নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

নিষ্পাপ সিগারেট

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩

আজ বড্ড লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। আমার আগেই বাবা ঘুম থেকে উঠে গেছে, কিছুতেই আজ বাসায় সিগারেট দরানো যাবে না। যদিও সিগারেট খাওয়ার পেরা মাথা চরে আছে না খেলেই নয়, কিন্তু হাত পা ছিকল ছাড়া বাঁধা শর্তও কিছু করার নেই। আজ কেন জানি সময় কাটছে না ঘরির কাটা ঠিক গুরছে না কখন বাবা বাসা থেকে বের হবে। এর মধ্যে বাবার ডাক নাস্তা করার জন্য। সকালের প্রথম সিগারেট না না দরিয়েই ব্যাগের সাইড পকেটে ডুকিয়ে রাখলাম "রাজপথেই" দরিয়ে দিব বলে। রাজপথে একা একা সিগারেনটা ঠিক দরাতে ইচ্ছে করছে না বন্ধুকে কল করে দেখি কোথায়।
- দোস্ত তরে খুব মিস করছি রে !
- মজা লইছ না কাজের কথা কী বলে ফেল ?
- একা একা সিগারেট খেতে ইচ্ছে করছে না, কই তুই ?
- মাঠে আছি চলে আই ।
মাঠে যাওয়ার সাথে সাথে আর দেরি করে লাভ নেই দেরি করলেই লেট :) দিলাম দরিয়ে মাঠে দেয়ালের উপর বসে। প্রথম টানের সাথে সাথে কেমন জানি মাথা নাড়া দিয়ে ওঠল, কি বেপার কখনো তো এমন হয় না বেপারটা কি ?
- বন্ধু দেয়াল কেমন জানি করে রে
- আমারও মনে হচ্ছে । সিগারেট খায়া কি পিনিক হয়ে গেল নাকি :-P আর কোন দিন এত লেট করে সিগারেট খাওয়া যাবে না।
- কেন কি হয়েছে ?
- আর কইছ না মাথা কেমন যানি করছে সব কাপা কাপি শুরু হয়ে গেছ শরীরের !
- আরে বেটা আমার একি অবস্থা হইছে ।
- আরে বেটা মজা রাখ পুকুরের পানির দিকে তাকা দেখ উতাম পাতাল করছে।
- ঠিক তখন বুঝতে পারিনি আসলে কি হয়েছে ! আসে পাশের সকল বাসার লোক জন মাঠে নেমে আসছে। তখন বুঝতে পারলাম যে আসলে ভুমিকম্প হয়েছে শুধু নিষ্পাপ সিগারেটের দোষ দিয়ে লাভ নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.