবা” শব্দটা বাদ দিলে গল্পটা আরো বেশি গল্প হয়ে উঠতো।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

হাতুড়ে লেখক বলেছেন: আমার মনে হচ্ছে না! :(

৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একে সত্যাসত্য বিশ্লেষিত হয়েছে। আশ্রিতরা কথা বললে দণ্ডিত হতে হয়।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

হাতুড়ে লেখক বলেছেন: যথার্থ।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

জাহিদ অনিক বলেছেন:


১মটা তো ভালই বুঝলাম! ২য় টা ! এ এ এ এ

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

হাতুড়ে লেখক বলেছেন: ২য় টা কিইই্? B-)

৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল অনু :)

খালি কাজের লোকইবা বলি কেন ;) যদি থাকে স্বৈরাচার বিরোধীদের্ও বুঝি এমনই হাল :P
<< অনেক পরে জেনে ছিলাম কথা গলায় আটকে মারা গ্যাছে বিরোধীরা! আমি ভেবে পাইনা, বিরোধীদের আবার কথা বলার কি দরকার?

আমরা বানিজ্যের বদলে - কেবলই লাভ আর লোভের হাড্ডির পেছনেই ছুটছি- নীতি নৈতিকতাহীন!

++++

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭

হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ভালবাসা বিদ্রোহী ভৃগু। শুভ কামনা সুন্দর মন্তব্যের জন্য।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ভুয়া মফিজ বলেছেন: আপনার গল্পগুলো দারুন!! কোনোটার অন্তর্নিহিত মানে বুঝি, কোনোটার বুঝি না, কিন্তু পড়তে দারুন লাগে।

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ ভুয়া মফিজ। শুভ কামনা। অরিজিনালটা কই? ;)

৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

ভুয়া মফিজ বলেছেন: অরিজিনালটা কই? অরিজিনাল কোনটা? ছবি না নাম?

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

হাতুড়ে লেখক বলেছেন: মফিজ। B-)

৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

ভুয়া মফিজ বলেছেন: এইটাই অরিজিনাল। দেখেন না চেহারাটা কেমন বেকুব বেকুব......... :)

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

হাতুড়ে লেখক বলেছেন: বুঝতে পেরেছি।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

উম্মে সায়মা বলেছেন: অনেকদিন পর হাতুড়ে ভাইয়ের গল্প পেলাম। বরাবরের মতই ভিন্নধর্মী প্লট। ভালো লাগলো।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আপুনি।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দ্বিতীয়টি বুঝিনি। আর প্রথম গল্পের মত করে আরেকটা গল্প এখন প্রথম পাতায় শোভা পাচ্ছে। কে কারটা কপি করেছে বুঝতে পারছি না...
http://www.somewhereinblog.net/mobile/blog/itsmurgi/30216920

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

হাতুড়ে লেখক বলেছেন: আমি কারো লিখা কপি করিনা

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

হাতুড়ে লেখক বলেছেন: লিখা চোরের জন্য পোষ্ট করাই বাদ দিয়েছিলাম। আবারো দেখি পালাতে হবে!

১২| ৩০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: Click This Link

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪

লেখা পাগলা বলেছেন: পাশের বাসার মাসি বললেন,
-ছ্যা। ছ্যা। ছ্যা। চাকর কথা বলে বাপের জন্মে শুনিনি কো।

ওই মিয়া মাসির মায়েরে বাপ মাসির চাচায় কি কোনদিন চাকর ছিল ? নাইলে মাসি কি করে জানবে চাকরেরা কথা বলে না। B-))

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯

হাতুড়ে লেখক বলেছেন: আপনি জানেন না?

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিচার মানি তালগাছ আমার খেয়াল করুন..

আধ হালি গল্প-১১
২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

আমি মুরগি › বিস্তারিত পোস্টঃ
ইরা!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

ছায়াবলম্বনে লেখাতে দোষ নাই। কিন্তু স্বীকার না করা অন্যায়!

৥ হাতুড়ে ভায়া- চোরের ভয়ে পালাবেন কেনু? হাতুড়ি চালায়া দিবেন ;) হা হা হা
চোর পালাবে!

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ডুব কারো বায়োপিক নয়, মিলে গেলে দুঃখিত...
@বিদ্রোহী ভৃগু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.