নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন ইব্রাহীম

আমীন ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

'দ্বিতীয় আবেদন'

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৩

এসো আর একবার

নতুন একটি নদী হই চলো,

জল হই বারবার দুজন দুজনার,

ভিজি প্রাত্যাহিক স্বপ্নের অনিয়ন্ত্রিত কাল্পনিক বৃষ্টিতে।

ভিজতে ভিজতে গড়ি নতুন স্বপ্ন,

দৃষ্টি জুড়ে সাজাই নতুন কল্পনা।



এসো নদী জল হয়ে ছুটে যাই বহুদূর,

গড়ি নতুন সমুদ্র এক,

অতঃপর হবো এক মহা সমুদ্রের নতুন সংস্করণ।

ঢেউ জুড়ে ভালোবাসা,

স্বপ্নের বিলাসিতা ছাপিয়ে এ কূল ও কূল;

সূচিত হোক নতুন এক স্বত্বা,

আদিগন্ত সূচিত হোক সে স্বত্বা

অস্তিত্বের প্রয়োজনে পূনরায় পূনরায়।

সুবিশাল সামুদ্রিক জল ঝাপটায়।



এসো তবে জল হয়ে মুছে দেই সব কলঙ্ক,

ধুয়ে দেই সব কৃত্রিমতা;

কিংবা সামুদ্রিক কোন সাইক্লোন ঝড় হয়ে

ভেঙ্গে দেই পুরনো সব অহংকারের প্রাসাদ।



ভালোবাসা বেঁচে থাক,

ঢেউয়ে ঢেউয়ে জেগে থাক;

অতঃপর তুমি আমি জল হয়ে বেঁচে রই,

নদী থেকে নদী হয়ে সাগরের শেষ সিমানায়,

অতল মহা সমুদ্রে।

জল থেকে জলে,

কূল থেকে কূলে,

বহুদূর বহুদূর।।



রচনাকালঃ ০৬-০৯-১৪…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.