নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন গাধামানব

মোহাম্মদ মাহবুব হোসেন

ডাল দিয়ে ভাত খাই, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমি ভেজাল হলে'ও আমার লেখাগুলো খাঁটি ।

মোহাম্মদ মাহবুব হোসেন › বিস্তারিত পোস্টঃ

বলরামের গল্প - ১

১৪ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৪৭

বলরামের কাছে আমার অনেক ঋণ। কর্মসূত্রে ভারতের কিছু স্থানে ঘোরবার সুবাদে তার মতো বড় মানুষের সাথে দেখা হয়েছিল। টাকার মাপে সে দরিদ্র, মাদকের মাপে সে মাতাল, সমাজের মাপে সে নিতান্ত বেখাপ্পা। তবে ভারতের বুকে দুটো জিনিস "মুশকিল হি নেহি না-মুমকিন হ্যায়", এক- "ডন"কে ধরতে পারা, "দুই" সস্তায় মাসকাবারি ড্রাইভার পাওয়া। বলরাম দ্বিতীয় গোত্রের লোক- এ আমার সৌভাগ্য, নইলে তার গল্প বুকে নিয়ে মার্কিন মুল্লুকে বসে এই স্ট্যাটাস দিতাম কীভাবে? সস্তা মদে কলের জল মিশিয়ে বোতলের ঠোঁটে যে আবেগঘন চুমু সে দিত, তাতে "সিঙ্গেল মল্ট অন দ্য রক্স" খাওয়া বিলিতি সাহেবেরাও তারিফ করত- সে এক মানুষ বটে! পাহাড়ের ভেতর কোথায় সস্তায় বুনোপাখির রোস্ট মিলবে, ভোরের আগে শহরের কোথায় গিয়ে বসলে শহরকে দেখতে "দুলহান"-এর মতো লাগবে- এইসব বর্ণনা স্ট্যাটাসে লিখলে পাঠক তেড়ে আসতে পারেন। বলরামের বিশদ বর্ণনা আরেকদিন দেয়া যাবে। তারচেয়ে দু'লাইনের একটা ঘটনা বলা যাক।

আমার অনুরোধে গাড়িতে রবীন্দ্রসঙ্গীত বাজাতে বাজাতে অনেক গানের সুর সে মুখস্ত করে ফেলেছিল। একদিন শুনি সে বৃষ্টির একটা গানের সুর গুণগুণ করছে। ঘটনাক্রমে আকাশে সেদিন মেঘের ঘনঘটা। বিচিত্র এই ব্যাপার দেখে আমি বলরামকে জিজ্ঞেস করলাম,

- বাংলা শিখে ফেলেছ নাকি বলরাম?
: নেহি ডকসাব (ভারতের বড় অংশের মানুষ ডাক্তারকে সংক্ষেপে এই নামে ডাকে)
- তাহলে বাইরের মেঘ দেখে মেঘের গান গাইছ যে?

প্রশ্ন শুনে বলরামকে সামান্য চিন্তিত মনে হল। সে হিন্দিতে যা বললে তার ভাবার্থ-
: মনে এই গান এলো তাই সুর মেলাচ্ছিলাম। যে এই গান লিখেছে সে তো বিরাট ওস্তাদ! পরিবেশের সাথে মনের সুতো বেঁধে ফেলেছে একেবারে!
- সেইটা অবশ্য মন্দ বল নাই। উনি এই কাজ আরও অনেক ক্ষেত্রেই করেছেন।
: উনার নাম কী?
- রবীন্দ্রনাথ ঠাকুর।

একটু থেমে বলরাম যেন স্বগতোক্তি করে উঠল-
- ওয়াহ, এই নামে দেখি রব আর ইন্দ্র- সবই আছে!

বলরামের সাথে দেখা হবার আগে বাঙালি হয়েও এই ব্যাপার কখনো আমার মাথায় আসেনি।

(বলরামের গল্প- ১)

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নববর্ষের শুভেচ্ছা :)

বলরামের ভাবনায় ভাবনা আছে বটে ;)

+++

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৭

মোহাম্মদ মাহবুব হোসেন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা!

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ মাহবুব হোসেন,




শুরু থেকে শেষটা শক্তিশালী হাতের লেখা, বলতেই হবে।
সাবলীল ও সুন্দরতা একই সাথে।
পরের পর্বের অপেক্ষায় ..............

৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


চলে

৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৭

করুণাধারা বলেছেন: চমৎকার লিখেছেন, পড়ে এত ভালো লেগেছে যে আমি আপনার ব্লগে গিয়ে একটা পুরনো পোস্টে মন্তব্য করে এলাম!

আপনি কি ভারতে কর্মরত বাংলাদেশী ডাক্তার, নাকি ভারতীয় ডাক্তার?

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৬

মোহাম্মদ মাহবুব হোসেন বলেছেন: জন্মেছি বাংলায়, পড়াশোনা আর কাজের সুবাদে কিছুকাল ভারতবাসের সৌভাগ্য হয়েছিল। ইদানিং টেক্সাসের মরুভূমিতে বিশ্রাম করছি।

আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা অশেষ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: হ্যা, আমিও একবার একটা ঘটনা শুনেছিলাম,
একজন বিখ্যাত কবি, গ্রামীন পথ দিয়ে হাটছিলেন,
অপরিচিত ভাষায়, একজন কৃষানী গান করছিলো।
কবি বুঝতে পেরেছিলেন, এ গানে দরিদ্রের প্রেম হারানোর বিলাপ করা হচ্ছে....
পরে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনা সত্যি

৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: শুভ বুদ্ধির উদয় হোক মানুষের।
শুভ নববর্ষ। শুভ নববর্ষ।।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৫

এম এ হানিফ বলেছেন: গল্প পড়ার আগে আমারও মাথায় আসে নি। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.