নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুসর কাব্য

ধুসর কাব্য › বিস্তারিত পোস্টঃ

একটি সেলিব্রেটি কনসার্ট,চেতনা,দেশপ্রেম এবং দেশপ্রেমিক সমগ্র

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪১

পয়েন্ট নাম্বার ১,



মার্চের চেতনাকে চেতনাশক দিয়া অজ্ঞান না করিয়াই সজ্ঞানে ইহার পশ্চাতদেশে সজোরে বারংবার আঘাত করার যে নমুনা দেখিতে পাইতেছি তাহা কথিত "ব্র্যান্ড ভ্যালু" এর সাথে মিশ্রিত হইয়া একটি আন্তর্জাতিক মানের অবাধ , নিরপেক্ষ ও সচ্ছ "দেশপ্রেম" এবং "দেশপ্রেমিক" উদ্ভূত হইয়াছে তাহা দেখিয়া মার্চের শহিদগন কবর হইতে ধরফরাইয়া উঠিবে বলিয়া বোধগম্য হয়।তখন কি প্রকারের যুক্তি তাহাদিগকে ফরমাইবেন আপনারা?আপনাদের ভিতরে বাহিরে যে পরদেশভক্তির সুপ্ত বীজ এতদিনে চারাগাছ হইয়া গাছ হইবার পর্যায়ে আছে তাহা যদি আপনাদের কাছে এখন অজ্ঞাত থাকে তাহা হইলে শুনিয়া রাখুন,দেশ আপনাদের কখন গ্রহন করিবে না।মরিয়া যান অথবা বাচিয়া থাকুন , হইয়া যাইবেন তেলাপোকা!



পয়েন্ট নাম্বার ২,



বাঙালির একদা এরূপ দেশাত্ববোধ ছিল যে কবি বলিয়াছিলেন "দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া"।কবি আজ বাঁচিয়া থাকিলে তাহার মৃত্যু রহস্য খোজার জন্য ৪৮ টি ঘন্টা ব্যায় করার প্রয়োজন বোধ আমি করিতাম না বলিয়া মনে করি।



পয়েন্ট নাম্বার ৩,

আপনি খুবই স্মার্ট,আপনি হিন্দি গান শুনিয়া বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সিড়িতে গাইতে গাইতে মুখে ফেনা তুলিয়া ফেলেন,আপনি মায়ের কোলে বসিয়া হিন্দি সিরিয়াল গলধকরণ করতঃ পরদিন আপনার বান্ধবের সহিত ইহার আলোচনায় "টক শো" এর বক্তা বনিয়া যান,আপনি কথায় কথায় হিন্দি ভাষার অমৃত বাক্যগুলো প্রসব করেন,আপনি আপনার হাততালি এ আর রহমান আর আকোন এর জন্য রাখিয়া দেন,আমিও বলিব আপনি স্মার্ট,কিন্তু আপনার বাংলাদেশে বাস করার অনুকুলে কতখানি স্মার্ট ,তাহা নিয়া যথেষ্ট সন্দেহের অবকাশ রহিয়াছে।আপনি তাহাতে বাধ সাধিয়া বলিবেন হ্যা আমি দেশপ্রেমিক,আমি স্মার্ট।আমি বলিব আপনার আচরণেই বোঝা যাইবে আপনি কিসের প্রেম করিতেছেন,স্বদেশের নাকি বিদেশের,দেশপ্রেম শুধুমাত্র অন্তরে লালন করার জিনিস নহে,ইহা দেখানোর জিনিস,আপনি যতই মানুষকে দেখাইতে পারিবেন আপনি দেশপ্রেমিক,আপনি ততই স্মার্ট হইয়া যাইবেন।আজকে ইহাদের অনেককেই দেখিলাম কনসার্টের সমালোচনা করিতেছেন।ইহা যেন ভুতের মুখে রাম রাম!সমালোচনা অবশ্যই করিবেন,তবে নিজেদের আচরণ ঠিক করিয়া,না করিয়া কোনদিনো নহে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৫

মুসাফির... বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.