নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- তুমি জানতে চেয়েছিলে

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১




জানতে চেয়েছিলে তুমি
হঠাৎ অর্ধচন্দ্রের কোনো একরজনীতে,
যখন আকাশে বসেছিল তারার মেলা
চাঁদের সাথে মেঘ করেছিল খেলা।
আনমনা আমি,
মজেছিলাম প্রকৃতির ছলনায়।

হঠাৎ তুমি জানতে চাইলে-
ভালোবাসি কি তোমার কাজল কালো দুটি চোখ.?
ভালবাসি কি দু ভ্রুর মধ্যখানে কপালে তোমার ছোট্ট কালো টিপ. ?
অবাক হয়েছিলাম তখন সত্যি !
তুমি জানতে চেয়েছিলে ভালোবাসি কিনা আমি ।

নির্বাক আমি,
কি বলো বুঝাবো তোমায় কতটা ভালোবাসি।
হ্যাঁ,
ভালোবাসি তোমার কাজল কালো দুটি চোঁখ,
নেশা জড়ানো মায়াবি সে চাহনি।
ভালোবাসি,
ভ্রু দুটির মধ্যখানের ছোট্ট কালোটিপ,
ভালোবাসি তোমার নিকশ কালো সুদীর্ঘ কেশ।
ভালোবাসি তোমায়,
ভালোবাসি ওষ্ঠযুগল তোমার,
ভালোবাসি ওষ্ঠতলদেশের কালো তিল
নেশা ছড়ায়, নেশায় মত্ত আমি
কালো তিলে মাতাল আমি দিয়ে দিবো তোমায় নিজ স্বত্ব।

তুমি জানতে চেয়েছিলে,
ভালোবাসি কিনা তোমায়.?
হ্যাঁ ,
ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আমি বুঝি না মানুষ কেন কবিতা লিখে?

১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

আবু রায়হান ইফাত বলেছেন: কবিতাকে ভালোবাসি দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.