নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুসর কাব্য

ধুসর কাব্য › বিস্তারিত পোস্টঃ

কেলার শাটে লাজনিতি মিসাবেন্না

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৩

আজ দোসরা মার্চ।বলতো আজ কেন বিখ্যাত?



আজ সেই লেভেলের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হইছে।এইরকম একটা ম্যাচ দেখতে পেরে বাংলার মানুষ গর্বিত!



বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজকে জানে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কয়টায় শুরু হবে,জানে অনেক সাধনার পাওয়া টিকেটে খেলা দেখতে যাওয়ার আগে জার্সিটা পড়তে হবে,মাথায় ভারত অথবা পাকিস্তানের পতাকা বাধতে হবে,পোচ মেরে ফেবুতে ফটো তো দিতে হবেই।



মানুষ জানেনে যেইটা সেইটা হইলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কি জানি একটা হইছিলো! ভাই রবির অ্যাড দেইখা দেশপ্রেমিক হওয়া যায়? যায়না।মনে মনে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বইলা দেশপ্রেমিক হওয়া যায়না।আপনার কাজেই বোঝা যাবে আপনি কি দেশপ্রেমিক নাকি ভারত পাকিস্তানের ম্যাচের উত্তেজনায় বইসা বইসা বাল ছিড়তেছেন।পড়ানো শেষ করে আমি আজ যখন স্টেডিয়াম অতিক্রম করছিলাম আশেপাশের পরিবেশ দেখে আমি সত্যিই হতাশ।যেখানে আজকে সবার হাতে হাতে বাংলাদেশের পতাকা থাকার কথা সেখানে ভারতের পতাকা পাকিস্তানের পতাকা সবার হাতে-গালে-মাথায়।এইটা দেখে আজ কষ্ট লাগেনাই,লজ্জা লাগছে।লজ্জাটার মাত্রা কমার নয়, এখনো শুনতে হয়,কেলার শাটে লাজনিতি মিসাবেন্না!খেলার স্পিরিট এর কাছে এখন বিনামুল্যে দেশপ্রেম একাকার হয়ে যায়,ভাগাভাগি হয়,কিন্তু দেশপ্রেম তো ভাগাভাগির কিছু না।এই ভাগাভাগি বাঙালিদের ডুবাইলো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৫৬

আবু আমর বলেছেন: অতিমাত্রায় আবেগতাড়িত হতভাগা জাতি আমরা। পাছায় নাই লুংগি মাথার পাগড়ি নিয়া টেনশনে অস্থির। পোস্ট প্লাসায়িত।

২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৩৮

ধুসর কাব্য বলেছেন: পাছায় নাই লুংগি মাথার পাগড়ি নিয়া টেনশনে অস্থির।
অনেক ভালো বলছেন।

৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৪২

বেকার সব ০০৭ বলেছেন: পাছায় নাই লুংগি মাথার পাগড়ি নিয়া টেনশনে অস্থির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.