নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নরকে স্বাগতম।

হাতুড়ে লেখক

ফেসবুকে আমি: www.facebook.com/ariyaanriyad

হাতুড়ে লেখক › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম গল্পগ্রন্থ “অপার্থিব”

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭




গল্পগ্রন্থ : অপার্থিব
প্রকাশনী : দাঁড়িকমা
স্টল নং : ৬৬৬
প্রচ্ছদ : আরিয়ান রিয়াদ
প্রকাশকাল: অমর একুশে বইমেলা ’১৮

ফ্ল্যাপকথা:

যেরাতে বাবা চুপিচুপি একটা নদী হয়ে গেলেন, সেই রাতে মাকেও উড়তে দেখলাম। বোন কান্না জুড়ে দিল, সেও মায়ের মত উড়তে চায়। আমি নিরুপায় হয়ে বোনকে মায়ের পাশে টাঙিয়ে দিলাম তার শাড়ীর অব্যবহৃত আঁচলখানা দিয়ে। ভোর হওয়ার আগেই হাত ধুঁয়ে খেতে বসলাম কেননা ক্ষুধা একদম সহ্য হয় না আমার। তাছাড়া প্রস্থানের আগে বাবাও শিখিয়ে যাননি কি করে চুপিচুপি একটা নদী হয়ে যাওয়া যায়।

একসময় নদীর নেশা কেটে যায়। আস্তিন গুটিয়ে আবার খেতে বসি। পেট ভরে গেলে বাড়তে থাকে ক্ষুধা। আর ক্ষুধা জন্ম দেয় একটি “অপার্থিব”।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা আরিয়ান।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

হাতুড়ে লেখক বলেছেন: ভালবাসা রাজপুত্র দা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

নীলপরি বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ নীলপরি।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

জাহিদ অনিক বলেছেন:
শুভ কামনা হাতুড়ে লেখক

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

হাতুড়ে লেখক বলেছেন: ভালবাসা জানবেন কবি।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

কামরুননাহার কলি বলেছেন: শুভ কামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা জানবেন।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

হাতুড়ে লেখক বলেছেন: নিলাম আবারো। ভালবাসা প্রিয়।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রচ্ছদের চমকে চমকিত ;)

অভিনন্দন আর অনেক অনেক শুভকামনা :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

হাতুড়ে লেখক বলেছেন: প্রচ্ছদ নিয়ে অনেক সমালোচনার হয়েছে। আপনি চমকিত জেনে আমিও চমকিত। ধন্যবাদ ভৃগুদা।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপার্থিব এর সাফল্য কামনা করছি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫

হাতুড়ে লেখক বলেছেন: আপনার জন্যও অনিমেষ শুভেচ্ছা লিটন ভাই।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো ।

আশা করি খুব শিঘ্রই পরিচয় ঘটবে অপাথিবের সাথে .।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

হাতুড়ে লেখক বলেছেন: অথচ আমার সাথে হবে না? :(

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

হাসান মাহবুব বলেছেন: স্টল নং ৬৬৬! মজার তো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

হাতুড়ে লেখক বলেছেন: হ্যাঁ। আমার কাছেও মজার মনে হয়েছে বেশ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা রইলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ ধ্রুবক দা।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৬

রোকসানা লেইস বলেছেন: লেখার স্টাইলটা সুন্দর ফ্ল্যাপের কথাগুলো কি আপনার। আগে আপনার লেখা পড়া হয়নি। ফেসবুকে এইধরনের লেখা একজনের পড়ি সেকি আপনাকে ফলো করে নাকি নিজস্ব। একটু কনফিউজ হলাম।
আজকাল তো লেখা চুরি যায় তাই বললাম।
মলাটটা সুন্দর লাগছে। তবে আপনার বইয়ের নাম বদলে গেছে অপার্থিব।
অ এর পরে একটা পায়ের ছবি দিয়ে যদি প" বুঝানো হয় তারপরও একটা আকার দরকার অপা করার জন্য।
কিন্ত অপার্থিব অপর্থিব হয়ে গেছে। পা এর ছবি দিয়ে প করাটা ভালোলাগেনি আমার।
শুভ কামনা থাকল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

হাতুড়ে লেখক বলেছেন: আমার বই অন্যজন ফ্ল্যাপ লিখে দেবে আমি চর্চায় বিশ্বাসী নই। লেখা চুরি হয় বলে ব্লগে কম লিখা হয়ন আর হ্যাঁ আমার কোন শাখা নেই। আমার ফেসবুক নেম "আরিয়ান রিয়াদ" মিলিয়ে দেখতে পারেন।

আর "পা" দিয়ে আমি "পা" ই বুঝিয়েছি "প" নয়। আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা রইলো। ভাল থাকবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

হাতুড়ে লেখক বলেছেন: দাঁড়িকমার এক গল্পে তারকায় ৪১ জন লেখকের মধ্যে সম্ভবত আপনার একটা গল্প ছিল "রুপান্তর"। আপনিই সেই?

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

রোকসানা লেইস বলেছেন: আচ্ছা তাহলে তো আপনারই লেখা। অদ্ভুত ভাবে মিল আছে অন্যজনের সাথে। স্টাইলে। আজকাল কথা বলার মতন কাটকাট গল্প লেখা হয়ে যাচ্ছে আমি খুব একটা ভক্ত হতে পারছি না তেমন লেখার এখনও। তাই একটু অন্যরকম হলে ভালোলাগে।
শুভ কামনা থাকল
আপনার লেখা পড়ে দেখব সময় করে।

হ্যাঁ দাঁড়িকমার গল্প তারকায় আমার একটা গল্প আছে রূপান্তর" নামে।
বইটা প্রকাশ হয়েছে নাকি?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

হাতুড়ে লেখক বলেছেন: খুব শীঘ্রই হবে সম্ভবত। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.