নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুসর কাব্য

ধুসর কাব্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা : রঙবাজ

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫



আমি সেদিন নিমগ্ন ছিলাম,

রঙের খেলায়;

এটা হোলি নয়

আমি যে কবর থেকে বলছি;

মৃত্যুকে আপন করে নেবার মাঝে যে নিমগ্নতা,

তার অথৈ সাগরে

উদ্বাস্তুর ন্যায়

স্বপনহীন;

কল্পনাহীন;

অতীতহীন;

জ্যান্তব পশুর মত হয়েও নখরবিহীন।



এখানে রঙের খেলা ?

আশ্চর্য !

আমি আগাছার মত মৃত ;

নাকি বর্ণচোরার মত

আপন রঙ লুকিয়ে

পলাতক আসামী ,

না, আমি কখনোই জ্যোতিষী ছিল্মা না ;

অযৌক্তিক কোনো কালের আবর্তনে

পূণর্জন্ম থেকেই আমার এ দশা ।

অবিনশ্বর -

অভেদ্য

কিংবা দূর্ভেদ্য ;

কোনটিই আমি নই ।

আমি বর্ণচোরা,

আমি রঙ বেচি-

রঙ কিনি -

রঙ দিই -

রঙ নিয়েই খেলা করি।



মৃত্যুর সাদাকালো -

জন্মের গাড়তা -

কষ্টের নীলের অভ্যুদয় -

ভালবাসার অয়েল পেইন্টের ফোটা -

রক্তজবার লাল -

ঘাসের সবুজ -

কিংবা প্রতিফলককে সহায় করে নিয়ে ;

রঙকে চুরি করা,

এরপর আপনার মাঝে ছড়িয়ে দেবার ;

ব্যর্থ চেষ্টা ।



আশীবিষের বিষে বিদ্ধ তনুর নীলাভ আভার মাঝে

যে সাদাকালোর জন্ম,

আবার ভালোবাসার নীল পদ্মের মাঝে ;

যে জোনাকীর সবুজাভ আভা ,

সবই আমার নখদর্পণে;

সবই আমার চাই।



বৃষ্টির মাঝে যে রঙের খেলা ;

সে খেলায় আমি ক্রমেই রঙ্গিন হয়ে উঠছি,



কাদামাটির কালো রঙে হয়তো

ইতিহাস বিকৃত -

অতিত লাঞ্চিত -

ভবিষ্যত আলোহীন -

আমি অপ্রতীভ।

বন্য শকুনের মত

অপর মড়ার মাংস হাড্ডি চিবিয়ে খাচ্ছি,

এই মড়াই ছিলো হয়তো পুনর্জন্মে

নতুন কোনো রঙ ;

হয়তো নতুন সম্পর্কের আধার ;

কিংবা নতুন কোনো সত্ত্বার

পুরোনো প্রতিবিম্ব ।



বিবর্ণ হওয়া রঙগুলো

কখনো শুষে নিচ্ছি,

কখনো ছড়িয়ে দিচ্ছি;

হ্যা আমি বর্ণচোরা ,

আমি রঙ বেচি ;

রঙ কিনি -

রঙ দিই -

রঙ নিয়েই খেলা করি।



এটা হতে পারে কামনার খেলা,

অতি আকাংক্ষিত সে খেলার ফল;

হয়তো এই রঙ নিয়েই

মেতে উঠি কোনো দুর্বোধ্য খেলায়,

কি জঘন্য !

ছিঃ ছিঃ রব ওঠে গগনবিদারী ,

স্বপ্নের রঙ দেখে ক্লান্ত হইনা

অক্লান্ত রাত জাগানো-

ঘুম পালানো-

কিংবা অভারটাইমে রঙকে নিজের বলে চালিয়ে দিতে আপত্তি নেই,

আমার , তোমার , সবার।



আমি অবিনশ্বর নই,

অভেদ্য কিংবা নই দুর্ভেদ্য,

আমার এ রঙ দুর্ভেদ্য,

অভেদ্য নয়,



হয়তো রঙের বীজ থেকে গাছ জন্ম হয়;

সেখান থেকে ফল -

আরো বীজ-আরো ফল

এক উদ্যান -

এক অরণ্য -

দুর্ভেদ্য আমাজন ,



কিন্তু রঙ মাঝে মাঝে হঠাত থমকে যায় ,

মাটি চাপা পড়ে তা থেকে

আ বৃক্ষ উদ্ভুত হয় না।



না, আমি জ্যোতিষী নই,

নই জাদুকর।



আমার সীমাবদ্ধতাকে আমি পছন্দ করি না,

কেও করে না-

কোনো বর্ণচোরাই না।



তারপর আবার সব অন্ধকা্‌র,

কবর কিংবা গোরস্থান,

মৃত কিংবা মৃতের আত্মীয়;



পুনর্জন্ম;

নতুন রঙ্গে উদ্ভাসিত নবজন্ম;

কিংবা রঙহীন বাস্তবতা,

সবই রঙে আবৃত,

সব রঙেরই খেলা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.