নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

জীবনের কী-ওয়ার্ড রিসার্চ ।

১৮ ই মে, ২০১৮ সকাল ৮:৩৮

জীবনটা একটা আনলিমিটেড কী ওয়ার্ড লিস্ট। এই কী ওয়ার্ডগুলোর রূপ প্রকৃতি বিচার, কী-ওয়ার্ড গুলোর অন্তর্গত সম্পর্ক ও দূরত্ব, ক্রমাগত সংযোজন-বিয়োজন , হিসাব- নিকাশ , চাওয়া - পাওয়া এমন কিছু সামাজিক ও মানবিক প্রত্যয়ে বহিঃপ্রকাশ মিলেই একটি জীবন।


এই কী ওয়ার্ড লিস্টের মালিক আপনি। রাজা মহা রাজা। যখন যে কী ওয়ার্ড চান মুছে দিতে পারবেন। চাইলে আবার নতুন একটা কী ওয়ার্ড যোগ করে নিতে পারেন। এমন একটা প্রচ্ছন্ন স্বাধীনতার সীমা আমাদের সমাজ আমাদেরকে দিয়ে থাকে। প্রকৃত স্বাধীনতা আমরা কখনোই পাই না।

শৈশবের কী ওয়ার্ড লিস্ট এক রকম।কৈশোরের কী ওয়ার্ড লিস্ট অন্য আরেক রকম। এমন করে জীবনের কী ওয়ার্ড লিস্ট বদলায় আর আমরা বড় হই। কিন্তু আমাদের শৈশবের কী ওয়ার্ড লিস্ট আমাদের সবার কাছেই মধুময় । ভালবাসা, আদর, খেলা , বকা কত কী রসগোল্লা ওয়ার্ড আছে জীবনে।

কৈশোরে শুধু মজার মজার কী ওয়ার্ড। স্বপ্ন, অভিযান, ভূত, বিজ্ঞান, ফ্যাশন, স্টাইল, ট্রেন্ড , বন্ধু, বান্ধবী, গল্পের বই, মাসুদ রানা, স্কুল পালানো,স্মার্ট ফোন, গার্ল ফ্রেন্ড,হিমু, মাঝ ধরা, সিনেমা দেখা, কতোকি বাহারী কী ওয়ার্ড আমাদের কৈশোরে এসেছিল।

এতোকিছু এসেই আমাদের পরাধীন জীবনের শুরু।মূলত তখন থেকেই আমরা শৈশবের স্বাধীনতা মিস করতে শুরু করি।শৈশবের সেই স্বাধীনতা ফিরে পেতে আমরা হাত কামড়ে মরি।" কবে বড় হবো?" । বড় হলেই জীবনে স্বাধীনতা আসবে এই প্রবোধেই মেতেছিলাম। বড় হয়ে দেখলাম আমরা সমাজবদ্ধ হুয়ে বাস করি, আমাদের সামাজিক হতে হবে। সামাজিক হতে হলে নিয়মের পরাধীন হতে হবে। সুতরাং আল্টিমেট স্বাধীনতা বলে কিছু নেই।

আরো বড় হয়ে কীওয়ার্ড পেলাম বিভেদ, বৈষম্য, দুর্নীতি । বছর বছর শুধু বয়স আর কী ওয়ার্ড বাড়ে। সেই মায়ের ভাষা শিক্ষা থেকে শুরু হয়। মরার পরেও নামের পাশে কী ওয়ার্ড যুক্ত হয়। কর্ম গুনে ফল। সুতরাং স্বাধীনতার একবারে হালুয়া টাইট অবস্থা।

কিছু কী ওয়ার্ড আছে আপনাকে পার্থিব আনন্দ দেবে। মানুষ এগুলোকে পরিবার, ভ্রমণ, বই, আড্ডা , প্রেম, টিম ওয়ার্ক , বন্ধু ইত্যাদি শব্দে বিভক্ত করে। আবার কিছু কি ওয়ার্ড আছে দেখতেই কুশ্রী বেকার, খারাপ ছাত্র, দুস্টো ছেলে, ঋণগ্রস্থ, অসুন্দর ইত্যাদি।

আবার কিছু কী ওয়ার্ড আছে খুবই কম্পিটিটিভ। এদের সার্চ ভলিউম আকাশ চুম্বী। এ প্লাস, চাকুরী , সুন্দরী বউ, পুলিশ, ম্যাজিস্ট্রেট, কর্পোরেট লিডার, উকিল, ডাক্তার এসব প্রভৃতি কী-ওয়ার্ডের সার্চ ভলিউম বেরেই যাচ্ছে।

আবার কিছু কী ওয়ার্ড এর শেয়ার বাজারের মতো চিরস্থায়ী দরপতন হইছে। সততা, বন্ধুত্ব, পরমতসহিষ্ণুতা , অরগানিক ফুড, শান্তি, ধৈর্য , ভালোবাসা ইত্যাদি।

মাঝে মাঝেই আমরা আমাদের কি ওয়ার্ড গুলোকে ত্রিভুজ, চতুর্ভুজ, সমান্তরাল, বিপরীত, বিপ্রতীপ বিভিধ ভাবে সাজাই। কখনো কী ওয়ার্ডের সরল রেখা আকি তো কখনো বক্র রেখা আঁকি। জীবনের প্রতিটা কী ওয়ার্ড যেন এক একটা বিন্দু । আর সেগুলোর সংযোগেই তৈরি হয় জীবন রেখে।আমাদের জীবনটা যেন কী-ওয়ার্ড এর চলমানরেখা।






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: এত চমৎকার একটি পোষ্ট কিন্তু কোনো মন্তব্য নেই !!!!

২| ১৯ শে মে, ২০১৮ ভোর ৪:১০

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.