নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

মহাম্মদপুরে একদিন

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৯

দু'বছর আগের কথা।
নববর্ষের ঠিক দু'দিন পর আজকের এই দিনে, মহাম্মদপুর যাওয়ার কথা ছিল। যদিও কোন এক মায়াবী নারীর মুখের হাসি রক্ষা করায় আর যাওয়া হয়নি। দিনটি যে খারাপ গেছে তা বলবো না, তবে পেরাও কম ছিলনা। পরের দিম শরীরের বাঁধ ভেঙ্গে যাওয়া হয়ে ওঠেনি। অবশেষ এ দু'দিন পর মহাম্মদপুর পরিচিত বড় ভাইয়ের বাসায়। মধুর সম্পর্ক তার সাথে :) তার নাম "মাহমুড"। মাহমুদ ভাইয়ের বাসাটা ছি ছয় তালা। রাতের মেঘলা আকাশ আর হাজারো কথার ঝুড়ি নিয়ে আমারা ছাদের এক কোনে। কথার যুদ্ধে এক পর্যায়ে মাহমুদ ভাই ...........

- সবার জীবনে ব্যাতিক্রম কিছু ইচ্ছে থাকে, তোর জীবনের ব্যাতিক্রম ইচ্ছে কি ?
- ভাই ................... আছে একটা শুনতে খারাপ, লোকের চোখে সমাজের চোখে অতি যগন্য।
- তুই আমাকে বিনা দিদায় বলতে পারিস। কোন সমস্যা নেই।
- আমরা কেউ তাদেরকে ভালো চোখে দেখিনা। তাদেরকে দেখা হয় ঘৃনার চোখে। কিন্তু যারা তাদের সরনাপন্য তারা হয়তো আমাদের অতি কাছের কেউ, কেউ অতি প্রিয় কোন ব্যাক্তি। আরো অনেক কিছু .....
- তর কথার কিছু একটা হয়তো আমি ধারনে করতে পেরেছি তবুও তোর মুখ থেকে শুনতে চাই !
- কথায় কথা বারে, সাথে বাড়ে গোলক ধাঁদা। গোলক বাঁধিয়ে লাভ নেই, এতে করে অনেক সময় সহজ কথা জটিল হয়ে দাঁড়ায়।
" আমার জীবনের ব্যাতিক্রম ইচ্ছে হচ্ছে আমি "পতীতা তলায়" যাব। খারাপ ভাষায় যাকে বুঝায় "মাগী পারায়"
হয়তো কথাটা শুনার সাথে সাথে আমাকে ক্ষনিকের মধ্যে খারাপ থেকে খারাপ কিংবা অতি জঘন্য মনে করছেন।
পতীতা তলায় যাওয়াটা আমার ব্যাতিক্রম ইচ্ছে নয়। আমার ইচ্ছে হচ্ছে যাদের বসবাস সেই গলিতে, যেই লোক গুলোকে আমাদের সমাজের সবাই এত ঘৃনা করে আর তাদের সরনা পারথীদের তুলে রাখে মাথায়। সেই মানুষ গুলোকে যাদের আমারা ঘৃনা করি তারা দেখতে কী আমাদের থেকে আলাদা। তাদের হাত, পা কি দুটি না হয়ে চারটি। তারা কী আমাদের থেকে ভিন্ন নাকি আমাদের মতন মানুষ।
তাদের জীবন কেন আজ এই পথে তাই জানা আমার ব্যাতিক্রম ইচ্ছে।


আমি হয়তো একটা সাহসী নয়, ২ বছর পার হয়ে গেল তাও আমার ব্যাতিক্রম ইচ্ছেটা শুধুই ইচ্ছে রয়ে গেল। আজও সাহস করে উঠতে পারিনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.