নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

উত্তরাধুনিক মানুষত্বত্ত ।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

গুড পিপলস সময়ানুবর্তী হয়। তাঁরা সঠিক সময়ে সঠিক সাফল্য অর্জনের চেষ্টা করেন। তাঁরা জীবনের লেইজারে অর্জনের পাল্লা ভারী রাখেন। তাঁদের মুকুট সম্মান জনক পালকে পরিপূর্ণ থাকে। এঁরা ধর্ম ও রাজনীতি সচেতন।



এভারেজ পিপলস অনেকটা দিশেহারা। ইহারা ট্রেন্ড এন্ড টাইমকে প্রায়রিটি দিয়ে হাতরে মরে। যদিও শেষ বিকেলে পথের দেখা পায়। আরামসে পৌছানোর সময় তাঁদের থাকে না। এঁদের মুকুটে পালক তো দুরের কথা , এঁদের মাথায় মুকুট উঠলেই এঁরা খুশিতে আত্মহারা। এঁরা সাধারণত ধার্মিক হয় এবং মিছিলের আগে থাকে। ইহারা সময় ও অভ্যাসের দাস।

ফেইলর পিপলস সাধারণত অভিজ্ঞতা , সময় ও জীবনকে খুব উপভোগ করে থাকেন।এঁরা এই কারনেই ভাগ্যবান অধিকাংশ ক্ষত্রে শুধু তাঁরাই বহুমাত্রিক জীবনের স্বাদ পায়। এঁরা মুকুট ও পালকের মুল্য বুঝে না।এঁরা ধর্ম পালন করেই গুনাগার, এঁরা খুবই ডিপ্লোম্যাটিক । ইহারা সাধারণত সময়ের কাছে পরাজিতই হয়।

গ্রেট পিপলদের জন্মটা সাধারণত ফেইলর পিপস ক্যাটাগরী থেকেই।জীবনের কোন ব্যর্থতার স্বাদ গ্রহণ না করেই গ্রেট পিপল এই সংখ্যাটা ইতিহাসে বিরল তো বটেই বোধ করি শূন্য। গ্রেটদের পালক, মুকুট এর লোভ থাকে না। ইহারা কিঞ্চি পাগলাটে হওয়া দোষের কিছু না।উনারা যা ভালোবাসেন তাই বুঝেন রাজনীতি, ধর্ম , সমাজ এমন আলাদা কোন শ্রেনী বিভাগ ইহাদের কাছে নাই। ইহারা সময়কে নিয়ন্ত্রণ করিয়া থাকেন।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

স্রাঞ্জি সে বলেছেন: মানুষত্বের উপর সুন্দর বিশ্লেষণ।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫০

এ.এস বাশার বলেছেন: সুন্দর বিশ্লেষণ................

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: খিতা মাতি লা -সহজ খরিয়া মাতি লাউক্কা ; আমরা বুঝতামনাইনি ইতা খঠিন মাত-উই আ'র মাঙ্গো পিপল্স :(

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫০

ফয়সাল হাওড়ী বলেছেন: হাছা খড়িয়া কোক্কা - তুমি ম্যঙ্গো পিপল নি ? ম্যাঙ্গো পিপল খঠিন কুনতা দেখলে আনাপমাতে চলি যায়।

৪| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: যিনি যার কাছে ঋনী, তিনি তার অপরিশোধিত বা অসমাপ্ত দায়ের জন্য ঋনদাতার কাছে ক্ষমা চাইতে হয়। যেমন মৃত্যু ক্ষমা চায় জন্মের কাছে।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২

ফয়সাল হাওড়ী বলেছেন: অসাধারণ ।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: সুন্দর বিশ্লেষণ

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ

৬| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

পিয়াস রায়হান বলেছেন: আপনি বলেছেন, "ফেইলার পিপল সাধারণত অভিজ্ঞতা, সময় ও জীবনকে খুব উপভোগ করে থাকেন। এরা বহুমাত্রিক জীবনের স্বাদ পায়।"

বক্তব্যটা সাংঘর্ষিক হয়ে গেল না। তাই যদি হয়, তাইলে তাদের কে কি আদৌ ফেইলার বলা যায়?

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:০২

ফয়সাল হাওড়ী বলেছেন: ফেইলর হন , হারে হারে বুঝে যাবেন জীবন কতোটা বহু মাত্রিক। এই সমাজ ও সময় ফেইলরদের স্থান দেয় আস্তাকুড়ে । সমাজ থেকে আস্তাকুড়ে চলে যাওয়ার এই রাস্তাটা বহু মাত্রিক।

ব্যর্থ হওয়ার পর আপনি জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করবেন। বলতে পারেন চোর পালানোর পরেই আপনার বুদ্ধি হবে। তখন আপনার কাজের জ্ঞান , অভিজ্ঞতা ও সময় থাকলেও আনুসাঙ্গিক পরিস্থিতি আপনাকে খানিক সময়ের জন্য সাইট বেঞ্চে বসায়ে দেবে। তখন কাজ বলতে থাকে অভিজ্ঞতা , সময় ও জীবনকে পুনর্বিবেচনা করে নিজেকে ঢেলে সাজানো। সহসা সফল ব্যাক্তিরা এই উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হন।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

গরল বলেছেন: Failure is the pillar of success, তাই কি গ্রেট পিপল ফেইলরদের মধ্যে থেকে হয়?

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৩

ফয়সাল হাওড়ী বলেছেন: যারা ভুল থেকে শিখেন তাঁদের গ্রেট পিপল হওয়ার চান্স বেশি।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: সুন্দর প্রকাশ ।ভালোবাসা জানবেন।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০১

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা ।

৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আমার এক দূর সম্পর্কের চাচা ডিগ্রীতে প্রায় ৮ /দশ বার ফেল করেছেন। এখন তার ভাবের ঠেলায় চলা দায়। এতবার ফেল করে তিনি আজ গরিয়ান মহিয়ান। #:-S

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০২

ফয়সাল হাওড়ী বলেছেন: দশ বার ফেইল করার অভিজ্ঞতা উনার আছে যেটা আর দশ জনের নাই। হা হা হা

১০| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০

এখওয়ানআখী বলেছেন: আমার খুব কাছের মানুষ একজন যিনি শেষ দলে- কিঞ্চিৎ **** আছে। লেখার উৎসটা জানাবেন

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৬

ফয়সাল হাওড়ী বলেছেন: পাগলের প্রলাপের উৎস হয় না, যা দেখি তাই লিখি। যা বুঝি তাও লিখি, যা বুঝি না তাও লিখি।

১১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:২৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: খুব সুন্দর বিশ্লেষণ। ভাল লাগলো।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৬

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ

১২| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই ।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

নয়ন বিন বাহার বলেছেন: বিশ্লেষণ ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.