নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন ইব্রাহীম

আমীন ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

'তুমি চলে যাবে বলতেই'

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

তুমি চলে যাবে বলতেই,

আকাশের বুক থেকে ঝড়ে পরা তারার মতন সুতীব্র আর্তনাদ;

অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বুকের ঠিক বাম পাশটায় ক্ষত সৃষ্টি করে।

স্তব্ধ হয়ে যেতে চাওয়া হৃদপিন্ড বুঝিয়ে দেয়;

তার অবস্থান ঠিক ওখানেই, যেখানে তুমি আছো।

আমার সব স্বপ্নগুলোও যেন সহসা মরে যেতে চায়,

তুমি চলে যাবে বলতেই।।



তুমি চলে যাবে বলতেই,

কষ্টের নোনাজলে ডুবে যেতে চায় সুখের বালুচর,

অদ্ভুত সমুদ্রে সৃষ্টি হয় হাহাকার সাইরেন,

লন্ড ভন্ড করে উড়িয়ে নিয়ে যেতে চায় কোথায় কোন ঝাপসা মরুভূমীর পরে।

বালিয়াড়ীর ওপর ডুকরে ওঠে চাঁপা কান্নার রেশ,

খুজে যায় তোমার এক টুকরো অহমিকার নগ্ন ছোঁয়া,

তুমি চলে যাবে বলতেই।।



তুমি চলে যাবে বলতেই;

আমার শরীরের রন্ধ্রে-রন্ধ্রে, শিরায় উপশিরায়,

রক্তের প্রতিটা অনু পরমানুতে কেমন যেন ঝড় ওঠে।

নিষ্প্রাণ বেঁচে থাকার অর্থ খোঁজার চেষ্টায় ক্লান্ত মস্তিষ্কের মাতাল আচরণে,

ক্ষুদ্ধ হয়ে ওঠে অনুভূতি গুলো।

আমার এতদিনের পুঞ্জিভূত জীবনীশক্তি নিমিষেই যেন কর্পূরের মতন হাওয়ায় মিলিয়ে যেতে চায়,

তুমি চলে যাবে বলতেই।।



তুমি চলে যাবে বলতেই,

আমি আর আমি থাকি না;

কেমন যেন হয়ে যাই,

তুমি চলে যাবে বলতেই।।



রচনাকালঃ ২৫-০১-২০১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

রোহান খান বলেছেন: যার যাবার সে যাবেই .. তাকে ফেরাতে নেই।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

আমীন ইব্রাহীম বলেছেন: যদিও ঠিক বলেছেন তবুও একটা তবুও থেকে যায়!!
তবুও টা বড্ডো হতচ্ছাড়া কিনা!!
মন্তব্যের জন্য ধন্যবাদ, পাশে থাকবেন… :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.